নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
ঝিরিঝিরি বৃষ্টির কুয়াশার সিঁড়ি বেয়ে
এখানটাতে এসে থেমে গেছি,
মনের ভিতর অভিমানের ধ্বস
মনখারাপের বজ্রপাত মুহুর্মুহু
চোখে ঝুলে আছে আবছা মেঘ।
সব যোগাযোগ বন্ধ হয়ে যাক
মুঠোফোনের রিংটোন না বাজুক আজ।
তোমরা যারা পাশে আছো সরে পড়
বিষন্নতার দুয়ারে কড়া নেড়ে কি আর পাবে
কেবল বস্তাপঁচা মানহীন কিছু শব্দ!
কি করবো বল-আমি তো আর কবি নইকো!
অথবা এতটা বোধ নেই আমার-
সবার সবকিছু থাকে-না-মেনে নাও,
আমার কিছুই নেই-আমি বড্ড অগুছালো
হয়তো,শব্দগুলো মনঃপুত হয়নি তোমাদের
তবুও তোমাদের ভালবাসায় আমি সিক্ত,
অথচ তোমরা জানতে আমার শব্দগুলো মানহীন
তা জেনেও তোমরা আমার সঙ্গে ছিলে-এবং আছো,
হুটহাট সব ছেড়ে চলে যাবো-
হয়তো কবিতার খাতায় উঠে আসবে না অগুছালো শব্দ
মনের ব্যথাগুলো থেকে যাবে মনের চুরকুঠুরিতে।
আমায় আর পাবে এখানে-সেখানে-কোথাও
হয়ে যাবো দৃষ্টির সীমা ছেড়ে অদৃশ্য উধাও
তবু মান বাড়ানোর অপচেষ্টায় হবো না লিপ্ত।
তোমাদের মতামতের দাপটে ফিরে গেছে সব শব্দ
আমি বড্ড ভয় পাচ্ছি আজ লিখতে
কি লিখতে গিয়ে কি যে লিখে ফেলি
এখানেই রয়ে গেলাম আমিই আমার সঙ্গী হয়ে।
মন যে আমার ব্যথার পাহাড়
কিছু কথার তোড়ে-ধ্বস নেমেছে সেথায়
আমি এই তলিয়ে গেলাম-যাবো
তবুও মগজের উপর অত্যাচার সে আমি পারবো নে বাপু,
আমি বড্ড সহজ থাকতে চাই
সহজ শব্দের ভেলায় ভাসতে চাই
এখানেই আমার ব্যর্থতা-
তোমরা মানহীন কবিতার কাছে এসো না আর
ক্ষমা চাই-তোমাদের চোখজোড়াকে কষ্ট দেয়ার জন্য।
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ফুল
ভাল থাকুন
২| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: কবিতায় এত বিষণ্ণতা কিভাবে এলো কে জানে?
০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: চলে আসে মাঝে মাঝে বিষন্নতা
ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে
ধন্যবাদ ভাইয়া
৩| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:২২
দিশেহারা রাজপুত্র বলেছেন: মুহুর্মুহু
কিছুটা ক্ষোভ পাইছি যেটা কিন্তু উচিৎ না আপু। কারণটাও সম্ভবত জানা
আপনি কিন্তু ভালো লেখেন
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৮:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঠিক করেছি ভাইয়া
অনেক ধন্যবাদ -তোমরা সাহস দেও বলেই লিখতে পারি নইলে লিখতে আর হাত আগাতো না
ভাল থাক অনেক অনেক
৪| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০
শাব্দিক হিমু বলেছেন: অভিমান ভরা। কবি কবিতে ধরন পালটায়, ভাবনার পথ বদলায়, কেউ ভাষায় ভাসে কেউ ভাবনায়, কেউবা আবার ছন্দে। বিচারের ভার কবির মনের।
শুভ কামনা।
০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া মূল্যায়নের জন্য
ধন্যবাদ আপনাকে আবারও ভাল থাকুন
৫| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪০
বিজন রয় বলেছেন: কবিতায় তো কষ্টের ধ্বস নেমেছে।
এখন আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে।
০৬ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আয় হায় এসব কি বলেন দাদা । এলোমেলো না হোক কোনোকিছু
ভাল থাকুন
কষ্ট তো আসবেই আবার চলেও যায় আপনাদের দোয়ায়
৬| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৭
ওমেরা বলেছেন: আপু আপনার আবার কি হল !!ধন্যবাদ আপু
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: না আপি এমনি
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
৭| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৩
তারেক ফাহিম বলেছেন: অন্যান্য লেখাতে ওত ক্ষোভ পাইনি, যা এই কবিতায় পেলাম, তবে একটু হলেও ভয় কাজ করছে মেম।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ আমি কয়বার কইতাম
আমার লেখায় ভয় পাইতে নেই। আমি সহজ সরল মানুষ
কাউরে ভয় দেখাইতে পারি না
ধন্যবাদ ফাহিম ভাইয়া
৮| ০৩ রা আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিরা কবিতার কাছে না এসে কোথায় যাবে। ভাল হইয়াছে লেখাটা।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
৯| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৮:০৪
সনেট কবি বলেছেন: অসাধারন কবিতা।
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সনেট কবি ভাল থাকুন
১০| ০৩ রা আগস্ট, ২০১৭ রাত ৯:১২
শাহরিয়ার কবীর বলেছেন: আপা, কবিতা খুব সুন্দর হয়েছে +++++
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কবীর
ভাল থাকো হরদম
শুভেচ্ছা আর ভালবাসা রইল
১১| ০৪ ঠা আগস্ট, ২০১৭ দুপুর ১:২২
অপরিচিত মানব শুণ্য বলেছেন: আপনার লিখা বরাবরই
অসাধারণ...!!
------
ভাল আছেন.... অনেকদিন যাবত অফলাইন আপনার
লিখা গুলো পড়লেও পাসওয়ার্ড সমাস্যায় কোন
মন্তব্য করতে পারছিলাম না...
অনেক চেস্টার পর আজ ঠিক হল....
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ অপরিচিত
এত সুন্দর মন্তব্য লেখার প্রেরণা যুগায়
আন্তরিক ধন্যবাদ আপনাকে পাশে থাকুন
১২| ০৪ ঠা আগস্ট, ২০১৭ রাত ৯:৫৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: কি হল কবি?
এত কষ্ট কেন?
কে কি বলল তাতে কি কবি ক্লান্ত হলে চলে? নিজের মতো চলুন আপনা আনন্দে!
+++
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা আপনার মতই চলব হাহাহাহ
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
১৩| ০৫ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৫
জাহিদ অনিক বলেছেন: হুম্মম মনে হচ্ছে পাঠকদের প্রতি বিরক্ত !!
তোমরা মানহীন কবিতার কাছে এসো না আর
ক্ষমা চাই-তোমাদের চোখজোড়াকে কষ্ট দেয়ার জন্য।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: িআন্তরিক ধন্যবাদ ভাইয়া সাথে থাকার জন্য
তোমরা সাথে না থাকলে এতদিন লেখাই ভুলে যেতাম
ভাল থাকো এবং পাশে থেকো
১৪| ০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৫
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: বাংলায় যখন শ্রাবণ দিন
মরুর বুকে তপ্তময়,
বৃষ্টির এই কবিতায়, মনে
----হচ্ছে রক্ত ক্ষয়।
দারুণ! লিখেছেন শুভেচ্ছা রইল।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ফয়েজ ভাইয়া
ভাল থাকুন
১৫| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৫৬
সনেট কবি বলেছেন:
কবি কাজী ফাতেমা ছবি
কথার ফাঁপরে কবি ফেঁসেই গেছেন
সে আক্ষেপে কবি লেখে ব্যাথার পাহাড়ে
বসে নিরালায় একা হৃদয় কথন
কবিতায়, শিল্পগুণ সুসজ্জিত করে।
কে বলে কি? কবি কাজী ফাতেমা ছবির
কবিতার মান নেই? মান নেই তার
দূর্বল বিবেচনার। নাহয় এমন
অবিবেচক কূ-কথা কিভাবে সে বলে?
কবিরা জানেন কব্যে কতটা কি মান
মূর্খের কথায় কাব্য হবেনা নির্ণয়
এ কাব্যের অপমান অনুচিত কাজ।
আপনি লিখেন কবি জহুরী আছেন
তারাই চিনেন রত্ন সেখানে যতন
আপনি পাবেন বলে আমার বিশ্বাস।
০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ও সনেট কবি ভাই এত তাড়াতাড়ি কিভাবে লিখলেন এত সুন্দর সনেট।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। সেভ করে রাখলাম আমাকে নিয়ে লেখাগুলো।
১৬| ০৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩০
নীল-দর্পণ বলেছেন: ভাললাগা +
০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ নীল ভাল থাকুন
সুন্দর হোক আগামী পথচলা
১৭| ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৪
ডঃ এম এ আলী বলেছেন:
আমায় আর পাবে এখানে-সেখানে-কোথাও
হয়ে যাবো দৃষ্টির সীমা ছেড়ে অদৃশ্য উধাও
তবু মান বাড়ানোর অপচেষ্টায় হবো না লিপ্ত
আমার কবিতা নালেখার জন্য কে হবে দায়ী!!
শুভেচ্ছা রইল ।
০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: যারা আমার লেখা ভালবাসে না তারা দায়ী হবে কিন্তু
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
১৮| ০৭ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪০
এফ.কে আশিক বলেছেন: দারুন লিখেছেন
কবিতায় ভালো লাগা...
০৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আশিক ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
১৯| ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
নীলপরি বলেছেন: আমি বড্ড সহজ থাকতে চাই
সহজ শব্দের ভেলায় ভাসতে চাই
মিলে গেলো চাওয়া ।
তবে আপনি অনেক ভালো লেখেন ও আঁকেন । এটাও ভালো হয়েছে ।
০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
সুন্দর মন্তব্য অনুপ্রাণিত হলাম
ভাল থাকুন
ভালবাসা নিন
২০| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: তলিয়ে গেলে কী করে হবে? সাঁতার জানতে হবে!
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সাঁতার ভুইলা গেছিগা
১৫ বছর হয়ে গেলো পুকুর নাই
ধন্যবাদ ভাইয়া
ব্লগে ফিরে আসাতে স্বাগতম
২১| ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:৫৯
মনিরা সুলতানা বলেছেন: নিল পরী র মত আমার চাওয়া ও মিলে গেল আপু !
শুভ কামনা ।
০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি আমরা মেয়েরা িএমন সহজ সরলই থাকতে চাই কিন্তু বিপরীত মানুষগুলো আমাদের থাকতে দিবে না
অনেক ধন্যবাদ
ভাল থাকুন
২২| ০৯ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫১
মৌমুমু বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু।
শুভকামনা। ভালো থাকবেন।
০৯ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মুমু পি আপনিও ভাল থাকুন
সুন্দর থাকুন পাশেই থাকুন
২৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩১
সামিয়া বলেছেন: চারপাশের মানুষগুলো এমনি ,কেউ দুটা ভালো কথা বলবে ত্যানা, প্রশংসা না হোক একটু তো চুপ থাকবে। নিজেদের গুনহীন একঘেয়ে অপারগ জীবনের মত; একটু ভালো থাকা মানুষদের দাবীয়ে রাখাই ওদের কাজ। তুমি মন খারাপ করোনা, তোমার কবিতা অনেক অনেক সুন্দর।।
উই লাভ ইউ আপু। গুড লাক এন্ড বি হ্যাপি।।
২৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৩৬
ভ্রমরের ডানা বলেছেন:
ইতি সামিয়া বলেছেন......
তুমি মন খারাপ করোনা, তোমার কবিতা অনেক অনেক সুন্দর।।
উই লাভ ইউ আপু। গুড লাক এন্ড বি হ্যাপি।। - সহমত....
২৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১:৫৪
সামিয়া বলেছেন: থ্যাঙ্ক ইউ ভ্রমরের ডানা ।।
©somewhere in net ltd.
১| ০৩ রা আগস্ট, ২০১৭ বিকাল ৫:১২
ধুতরার ফুল বলেছেন: অসাধারন কবিতা।
+++++++++++