নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

অস্পৃশ্য ভালবাসা.......

০৯ ই মে, ২০১৭ বিকাল ৩:৪৩



সে বলেছিল এ আমি চাইনা
তুমি আমার জন্য হয়ে উঠো উন্মাদ
আমাকে পাবার আশায় যেনো
ডিঙ্গাতে না হয় শত পাহাড় সম বাঁধ।

আর আমি এটাও চাই না যে
তুমি আমায় অনায়াসে ভুলে যাও
অনুভবে- অনুভূতিতে হরপল
যেনো আমারই স্পর্শ পাও।

তার কথা রেখেছি, তার জন্য
হয়েছি পাগল, হয়নি উন্মাদ,
তাকে পাওয়ার আশায়, মনে জাগে
সাত সমুদ্দুর ডিঙ্গানোর স্বাদ।

আর তারে - ভুলার কথা?
হ্যাঁ, ভুলতে চাই,তাকে ভুলতে চাই
কেন যে প্রতিটা পলে পলেই
তাকেই অনুভবে পাই।

পাগল হয়েও ভুলতে চাই,
তবু অদৃশ্যে হাত বাড়াই
খুঁজে ফিরি অস্পৃশ্য ছায়ায়
ধরতে গিয়ে বারবার তারে হারাই।

(10 October 2012 at 23:21)
(পুরান লেখা খুঁইজা পাইছি, সেই অনুভূতি মনে নাই)

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৭ বিকাল ৫:৪১

অর্ক বলেছেন: ভাল লাগলো। সুন্দর কবিতা।

১০ ই মে, ২০১৭ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অর্ক ভাইয়া :)

২| ০৯ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভুলিতে চাও যারে, খুজিয়া নিও তারে, অনন্তের ছায়াবীথি যেথায়,
করো না কোন ভুল, বেঁধে মাথার চুল, ধরোগো হাত তারি সেথায়।

১০ ই মে, ২০১৭ দুপুর ১২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক

৩| ১০ ই মে, ২০১৭ রাত ১:৪৪

তপোবণ বলেছেন: কবি কাছে এসো, পুরুষ দূরে যাও। এমনই কোন পংক্তি মালা হবে ভুলে গেছি এখন। শিমুল মুস্তফার সাথে দ্বৈত কন্ঠে কারো আবৃত্তি ছিল ওটা।

আপনার কবিতা পড়ে সে লাইনটাই কেন যে মনে পড়ছে বুঝতে পারছিনা। বরাবরের মতো আপনার পুরনো খুজেঁ পাওয়া কবিতাটিও ভাল লাগল।

১০ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর ছিল কবিতার লাইন
পুরোটা পড়তে পারলে ভাল লাগতো

অনেক অনেক ধন্যবাদ তপোবণ
ভাল থাকুন শুভেচ্ছা অনেক অনেক :)

৪| ১১ ই মে, ২০১৭ রাত ১২:০০

শাহরিয়ার কবীর বলেছেন:

সুন্দর কবিতা +++

১১ ই মে, ২০১৭ দুপুর ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসঙখ্য ধন্যবাদ কবীর ভাইয়া
ভাল থাকুন :)

৫| ১১ ই মে, ২০১৭ রাত ১২:১৪

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর কবিতা ++

১১ ই মে, ২০১৭ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আলো ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

৬| ১১ ই মে, ২০১৭ রাত ৩:২৮

উম্মে সায়মা বলেছেন: তারে ভোলা যায়না......
ভালো লাগল ছবি আপু। শুভ কামনা।

১১ ই মে, ২০১৭ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি

ভাল থাকুন
সবাইকে নিয়ে
শুভেচ্ছা আর ভালবাসা রইল

৭| ১১ ই মে, ২০১৭ সকাল ৮:৩৮

সিনবাদ জাহাজি বলেছেন: পাগল হয়েও ভুলতে চাই,
তবু অদৃশ্যে হাত বাড়াই
খুঁজে ফিরি অস্পৃশ্য ছায়ায়
ধরতে গিয়ে বারবার তারে হারাই।


অনেক ভালো লাগল
:)
+++

১১ ই মে, ২০১৭ দুপুর ১২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জাহাজি ভাইয়া
ভাল থাকুন অনেকঅনেক

৮| ১১ ই মে, ২০১৭ সকাল ৯:০৫

খায়রুল আহসান বলেছেন: পুরনো লেখায় যা ছিল হয়তো হৃদয়ের সুগভীর অনুভূতি, এখন সেটা মনে হতে পারে 'পাগলে কিনা বলে'... :)
টাইপোঃ স্বাধ < সাধ

১১ ই মে, ২০১৭ দুপুর ১২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা ঠিক বলেছেন সেই অনুভূতি অতীত হয়ে গেছে

অনেক ধন্যবাদ টাইপো ঠিক করেছি

ভাল থাকুন সুস্থ থাকুন
আল্লাহ ভরসা জাজাকাল্লাহ

৯| ১১ ই মে, ২০১৭ রাত ১০:১৬

ডঃ এম এ আলী বলেছেন:



ভাল লেখেছেন
তার কথা রেখেছি, তার জন্য
হয়েছি পাগল, হয়নি উন্মাদ,
তাকে পাওয়ার আশায়, মনে জাগে
সাত সমুদ্দুর ডিঙ্গানোর স্বাদ।

কেওকি সাত সমুদ্দুর ডিঙ্গিয়ে নিংয়েছে সেরকম স্বাদ !!!
নীজে পাগল হয়ে অপরে করেছে উন্মাদ !!!
কবিতার আসর ছেড়ে সে উন্মাদে এখন বন্দরে বন্দরে ঘুরে
মনি মুক্তা রত্ন পাথর খুঁজে মরে !!!!


১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ যে সুন্দর মন্তব্য দেখেই হাসি আসতেছে

ধন্যবাদ ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.