| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

মন কথনিকা-৪৬
অসময়ে তার ঘরেতে- ঠোকা দিস্ না মন
বদ্ধ ঘরে থাকবে একা -করবে না আপন,
মনের মধ্যে শুয়ে আছে- ছোট একটা নীড়
ভাবনা উড়ে ঘরের চালায় স্বপ্ন বাড়ায় ভিড়।
21 December 2014 at 22:31
মন কথনিকা—৪৭
বসে আছো একা একা -তুমি কি'গো একলা পাখি
শুনো বলি,তোমায় তুমি-বারবার দিচ্ছ কেনো ফাঁকি?
আসো কাছে,বসো পাশে,সময় আছে অল্প বাকি
কথায় কথায় কাটাই সময় -আখিঁতে রেখে দু' আঁখি!
20 December 2014 at 19:37
মন কথনিকা-৪৮
আজকে আমার মনটা ভালো- যা ইচ্ছে চাও -দিবো আশা
নিবে নাকি ভালবাসা মনটা আছে প্রেমে ঠাসা?
ইচ্ছে মতো চাইতে পারো -যা ইচ্ছে তাই দিতে রাজি
তোমার জন্য রাখতে পারি-ভালবেসে জীবন বাজি।
18 December 2014 at 20:39
মন কথনিকা—৪৯
দূরে দূরে থেকে বন্ধু - বুঝাতে কি চাও
সেধে যাব কাছে তোমার-যেন কাছে পাও
আমার এত ঠেকা কিসের- সেধে যাই কাছে
আসবে তুমি ডাকবে কাছে -মনটা এই যাচে।
17 December 2014 at 20:28
মন কথনিকা-৫০
রাস্তার পাশে দেখো কত- ঘাসফুল আছে ফোটে
দৃষ্টি দাওনা সেদিক তুমি-মুগ্ধতাতে মোটে
লাল নীল সবুজ সাদা- ঘাসফুল খুঁজে খুঁজে
দাওনা তুমি ভালবেসে- আমার খোঁপায় গুঁজে।
15 December 2014 at 14:15
(পুরান লেখা-পোস্ট করা হয়নি এখানে
)
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
২|
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৪৫
বিএম বরকতউল্লাহ বলেছেন: "দূরে দূরে থেকে বন্ধু - বুঝাতে কি চাও
সেধে যাব কাছে তোমার-যেন কাছে পাও
আমার এত ঠেকা কিসের- সেধে যাই কাছে
আসবে তুমি ডাকবে কাছে -মনটা এই যাচে।"
মন কথনিকা ভাল লাগল। শুভেচ্ছা রইল।
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন শুভেচ্ছা রইল আপনার প্রতিও
৩|
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৫৮
মোস্তফা সোহেল বলেছেন: লিখে লিখে আপু তুমি
সবার মনে ছড়াও আলো
তোমার মন কথনিকা পড়ে
লাগল অনেক ভালো।
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ----------------
ভালো লাগল আপনার দেয়া
সুন্দর কমেন্ট খানি
এমন কমেন্ট দেখলে আমার
মুছে যায় গ্লানি।
জাজাকাল্লাহ ভাইয়া
৪|
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:০০
কানিজ ফাতেমা বলেছেন: মন কথনিকা সবগুলিই সুন্দর ।
শুভ কামনা রইল ।
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মিতা আপি
ভাল থাকুন
শুভেচ্ছা অনেক অনেক ![]()
৫|
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১:৫১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর। ভালো লাগলো প্রতিটি স্টেপ।
শুভকামনা আপু
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নয়ন ভাইয়া
অনেক অনেক শুভেচ্ছা
ভাল থাক সবাইকে নিয়ে ![]()
৬|
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:০১
ধ্রুবক আলো বলেছেন: মন কথনিকায় ++
খুব সুন্দর লিখেছেন, অভিনন্দন।
তবে আমার কাছে শেষের টা একটু বেশি ভালো লেগেছে।
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ধ্রুবক ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা সতত
৭|
০৪ ঠা মে, ২০১৭ বিকাল ৩:৪৯
কবীর বলেছেন: আসো কাছে,বসো পাশে,সময় আছে অল্প বাকি
কথায় কথায় কাটাই সময় -আখিঁতে রেখে দু' আঁখি!
সুন্দর লিখেছেন +++
১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবীর ভাইয়া
ভাল থাকুন সর্বদা ![]()
৮|
০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:০৫
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বেশ ভালো লেগেছে আপুনি। দারুণ সব কাব্য কনা গুলো ঝিকিমিকি করছে রোদ যেমন মেঘে করে।
১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুজন ভাইয়া
ভাল থাকুন সর্বদা
শুভেচ্ছা নিরন্তর
৯|
০৪ ঠা মে, ২০১৭ রাত ৯:৪২
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: মন কথনিকা। মনের কথাই বটে। নামটা সার্থক হয়েছে।
অনেক অনেক ভালোলাগা সবগুলোর জন্য।
১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন
শুভেচ্ছা সতত ![]()
১০|
০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৩২
ডঃ এম এ আলী বলেছেন:
অসময়ে তার ঘরেতে- ঠোকা দিস্ না মন
বদ্ধ ঘরে থাকবে একা -করবে না আপন,
মনের মধ্যে শুয়ে আছে- ছোট একটা নীড়
ভাবনা উড়ে ঘরের চালায় স্বপ্ন বাড়ায় ভিড়।
অসময়ে কবিতাটি পড়ায়
ছবিটা ছাড়া কোন টাই ভাল লাগে নাই
হাহাহা মঝা করলাম একটু
খুব সুন্দর লেখেছেন
অভিনন্দন রইল ।
১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ যেকেোন একটা ভাল লাগলেই হলো
ধন্যবাদ আপনাকে ![]()
১১|
০৪ ঠা মে, ২০১৭ রাত ১১:৪৯
বিলিয়ার রহমান বলেছেন: মন কথিকা ভালা হইসে তয় সবগুলা না কিন্তুক! ![]()
১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হেইয়া আমি জানি ভাইয়া
আগের লেখা তো তাই এমন
ধন্যবাদ আপনাকে
১২|
০৫ ই মে, ২০১৭ বিকাল ৩:৩৭
সিনবাদ জাহাজি বলেছেন: ![]()
সুন্দর লেগেছে আমার কাছে বিশেষ করে শেষের টা
১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জাহাজি ভাইয়া
ভাল থাকুন
১৩|
০৫ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:১৬
রাতুল_শাহ বলেছেন: ছন্দময় কবি
১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু
শুভেচ্ছার সাথে ভালবাসা রইল ![]()
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৭ দুপুর ১২:৪৩
নীলপরি বলেছেন: সব ক'টাই ভালো লাগলো ।