নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১।
#জীবন_বড়_অদ্ভুত
জীবন বড়ই অদ্ভুত
অদ্ভুত মানুষের মন
অদ্ভুত মানুষের চলাফেরা
আচার আচরণ।
জীবনের মানে কেউ বুঝে
বুঝে উঠতে পারে না কেউ হয়তো।
বুঝে উঠতে উঠতেই সহসা
ডাকে এসে যায় শেষ চিঠি
মানুষ শুধুই অদ্ভূত হা হুতাশ করে
জীবনের কাছে মানুষ প্রয়োজনের বেশীই চায় বুঝি
এজন্য হতে হয় হতাশ,
এক রাশ হতাশা আর অপূর্ণতা নিয়ে মানুষ পাড়ি জমায়
অজানায় অচেনায় গোর গন্তব্যে।
ভাল থাকুক সব ভাল মানুষ ।
May 22, 2014 at 5:43pm
২।
#ভাবনার_অতলে_ডুব
অজানতেই কখনো হেঁটে যাই পরিচিত কারো পাশ দিয়ে
আনমনা আমি ঠেরই পাই না
কেউ একজন ছিল পাশে যাকে আমি চিনি
খুব করে চিনি, খুব কাছের মানুষ ছিলো।
ভুল হয় একবার
আনমনা থাকে মানুষ কখনো সখনো
কিন্তু আমি এমন কেন?
মিলিয়ে যাই মিশে যাই কোথায় যেন
যার কোন অস্তিত্ব নাই
ভাবনার কোন সীমানা নাই
এ আবার কেমন রোগ?
আমি আমাতেই হারাই বারবার
তাই খুঁজে পাই না গন্তব্য।
May 22, 2014 at 3:19pm
৩।
#নেতা_হতে_চাইনা
কি জীবন পেলে আর
কী জীবন নিয়েই ফিরে গেলে অনন্ত আঁধারে
শুয়ে আছ নিরবে দুয়ার খিড়কি বিহীন ঘরে
শান্তিতে অথবা অশান্তিতে।
অথচ তাবৎ দুনিয়ার মানুষ
তোমার মুর্তি বানিয়ে পুষ্পাঞ্জলি দিচ্ছে তোমার পায়ে
অথবা নিথর গলায়।
তুমিতো জানতে আমাদের ধর্মে মুর্তিপূজা নিষিদ্ধ!
আর পুষ্প অঞ্জলিও!
তুমি নেতা তাই তোমাকে ওরা পূজা করে,
আর সেদিকে তোমাকে নিশ্চয়ই শাস্তি পেতে হচ্ছে,
অবশেষে তুমি কিছু মুসলিমদের দেবতা হয়ে গেল;
ওরা তোমাকে শান্তিতে শুতেও দিবে না।
আমি মাটির মানুষ,
আমি কখনো নেতা হতে চাইনা বা গুরুত্বপূর্ণ ব্যক্তিও না
আমি চাইনে কেউ আমায় এভাবে কষ্ট দিয়ে স্মরণ করুক ভালবাসুক।
আমি চলে যাবো নিরবে কেউ জানবে না।
নেতা তুমি অভিশপ্ত জীবন বয়ে বেড়াও এভাবেই,
ফুলে ফুলে ভরে উঠুক তুমিমূর্তি পায়ে....
সেখানে তুমি মুহুর্মুহু আজাবে ভেঙ্গেছুঁড়ে যেতে থাক তাতে কি!
সম্মান স্মরণে তো তোমাকে ওরা মাথায় তুলে রাখছে।
তুমি নিজেকে গর্বিত অনুভব করো... ঠিক আছে!
May 22, 2016 (এই লেখায় শুধু আমার মতামত। ক্যাচাল করতে আসবেন না)
২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: নেতা হয়ে লাভ কি -পরকালের যাতাকলে এমনিতে পিষে শেষ হই যাইমু। তুমি হও গিয়া
২| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৮
মোস্তফা সোহেল বলেছেন: ক্যাচাল না করলে হবে ছবি আপু?যাক গরমে আর ক্যাচালে না যায়।
আপনার মত করে আপনি বলে গেছেন। আমি পাঠক হিসেবে পড়ে গেছি।
আমাদের দেশে আজকাল সম্মানের নামে বেশির ভাগ মুসলিম মূর্তি পূজা করছে বিষয়টি খুবই দুঃখ জনক।
২২ শে মে, ২০১৭ বিকাল ৪:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই গরম বেশীই পড়ে েগেছে।
চারিদিকে মানুষ অসুস্থ হচ্ছে
ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন
৩| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৮
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো আপু। তিনটিই গুণী কথা ভরা।
ভাবনার কোন সীমানা থাকও উচিৎ না।
শুভকামনা জানবেন।
২২ শে মে, ২০১৭ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাইয়া
ভাল থাক সব সময়
শুভকামনা রইল
৪| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৪৬
সিনবাদ জাহাজি বলেছেন: তুমি নেতা তাই তোমাকে ওরা পূজা করে,
আর সেদিকে তোমাকে নিশ্চয়ই শাস্তি পেতে হচ্ছে,
অবশেষে তুমি কিছু মুসলিমদের দেবতা হয়ে গেল;
ওরা তোমাকে শান্তিতে শুতেও দিবে না।
আসলেই তাই ।
তিনটি কবিতাই খুব সুন্দর তবে শেষেরটার কথা আলাদা করে না বললে অন্যায় করা হবে
+++
২২ শে মে, ২০১৭ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন সবাইকে নিয়ে
আর পাশেই থাকুন
শুভেচ্চা সতত
৫| ২২ শে মে, ২০১৭ বিকাল ৪:৩২
করুণাধারা বলেছেন: প্রথম দুটো কবিতা জীবন আর ভাবনা - কবির ভাবনার গভীরতায় বিশ্মিত হলাম আর কি জানি কিসের তরে মন হায় হায় করে উঠল। কিন্তু তিন।নাম্বার কবিতাটা! হা হা হা। যখন আমি দেখি ছবিতে মালা দিয়ে মোম জ্বালিয়ে ছবির সামনে মানুষ দাঁড়িয়ে ভক্তি দেখাচ্ছে তখন আমার ঠিক এরকমই মনে হয়।
ধন্যবাদ, সুন্দর কবিতাত্রয়ের জন্য। ভাল থাকুন।
২৩ শে মে, ২০১৭ সকাল ১০:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ করূণা ধারা ভাল থাকুন অনেক অনেক।
আপনার মতই আমারও এমন অনুভূতি । তারা যেমন শাস্তি পাবে তেমনি যারা ভক্তি দেখাচ্ছে তাদেরও ছাড় নেই হাহা
শুভেচ্ছা সতত
৬| ২২ শে মে, ২০১৭ বিকাল ৪:৪২
তারেক ফাহিম বলেছেন: উপরে দুইটি কবিতায় একটু হলেও কমন শেষেরটা একটু ভিন্ন। তবে ভালই লগালো বিশেষ করে তিন নাম্বারটি। শুভ কামনা রহিল, আপু, বরাবরের মত নির্ভয়ে পড়লাম। শেষেরটির জন্য পরের জনমের কথায় একটু ভয় পেলাম।
২৩ শে মে, ২০১৭ সকাল ১০:৩২
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
আমার লেখা আবার ভয়ে পড়তেন ক্যারে। আমি তো আর কঠিন লিখি না
এসব হাবিজাবি এক নজর দেখলেই বুঝতে পারা যায়
অনেক ধন্যবাদ
ভাল থাকুন
৭| ২২ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৯
অতৃপ্তচোখ বলেছেন: ভালো লাগা রইল আপু। +++++
২৩ শে মে, ২০১৭ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা আর শুভকামনা রইল
৮| ২২ শে মে, ২০১৭ বিকাল ৫:১৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ছবি আপার ভবনাগুলো ছবির মত সুন্দর।
২৩ শে মে, ২০১৭ সকাল ১০:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু কবীর ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত
৯| ২২ শে মে, ২০১৭ বিকাল ৫:৫২
ANIKAT KAMAL বলেছেন: এতভালো কিভাবে লিখেন অাপু
২৩ শে মে, ২০১৭ সকাল ১০:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় এসব ভাল কই পাইলেন
সহজ ভাষায় লেখা হাবিজাবি
অনেক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন অনেক
শুভেচ্ছা সতত
১০| ২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
ধ্রুবক আলো বলেছেন: খুব চমৎকার কবিতা +++ খুব ভালো লাগলো। সবগুলোই ভালো লাগলো।
২৩ শে মে, ২০১৭ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
ভাল থাকুন
শুভেচ্ছা সতত
১১| ২২ শে মে, ২০১৭ রাত ৮:০০
ধ্রুবক আলো বলেছেন: ছোট কিছু টাইপো আছে ঠিক করে নিন। এরপর মন্তব্যখানি ডিলিট করে দিন।
২৩ শে মে, ২০১৭ সকাল ১১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: টাইপো পাই না ক্যারে ভাইয়া? চোখে ধান্ধা লাগছে দেখি
১২| ২২ শে মে, ২০১৭ রাত ৮:১৪
ডঃ এম এ আলী বলেছেন:
কবিতা ও ছবি সুন্দর হয়েছে
অবশ্য কাজীর ছবি থেকে নয়
শুভেচ্ছা রইল
২৩ শে মে, ২০১৭ সকাল ১১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কাজীর ছবি কই পাইলেন আবার
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন সবাইকে নিয়ে
১৩| ২২ শে মে, ২০১৭ রাত ৯:২১
নাদিম আহসান তুহিন বলেছেন: ৩য় টি শেয়ার করতে চাই।
২৩ শে মে, ২০১৭ সকাল ১১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ঠিক আছে শেয়ার করতে পারেন
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা রইল
১৪| ২৩ শে মে, ২০১৭ রাত ২:৩৪
উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে আপু। সুন্দর ভাবনাগুলো।
২৩ শে মে, ২০১৭ সকাল ১১:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সায়মাপি
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা আর ভালবাসা রইল
১৫| ২৩ শে মে, ২০১৭ সকাল ১১:৫৫
ইসফানদিয়র বলেছেন: নেতা হও আমাগো নেতা দরকার
২৩ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: নেহি কাভি নেহি
নেতা হু নেহি সাকতা
কখনো না । সাধারণ মানুষ সাধারণভাবেই দুনিয়া ছেড়ে যাবো ইনশাআল্লাহ
১৬| ২৩ শে মে, ২০১৭ দুপুর ১:৪৫
আলভী রহমান শোভন বলেছেন: সুন্দর কথামালা, আপুনি।
২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শোভন ভাইয়া
শুভেচ্ছা ভাল থাকুন অনেক
১৭| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:১৮
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: কি আর বলব, শেষ তক অদ্ভুত সুন্দর মন্তব্য করে বিদায় হলাম!
২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঃঅনেক ধন্যবাদ ফরিদ ভাইয়া
ভাল থাকুন অনেক
১৮| ২৩ শে মে, ২০১৭ দুপুর ২:৩৪
ধ্রুবক আলো বলেছেন: গতকাল সম্ভবত ফন্টে সমস্যা হয়েছিলো তাই ভেবেছিলাম টাইপো আছে, ও কিছু মনে করবেন না আপু।
২৩ শে মে, ২০১৭ বিকাল ৩:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সমস্যা নাই। যদি কখনো কিছু ভুল হয় অকপটে বলে দিবেন। অনেক সময় সঠিকটা লিখতেও দ্বিধা দ্বন্দ্ব লাগে
ধন্যবাদ ভাইয়া
১৯| ২৩ শে মে, ২০১৭ সন্ধ্যা ৬:১০
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
এবার কমেন্টে লাষ্ট হয়েছি , ফ্রিজের ঠান্ডা চা চাই !
২৫ শে মে, ২০১৭ দুপুর ১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন:
এই যে ঠান্ডা পানি
সবটুকু খেয়ে নেন। আবার গলায় ঠান্ডা লাগলে আমারে দুইষেন না
২০| ২৪ শে মে, ২০১৭ সকাল ১১:০১
সামিয়া বলেছেন: সুন্দর++++++++++
২৫ শে মে, ২০১৭ দুপুর ১:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাঙকু আপি
অনেক ভালবাসার রইল
২১| ২৪ শে মে, ২০১৭ সকাল ১১:২৩
শাহজালাল হাওলাদার বলেছেন: চিন্তার মাধুরিমা সত্যিই প্রশংসনীয়।
লেখা পাঠান্তে যতটুকু অনুমিত হয়েছে এই লেখায় আপনার ভাবনার কেন্দ্র বিন্দু পর লৌকিকতা। সে হিসেবে আমার কাছে ছবিটা একটু আন ম্যাচিং মনে হচ্ছে। পর লৌকিকতার ভাবনা গুলো প্রয়োগ হোক আমাদের জীবনের বাস্তবতায়।
২৫ শে মে, ২০১৭ দুপুর ১:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য । অনুপ্রেরণা পেলাম
আর কি ছবি দিবো ভেবে ভেবে শেষেেএটাই দেয়া হয়ে গেলো।
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৭ বিকাল ৩:৩৪
নাগরিক কবি বলেছেন: বড়োই সৌন্দর্য। নেতা হতে চান না কেরে বুজি?