নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
এই চলো-না ঘরের বাহির
কিংবা বাসার ছাদে,
এই আষাঢ়ে ভিজতে আমার;
মন যে বড়ো কাঁদে।
এই শহরে যায় না ভেজা
লজ্জা লজ্জা লাগে,
থাকলে তুমি সাথে আমার;
লজ্জা শরম ভাগে।
একা ভিজলে লোক তাকাবে
বাঁকা মুখে হাসবে,
সেই হাসিতে কষ্টে আমার;
ইচ্ছেগুলো ভাসবে।
তাই কি তুমি চাও বলো-হুম
কষ্ট লাগুক বুকে,
চাইলে তুমি কষ্টগুলো;
রাখতে পারো রুখে।
আমায় নিয়ে চলো তবে
ফাঁকা পথের বাঁকে,
যেথায় আছে খাল বিল ডোবা;
ব্যাঙ’রা যেথায় ডাকে।
ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ শুনতে
মনটা উছলে উঠে,
চাও কি তুমি এই আবেগীর;
মন যাক কষ্টে টুটে?
তাকিয়ো না এমন করে;
মুখটি করে কালো,
কথা আমার রাখবে জানি;
তুমি বড় ভালো।
০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভিজলে জ্বর আসে না। গ্রামের মাইয়া না , রইদে শুকাইছি আর বৃষ্টিতে ভিজছি এই হলো গ্রামের জীবন হাহহাহা
না আপি রাবেয়াপির খবর জানি না।
২| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৭
বিজন রয় বলেছেন: তাকিয়ো না এমন করে;
মুখটি করে কালো,
কথা আমার রাখবে জানি;
তুমি বড় ভালো।
কবিরা কি ভাল?
০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিরা তো ভালই দাদা । ক্যান কবিরা আবার কি করলো শুনি হাহাহাহ
থ্যাঙকু দাদা ভাল থাকুন
৩| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৯
মোস্তফা সোহেল বলেছেন: আহা কি বর্ষা চারিদিকে। কবি আপুর মনে কবিতা না এসে পারে।
কবিতা ভাল হয়েছে ফাতেমা আপু।
আমিও একখানা কাব্য কনা শুনিয়ে যায়--
বর্ষায় ভিজি
মনের কষ্ট গুলো খুজি।
০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহ আসলেই ঠিক বলেছেন । অনেক লেখা হয়ে যায় বর্ষা এলেই
ধন্যবাদ সোহেল ভাইয়া । ভাল তাকুন অনেক অনেক
৪| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:২৪
শাহরিয়ার কবীর বলেছেন:
ঘ্যাঙর ঘ্যাঙর শব্দ শুনতে
মনটা উছলে উঠে,
চাও কি তুমি এই আবেগীর;
মন যাক কষ্টে টুটে?
হা হা হা, আপা, খুব সুন্দর লিখেছেন!!
০৬ ই জুলাই, ২০১৭ রাত ৯:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাসো কা- কথা রাখে না কেউ
হায়রে হায়
অনেক ধন্যবাদ ভাইয়া
৫| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:৩৯
ওমেরা বলেছেন: বৃষ্টি আমার মোটে ও ভাল লাগে না , কখনো ভিজব চিন্তা ও আসে না । তবে আপু আপনার কবিতা খুব সুন্দর হয়েছে ঘুব ঘুব ভাললেগেছে অনেক ধন্যবাদ আপু ।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো তাই নাকি। বৃষ্টি অনেকেই পছন্দ করে অনেকেই করেন না । আমি পছন্দ করি
অনেক ধন্যবাদ আপি ভাল থাকুন
৬| ০৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৯
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লিখেছেন আপু আষাঢ়ের ছড়া। মুগ্ধতা রইল +++++
আষাঢ় মাসের ভাসা পানি
বৃষ্টিবাদল এমন দিনে,
ঠাণ্ডা জ্বরেই পড়বেন জানি
এত্ত বেশি ভিজে ভিজে।
বাঁকা মুখেই হাসবে লোকে
রোগা শরীর দেখে যদি,
বলবে দেখেন ভেজার সুখে
বাঁধে কেমন সরদিকাশি!
তারচেয়ে বরং খুলে জানালা
টাপুরটুপুর ছন্দে নাচেন,
গানের সুরে-ই বাঁধিয়া মনটা
হাত বাড়িয়ে বৃষ্টি ধরেন।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর হয়েছে ভাইয়া । অনেক ধন্যবাদ
ভাল থাক েঅনেক অনেক
৭| ০৫ ই জুলাই, ২০১৭ রাত ৯:২৮
রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।
০৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া । ভাল থাকুন
৮| ০৬ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৯
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা
ভাল থাকুন সুন্দর থাকুন হামেশা
৯| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:১৫
সামিয়া বলেছেন: ছবি কবিতা দুটোই সুন্দর প্রিয় কবি আপু।
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি
অনেক ভালবাসা আর শুভেচ্ছা
ভাল থাকো অনেক অনেক
১০| ০৬ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: আষাঢ়ের বৃষ্টিতে ভিজতে ইচ্ছে হয় কিন্তু জ্বর ও ঠান্ডার জন্য পারা যায় না।
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটাও একটা সমস্যা। ভিজতে ইচ্ছে আবার ভয়ও লাগে ঠান্ডা লাগার
আল্লাহর রহমতে আমার ঠান্ডা কমই লাগে
১১| ০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৪৭
খায়রুল আহসান বলেছেন: তাই কি তুমি চাও বলো-হুম
কষ্ট লাগুক বুকে - আশাকরি উনি আপনার কষ্টটা বুঝতে পেরেছিলেন এবং আপনাকে ব্যাঙের ঘ্যাঙর ঘ্যাঙর ডাক শোনাতে আর বৃষ্টিতে ভেজাতে নিয়ে গিয়েছিলেন। কারণ,
কথা আমার রাখবে জানি;
তুমি বড় ভালো!
০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: েউনি বৃষ্টি পছন্দ করেন না হাহাহাহা আমি করি আর আমার জেরীটা করে ।
অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন পাশেই থাকুন
শুভেচ্ছা শুভকামনা নিরন্তর
১২| ০৯ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৮
মৌমুমু বলেছেন: চমৎকার লিখেছেন ছবি আপু।
প্রতিটি প্যারাই দারুন। শেষেরটা একটু বেশি।
ভালো থাকবেন আপু।
০৯ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি অনেক অনেক ভালবাসা আপনাকে-ফিরে এসেছেন -রাবেয়া বুও এসেছেন
খুব ভাল লাগছে। দুদিনের দুনিয়া- এখানে কতকিছুই না ঘটে যায়- তবুও তো জীবন চালাতে হয়
মানুষকে ভালবাসতে হয়- সব কষ্ট ভুলে যেতে হয় - অনেক শুভকামনা আর ভালবাসার রইল আপি। ভাল থাকুন
১৩| ১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:১৪
শাহজালাল হাওলাদার বলেছেন: কবির কবিতায় প্রণোদিত হয়ে চারটি লাইন লিখছি-
সোনাইল ডালে বসে একটি পাখি
বৃষ্টিতে ভিজে হল সারা,
জানালায় মুখ দিয়ে ছল ছলে আঁখি
তাকিয়ে রয়েছে মনোআরা।
১১ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা মনোয়ারা
দারুন লাগল ভাইয়া
সুন্দর হয়েছে ছড়া
১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:১৫
বর্ষন হোমস বলেছেন:
ছন্দময় কবিতাটি অসাধারণ হয়েছে!
০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ বর্ষন ভাইয়া
এত আগের কবিতাটা দেখার জন্য
ভালথাকুন
©somewhere in net ltd.
১| ০৫ ই জুলাই, ২০১৭ বিকাল ৫:০৪
শায়মা বলেছেন: নীল নব ঘনে আষাঢ় গগণে তিল ঠায় আর নাহিরে
ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে!!!!
বৃষ্টিতে ভিজলে জ্বর হবে আপুনি!!!!!
আরেকটা কথা- রাবেয়াআপুর কোনো খবর জানো!