নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
দুষ্টু প্রলাপ-৬
বুকের ভিতর বাস গো তোমার-বিশ্বাস যাও না ক্যারে!
ছুরি লাগাও বুকে দেখো-বসছো হাঁটু গেঁড়ে,
বুকের অর্গল রাখছি খোলা -তোমার জন্য সেতো;
ভালবাসি কি বাসি না-খুঁজো কেনো হেতু?
গোলাপ হাতে সবিনয়ে- নিবেদনে প্রেম যে,
এসব কথা মেকি শুনো- ছলনার এ গেম যে।
December 1, 2016
দুষ্টু প্রলাপ-৭
চোখের পাতায় ঘুমের লহর- তাকিয়ো না বাঁকা চোখে
তোমার চেয়ে ঘুম’টা বড়-দাওনা বাপু থাকতে সুখে,
জেগে যদি গল্প করো-চা কফি খাওয়াও, বানিয়ে
জলের ঝাপটায় তবেই কিন্তু- ঘুম’টাকে নিবো মানিয়ে।
তবু যদি যাই ঘুমিয়ে- আলতো দিয়ো হাত বুলিয়ে
মাথার চুলে বিলি কেটে- গভীর ঘুমে, দাও ভুলিয়ে।
December 2, 2016
দুষ্টু প্রলাপ-৮
নাকের আগায় রাগ ক্যানে গো-ধানী মরিচ লাগছে নাকি
রাগের ঠ্যালায় হারাও সময়-মুগ্ধ প্রহর দিচ্ছে ফাঁকি,
এদিক টানলে ওদিকে যাও-বুঝো না কিছু বুঝো না;
চোখের মাঝে পট্টি বান্ধা-খুঁজো না আমায় খুঁজো না।
ধ্যত্তেরি ছাই বেড়ো না আর - খোঁপার কাটায় দিবো খোঁচা,
বিতৃষ্ণাতে করতে ইচ্ছে-ঘুষি দিয়ে নাকটি ভোঁচা।
December 3, 2016
দুষ্টু প্রলাপ-৯
পকেট তোমার গরম বেশি-ঠান্ডা করবে মার্কেট চলো
শুনো’নিকো আজো তুমি - টাকা পয়সা হাতের ধুলো,
ভালবাসার পরীক্ষাতে-পাশের নাম্বার চাইলে পেতে,;
দাওনা এবার কেনাকাটায়-তোমার গরম পকেট পেতে!
হাসি মুখে পাশে আমার- মুগ্ধ হয়ে থাকবে শুনো,
তেড়িবেড়ি করলে তবে-যাও না বাপু রাস্তা গুনো
December 4, 2016
দুষ্টু প্রলাপ-১০
সবাই তোমায় হার্ট ইমো দেয়-দেয় নাতো কেউ ছোঁয়া
ত্যক্ত মুখে বসে জপো-প্রেম টেম এসব ভূঁয়া
বুঝছি বাপু ছোঁয়া পেতেই-ভালবাসা খেলো
একটু ছোঁয়া পেলেই বুঝি-শূন্যে পাখনা মেলো!
এসো তবে কাছে আমার-চোখে দিবো ছুঁয়ে
নাগা মরিচ ছিল হাতে- সাবধান - পড়বে নুয়ে।
December 6, 2016
১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ সুন্দর বললে খাজনা দিতে রাজী আছি
গাজী ভাই কিছু কইলে দিমু না কইলাম
২| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:০৩
মোস্তফা সোহেল বলেছেন: দুষ্টু প্রলাপ অনেক মিষ্টি লাগল আপু।
অর্থমন্ত্রী কর নিলেও লেখা বন্ধ কইরেন না।
১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ বন্ধ করুম না ভাইয়া। আপনাদের প্রেরণায় লিখে যাবো।
জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন সবাইকে নিয়ে
৩| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:০৯
ভ্রমরের ডানা বলেছেন:
হা হা হা! দারুণ মজার আপু!
১৫ ই মে, ২০১৭ সকাল ১০:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভ্রমর আপি
ভাল থাকুন অনেক অনেক
৪| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:১৭
ডঃ এম এ আলী বলেছেন: খাইছে কবিতা আর ছুইবনা
চোখ জ্বলে যাবে
সামনের বাজেটে লেখালিখি
আর বই এর উপর কোন টেক্স থাকবেনা,
কবিতা পড়ার জন্য বড় একটা বাজেট থাকবে
কারো কোন কাজ কাম করা লাগবেনা ।
ভিশনে ক্ইছে আয় বেড়ে ৫হাজার
ডলা্র হইব দু:খ কোন থাকবেনা
খাটে শুয়ে চিত হয়ে শুধু কবিতা
পাঠ করব খুশী মনে ।
বলব কবিতা খুব সুন্দর হইছে
ভাষা আর ছন্দে ।
শুভেচ্ছা রইল ।
১৫ ই মে, ২০১৭ সকাল ১০:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহাহা খাটে শুয়ে চিত হয়ে শুধু কবিতা পড়বেন আর খাবেন
আর ভাবীকে বলবেন এক কাপ কফি নিয়ে আসো
কবিতা চুবিয়ে খাবো হাহাহাহাহ
দারুন মন্তব্য
ভাল লাগায় ভরপুর
থ্যাঙকস এ লট ভাইয়া
৫| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৫:৩৮
ধ্রুবক আলো বলেছেন: হা হা হা, দারুন মজার কবিতা বেশ ভালো লাগলো +++
১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: েআন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন সুন্দর থাকুন
৬| ১৪ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:০১
সুমন কর বলেছেন: নাগা মরিচ আবার কোনটি ??
মজার ছিল, দুষ্টু প্রলাপ।
১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় এটা চিনেন না।
মোটা মোটা মরিচ , বোম্বাইও বলে খুব ঝাল আর ঘ্রাণ সুন্দর
থ্যাঙকস এ লট দাদা
৭| ১৪ ই মে, ২০১৭ রাত ৮:৩০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: মুগ্ধতা রইল +++++
৭ আর ৮ বেশি ভালো লাগলো, খুব সুন্দর বলেছেন।
শুভকামনা রইল।
১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
কেমন আছো? গান লেখা হচ্ছে না বুঝি আর
শুভেচ্ছা রইল অনেক অনেক
৮| ১৫ ই মে, ২০১৭ সকাল ১১:২৫
সিনবাদ জাহাজি বলেছেন:
পিকটা দারুন ও হ্যা কবিতাউ
+++
১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ জাহাজি ভাইয়া
পিকটা দুষ্টু দুষ্টু মিষ্টি হাহাহা
৯| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:২৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর!
১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
১০| ১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৫
সুমন কর বলেছেন: হুম, বোম্বাই মরিচ !! তাহলে চিনি....
১৫ ই মে, ২০১৭ দুপুর ১২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা হবিগঞ্জে নাগা মরিচও্র বলি এটাকে হাহাহাহা .... বাপরে যে ঝাল একটু কোণা ভেঙ্গে পাতে রাখলেই হলো ঘ্রাণেই মাতাল
১১| ১৫ ই মে, ২০১৭ দুপুর ২:১৩
কল্লোল পথিক বলেছেন:
চমৎকার হয়েছে!
১৫ ই মে, ২০১৭ দুপুর ২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কল্লোল ভাইয়া
অনেকদিন পর এদিকে আসলেন।
ভাল থাকুন হামেশা
১২| ১৬ ই মে, ২০১৭ রাত ১:৫৯
ডঃ এম এ আলী বলেছেন:
অনেক আফ্রিকানরা সপ্তাহে এক কেজি নাগা মরিচ খায়
তাই তাদের কোন দিন পেটের অসুখ হয় না ।
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাপরে যে জ্বাল কি বলেন সর্বনাশ
ধন্যবাদ মন্তব্যের জন্য
১৩| ১৬ ই মে, ২০১৭ সকাল ৮:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপনার লেখার ষ্টক বেশ সমৃদ্ধ আপু, ভালোলাগা জানিয়ে গেলাম।
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকদিন পর পর আসেন । চা খাবেন নাকি
না খাওয়াবেন হাহাহা
ধন্যবাদ ভাইয়া
১৪| ১৬ ই মে, ২০১৭ সকাল ৯:৪১
নতুন নকিব বলেছেন:
দুষ্টু প্রলাপ এই যদি হয়
মিষ্টি আলাপ কয় কারে?
মিষ্টি এমন সরস কথন
সৃষ্টি করতে কে পারে?
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্যে ঝাঁঝাঁ জাজাকাল্লাহ খাইরান
অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
১৫| ১৬ ই মে, ২০১৭ সকাল ১১:৩৫
অরফিয়াস বলেছেন: এসো তবে কাছে আমার-চোখে দিবো ছুঁয়ে
নাগা মরিচ ছিল হাতে- সাবধান - পড়বে নুয়ে।
ইতা কিতা কওগো আপি
ডরে পরান যায়
মরিচেতে স্বাগত জানাও
হায়রে হায় হায়!
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ যখন রাগ উঠে তখন ইচ্ছে লাগে তার ঠোটে মরিচ ভেং্গে লাগায় দেই হাহাহ
অনেক ধন্যবাদ বিলি ভাইয়া ভাল থাকুন
১৬| ১৬ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর আপনার দুষ্টকথন মৃষ্টিও বটে। ভাল থাকবেন সবসময়ের জন্য।
১৭ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সুজন ভাইয়া ভাল থাকুন হামেশা
১৭| ২৩ শে মে, ২০১৭ রাত ২:৪২
উম্মে সায়মা বলেছেন: দুষ্টু প্রলাপ মিষ্টি হয়েছে আপু
২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। শুভেচ্ছা ও ভালবাসা রইল
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৪:৪১
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: এত্তো সুন্দর কবিতা অর্থমন্ত্রী দেখলে খাজনা দাবী করবে।