নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মরণ চিন্তা আসলে মাথায়
নিঃশ্বাস যেনো বন্ধ লাগে
পাপের বোঝা মাথায় নিয়ে
মনে শত সংশয় জাগে।
নিঃস্ব আমি রিক্ত আমি
কিছুই নাইতো সাথে নেবার
কেউ নাই আমার আপন হয়ে
পাপের বোঝা তাকে দেবার!
মরণ যখন আসবে আমার
কেমন করে সইব কষ্ট
যমে এসে গলায় টিপে
করবে আমায় ধূলায় পিষ্ট!
বিছনা থেকে নামিয়ে লাশ
মাটির পরে রাখবে শুয়ায়
থাকব আমি নিশ্চুপ নিথর
হীম শীতল সে মাটির ছুঁয়ায়।
কান্নাকাটি আহাজারি
শুনতে কি গো পাব কানে
আবেগ মায়া থাকবে কি আর
পাথর শীতল নিথর প্রাণে।
কেমন করে একা আমায়
রাখবে নিয়ে আঁধার গোরে
পোকা মাকড় খাবে আমায়
চেটে-পুটে কোরে কোরে!
সর্প বিচ্ছু কীট পতঙ্গ
খাবে আমায় তৃপ্তি করে
কাঁদব আমি শুনবে না কেউ
রইব পড়ে একা ঘরে!
পাপের পথে সারাজীবন
পথ চলেছি রঙ্গে রসে
হিসাব নিকাশ করছি বসে
ইহকালের অংক কষে!
বেলাশষে ভাবছি এখন
পাপের বোঝা কেমনে তরাই
মরণ চিন্তা আসলে মনে
নিরবে যে অশ্রু ঝরাই।
পাপী তাপি ডাকি প্রভু
দেখাও আমায় আলোর রাস্তা
দূর করে দাও মনের অহম
তোমার প্রতি বাড়াও আস্থা।
ক্ষমা করে দাও প্রভু পাপ
কষ্ট অথৈ মনের ভিতর
ভাবলে আমি মরণ কথা
দেহ আমার হয় গো নিথর।
ও আল্লাহ্ ও প্রভু শুনো
হাত তুলেছি এই মোনাজাত
কবুল করো প্রার্থনা এই
পাপ হতে আমায় দাও নাজাত।
বাঁকা পথে কাঁটা বিছাও
সহজ পথের দিশা দেখাও
তুমি আমার প্রেম গো প্রভু
পাপপথ হতে আমায় ঠেকাও!
ইহকালের সুখের লাগি
আর যেনো প্রভু না কান্দি
পরকালের সুখের তরে
নামাজে যেনো হাত বান্ধি
August 6, 2016
০৭ ই জুন, ২০১৭ রাত ৮:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন শাহরিয়া ভাইয়া
শুভেচ্ছা সতত
২| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:৫৮
কুঁড়ের_বাদশা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন আপু ।
০৭ ই জুন, ২০১৭ রাত ৯:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন সবাইকে নিয়েে
আল্লাহ তাআলাহ নেক হায়াত দান করুন-আমিন
শুভেচ্ছা
৩| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:০৮
স্পর্শিয়া বলেছেন: মৃত্যুচিন্তা হচ্ছে কেনো আপু?
০৭ ই জুন, ২০১৭ রাত ৯:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি অসুস্থ থাকলে এই চিন্তাটা বেশী হয়। রাতে ঘুম না আসলে আতকে উঠি এই চিন্তায়। নি:শ্বাস বন্ধ লাগে যেনো। এই লেখাটি গত বছর লিখেছিলাম আপি। আল্লাহ আমাদেরকে সটিক পথ দেখান।
ধন্যবাদ আপনাকে পোস্ট পড়ার জন্য
শুভেচ্চা ও ভালবাসা অনেক অনেক
৪| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:২৮
গেম চেঞ্জার বলেছেন: ভাল, কিন্তু ডর লাগে ছবিপু!!!!!!
০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি অসুস্থ খুব তিনচার দিন আগের এক রাত ঘুম আসে না । কিন্তু এই চিন্তা উফ বিশ্বাস করবে কিনা জানি না। নি:শ্বাস বন্ধ হবার যোগাড়। আর বলি আল্লাহ সকাল করে দাও সকাল করে দাও
ধন্যবাদ ভাইয়া
৫| ০৭ ই জুন, ২০১৭ রাত ৯:২৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: ও আল্লাহ্ ও প্রভু শুনো
হাত তুলেছি এই মোনাজাত
কবুল করো প্রার্থনা এই
পাপ হতে আমায় দাও নাজাত।
দারুন প্রার্থনা।
ভবের মায়া ভোগের নেশায়
ভুলে থাকি সত্য সবাই
আজ্রাইল আ: আসলে পড়ে
সত্য চোখ ধরা পরে
তখনতো আর সময় নাই
সময় থাকতে বদলে যাই
+++
০৭ ই জুন, ২০১৭ রাত ৯:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলা অনেক দয়াশীল
সবাইকে হেদায়েত দিন মাবুদ। সঠিক পথ দেখান-আমিন
ধন্যবাদ ভৃগু দা
ভাল থাকুন সবাইকে নিয়ে
৬| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:০২
ধ্রুবক আলো বলেছেন: দোয়া কবুল হোক আপনার আমার সবার, এই কামনায় করি।
কবিতা খুব সুন্দর লিখেছেন +++
০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন সব সময়
৭| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৩৫
দীপঙ্কর বেরা বলেছেন: দারুণ কবিতা। ভাল লাগল।
০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: দাদা এখানে প্রথম পাতায় লেখা যায় তিন চার মাস পর। চিন্তা করবেন না। ইনশাআল্লাহ অচিরেই আপনার লেখা প্রথম পৃষ্ঠায় আসবে
ধন্যবাদ আপনাকে
৮| ০৭ ই জুন, ২০১৭ রাত ১০:৪৫
সুমন কর বলেছেন: সবাইকে একদিন যেতে হবে....
ভালো লিখেছেন।
০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংক ইউ দাদা
ভাল থাকুন
৯| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:২০
চাঁদগাজী বলেছেন:
মনে হয়, আপনি অসুস্হ; সেরে উঠুন সহসাই।
অসুস্হ অবস্হায় নিজকে অসহায় মনে হতে পারে; তবে, এই ধরণের কবিতা মন খারাপ করার জন্য যথেস্ট।
সুন্দর কিছু নিয়ে লিখুন।
০৮ ই জুন, ২০১৭ রাত ৮:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া একদম ঠিক ধরেছেন । খুব অসুস্থ ছিলাম
আল্লাহর রহমতে এখন ভাল আছি আলহামদুলিল্লাহ
আচ্ছা এমন ভাবনা আর ভাববো না অসুস্থতার সময়
ভাল থাকুন অনেক অনেক
১০| ০৮ ই জুন, ২০১৭ রাত ১২:২১
অর্ক বলেছেন: আরে এতো ভয় পেলে কি চলে হা হা! মৃত্যু অনিবার্য। ভাল লাগলো কবিতাটি, চমৎকার ছন্দময়!
০৮ ই জুন, ২০১৭ রাত ৮:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয় না পেলেও তো চলে না। চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে
অনেক ধন্যবাদ অর্ক ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
১১| ০৮ ই জুন, ২০১৭ সকাল ৭:৪৫
তোমার জন্য মিনতি বলেছেন: মরার চিন্তা করা ভালো, কিছু পাপ মোচন হয়, মনটা সুজা পথে চলতে সম্মত হয়।
ভালো লিখেছেন ছড়া কবিতা। অনেক লম্বা হয়ে গেছে, পড়ে ভালো লাগলো আপু।
০৮ ই জুন, ২০১৭ রাত ৯:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন অনেক অনেক
লিখতে গিয়ে লম্বা হয়ে গেছে সরি।
১২| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৩২
জুন বলেছেন: কেমন করে একা আমায়
রাখবে নিয়ে আঁধার গোরে
এই ভয়ংকর ভাবনাটি আমিও করি কাজী ফাতেমা ছবি । ভালোলাগলো আপনার কবিতার মাঝে প্রার্থনা ।
+
০৮ ই জুন, ২০১৭ রাত ৯:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাবলেই কেমন আতঙক লাগে বাপরে। আল্লাহ মাফ করুন
ধন্যবাদ আপি
ভাল থাকুন
ভালবাসা আর শুভেচ্চা রইল
১৩| ০৮ ই জুন, ২০১৭ সকাল ১১:৫০
নতুন নকিব বলেছেন:
জাজাকাল্লাহ খাইর।
০৮ ই জুন, ২০১৭ রাত ৯:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন
১৪| ০৮ ই জুন, ২০১৭ দুপুর ২:১১
মনিরা সুলতানা বলেছেন: লেখা ভালো হয়েছে ছবি আপু !
আল্লাহ সবাই কে প্রার্থনা করার তৌফিক দান করুন।
০৮ ই জুন, ২০১৭ রাত ৯:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকিল্লাহ খাইরান আপি
ভালবাসাও শুভেচ্ছা রইল অনেকঅনেক
১৫| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:১২
ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: মান উত্তীর্ণ। আল্লাহ কবির মঙ্গল করুন এবং তাঁর জীবন জান্নাতি পথে পরিচালিত করুন।
০৮ ই জুন, ২০১৭ রাত ৯:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
১৬| ০৮ ই জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২০
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুর দিলে একটি মরমী গান হয়ে যেতো ---
০৮ ই জুন, ২০১৭ রাত ৯:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
১৭| ০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:২৭
তারুন্যের দামামা বলেছেন: খুব সুন্দর লিখেছেন বোন ....সেই সাথে দোয়াও করি আল্লাহ আপনাকে সম্পূর্ন সুস্থতা দান করেন..আমিন
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
আল্লাহর রহমতে এখন সুস্থ কিন্তু দুর্বলতা কাটতেছে না
জাজাকাল্লাহ ভাইয়া
১৮| ০৯ ই জুন, ২০১৭ সকাল ১১:২৯
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন:
ভালো কবিতা।
আল্লাহ আমাদের সকলকে সরল পথে পরিচালিত করুন। আমীন।
০৯ ই জুন, ২০১৭ রাত ৯:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ ভাইয়া
আমিন
ভাল থাকুন অনেক অনেক
১৯| ১০ ই জুন, ২০১৭ দুপুর ১২:৫৪
শাহরিয়ার কবীর বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ++++
শুভ কামনা রইল ।
১১ ই জুন, ২০১৭ সকাল ১০:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
২০| ১০ ই জুন, ২০১৭ রাত ৯:৩৮
ওমেরা বলেছেন: মৃত্যু চিন্তা আমরা যত বেশী করব ততই আমরা পাপ থেকে মুক্ত থাকতে পারব ।
১১ ই জুন, ২০১৭ সকাল ১০:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক কথা। তা না হলে মানুষ দাম্ভিক হয়ে যায়।
ধন্যবাদ আপি ভাল থাকুন
২১| ১১ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫১
সিনবাদ জাহাজি বলেছেন: অনেক কঠিন কথা।
জাহাজীরো একই প্রার্থানা।
কবুল হোক প্রার্থনা
১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন
জাজাকাল্লাহ ভাইয়া
২২| ১৫ ই জুন, ২০১৭ সকাল ১১:৫৫
জীবন সাগর বলেছেন: অসাধারণ +++++
১৫ ই জুন, ২০১৭ দুপুর ১২:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন সবাইকে নিয়ে
শুভেচ্ছা সতত
২৩| ২১ শে জুন, ২০১৭ দুপুর ১:০৫
শাহজালাল হাওলাদার বলেছেন: মনে হয়, আপনি অসুস্হ; সেরে উঠুন সহসাই।
অসুস্হ অবস্হায় নিজকে অসহায় মনে হতে পারে; তবে, এই ধরণের কবিতা মন খারাপ করার জন্য যথেস্ট।
সুন্দর কিছু নিয়ে লিখুন।
ইসলাম নিয়ে কিছু লিখলে চাঁদ গাজীর মন্তব্য এমন ই হয়। প্রয়োজনে খোঁজ করে দেখুন।
ধন্যবাদ সুন্দর লেখার জন্য,ধন্যবাদ বিধাতার প্রতি বিনম্রতা প্রকাশে, ভাল থাকুন।
২১ শে জুন, ২০১৭ দুপুর ১:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাইয়া
সুস্থ আছি আল্লাহর দয়ায়
হ্যা আমি জানি গাজী ভাই ইসলাম বিরোধী একজন।
জাজাকাল্লাহ খাইরান
এত সুন্দর মন্তব্যের জন্য
আল্লাহ তাআলা আপনাকে সুন্দর সুস্থ এবং নিরাপদে রাখুন
©somewhere in net ltd.
১| ০৭ ই জুন, ২০১৭ রাত ৮:৫৫
সালাউদ্দিন শাহরিয়া বলেছেন: সুন্দর হয়েছে