নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

শুভ জুমাবার....

২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৩



সপ্তাহ ঘুরে ফিরে আসে-জুমাবারের শুভ দিবস
আলসেমিতে থেকো না কেউ-শুয়ে বসে অলস বিবশ!
ক্লান্তি ভ্রান্তি ভুলে সকল- হয়ো ভাই’রা মসজিদমূখী
কত শত শান্তি সেথায়-দেখো একবার দিয়ে উঁকি।
জুমাবারের পূন্যি বেশী-তুমি আমি সবাই জানি
কত গুনাহ যায় মুছে যায়-যায় মুছে যায় কষ্ট গ্লানি।
সাপ্তাহিক এই ঈদের দিনে-সমবেত কত মানুষ
মসজিদ প্রাঙ্গন মুখরিত-দুঃখ সুখের উড়ায় ফানুস।
সবার সাথে দেখা সাক্ষাৎ-আন্তরিকের সূত্র ধরে
কৌশলাদি হয় বিনিময়-গল্প কথন প্রাণটি ভরে।
জগৎ সৃষ্টির পূর্ণতা দান-করেছিলেন আল্লাহ তা’লা
এই দিবসটি মেলে ধরে-কত শত পুন্যির ডালা।
আদম হাওয়া এই দিবসে-পৃথিবীতে হয় আগমন
এই দিবসে জেনে রেখো কিয়ামতের আসবে সমন।
দোয়া কবুল হয়ে থাকে-হাদিসেতে আছে ভাই-রে
শুক্রবারের মতন শুনো-এমন দিবস আরতো নাই-রে।
ছোট গুনা’র ক্ষমা পাবে-মোনাজাতে চাইতে পারো
সওয়াবের পাল্লা ভারী হবে-দরুদ যদি পড়ো আরো।
জুমার দিনে গোসল সুন্নাত- পবিত্রতার এক নিদর্শন
হেঁটে হেঁটে মসজিদ গেলে- মাথায় হবে নেকির বর্ষণ।
সুঘ্রানে আর পরিচ্ছন্ন- জুমার দিনে থাকলে ভালো
মনে তোমার শান্তি আসবে- ঘরে আল্লা'র দয়ার আলো।
সূরা কাহাফ তেলা'য়াতে- নেকির পাল্লা হবে ভারী
মরলে যাবে সাথে নামাজ- যাবে নাতো বাড়ি গাড়ি।
উত্তম পোশাক গায়ে পরে- জুমার নামাজ করো আদায়
মোহচিন্তা দূরে ঠেলে- মৃত্যুচিন্তা যেনো কাঁদায়।

মন্তব্য ২৮ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:২৭

শূন্যনীড় বলেছেন: অসাধারণ কবিতা দিয়েছেন আপু। মুগ্ধতা রইল

শুভ জুম্মাবার

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৮:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

ভাল থাকুন অনেক অনেক

২| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: শুভ জুম্মা মোবারক


সুন্দর কবিতা উপহার দিয়েছেন আপু। মুগ্ধতা রইল প্রার্থনায়।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভাল থাকো পাশেই থাকো

৩| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০৩

জে আর সিকদার বলেছেন: চমৎকার কবিতা এবং ছবিটি।

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সিকদার ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

৪| ২৮ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৩

ডঃ এম এ আলী বলেছেন: মুল্যবান কথামালায় রচিত সুন্দর কবিতা ।
শুভেচ্ছা রইল

২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন
শুভেচ্ছা রইল অনেক অনেক :)

৫| ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:২৪

বর্ষন হোমস বলেছেন:
অনেক ভাল কবিতা।অসাধারণ!

৩০ শে জুলাই, ২০১৭ সকাল ১০:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ বর্ষন ভাইয়া
ভাল থাকুন সুন্দর থাকুন
শুভেচ্ছা সতত

৬| ২৮ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে আপা +


৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কবীর ভাইয়া
ভাল থাকুন শুদ্ধ থাকুন
এবং সুন্দর থাকুন
ভালবাসা ও শুভেচ্ছা রইল

৭| ২৮ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

ধ্রুবক আলো বলেছেন: কবিতায় ভালোলাগা রইলো +++

৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আলো ভাইয়া
ভালবাসা ও শুভেচ্ছা রইল

৮| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫২

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন:

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভাল থাকুন সদা

৯| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:৫৬

ফকির জসীম উদ্দীন বলেছেন: জুমাবারের তাৎপর্য অত্যন্ত সুনিপুণ ভাবে তুলে ধরেছেন। ভালো লাগলো পড়ে।

৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জসীম ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

১০| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৬

গার্থ বলেছেন: ভালো লাগলো।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
ভাল থাকুন অনেক অনেক

১১| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২৫

শাহরিয়ার কবীর বলেছেন: আপা, কবীরের পরে ভাইয়া শব্দ না, যোগ করলেই খুশি হবো ।বড় বোনদের কাছে এমন শব্দ বেমানন... !! :(

ধন্যবাদ, আপনিও ভালো থাকুন ।

৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ১:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে এতো আদরের ডাক
আচ্ছা তাহলে কেবল কবীরই থাকুক :)


নেও পিঠা খাও

১২| ৩০ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৭

সনেট কবি বলেছেন:




কবি কাজী ফাতেমা ছবি

একরাশ মুগ্ধতায় মনের আঙ্গিনা
সাহিত্যের এত রূপ বিস্ময়ে অবাক;
হৃদয়ের অনুভূতি সেথায় জীবন্ত
আপনার কবিতায় হে কাজী ফাতেমা।
মম্মোহন জাগানিয়া কবিতা সমগ্র
একরাশ স্নিগ্ধতার জোছনা জড়ানো
পাঠান্তেই ফিরে আসে পাঠেতে আবার
পাঠকের মনপাখি সুছন্দ কাননে।

কি র্মিল কি নির্মল কাঁচের মতন
আদ্যপান্ত পরিস্ফুট ভাবের বিন্যাস
দৃষ্টিতেই ধরাপড়ে মনের আবেগ।
মূহুর্তেই বাঁধাপড়ে যাদুর ছোঁয়ায়
কবিতায়, মন প্রাণ অসাড় হৃদয়,
সেথা সব মনে হয় ছবির মতন।

৩০ শে জুলাই, ২০১৭ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: কি উত্তর দিবো বুঝিতেছি না। এত অল্প সময়ে এত সুন্দর সনেট মাশাআল্লাহ

মনটা ভরে গেল ভাই। এসব জিনিসের জন্য ধন্যবাদ দিয়ে ছোট করতে নেই। কেবল কৃতজ্ঞতা আর ভালবাসা।

১৩| ৩১ শে জুলাই, ২০১৭ সকাল ১১:০২

শখের লেখায় ২৩৪৩ বলেছেন: শুভ জুম্মা মোবারক

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জুম্মা মোবারক আপনাকে
ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা রইল

১৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:২১

বর্ষন হোমস বলেছেন:
জুমার দিনে করণীয় কাজের এর সাথে মিলিয়ে পারফেক্ট কবিতা!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ বর্ষন ভাইয়া :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.