নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» এলোমেলো কিছু ছবি...........

১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৫

১।


বন্ধু চলো-
সকল ব্যস্ততার বুকে পা মাড়িয়ে গিয়ে বসি এমন স্বচ্ছ জলের দীঘিতে
যেথায় আছে গাছগাছালি আর নারিকেলের চিরল পাতার ছায়া
ব্যস্ত তো সে থাকতেই হয় জীবনের তাগিদে। চলো নিয়ে চলো আমায়,
দীঘির ঘাটের জলের আয়নায়-দেখবো তোমার ছবি
তোমায় নিয়ে কাব্য লিখে-হয়ে যাবো কবি,
নিথর জলের পাড়ে বসে-একটুখানি মৌজ মস্তি
চলো বন্ধু ক্লান্তি ঝেড়ে-কুঁড়াই একটু স্বস্তি।
তুমি তো কেবল ক্যালকুলেটরেই চোখ রাখলে। এমন পরিচ্ছন্ন পরিবেশ তো মুগ্ধতা এনে দেয় না তোমার চোখে। আমি কেবল ভাবি-এ তুমি কেমন তুমি-চোখের সামনে ক্যালকুলেটর রাখো-এ তুমি কেমন তুমি কেবল টাকা পয়সার স্বপ্ন আঁকো! খুব ইচ্ছে হয় তোমাকে এক চিলতে মুগ্ধতা এনে দেই। তুমি আমার প্রেমে নয়-একবার প্রকৃতির প্রেমে পড়ো। যেমনটি পড়েছি আমি। আমায় কেবল টানে প্রকৃতি তার আলিঙ্গনে, কি সকাল কি দুপুর কি বিকেল। ইচ্ছে ছুটে যাই-অথচ তুমি হলো আমার ঝোঁপঝাঁড় পথ-যে পথে কেবল কাঁটা-কাঁটা পথে হাঁটা আমার আর হয়ে উঠে না-আমি খুব দুঃখী মানুষ গো-আবেগই বুঝলে না.......

অনেকদিন ছবি পোস্ট দেই না। পিসি নষ্ট হয়ে যাওয়াতে ফটোশপও নাই। আর এডমিনিস্ট্রেটর বন্ধ থাকাতে ইনস্টলও করতে পারি না-অবশেষে কোনমনে ফটোশপ ইনস্টল করলাম কিন্তু মেয়াদ শেষ sad । যাই হোক ক্যানন ৬০০ ডি তে তোলা কিছু এলোমেলো ছবি নিয়ে আসলাম । আপনাদের ভাল লাগলে আমার লাগবে বেশ ভালো। আমি তো আর ফটোগ্রাফার না যতটুকু পারছি ততটুকুই তুলছি । এখনো ক্যামেরা অপশনগুলো বুঝে উঠতে পারছি না।

২। সেই মেয়েবেলায় কাঁঠালের মুচি ভর্তা খাওয়ার কথা কি তোমরা ভুলে গেলে। আহা তেতুলে ছটকে শীল পাটায় ছেঁচে-কাঁচা লংকা মিশিয়ে -দলবেঁধে দূর্বাঘাসে বসে কত খেয়েছি চেটেপুটে। এখানে কাঁঠাল গাছ নেই, নেই কচি কাঁঠালের ভর্তার স্বাদ-ভুলতেই বসেছি-এক সময় সবাই মিলে হই হুল্লোড়ে খেয়ে নিতাম গো-ঘ্রাসে ঝালে ঝাঁঝালো মুচি ভর্তা। আহা স্মৃতি রোমন্থনে জিভে পানি এসে যায়। হয়তো সেই স্বাদ মরে গেছে-যন্ত্র শহরে এসে ভেজালের বুকে মাথা রেখে নিশ্চিন্ত বাঁচতে চাওয়া নেহায়েত বোকামি হয়ে গেলো। হাজার রোগে এসে ধরল ঝেঁকে। হায়রে কাঁঠালের মুচি ভর্তা-তুই চলে গেলি অবশেষে অতীত ডহরে। তবুও এবার তোকে জিভে ছোঁয়াবো-আষাঢ় কেটে যাক-ভাদ্রে না হয় ছুটে যাবো আমার ছোট সোনার গায়।



৩। সবুজ ডাব তো অনেক খাওয়ালে-এবার না হয় ভালবাসার রঙ মাখিয়ে এমন রঙবাহারী ডাব খাওয়াতে পারো। তৃষ্ণায় আকণ্ঠ ডুবে আছি। শ্রাবণের একটি দুপুর-বৃষ্টি নেই আকাশে আর এদিকে চিকনগুনিয়ায় আক্রান্ত আমি পথ চলি খুঁড়িয়ে। এই জানো-কি ডাক্তার তরল খেতে বলেছে অথচ তুমি ভাবছো না এখনো আমার কথা। আনছো না হাতে করে স্যুপ কিংবা আইসক্রিম থুক্কু আইসক্রিম তো আর তরল না-কফি খাওয়াতে পারতে-সে তো তরলই তাই না? কোনো এক রেস্টুরেন্টে চলো বসে চাইনিজ খাই থুক্কু চাইনিজতো আর তরল না তবে তুমি আমায় লেবুজলের শরবত খাওয়াতে পারো কিংবা ঠান্ডা বরফ এক পেয়ালা লাচ্চি। এসব না-ই খাওয়ালে-যদি ভালবাসো তবে পায়ে কাছি বেঁধে একটা ডাবই পেড়ে দিতে পারো-আমি সুস্থ হই তা-কি তুমি চাও-না হে নাগর-বদের হাঁড়ি। দেও এক্ষুনি দাও ডাব পেড়ে দাও খেয়ে তৃষ্ণা মিটাই-নইলে ডাব তোমার মাথায় ভাঙ্গুম হাহাহাহ



৪। অবাক করা কিছু বিষয় তোমার দৃষ্টি কাড়ে না-সারাক্ষণ কেবল ক্যালকুলেটরেই তাকিয়ে থাকলে বাপু-এত হিসাব কষে কি হবে শুনি-এই অল্প আয়ূর জীবন-নিঃশ্বাস ছেড়ে টেনে নেয়ার দুঃসাহসও তো আমাদের নেই যদি প্রভু না চান। আরে ছুঁড়ে ফেলো ক্যালকুলেটর -এসো মনোলোভা দৃশ্য অবলোকন করি দুই জোড়া চোখে-ছাদের রেলিঙ-এ হাত আমার-রাখো হাত তোমার-ছুঁয়ে দাও বিকেলের এক চিলতে গোধূলিয়া রক্ত আবির রঙ প্রেম। সামনে তাকাও দেখো তুমি ভালবাসতেই গোলাপী রঙ ফুল ফুটেছে খুশিতে-আর কি চাও বলতো? আহা কি সুন্দর প্রহর ধরা দিলো তুমি পাশে আছো বলে। আচ্ছা এই ফুলের নাম কি তুমি জানো?-না তাও তো জানো না........... এ ফুল হলো পাথরকুচি ফুল। মনে নেই মেয়েবেলা বইয়ের পাতায় পাতায় কত রেখেছি পাথরকুচি। চুপসে যাওয়া পাতা থেকে গজিয়ে উঠতো-শেকড়। এমন করেই আমাকেও রেখে দাও তোমার বুকে। নতুন প্রেমের শেকড় নিয়ে তোমার বুকের জমি ফুঁড়ে উঠবে আমার প্রেম-হাহাহাহাহ।



৫। শূন্য বুক অন্ধকার জগত নিয়ে যাদের বসবাস, নিজের যন্ত্রনায় কাতর হয়তো-হয়তো বা না, গোর আঁধারে ইয়া নফসি ইয়া নফসি, এপাড়ে নেই ওরা-ওপাড়ে কেমন আছে কেউ জানি না, হয়তো সুখে হয়তো কষ্টে! অথচ ওদের কষ্ট বাড়িয়ে দেই মুহুর্মুহু-ওদের সমাধি সাজিয়ে দেই ফুলে ফুলে-ওরা কি সেই ফুলের সুবাস পায়? নাকি ওরা ফুলের পবিত্রতায় গা ধুয়ে সুখ আসনে বসে প্রহর গুনে বছর বছর এমন একটি দিনের । সম্মানে নত মানুষগুলো ওদের কষ্ট হয়তো আরো বাড়িয়েই দেয়! মৃত আত্মা কখনো সম্মানে কিংবা ফুলে আচ্ছাদিত সময়গুলো রোমন্থণ করতে পারে না-আচ্ছা সেকি তোমরা জানো না? এই সম্মনে দেয়া ফুলগুলো বাস হবে অবশেষে ডাস্টবিনে। বরং ফুলের দামে কিনে নাও দুনিয়ায় বসবাসরত গরীবদের দোয়া। দোয়া -হ্যাঁ দোয়াই হয়তো পৌঁছতে পারে ওদের আত্মার কাছাকাছি, জিয়ারত করো মানুষ-সালাম দাও-মৃতুরা ভাবে খুব কাছাকাছি আত্মীয়রা-ওরা তখনই শুনতে পায় তোমাদের কথা। অযথা পুজোর ফুল দিয়ো না ওদের সমাধীতে আর কষ্ট বাড়িয়ো না ওদের।



৬। আকাশজুড়ে ঐ দেখো রঙের খেলা-কৃত্তিম মেঘে দুপুর রোদ্দুর ছুঁয়ে দিয়েছে তার মন। চলো ছুঁয়ে আসি রঙধনু রঙ। মনে লাগুক মোদের প্রেমের রঙবাহারী হাজার রঙ। দূরে আর থেকো না, এসো ধরো হাত-চলো ঘুরে আসি রঙধনু সিঁড়ি বেয়ে আকাশসীমানা-মেঘের ভেলায় ভেসে না হয় আজ সাত সমুদ্দুর তেরো নদী বেড়িয়ে আসি। রঙধুন রঙ প্রেম আজ তোমায় দিলাম-কি নিবে?



৭। তুমি অবশেষে কাঠগোলাপই হলে বাপু! কাঠের মতো দেহ-তাতে আবার গোলাপ-এ অসম্ভব! তবে তোমার নামকরণ ঠিকই আছে-কাঠ মানব অথবা পাথর মানব-তোমার বুকে ফুল কি আর ফুটে? সে আমি ভালবাসি বলে মাঝে মাঝে প্রেমের ফুল ফুটেই ঝরে যায় নিমেষে! আচ্ছা কাঠগোলাপ বৃক্ষ না হয়ে তুমি বকুল কিংবা কদম বৃক্ষ হতে পারতে! কখনো ভুলে গিয়ে যখন তোমার অপেক্ষায় ঠাঁয় দাঁড়াতাম বৃক্ষের ছায়ায়। আমার মনের আকূতি তোমাকে কাছে পাবার, তুমি জেনে যেতে আর মুর্হুমুহু শ্রাবণের মেঘের মতো ঝরিয়ে দিতে তোমার প্রেমের ফুল এই আবেগীর অধরে কিংবা চোখের পাতায়। একবার ভাবোতো দৃশ্যটা-আহা কতই না মনোলোভা মনোহারী কিংবা মুগ্ধতার এক লহমা যেনো হাজার বছরের চেয়েও একটি সুখ মুহুর্ত। আচ্ছা আমি সবুজ পাতা হয়ে যাই -বিছিয়ে রাখি অযস্র প্রেম তোমার জন্য আর তুমি না হয় কাঠগোলাপই হয়ো-ঝরে পড়ো অগোচরে আলতো ছুঁয়ে আমায়-আহা ভালবাসা!



৮। না না ছিঁড়িস না, আমাকে দিবি-তো, তুই কেবল তোর নিখাদ ভালবাসাটাই দে পাখি। ফুল -ওকে থাকতে দে ওর মত-দেখ্ না কতটা স্নিগ্ধতা নিয়ে ও দাঁড়িয়ে আছে আমাদের মুগ্ধ করবে বলে আহা! তুই তোর প্রেমটাই দে আপাতত শতভাগ। কি দিবি তো-ফুল না হয় আমরাই ফুটাবো- সে-তো প্রেমের ফুল।



৯। উর্ধ্বমূখী শুয়ে ভাবনার বেড়াজালে আবদ্ধ-কি আছে জীবনে!
কেবল এক বুক হতাশা আর দারিদ্যতা
তবু আমাদের জীবন থেমে নেই
দু দন্ড শান্তি নিতে, খোলা হাওয়ায় নিকোটিনে ঠোঁট ছুঁয়াই
বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলে উঠি-ভাল আছি খুব ভাল আছি।
দু-বেলার আহার সে জুটে যাবে-বিশ্বাস উপরওয়ালার
যিনি দিয়েছেন মুখ-ভরসা রাখি তার উপর।
কেটে যাক জীবন ছন্নছাড়া-যাই চলে যাই উচ্ছন্নে
যতদিন নিঃশ্বাসে আছি বাঁচি স্বাধীনতায় খোলা হাওয়ায়।
ক্যানন ৬০০



১০। সবুজের বুকে লাল-সে লেপ্টে থাকবেই চিরকাল। এমন একটি স্নিগ্ধ প্রহর তুমি আমায় দিয়ো........ আমি লাল হবো আর তুমি হয়ে যেয়ো সবুজ। কখনো ক্লান্তি পেলে সবুজের বুকে মাথা রেখে একটু স্বস্তির প্রহর চেয়ে নিবো। তুমি কি আমায় দিবে? এমন প্রহর।

মন্তব্য ৬২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৫৮

লক্ষণ ভান্ডারী বলেছেন: সুন্দর দৃশ্যায়ন।
লেখিকাকে ধন্যবাদ।
শুভকামনা রইল।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে
আমার পোস্টে প্রথম আসার জন্য

ভাল থাকুন

২| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১০

তানুন ইসলাম বলেছেন: সবুজের বুকে লাল-সে লেপ্টে থাকবেই চিরকাল। এমন একটি স্নিগ্ধ প্রহর তুমি আমায় দিয়ো........ আমি লাল হবো আর তুমি হয়ে যেয়ো সবুজ। কখনো ক্লান্তি পেলে সবুজের বুকে মাথা রেখে একটু স্বস্তির প্রহর চেয়ে নিবো। তুমি কি আমায় দিবে? এমন প্রহর।
:
:
:
:
:
;কথা গুলি অসাধারণ ,মুগ্ধতা নিয়ে গেলাম

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ তানুন ভাইয়া
ভাল থাকুন

মুগ্ধ থাকুন দিনভর-আগত দিনগুলো সুন্দর হোক
শুভেচ্ছা অশেষ

৩| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৫

বিএম বরকতউল্লাহ বলেছেন: ধন্যবাদ

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি কিন্তু ক্যানো

:) ভাল থাকুন

৪| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:২৯

খালিদ আহসান বলেছেন: এলোমেলো ছবিগুলোতে ভাললাগা। সেই সাথে সুন্দর কথামালা।

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ খালিদ ভাইয়া ভাল থাকুন
সুন্দর থাকুন

৫| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩৫

করুণাধারা বলেছেন: (৭/১০+৭/১০+৬/১০+৭/১০+১০/১০+৮/১০+৭/১০+৭/১০+১০/১০+৭/১০)=৭৬, স্টার মার্ক

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আশি না স্টার মার্ক -হয়নি তো :(

আরেকটু বাড়ালে কি হতো শুনি ... হাহাহাহ

অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
শুভেচ্ছা নিরন্তর

৬| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫১

ক্লে ডল বলেছেন: এলোমেলো ছবি, গোছালো কথা। সবি মিলিয়ে দারুণ!!

১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ পুতুল
মূল্যায়নের জন্য
সুন্দর থাকুন
শুভেচ্ছা অনেক অনেক

৭| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৫২

ধুতরার ফুল বলেছেন: ফটোগ্রাফার এর চেয়ে কোনো অংশেই কম হয় নি। সবগুলাই সুন্দর। সুতরাং আপনি পাক্কা ফটোগ্রাফার।

১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মূল্যায়নের জন্য অনেক ধন্যবাদ ফুল
ভাল থাকুন সুন্দর থাকুন
আগত দিনগুলো সুস্থ থাকুন এই কামনাই করছি
শুভেচ্ছা সতত :)

৮| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার যতসব ছবি।






ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।

১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে ভাল থাকুন ভাইয়া :)

৯| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪২

রাজীব নুর বলেছেন: সুন্দর।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নুর ভাইয়া
ভাল থাকুন

১০| ১০ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: কাঠাল মুচির ভর্তা আমার চাই ই চাই ।
নারকেল গাছের চুড়ায় উঠতে আমার পায়ে বেরী কোন দিনই বাধতে হতোনা ।
হাতের কাছে সেই ছবি নাই , না হলে দেখাতে পারতাম ।
বাকী ছবি ও সাথের কাব্যিক বিবরণ ভাল লাগল ।

আপুমনির জন্য রইল অনেক শুভ কামনা ।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও চাই। এবারে দেশে আসলে খাওয়াবো কিন্তু
দাওয়াত রইল

জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকুন

১১| ১০ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক সময় নিয়ে দীর্ঘ পোস্ট করেছেন দেখি!
পড়তে দেখতেও অনেক সময় লেগেছে। আগামীতে বড় পোস্ট দিলে চা পানির ব্যবস্থা রাখবেন।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আচ্ছা ছোট কর দিব নে

আর চা ঠান্ডা হই গেছে গা

বানায় নিয়া আসতাছি

থ্যাঙকু লিটু ভাইয়া

১২| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৮:০২

শাহরিয়ার কবীর বলেছেন: ছবি আপার, ছবি ব্লগ খুব সুন্দর হয়েছে ++++


শুভ কামনা রইলো !

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভাল থাকো ভাইয়া
শুভেচ্ছা সতত

১৩| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:০৯

সুমন কর বলেছেন: +।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট দাদা
ভাল থাকুন :)

১৪| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ৯:২৬

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক সুন্দর ছবিগুলো, প্রকৃতির মাঝখান থেকে বেছে বেছে তুলে এনেছেন। বলেছেন চমৎকার। +++++

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া
ভাল থেকো অনেক অনেক

১৫| ১০ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৫৩

করুণাধারা বলেছেন: এটা এবিসিডি গ্রেডিংয়ের আগের যেই যুগে মার্ক দেয়া হত সেই যুগের কথা স্মরণ করে করলাম। সেই যুগে ফিজিক্স খাতায় বিড়াল রচনা লিখলেও আজকালকার মত পুরা নাম্বার দিয়ে দিত না বরং ছাত্রর যতটুকু প্রাপ্য তার চাইতে কম নাম্বার দিত যাতে ছাত্র ভবিষ্যতে আরো ভাল লিখে। সেযুগে গড়ে ৭৫ পেলে বলত স্টার পেয়েছে, খুবই সম্মানজনক ব্যাপার। ৮০ নাম্বারকে বলত লেটার নাম্বার,একটা বিষয়।আমি তিন বিষয়ে লেটার নাম্বার দিয়েছি।

ক্লিয়ার? খুশি?

আমাকে ভাই/ ভাইয়া কেন বলেন? আমি তো ভাই নই।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি
আসলেই ভাগ্যের ব্যাপার ছিল তখন।

জাজাকাল্লাহ আপি

১৬| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিগুলো বারি সুন্দর কথার মালাতে এক অপূর্ব পোস্ট খানি দেখেও পাঠে অনেক ভাল লাগল আপুনি।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সুজন ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক

১৭| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৩৬

কথাকথিকেথিকথন বলেছেন: অসাধারণ সৌন্দর্য এবং লেখায় লালিত সমস্তটুকু ব্লগ পোস্ট ।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলুম
থ্যাংকু ভাইয়া
ভাল থাকুন খুব করে

১৮| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ২:১৮

সিনবাদ জাহাজি বলেছেন: প্রতিটিই অনেক সুন্দর।
:)
±

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দিন পর দেখলাম আপনাকে
ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন

১৯| ১১ ই আগস্ট, ২০১৭ রাত ২:৩৭

ওমেরা বলেছেন: এলোমেলো কই গোছানো পরিপাটি সুন্দর সুন্দর ছবি তো দেখলাম আপু ।

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন অনেক অনেক

২০| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৬

নাগরিক কবি বলেছেন: B-)

১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিতা হইছে হাস কা আজিব

২১| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:২৭

বর্ষন হোমস বলেছেন:
পুকুর পাড়ে ১ নম্বর ছবির মত এমন হেলানো গাছ দেখা যায়।কিন্তু এই গাছ অন্যরকম।এত চিকন হয়েও টিকে আছে কিভাবে!

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: নারিকেল গাছ তাই বুঝি ডুবে যায় নি টিকে আছে এখনো

ধন্যবাদ বর্ষন ভাইয়া
ভাল থাকুন

২২| ১১ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন: যেমন সুন্দর ছবি তেমনি ততধিক সুন্দর কথামালা।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক

২৩| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৭

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লাগা রইল ।

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দৃষ্টি ভাল থাকুন

২৪| ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৭

প্রামানিক বলেছেন: ছবির সাথে বর্ণনা ও কথামালা সব মিলিয়ে দারুণ লাগল। ধন্যবাদ

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ ভাইয়া
ভাল থাকুন

২৫| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: অ-নে-ক অ-নে-ক ভা-লো-লা-গা,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অ-নে-ক ধ-ন্য-বা-দ

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভাল থাকুন

২৬| ১২ ই আগস্ট, ২০১৭ সকাল ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন:

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরে েবাবা এক ট্রাক লাইক
গ্রহণ করলাম

থ্যাংকু ভাইয়া

২৭| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩২

শায়মা বলেছেন: ছবিগুলো মন জুড়ালো ছবি আপুনি!!!!!!

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ টুকটুকি আপি

২৮| ১৩ ই আগস্ট, ২০১৭ সকাল ১০:৩৫

রানার ব্লগ বলেছেন: ভালো লাগলো ছবি ব্লগ

১৩ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রানা ভাইয়া
ভাল থাকুন

২৯| ১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০০

পলষ্টার বলেছেন: খুব সুন্দর! মুগ্ধ হলাম।

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ পলষ্টার
ভাল থাকুন সুন্দর থাকুন

৩০| ১৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০

নক্ষত্র নীড় বলেছেন: ছবি ছবি ছবি!কথার সঙ্গে কাজের মিল না থাকলে কী হবে,নামের সঙ্গে কাজের মিল আছে!... ... ...

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

ভাল থাকুন

৩১| ১৭ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন সুপ্রিয় ব্লগার ।

২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.