নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আমার সব উচ্ছ্বাস আজ তোমায় দিলাম....

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:২২



স্পর্শটুকু দিলাম আজ তোমায়, হাওয়ায় ভাসিয়ে,
ধরে নিয়ে বুক পকেটে রেখে দিয়ো প্রিয়;
আজ আর অসাড়তায় থাকতে পারছিনে,
এক সাগর উচ্ছ্বাস বুকে থই থই ঢেউ ভাঙ্গছে
সামলাতেও পারছি-নে।

উচ্ছ্বাসগুলো ভাসিয়ে দিলাম নদীর বুকে,
তুমি ঘাটে থেকো, তুলে নিও হাতের মুঠোয়;
আজ আর স্থির থাকতে পারছিনে,
দীর্ঘশ্বাসেরা আজ ছুটি নিয়েছে,
উচ্ছ্বাসরা সব আমার আঙ্গিনায়।

স্বস্তির নি:শ্বাসটা দিলাম ঠিকানাহীন হলুদ খামে পুরে,
ভালো যদি বাস তবে নিজেই খুঁজে নিয়ো;
আজ আর চুপ থাকতে পারছিনে,
এলোমেলো সুরেরা গলা এসে ভিড় করেছে,
কণ্ঠে আমার বসেছে কোকিল।

সুরের অনুরণন সব হাতের তালুয় করে ফুঁ দিলাম হাওয়ায়,
যদি সুরে সুর মিলাতে চাও, তবে ধরে নাও আমার সব সুর;
আজ আর বিষন্নতা ধরে রাখতে পারছিনে,
পাগলের মত হাসিরা বাসা বেঁধেছে ঠোঁটে;
আমি হাসছি অবিরত।

আমার সব হাসি ঝরা মর্মর পাতাদের মাঝে মিশিয়ে দিলাম,
যদি হাসির স্পর্শ নিতে চাও কুঁড়িয়ে নিও;
আজ আর একা থাকতেই পারছিনে,
সমস্ত বক্ষ জুড়ে উচ্ছ্বলতা খেলা করছে নিস্তব্ধতায়;
উচ্ছ্বলতা ছড়িয়ে দিতে চাই হাওয়ায় হাওয়ায়।

সব উচ্ছ্বলতা আজ শিশিরে ঢেলে দিলাম তোমার জন্য,
যদি অনুভব করতে চাও আমায়, শিশির আঙ্গুলের ডগায় নিয়ো;
আজ আর নিরব থাকতে পারছিনে শুনছো?
মনের উঠোনে উষ্ণ প্রস্রবনের ঝর্ণারা গড়িয়ে পড়ছে,
উষ্ণতা ছড়িয়ে পড়ছে চারপাশ।

আমার সকল উষ্ণতা বোতলে ভরে ভাসিয়ে দিলাম সরু খালটিতে,
যদি উষ্ণতায় দিতে চাও শীতল স্পর্শ, তবে উষ্ণতা হতে বন্দি করো;
আজ আর উল্লাস থামাতেই পারছিনে,
দু’চোখে উপছাচ্ছে অথৈ জোয়ার, কলকল ঢেউয়ে ঝরছে জল;
আমার চোখে বইছে খুশির অশ্রু।

আমার অশ্রুগুলো কুয়াশায় ছেড়ে দিলাম তোমার জন্য,
যদি তৃষ্ণা মিটাতে চাও চোখের জলে, তবে গ্লাসে জমা করে রেখো;
আজ আর হতাশাকে জড়িয়ে রাখতে পারছিনে,
নৈ:শব্দের হাজারো রঙ মনের আনাচে কানাচে লুকোচুরি খেলছে,
রঙধনু উঠেছে মনের আকাশে।

আমার সব আনন্দ উল্লাস, উচ্ছ্বাস, উল্লাস আজ আমি তোমাকে দিলাম,
যদি পাশে থাকো, হাতে হাত রাখো, চোখে ঝরো আনন্দ হয়ে অথবা;
ভালবাসার আলিঙ্গনে রাখো বুকে, কিংবা সাদা মেঘ হয়ে ভাসিয়ে,
নিয়ে যাও দূর দূরান্তে, তবে শিশির হয়ে স্পর্শ দাও প্রিয়;
ভালবাসায় ডুবিয়ে দাও নীল জলের গভীরে।
December 30, 2014 at 10:26pm

লেখকের নাম ছাড়া কপি-পেস্ট থেকে বিরত থাকুন (তবে এই লেখাটাসহ কপি পেস্ট করুন-কাজী ফাতেমা ছবি :) ;) B-) )
(পুরান লেখা দিয়ে ৬০০ তম পোস্ট। ভাবছিলাম ছবি পোস্ট দিমু। কিন্তু ফটোশপ নাই আপাতত -ছবি এডিটে সমস্যা হচ্ছে ব্যাপক)

মন্তব্য ৪২ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: এটা কি আকাশের ঠিকানায় খোলা চিঠি? ভাল্লাগছে!

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ভাইয়া - ২০১৪ সালে পাঠাইছিলাম। ধন্যবাদ

অনেকদিন পর ব্লগে দেখলাম তোমাকে।
ভাল থাক অনেক অনেক

২| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৩৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ওয়াও

৬০০ তম পোষ্টের অভিনন্দন প্রথমেই :)

এভাবেই লিখতে থাকুন মহাকালে-কালকে জয় করে...

এত চমৎকার নৈবদ্য... নির্বাক হয়ে ভাবছি শুধু হৃদয়ের অলিন্দ পূর্ন হয়ে যায় কানায় কানায়...হায়!
লেখনি গুলো যদি সত্যি পেতো কেউ এক জীবনে আর কিছু বুঝি চাইবার থাকতো না! :P

অসাধারন নৈবদ্যে মুগ্ধতা...
++++++++

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন গ্রহণ করা হলো-

নেন এবার মিষ্টি খান।

এত সুন্দর মন্তব্য লেখার অনুপ্রেরণা হয়ে থাকবে। আর বিখ্যাত লেখকদের মন্তব্য পেলে তো খুশির ষোলকলা পূর্ণ হয়ে যায়

জাজাকাল্লাহ খাইরান

২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্লাসে মাউস গিয়ে ঠেকে নাইক্কা ;) হাহাহাহাহাহা

৩| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪২

স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন: ৬০০ তম পোষ্টে অভিনন্দন !


(নাম ঠিকানা ছাড়া আমি কপি পেষ্ট করতে চাই) ;)

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ ফেরিওয়ালার জন্য উন্মুক্ত।

অনেক অনেক ধন্যবাদ ফেরিওয়ালা
ভাল থাকুন আশেপাশের সবাইকে নিয়ে।

৪| ২৯ শে জুন, ২০১৭ বিকাল ৫:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: :)

এইবার ঠেকেছেতো? ....

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যহ হ্যহ হ্যহ। হ

আচ্ছা ঈদ কেমন কাটলো আপনার
পারিবারিক ছবি দেন না ফেবুতে অথবা ইনবক্সে দেখুম নে

৫| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ৬০০তমে অভিনন্দন আপু।
চমৎকার প্রকাশ করেছেন কবিতায়। ভালো করেছেন পড়বার সুযোগ দিয়ে। কৃতজ্ঞতা রইল পোষ্টে।

কবিতায় মুগ্ধতা আপু।

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআন্তরিক ধন্যবাদ নয়ন ভাইয়া

ভাল থাকুন সবাইকে নিয়ে
পাশেই থাকুন বন্ধুত্বতায়

৬| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৬

ভ্রমরের ডানা বলেছেন:




অভিনন্দন আপু! কবিতাটি অনেক মায়াময়! ভাল্লাগে এমন কবিতা পড়তে!

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি

অভিনন্দন গ্রহণ করা হলো। ভাল থাকুন পাশেই থাকুন
অনেক ভালবাসার রইল ।

৭| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

ঋতো আহমেদ বলেছেন: এত সুন্দর জনপ্রিয় কবিতা পোস্ট করলে তো চোরদের আর করার কিছু থাকে না, কপি পেষ্ট ছাড়া । B-)

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআরে বিষয়ট সেটা না । এরা তো সবই কপি পেস্ট করে। সুন্দর হোক বা না হোক। সেদিন দেখলাম ওরা আমার ছোট ছেলে তা-মীমকে নিয়ে লেখা স্ট্যাটাসও চুরি করেছে । আমি তো হাসতে হাসতে মরি।

ধন্যবাদ ভাইয়া । ভাল থাকুন অনেক অনেক :)

৮| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:৫১

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ৬০০ তম পোষ্টে ৬০০ শুভেচ্ছা।

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ ভাইয়া
ভাল থাকুন সাথেই থাকুন

৯| ২৯ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: ৬০০ তম পোষ্টে অভিনন্দন ।
প্রিয় কবি ছবি আপা জিন্দবাদ ! B-)

৩০ শে জুন, ২০১৭ দুপুর ১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কি সুন্দর মন্তব্য মন প্রাণ জুড়িয়ে যায়

হাহাহাহ কবি আপা জিন্দাবাদ

জাজাকাল্লাহ খাইরান

১০| ৩০ শে জুন, ২০১৭ রাত ১:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: ৬০০ তম পোষ্টে অভিনন্দন :)
চ্যম্পিয়ন অফ দি চ্যাম্পিয়ন
লিখে চলুন দিনরাত
লিখা চোর যাক নিপাত।

শুভেচ্ছা রইল ।

৩০ শে জুন, ২০১৭ রাত ৯:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অভিনন্দন গ্রহণ করা হলো। ইনশাআল্লাহ লিখে যাবো। পাশে থাকবেন আশা করি।

ঈদ পরবর্তী শুভেচ্ছা ভাল থাকুন সবাইকে নিয়ে

১১| ৩০ শে জুন, ২০১৭ রাত ২:৩৯

ওমেরা বলেছেন: অনেক অনেক অভিনন্দন আপু ।অনেক অনেক অভিনন্দন আপু ।

৩০ শে জুন, ২০১৭ রাত ৯:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: বেগুনি ফুুলের শুভেচ্চা বুকে তুলে নিলাম আপি

অনেক ধন্যবাদ ভাল থাকুন

১২| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৪:৫৭

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন:
৬০০ তম পোস্ট! অনেক অনেক ভালোলাগা আর
আন্তরিক অভিনন্দন আপু !

৩০ শে জুন, ২০১৭ রাত ৯:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
সাথেই থাকুন
ভাল থাকুন সবাইকে নিয়ে

১৩| ৩০ শে জুন, ২০১৭ বিকাল ৫:২৮

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: অসাধারণ কবিতা ও ছবিটা!

৩০ শে জুন, ২০১৭ রাত ৯:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ফরিদ ভাইয়া

ছবিতে কি আপনি?

ভাল থাকুন অনেক অনেক

১৪| ৩০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৬:০০

কি করি আজ ভেবে না পাই বলেছেন: আমায়...........?

৩০ শে জুন, ২০১৭ রাত ৯:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ ২০১৪ সালে তো তুমি ছিলে না ভাইয়ূ।
কারে দিছিলাম কে জানে হাহাহাহাহাহ

১৫| ৩০ শে জুন, ২০১৭ রাত ৯:৪৪

শাহরিয়ার কবীর বলেছেন: ছবি আপা ঈদ /ইদ কেমন কাটালেন ?

৩০ শে জুন, ২০১৭ রাত ৯:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালই কাটাইছিলাম। তবে এখন খুব কষ্টে আছিরে ভাই :( । চিকনগুনিয়া হইছিল আমার রোজার প্রথম দিকে। সারা শরীর ব্যথা ছিল। কিছুটা কম হইছিল । কিন্তু ঈদের দিন রমনা পার্কে আর ঈদের পরের দিন বিমান বন্দর যাদুঘরে অনেক ঘুরেছি হেঁটেছি। এখন ঠেলা সামলাতে পারছি না আর। সারা শরীর ব্যথা । আঙ্গুলের গিরায় গিরায় ব্যাথা । পায়ের তালুতে ব্যথা। হাটুতে ব্যথা মোট কথা দুই হাত দিয়ে শক্ত কাজ করতে পারছি না। খুবই কষ্ট পাইতেছি এখন। তাছাড়া কাজের মেয়েটা কাল চলে যাচ্ছে একেবারে আর আসবে না। সেই সব চিন্তা শরীর নাই আমার :( আল্লাহ সহায় হোন। দোয়া কইরো ভাইয়া একটু আল্লাহ যেনো কষ্টের পথটুকু চলতে সাহায্য করেন।

৩০ শে জুন, ২০১৭ রাত ৯:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: তোমার ঈদ কেমন কেটেছে? তুমি করেই বললাম কিন্তু

১৬| ৩০ শে জুন, ২০১৭ রাত ৯:৫৯

শাহরিয়ার কবীর বলেছেন: আপনার সুস্থতা কামনা করি !!

আমার ঈদ আগের রুটিনে , সরাদিন ঘুমিয়ে ঘুমিয়ে !!


সমস্যা নেই তুমি করে বলতে পারেন ।। আপনার ফেবুতে রিকু দিচ্ছি ......

৩০ শে জুন, ২০১৭ রাত ১০:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: রিকু ত দেয়া যায় না। তুমি ম্যাসেজ দাও, আমি পাঠাচ্ছি

quazifatemachhobi

১৭| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১:০৩

ব্লগ মাস্টার বলেছেন: সুন্দর পোস্ট।

০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ব্লগ মাস্টার
ভাল থাকুন সাথেই থাকুন

১৮| ০১ লা জুলাই, ২০১৭ রাত ১:১৬

ধ্রুবক আলো বলেছেন: অসাধারণ কবিতা খুব ভালো লাগলো +++++

০১ লা জুলাই, ২০১৭ রাত ৯:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুন্দর মূল্যায়নের জন্য

ভাল থাকুন আলো ভাই
শুভেচ্ছা

১৯| ০১ লা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৫৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: তবে কি এখন?

০২ রা জুলাই, ২০১৭ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: তবে কি এখন- কি এখন কেনো এখন কোথায় এখন
ক্যারে এখন হুম

২০| ০২ রা জুলাই, ২০১৭ সকাল ১১:০৩

মনিরুজ্জামান স্বপন বলেছেন: প্রচন্ড ভাল লেগেছে লেখা। শুভ কামনা জানবেন।

০২ রা জুলাই, ২০১৭ দুপুর ১:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

ভাল থাকুন সবাইকে নিয়ে :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.