নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

পেইন্টে/পেন্সিলে/ড্র-প্লাস আর টাচে আঁকা ছবি..... (ছবি দেখে ছবি আঁকা)

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:০৬

বিভিন্ন সময় এই ছবিগুলো পেইন্ট আর্ট এ এঁকেছিলাম। সবগুলো ছবিই নেটের ছবি দেখে আঁকা। আঁকাআঁকির ব্যাপারে আমার নিজস্ব কল্পনা জগত নেই। এ বিষয়ে আমার জেরীটা পারদর্শী। আমি দেখে দেখে ছাড়া আঁকতে পারি না। সবগুলোই ছবিই দেখবেন কোনো না কোনো সময় চোখে পড়বে। তবে ছবিগুলো পেইন্টে আঁকাতে বেশী কষ্ট হয়েছে। অনেক আগে এখানেও হয়তো পোস্ট করেছি ছবিগলো। আজকে আবার পোস্ট করলাম। কারণ আমরা কেউ প্রফেশনালি অঙ্কন শিল্পী না । এবং শিল্পী কবিও হতে পারবো না। হতে চাইও না। এগুলো নিছক শখের বসে আঁকা। আগে এঁকেছি মানুষ । কিন্তু প্রাণীর ছবি আঁকা গুনাহ, মারাত্মক গুনাহের কাজ। এজন্য মানুষ আঁকা ছেড়ে দিয়েছি। আমার ছেলে তা-মীমও প্রাণীর ছবি আঁকে না। পেইন্টে আঁকা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এখন আর সময়ই পাই না।

১। কোন এক গোধূলিয়ায় শুধু তোমার অপেক্ষাতেই ছিলাম। অথচ তুমি আসলে না। সূর্যটাও আমায় ফাঁকি দিয়ে চলে গেলো আকাশের ডহরে..... সাথে দিয়ে গেলো আমায় অনন্ত আঁধার, যেমনটি তুমি দিয়েছিলে। (পেইন্ট আর্ট)



২। সেই যে বিষন্নতা দিয়ে গেলে আমি আর হাসতে পারি না। তুমি দেখে যাও চোখের কোণে ঝড় ঝরে অঝোরে। চোখের কাজল লেপ্টে গিয়ে কেবল তোমার ছবিই এঁকে যাচ্ছে...... (এটা পেন্সিল দিয়ে আঁকা)



৩। ঘোড়ায় চড়ে এসেছিলে, আমি শুনেছি সেই পদধ্বনি। এসে ফিরে গেলে । এতটা দ্বিধাদ্বন্দ্ব মনে কেনো তোমার বুঝিনে বাপু। ফিরে এসো টগবগ ঘোড়ায় চড়ে (এটা জল রঙ এ আঁকার । জেরীর সাথে বসে আকছিলাম)



৪। ফিরে না হয় গেলাম সাদা কালোয় ....
======================
ফিরে না হয় গেলাম আবার
সাদা কালোয়
ছিলাম তো বহুদিন তোমাদের
নিরস নীল আলোয় ।

বুঝেছি রঙীন দুনিয়ায় স্বার্থ ছাড়া
হয়না কিছুই বিনিময়
অনুভূতি নিয়ে হয় খেলা
স্বার্থের হলে একটু নয় ছয় ।

আমি এখান থেকে নিয়ে গেলাম
আমার নি:সঙ্গতা
ঐ যে ডাকছে আমায় বিবর্ণ আকাশ
ভেঙ্গে সব নিস্তব্ধতা ।

কিছু দিন না হয় খুঁজে নিলাম
সাদা কালো নির্জনতা
রঙ্গীন স্বপ্নগুলো এলোমেলো করে দিয়ে
ঘিরে রাখুক আমায় স্থবিরতা ।

একাকি হেঁটে হেঁটে যাই
আমি আর আমার কায়া
অথৈ নিরবতার সাথী হয়ে
পিছন পিছন শুধুই আমার ছায়া ।

সাদা কালোর দুনিয়ায়
আমি একাকী
রাত বিরাতে সঙ্গী হবে
এক ঝাঁক জোনাকি ।



৫। এই ছবিটাও দেখে দেখে পেইন্টে এঁকেছি । অরজিনাল চেহারা হয় নাই হাহাহাহ



৬। এই ছবিটা ড্র প্লাসে আঁকা । আমার কাছে খুব ভাল লাগে এই ছবিটা



৭। মোবাইল স্ক্রীনে আঙগুল টাচে আঁকা ছবি। ইহা কাল্পনিক



৮। এটা ঈদের সময় এঁকেছিলাম। পেইন্ট আর্ট এ



৯। ছবিটা নেটের-একটা পাথরের ছবি এটা। সে ছবিটা সেইভ করে পেইন্ট আর্ট করেছিলাম



১০। এই ছবিটা পেইন্ট আর্ট এ আঁকা । ফেইসবুক থেকে নিয়েছিলাম



১১। একান্ত নির্ভরতার ক্ষণ



১২। নববর্ষের সময় এঁকেছিলাম। ইহা নকল নয় কিন্তু



১৩। তরমুজের ছবি উঠায়ে বিলাই বানায়ে দিছিলাম



১৪। সখি চল যাইগা
দেখ না!! চ্যামরা কেমন রইছে রাইগা
এমন মুখ দেহনের চেয়ে
চল যাই ভাইগা ।
যত্ত সব আবোল তাবোল
মুখখানা দেখলে মনে হয়
যেন ফুলাইছ বাবল ।
এদিকে আর তাকাবা না
মেজাজ হয় গরম
কথা কইতে পার না
খালি পাও শরম ।
ধ্যত........ আর না!!!! চল সখি
ওর পেট খারাপ মনে হয়
অই তুমি খাও এখনি হরতকি ।
যাইগা কিন্তু....... টাটা
নিরামিষ তুমি যেন লবণ ছাড়া
না খাট্টা না মিঠা........
মর গিয়া বেটা
তোরে আর দেখে ক্যাটা
টাটা.................




১৫। উচ্ছাস



১৬। অপেক্ষা.....



১৭। বন্ধু দিবসে পেন্সিল আর্ট



১৮। মা দিবসে পেন্সিল আর্ট-এডিট পিকাসায়



১৯। জাপানিজ



২০। বন্ধু দিবস



২১। বৃষ্টির দিনে



২৩। মাঝে মাঝে ডাকে আমায়
মন খারাপের দিন
ডেকে বলে দুজন মিলে
হব নাকি লীন.....

দিনের সাথে
মনের কি হয় তুলনা.....
দিন বলে মনকে ভুলো
তবু আমায় ভুলনা ।

উড়ে এসে জোরে বসে
মন খারাপের দিন
মনের সাথে ভাব করে
সব কিছু করে মলিন ।

দিন তুমি চল
নিজের মতো করে
ভাল দিন মন্দ দিন
একটু একটু যাও ঝরে......

মন খারাপের দিন আছে
নিত্য আসা যাওয়ায়
তিক্তঝরা দিনগুলোরে তাই
উড়ায়ে দেই এলোমেলো হাওয়ায় ।



২৪। ভাবনা



২৫। অদৃশ্য মানব



২৬। জাপানীজ



মন্তব্য ৬৬ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:২৩

অপ্‌সরা বলেছেন: এতদিনে বুঝিলাম জেরী কেনো আর্টিস্ট!!!!!!!!!!!! :)

২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআরে আমার চেয়ে বেটা বড় আর্টিস্ট

আমিতো দেখে দেখে আঁকি
আর ও না দেখে আঁকে

২| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:২৪

অপ্‌সরা বলেছেন: আমারও পেইন্ট ব্রাশে আঁকা ছিলো আপুনি!!!!!!

এত্ত কঠিন ! একদিকে টানি আরেকদিকে যায় বদমাইশ কার্সার!!!!!!

মনিটরেও কার্বন ইউজ করা যায় কিনা খুঁজে দেখতে হবে!


এ বিষয়ে আজই ইউটিউবে সার্চ দেবো ! :)

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই বহুত কষ্ট আপি
চোখের বারোটা বেজে যায়

আর তো সময়ই পাই না। জেরী অনেকগুলো একেছিল পেইন্ট আর্ট

ওর গুলো খুব সুন্দর । কিছু না দেখেই নিজের কল্পনায় একেছে। সেগুলো একদিন পোস্ট দিবো ইনশাআল্লাহ

৩| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:২৬

নাগরিক কবি বলেছেন: ১৮৫০ সালের বিখ্যাত চিত্রকর্ম =p~

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহ দারুন হইছে অই মাইয়াটা তুমি নাকি হাহাহা
চোখটা সুন্দর হইছে কিন্তু আপি তো বলে মরা চোখ
কার চোখ দেখে আকচো পিচ্ছি কইয়া দেও মেয়েটা কে রে

৪| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:২৯

অপ্‌সরা বলেছেন: আপু দেখো নাগরিক কবির চোখে অসুখ মানে মরা মাছের চোখ!!!!!! :P

২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাছের চোখ হাহাহাহাহ

আপি কয়েকটা মাছের চোখ আঁকবা নাকি

৫| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৪

অপ্‌সরা বলেছেন: চলো আমরা সবাই মিলে ছবি আঁকা কর্মশালা করি!!!!!!!!!

আমরাই পারবো!!!!!!! :)

২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: তা আমরা করতেই পারি

চলো লেগে পড়ি :)

৬| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:০২

শাহরিয়ার কবীর বলেছেন:
২৫। অদৃশ্য মানব............. ভাল্লাগছে !! ;)




আমাকে না দেখে একখানা ছবি এঁকে দিতে হবে ? 8-|

২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এটাই আপনি হাহাহাহা দেখলেন তো না দেখেই একে ফেলেছি

থ্যাংকু পোস্ট পড়ার জন্য ভাল থাকুন

৭| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:০৩

শাহরিয়ার কবীর বলেছেন:
একটা ছবি এঁকে দিতে পারলে ...।


ছবি আপা জিন্দাবাদ । ;)

২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষের ছবি আর আঁকবো নাতো
:)

৮| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমিও একটু চেষ্টা করলুম, আপু। :|

২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হইছে । কিসে আঁকছেন ভাইয়া

অনেক ধন্যবাদ পোস্টে আসার জন্য
ভাল থাকুন

৯| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৩১

নাগরিক কবি বলেছেন: মাইয়্যাডার নাম অঞ্জলি। আমগো মধ্যে সখ্যতা আছে =p~

২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাইয়াডার ফুল ছবি দেখাও দিনি

আঁকুম নে

১০| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৫

ডঃ এম এ আলী বলেছেন: দারুন সব নজরকাড় ছবি
সাথে মনোমুগ্ধকর কবিতা
অনেক না জনা কথা হল জানা
তাইতো মনে হলো
এত দিনে কহিলা অরিন্দম
এত অল্প দিনে ছবি আঁকা কিভাবে শিখিলে
কহ সবে মুক্তকণ্ঠে, ছবি অাঁকে কবি কি সিন্দর সাজে :)

আঁকতে পারি আমি আরো সহজে
আঙ্গুলের ডগায় রঙ চঙ কিছু লাগিয়ে
সাদা কাগজের উপর একখান টিপ দেই বসিয়ে
মনের মত রঙ চংগা আর্টের ছবি যায় হয়ে !!!


শুভেচ্ছা রইল

২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ দারুন সুন্দর হইছে ভাইয়া হাহাহাহ
আমিও চেষ্টা করব
তবে এই জিনিসটা অবিশ্বাস্য লাগে
২০০ কোটি মানুষের আঙ্গুলের ছাপ এক হয় না
মহান আল্লাহর অসীম ক্ষমতা এটাে দেখলেই বুঝা যায়

ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন খুব

১১| ২৪ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৭

মোস্তফা সোহেল বলেছেন: ছবির আকা ছবি ভাল লেগেছে।

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সোহেল ভাইয়া অনেক অনেক ভাল থাকুন

শুভেচ্ছা সতত :)

১২| ২৪ শে মে, ২০১৭ রাত ১০:৩৮

গেম চেঞ্জার বলেছেন: আমি তো কমেন্ট করেছিলাম! গেল কই! :||

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাওয়া হইলো ক্যামনে আজব তো

আমিও তো ভাবছি লাইক পেলাম বাট মন্তব্য পেলাম না
সে কেনো

হাহাহাহ নেটের গন্ডগোলে বোধয় হাপিস হইছে

ধন্যবাদ গেম্বাই

১৩| ২৪ শে মে, ২০১৭ রাত ১১:১৮

কূপজলের মানুষ বলেছেন: একটা গ্রাফিক ট্যাবলেট কিনা ফেলেন স্কেচিংয়ের জন্যে ৷ আর ফটোশপটা শিখা ফেলেন ৷ এইটা এক অন্য জগত! পেইন্ট সফটওয়্যারে খুব লিমিটেড অপশন, আর মাউস দিয়া ছবিও আঁকা যায় না ঠিকঠাক ৷ এই দুইটা বাঁধা ডিঙ্গাইতে একটা গ্রাফিক ট্যাবলেট প্যাড আর ফটোশপ জরুরী ৷ ছবি সুন্দর হৈছে..

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে এসব করার সময় মোটেও পাওয়া যাবে না। অফিস সংসার চাকুরি স্কুল বাচ্চা ব্লগিঙ ফেবুকিঙ লেখালেখি বাপরে বাপ এক তিল সময়ই পাই না। তবে খুব শখ আমার আরেআমার ছোট ছেলে তা-মীমের আকাআকি। দেখা যাক কিনতে পারি কিনা। চেস্টা করবো তবুও

অনেক ধন্যবাদ কূপজল ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা সতত

১৪| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:৩৮

রাবেয়া রাহীম বলেছেন: ছবি তুমিও দারুন এঁকেছ । দেখে দখে এমন সুন্দর করে আকা যায় অবাক হয়েহি । ভাল লাগলো

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি বুবু আঁকা যায় আর আমার চেয়ে তা-মীম আরো ভালো আকতো, ও যখন শিশুতে পড়তো । এখন পড়ার চাপে আর ল্যাপটপে বসে না।

ধন্যবাদ বুবু পোস্টে আসার জন্য

১৫| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:৫৪

সুমন কর বলেছেন: অপ্‌সরা বলেছেন: এতদিনে বুঝিলাম জেরী কেনো আর্টিস্ট! --- হুম, সত্য।

+।

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা জেরী আমার চেয়ে ভাল আকিয়ে দাদা
ওর জন্য দোয়া করবেন

ধন্যবাদ অনেক অনেক

১৬| ২৫ শে মে, ২০১৭ রাত ১২:৫৬

কল্লোল পথিক বলেছেন:


আপনি তো দেখি বহুমুখী প্রতিভার অধিকারী।

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে এসব কোনো কাজের প্রতিভা হইলো হাহাহা আকামের কাজ এগুলো
তবুও মন থাকে এগুলোর মাঝে থাকলে ।

ধন্যবাদ ভাইয়া মূল্যায়নের জন্য ভাল থাকুন সবাইকে নিয়ে

১৭| ২৫ শে মে, ২০১৭ সকাল ৭:৩৪

সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো দেখছি অলরাউন্ডার আপু

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অলরাউন্ডার হতে পারলাম কই
এখনো কতকিছু পারি না
রান্নার অনেক পদ রানতে পারি না :( আফসোস

ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন সাথেই থাকুন

১৮| ২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৩৪

নীলপরি বলেছেন: ছবি ও আঁকা দুটোই ভালো লাগলো ।

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি
ভাল থাকুন

১৯| ২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৪৮

শাহরিয়ার কবীর বলেছেন: প্রতিউত্তরে ধন্যবাদ ,
নাচঁতে না জানলে ওঠান বাঁকা , এটা আমার কথা না বাংলা প্রবাদ । =p~

ছবি আপা জিন্দাবাদ।

২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহাহাহাহ আমি নাচতেও তো জানি না। আর ঢাকায় উঠান নাই আফসোস
আচ্ছা আইকা দিমু তবে গুনাহখান আপনারে দিয়া রাজী থাকলে কন
আকাআকি শুরু করি ;)

২০| ২৫ শে মে, ২০১৭ সকাল ১০:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন:
আমার নাম এমনিতে কবির সাথে একটা আকার লাগিলে দিলে, এ পাপ আর মাপ নাই , মানে কবিরা গুনা ।থাক, থাক যদি গুনার কথা চিন্তা করে বাদ দেন তাহলে ঠিক আছে ।

২৫ শে মে, ২০১৭ সকাল ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ আসলেই তো দেখি কবিরা
আবার র বাদ দিলে কবি দারুন মিল
নিচের মিলটা বেশী ভাল

আচ্ছা ঠিকাছে থ্যাংকু

২১| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:১০

নাগরিক কবি বলেছেন: B-) হি হি হি

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: পছন্দ হইছে তাই না
হাহাহা বাস্তব না কল্পনায়

শায়মাপি থাইকা ঠিকানা লও গিয়া
আমরা রাজি

২২| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৩৮

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর আর্ট!!! আপনি তো সুন্দর আঁকেন আগেই জানি, আজ আরও পাকা হলো বিশ্বাস!

কাব্যাংশ গুলো অনেক ভালো লাগার মতো, মুগ্ধতায় প্রিয়তে +++++++++

২৫ শে মে, ২০১৭ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাইয়া

অনেক ভাল থাকো সবাইকে নিয়ে
শেুভেচ্ছা অনেক অনেক :)

২৩| ২৫ শে মে, ২০১৭ দুপুর ১:০২

শূন্যনীড় বলেছেন: খুব সুন্দর হইছে +++++

২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

২৪| ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৪২

সিনবাদ জাহাজি বলেছেন: ছবি গুলা দাড়ুন। যদিও পেইন্টিং এর ব্যপার স্যাপার কিছুই বুঝিনা আমি ছবিগুলো দেখতে ভালো লাগছে তাই বললাম ভালো লাগলো।
আপি ব্লগে পেইন্টিং নিয়া যে পরিমান কাদা ছোড়াছুড়ি শুরু চলতেছে এটা সত্যিই খুব দুঃখজনক।

ভালো থাকুন অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।

২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এজন্যই আমার ছবিগুলো দিলাম। এগুলো কম্পিউটারের এমএস পেইনন্টে আঁকা মাউস দিয়ে ।

অনেক ধন্যবাদ ভাইয়া :)

২৫| ২৫ শে মে, ২০১৭ দুপুর ২:৪৭

কাছের-মানুষ বলেছেন: চমৎকার ছবিগুলো সাথে বোনাস হিসেবে কবিতা ।

ছবি আকা, বংশী দিয়ে মাছ ধরা অথবা ক্রিকেটে টেষ্ট ম্যাচ খেলা এই কর্মগুলো অনেক ধর্য্যের কাজ মনে হয় আমার কাছে । অতি নিখুত ভাবে একেছেন বুঝা যাচ্ছে!!

১১নং ছবিটা দেখে মুগ্ধ হলাম । কোন চাইনিজ বা জাপানিজ যুগল মনে হয় !!
নিচের সব ছবিগুলো অসাধারন ।

সুন্দর ছবিগুলো শেয়ারের জন্য ধন্যবাদ কবি ।


২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই র্ধৈয্যোর কাজ। মাছ ধরেছি আমি অনেক , ছিপ নিয়ে সারাদিন বসে থাকা একটা নেশা হয়ে যায় । সে নেশায় আমি জয়ী হইতাম । হাহহাহা

সু্ন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে

ভাল থাকুন
শুভেচ্ছা সতত

২৬| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:১৩

বিদ্রোহী সিপাহী বলেছেন: একান্ত নির্ভরতার ক্ষণ' দারুণ হয়েছে, সাদা-কালোয় ফিরে যাওয়ায় ভাল লাগা
তবে মা-সন্তান, নির্ভরতা, বন্ধুত্ব আর অপেক্ষা এই বিষয়গুলোতে আরও আঁকুন

২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: যেতে পারলেই বাচতাম । যাওয়া তো আর যায় না। টাইম মেশিন আবিষ্কার হয় না ক্যারে :(

অনেক ধন্যবাদ সিপাহী অনেক ভাল থাকুন।

আঁকার চেষ্টা থাকবে ইনশাআল্লাহ

২৭| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৩:২২

এরশাদ বাদশা বলেছেন: ছবিগুলো আমি দেখতে পাচ্ছিনা.... :(

২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন:

এটা দেখতে পাচ্ছেন?

২৮| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৪:৪৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: অনেক সুন্দর ছবি একেছেন। চিত্র শিল্পী হলে মন্দ হতো না।

২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ব্যাংকার হই গেছি গা

তবে মানুষের ছবি আঁকা গুনাহ তো আর আঁকবো না

ধন্যবাদ মাইদুল ভাই ভাল থাকুন

২৯| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:১২

বিদ্রোহী সিপাহী বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআবার আসার জন্য কৃতজ্ঞতা
পাশেই থাকবেন আশা করি

৩০| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:১৫

এরশাদ বাদশা বলেছেন: হ্যাঁ, পাচ্ছি। পারলে সবগুলাই কমেন্ট এর ঘরে দিয়ে দেন। ধন্যবাদ।

২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন:





অফিস ছুটি অন্যদিন দিবো.... রবিবারে সবগুলো কমেন্টে দিবো অকে।

৩১| ২৫ শে মে, ২০১৭ বিকাল ৫:৪৪

এরশাদ বাদশা বলেছেন: সুপার্ব....সহজ..সরল..সুন্দর!!!

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া

৩২| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

উম্মে সায়মা বলেছেন: ওয়াও ছবি আপুর সুন্দর সব ছবি। ৪,৬,৮,১১,২১ নং ছবিগুলো বেশি ভালো লেগেছে :)

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন অনেক অনেক

৩৩| ২৫ শে মে, ২০১৭ রাত ১০:২৪

প্রামানিক বলেছেন: দারুণ

২৮ শে মে, ২০১৭ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু প্রামাণিক দা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.