নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» মোবাইলগ্রাফী-২১ (ভেজা বকুল)

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ১:৫৭



আবারও মোবাইলগ্রাফী নিয়ে হাজির। এগুলো আগের উঠানো ছবি- আরো অনেক তুলেছিলাম -পিসি নষ্ট হওয়াতে সব গেছে হারিয়ে। ঢাকা শহরে বকুল গাছের অভাব নেই। এগুলো আমাদের ব্যাংক কলোনী থেকে উঠানো। রাস্তায় পড়ে থাকা ফুল কখনো কুঁড়াই কখনো সন্তর্পণে হেঁটে যাই ফুলগুলো বাঁচিয়ে। সেদিন রমনায় দেখলাম অনেক বড় বড় গাছ। আহা কি মৌ মৌৈ ঘ্রাণ-গাছের নিচে দিয়ে হেঁটে গেলে একটা অন্য রকম আবেশ তৈরী হয়। ভাল লাগা মন ভরে যায়। অনেক ফুল ছিল গাছের নিচে সেদিন। অনেকদিন ফটোপোস্ট দেই না তাই ভাবলাম পুরোনো ছবিগুলোই দিয়ে দেই।। তবে একটা কথা সরাসরি গাছ থেকে পারা ফুলে ঘ্রাণ নেই কিন্তু। ঝরে পড়া ফুলেই কেবল ঘ্রাণ এবং মাতাল করা ঘ্রাণ।

১। মালা গাঁথব মালা গাঁথব
সখা তোমার জন্য
আমি যেনো মনে তোমার
থাকি অগ্রগন্য।

বকুল দেব বেলী দিবো
দিবো শিউলী মালা
তোমার মনে রেখো আমার
নাম করে সীলগালা।



২। ভেজা পাতা ভেজা বকুল
দাও না ছুঁয়ে এসে
দেখবে তুমি আনন্দেতে
যাবে প্রেমে ভেসে।



৩। পা মাড়িয়ে চলে গেলে-অথচ তোমার জন্য রেখেছি ভেজা বকুল কুঁড়িয়ে। শুনো পিছন তাকাও- নিয়ে যাও কিছু ফুল রেখে দিয়ো বুক পকেটে। আমায় ভাববে যখন রেখে দিয়ো কবিতার ডায়রীর পাতায় পাতায়। ্ওগলো কেবল সুগন্ধই ছড়াবে গো দেখে নিয়ো।



৪। মনোযোগে তাকাও দিনি- কি ? দেখতে পাচ্ছো? কৃষ্ণচূড়া তাকিয়ে আছে-তোমায় বকুল দিবো বলে সে আজ অভিমানি। অথচ তুমি েএখানে এসে খানিকটা দাঁড়ালে না। কি করে বুঝাই বলো-ভালবাসি কত! তুমি মুগ্ধ হও না-তুমি কেবল রোদ্দুর হও মাথায় আমার -পুড়িয়ে মারো আর আমি সুখের বৃষ্টি হয়ে ঝরি তোমার মাথায়।



৫। ফোঁটা ফোঁটা স্নিগ্ধতাতে
সেজে আছে পাতা
ফুটে আছে বকুল ফুল-রা
খুলে কাব্যের খাতা।

তুমি আমার বকুল হও না
ছন্দ হয়ে ঝরো
জানি নাকো মনে তোমার
কার জন্য ভীত গড়ো?



৬।িঐ যে দেখো-কত ফুল ফুটে আছে-দাও-না পেড়ে। মালা গাথব -হাতে ঝোলাবো-যাক না শুকিয়ে । ঘ্রানের প্রহরগুলোতে বড্ড আনমনাতে থাকি আর ভাললাগায় ডুবে যাই তোমার প্রেমে। আর তুমি তো কোন কিছুতেই গুরুত্ব দাও না। তোমাকে চাঁদ পাড়তে বলিনি বাপু-বকুল ফুল পেড়ে দাও। কি আর এমন কঠিন কাজ শুনি?



৭। যায় ভিজে যায় বৃষ্টির জলে
স্বপ্নগুলো আমার
তুমি কেবল বসাও এসে
বিরহের এক খামার।

দাও নি তুমি সামনে এসে
বকুল ফুলের মালা
মনের মাঝে রাখলে মেরেে
ইয়া বড় এক তালা।



৮। প্লিজ ফুলগুলো পা মাড়িয়ে হেঁটে যেয়ো-না আমার বুকে লাগে বড়। ফুল ভালবাসি বড়-এগুলোর স্থানতো বুকে-পায়ের তলায় পিষ্ট হয়ে ওরা সুন্দর বিলিয়ে হারিয়ে যায়। অথচ তুমি তোমাকে বিলালে না আমার কাছে। তুমি খুব দামী তাই না? বকুল ছোঁও নয়তো আমায় নিয়ে নাও টেনে কাছে ভালবেসে।



৯।
থোকা থোকা বকুল কলি
ঝুলে আছে ডালে
ইচ্ছে লাগে ভেজা করি
ছোঁয়ায়ে দেই গালে

ফুটবে তারা আপনমনে
গাছ-টি ভরবে ফুলে
একটি দুটি হাজার বকুল
আহা দ্যুদোল দুলে।



১০।
ভেজা পাতায় এঁকে দিলাম
তোমার নামে চিঠি
ফুটলে বকুল রেখো তুমি
অবাক তোমার দিঠি।

ফুলের পাপড়ির ভাঁজে ভাঁজে
প্রেম লুকানো আছে
প্রেম কুঁড়াতে একদিন এসে
ঝাঁকি দিয়ো গাছে।



এই গানটি দিতে মনে ছিল না ধুরু

তাই দিয়ে দিলাম। আমাদের প্রিয় ব্যান্ড জলের গান এর-
বকুল ফুল বকুল ফুল
সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে
যার সাথে যার ভালবাসা
সেইতো মজা লোটে লো

শাওন ও ভাদ্রর মাসে
জামাই আদর করে লো
জামাই আদর করে
ইচ্ছে জামাই করবো আদর
দানাতো নাই ঘরে লো

আমার জামাই ধান বায়
হরিণ ডাঙার মাঠে লো
হরিণ ডাঙার মাঠে
সোনা দেহে ঘাম ঝরে
দুঃখে পরান ফাটে লো



প্রিয় গান খুব সুন্দর গান -যারা শুনেন নি তারা একটু ধৈর্য্য ধরে শুনতে পারেন।

মন্তব্য ৪০ টি রেটিং +১০/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:০৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: বকুল ফুল আমার প্রিয় ফুলের মধ্যে অন্যতম। ফুল নিয়ে ছবি ও কবিতা ভাল লেগেছে। কেমন আছেন ? ঈদ কেমন কাটলো।

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাইয়া

হ্যা আলহামদুলিল্লাহ ঈদ ভালকেটেছে আল্লাহর রহমতে

কিন্তু ঈদে ঘুরাঘুরিটা ঠিক হয় নাই- এখন ভুগছি
চিকনগুনিয়া আমাকে শেষকরে দিলো :(

২| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা অনিঃশেষ

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৩| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:০৮

সাদা মনের মানুষ বলেছেন:

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আজ রোজা কাল খাবো চা-ঠান্ডা হয়ে যাবে নাতো হাহহাহাহা

৪| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:০৯

মোস্তফা সোহেল বলেছেন: ছবিতে আজ মনে হয় ফাঁকি দিছেন। যায় হোক তবুও ভাল লেগেছে।

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফাঁকিটা কেমন বুঝতে পারছি না । ছবি ভাল হয় নি ? নাকি কথা ভাল হয়নি

যাই হোক ভাল লেগেছে তাহাতেই আমি খুশি

ভাল থাকুন

৫| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২০

শাহরিয়ার কবীর বলেছেন: বাহ! দারুন ছবি আপার ছবি ব্লগ ।

আমার প্রিয় বকুল ফুল দেখে ভালো লাগলো ।

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকু কবীর ভাইয়া
ভাল থাক

৬| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: ভাল লাগার মত।।

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শাহাদাৎ ভাইয়া। ভাল থাকুন সুন্দর থাকুন :)

৭| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:২৭

ভ্রমরের ডানা বলেছেন:

প্রতিটি ছবিই জীবন্ত আপু!বাহ!

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ডানা আপি
ভাল থাকুন সাথেই থাকুন

৮| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৩৩

ভ্রমরের ডানা বলেছেন:

আবার আপি! লে হালুয়া! =p~

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো আপনি ভাইয়া নাকি ইয়া মাবুদ সেদিন সচেতনহ্যাপী ভাইয়াকে আপি ডাকছিলাম

অতলা ভুল হয় -সরি সরি ;)

৯| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: দ্রুত রোগ মুক্ত হোন এই কামনা করছি। ভাল থাকুন।

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন। আল্লাহর কাছে তাই চাইছি :( দিনের পর দিন ব্যথায় আর পারছি না :( আল্লাহ আমাদের ক্ষমা করুন

১০| ০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৪৮

ওমেরা বলেছেন: বকুল ফুল দেখিনি কখনো ,বা ছোট বেলায় দেখলে ও মনে নেই । তবে এটা শুনেছি বকুল ফুল শুখিয়ে যাওয়ার পর ও সুগন্ধ থাকে ।
আপু আপনার পোষ্ট পরে নেট সার্চ দিয়ে এটা পেলাম ।

বকুলের মালা শুকাবে
রেখে দেব তার সুরভী
দিন গিয়ে রাতে লুকাবে
মুছো নাকো আমারই ছবি।
আমি মিনতি করে গেলাম।।

অনেক ধন্যবাদ আপু ।

০৩ রা জুলাই, ২০১৭ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে কি বলেন আপি। কি সর্বনাশ বকুল ফুল দেখেননি। আচ্ছা যাই হোক ছবি দেখে চিনতে পারবেন এবার

অনেক ধন্যবাদ ।

আপি একটা গান এড করেছি শুনতে পারেন। বকুল ফুল বকুল ফুল

১১| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:০৬

ইসমত বলেছেন: বকুল ফল খেয়েছেন কখনো? পাকা লাল-হলুদাভ ফল খেতেই ঊঠে যেতাম গাছের মগ ডালে। নামার সময় হতো ঝামেলা। ঢাকার সায়েন্স ল্যাবরেটরী কোয়ার্টারের বকুল তলায় প্রায় প্রতিদিন ভোরেই যেতে হতো ৫ বছর বয়সী ছোটো বোনকে নিয়ে; ফুল কূড়িয়ে মালা গেঁথে দিতে হতো তাকে। এখন বকুল ফুলের ঘ্রাণ নস্টালজিক করে দেয়।

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: না আপি বকুল ফল কখনো খেয়ে দেখিনি। অনেকের কাছেই শুনেছি। দেখি একবার খেয়ে দেখতে হবে। মালা গেঁথেছি আমিও খুব আগের ব্যাংক কলোনীতে অনেক গাছ ছিল । এখন আর কুঁড়ানোই হয় না ফুল

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপি

১২| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৩০

ধ্রুবক আলো বলেছেন: সত্যি প্রতিটি ছবিই খুব সুন্দর ও জীবন্ত।
পোস্ট খুব ভালো লাগলো। +++++

০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া। ভাল থাকুন অনেক অনেক

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৭ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: বকুল ফুলটা অনেকেই পছন্দ করে। কিন্তু আমার কাছে ভালো লাগে না। এর চেয়ে বেলী ফুল অনেক ভালো।

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম যার যেটা ভাল লাগে

হুম বেলী ফুলও ভাল লাগে

ধন্যবাদ ভাইয়া

১৪| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:১৮

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর হয়েছে ।
বকুল ফুলের সাথে এর ফলটাও খুব সুন্দর ।
ছোটকালে বকুল গাছে উঠে পাকা বকুল ফল পেরে খেতাম
আর স্কুলের সব বন্ধুদের কাছে বিলাতাম ।
শুভেচ্ছা রইল

০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
আজ হঠাত দেখলাম উত্তর দেয়া বাকী রয়ে গেছে
সরি

১৫| ০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৭

কাবিল বলেছেন: বকুল ফুলের সুন্দর আয়োজন।

গানটাও ভাল লাগলো।

ঝুমকীর গানটাও শুনতে পারেন বকুল ফুল বকুল ফুল

০৪ ঠা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন
ইনশাআল্লাহ শুনবো :)

১৬| ০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৩৬

সুমন কর বলেছেন: ছবিগুলো দেখে ভালো লাগল। +।

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা ভাল থাকুন

১৭| ০৪ ঠা জুলাই, ২০১৭ রাত ৮:৪১

সামিয়া বলেছেন: খুব সুন্দর পোস্ট ।।

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি

১৮| ০৫ ই জুলাই, ২০১৭ ভোর ৪:১৬

উম্মে সায়মা বলেছেন: খুব সুন্দর হয়েছে ছবিগুলো আপু। বকুল আমার খুব প্রিয়!

১২ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও প্রিয় আপি

অনেক ধন্যবাদ আপনাকে
ভালবাসা রইল

১৯| ০৫ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০১

জুন বলেছেন: ভেজা বকুলের গন্ধে মন মাতলো কি আনন্দে ।
দারুন ছবি কাজী ফাতেমা ।
+

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভাল থাকুন
সরি লেট আনসার

২০| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৭

অসিত কর্মকার সুজন বলেছেন: মনের মাঝে মনের ভুলে ছেয়ে গেলো বকুল ফুলে ।

১৭ ই জুলাই, ২০১৭ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুজন দা
ভাল থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.