নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

মন কথনিকা (৪৬-৫০)

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৩৭



মন কথনিকা-৪৬
অসময়ে তার ঘরেতে- ঠোকা দিস্ না মন
বদ্ধ ঘরে থাকবে একা -করবে না আপন,
মনের মধ্যে শুয়ে আছে- ছোট একটা নীড়
ভাবনা উড়ে ঘরের চালায় স্বপ্ন বাড়ায় ভিড়।
21 December 2014 at 22:31

মন কথনিকা—৪৭
বসে আছো একা একা -তুমি কি'গো একলা পাখি
শুনো বলি,তোমায় তুমি-বারবার দিচ্ছ কেনো ফাঁকি?
আসো কাছে,বসো পাশে,সময় আছে অল্প বাকি
কথায় কথায় কাটাই সময় -আখিঁতে রেখে দু' আঁখি!
20 December 2014 at 19:37

মন কথনিকা-৪৮
আজকে আমার মনটা ভালো- যা ইচ্ছে চাও -দিবো আশা
নিবে নাকি ভালবাসা মনটা আছে প্রেমে ঠাসা?
ইচ্ছে মতো চাইতে পারো -যা ইচ্ছে তাই দিতে রাজি
তোমার জন্য রাখতে পারি-ভালবেসে জীবন বাজি।
18 December 2014 at 20:39

মন কথনিকা—৪৯
দূরে দূরে থেকে বন্ধু - বুঝাতে কি চাও
সেধে যাব কাছে তোমার-যেন কাছে পাও
আমার এত ঠেকা কিসের- সেধে যাই কাছে
আসবে তুমি ডাকবে কাছে -মনটা এই যাচে।
17 December 2014 at 20:28

মন কথনিকা-৫০
রাস্তার পাশে দেখো কত- ঘাসফুল আছে ফোটে
দৃষ্টি দাওনা সেদিক তুমি-মুগ্ধতাতে মোটে
লাল নীল সবুজ সাদা- ঘাসফুল খুঁজে খুঁজে
দাওনা তুমি ভালবেসে- আমার খোঁপায় গুঁজে।
15 December 2014 at 14:15


(পুরান লেখা-পোস্ট করা হয়নি এখানে :( )

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৪৩

নীলপরি বলেছেন: সব ক'টাই ভালো লাগলো ।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি :)

২| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৪৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: "দূরে দূরে থেকে বন্ধু - বুঝাতে কি চাও
সেধে যাব কাছে তোমার-যেন কাছে পাও
আমার এত ঠেকা কিসের- সেধে যাই কাছে
আসবে তুমি ডাকবে কাছে -মনটা এই যাচে।"


মন কথনিকা ভাল লাগল। শুভেচ্ছা রইল।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন শুভেচ্ছা রইল আপনার প্রতিও

৩| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫৮

মোস্তফা সোহেল বলেছেন: লিখে লিখে আপু তুমি
সবার মনে ছড়াও আলো
তোমার মন কথনিকা পড়ে
লাগল অনেক ভালো।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ----------------
ভালো লাগল আপনার দেয়া
সুন্দর কমেন্ট খানি
এমন কমেন্ট দেখলে আমার
মুছে যায় গ্লানি।

জাজাকাল্লাহ ভাইয়া

৪| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:০০

কানিজ ফাতেমা বলেছেন: মন কথনিকা সবগুলিই সুন্দর ।

শুভ কামনা রইল ।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মিতা আপি
ভাল থাকুন
শুভেচ্ছা অনেক অনেক :)

৫| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:৫১

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর। ভালো লাগলো প্রতিটি স্টেপ।

শুভকামনা আপু

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাইয়া
অনেক অনেক শুভেচ্ছা
ভাল থাক সবাইকে নিয়ে :)

৬| ০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:০১

ধ্রুবক আলো বলেছেন: মন কথনিকায় ++
খুব সুন্দর লিখেছেন, অভিনন্দন।

তবে আমার কাছে শেষের টা একটু বেশি ভালো লেগেছে।

০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ধ্রুবক ভাইয়া

ভাল থাকুন শুভেচ্ছা সতত

৭| ০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৪৯

শাহরিয়ার কবীর বলেছেন: আসো কাছে,বসো পাশে,সময় আছে অল্প বাকি
কথায় কথায় কাটাই সময় -আখিঁতে রেখে দু' আঁখি!


সুন্দর লিখেছেন +++

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবীর ভাইয়া
ভাল থাকুন সর্বদা :)

৮| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:০৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ ভালো লেগেছে আপুনি। দারুণ সব কাব্য কনা গুলো ঝিকিমিকি করছে রোদ যেমন মেঘে করে।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুজন ভাইয়া
ভাল থাকুন সর্বদা

শুভেচ্ছা নিরন্তর

৯| ০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৪২

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: মন কথনিকা। মনের কথাই বটে। নামটা সার্থক হয়েছে।
অনেক অনেক ভালোলাগা সবগুলোর জন্য।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন
শুভেচ্ছা সতত :)

১০| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৩২

ডঃ এম এ আলী বলেছেন:



অসময়ে তার ঘরেতে- ঠোকা দিস্ না মন
বদ্ধ ঘরে থাকবে একা -করবে না আপন,
মনের মধ্যে শুয়ে আছে- ছোট একটা নীড়
ভাবনা উড়ে ঘরের চালায় স্বপ্ন বাড়ায় ভিড়।

অসময়ে কবিতাটি পড়ায়
ছবিটা ছাড়া কোন টাই ভাল লাগে নাই
হাহাহা মঝা করলাম একটু :)
খুব সুন্দর লেখেছেন
অভিনন্দন রইল ।

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ যেকেোন একটা ভাল লাগলেই হলো

ধন্যবাদ আপনাকে :)

১১| ০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৪৯

বিলিয়ার রহমান বলেছেন: মন কথিকা ভালা হইসে তয় সবগুলা না কিন্তুক! :)

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হেইয়া আমি জানি ভাইয়া

আগের লেখা তো তাই এমন

ধন্যবাদ আপনাকে

১২| ০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৭

সিনবাদ জাহাজি বলেছেন: :)
সুন্দর লেগেছে আমার কাছে বিশেষ করে শেষের টা

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জাহাজি ভাইয়া
ভাল থাকুন

১৩| ০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

রাতুল_শাহ বলেছেন: ছন্দময় কবি

১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু
শুভেচ্ছার সাথে ভালবাসা রইল :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.