নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
হয়ত সাধ্যে নেই দেয়ার একশত দুই পদ্ম। বনের ঝোপ ঝাড় থেকে কুঁড়িয়ে নিয়ে এসেছি তোমার জন্য... এই যে দেখো দেখো গোলাপীর স্নিগ্ধতা। মনের অর্গল খোলা রেখো... খোলা রেখো তোমার দখিন জানলা। মধ্যরাতের আকাশের চাঁদ যখন মধ্য আকাশে মেঘের সাথে লুকোচুপি খেলায় মত্ত হবে.... নিরব নিস্তব্ধ... নিঝুম প্রহরের এক ফাঁকে জোনাকির ডানায় চড়ে আমি আসব! ঝিঁঝি পোকারা বজ্র নিনাদে ডেকে উঠবে আর তুমি ভাব্বে এইতো বেঘোর ঘুমের প্রহর। মৌনতার সূতোয় বোনা চাদরে, আঁধারের কাঁথা গায় জড়িয়ে, পাশ বালিশে হাত রেখে স্বপ্নে হবে মগ্ন। দূরে জঙ্গলে-থেকে থেকে- হুক্কা হুয়া ডেকে উঠবে শিয়াল... হুলো বিড়ালটা ঝরা পাতায় পা ফেলে মর্মর ধ্বনিতে দোঁড়ে পালাবে সেই উচ্ছিষ্ট ডাস্টবিনে। হসহস ফসফস কীট পতঙ তোমার নীড়ের গা ঘেঁষে প্রেমলীলায় মত্ত। একটা টিকটিকি.. টিকটিক বলে পালাবে দেয়াল থেকে ভেন্টিলেটর ঘরে। দেয়ালের ঘড়ির টিকটিক আওয়াজ নিঃশ্বাসের সাথে চলা সময়, অতীত হয়ে যাওয়া আর ভাঙ্গা কলের টিপটিপ জলের শব্দের গা ছুঁয়ে আমি আসব শিয়রে তোমার.. চোখ খুলে তুমি দেখো তোমার জন্য যতন করে আনা গোলাপী রঙ্গের স্নিগ্ধতা... তুমি গ্রহণ করো প্লিজ....আর বুকের বাম পকেটে রেখে দিয়ো হৃদয় ছুঁয়ে। ভেবে নিবো আমি আছি নিঃশ্বাসে তোমার। কেমন লাগবে তোমার তখন?
August 23, 2016
২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ এসব আসলে হয় না
মানুষের জীবন এত রোমান্টিক হয়
একপক্ষ চাইলেও অন্য পক্ষ হয় পাথর
জীবন এমনই-
কল্পনাতেই এসব সম্ভব হাহাহ
অনেক ধন্যবাদ কথা ভাইয়া
২| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৫৮
ফয়েজ উল্লাহ রবি (পারিজাত) বলেছেন: দারুণ! লিখেছেন শুভেচ্ছা রইল ছB আপা।
২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
৩| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: আপনার প্রত্যাশা পূরণ হোক। শুভ কামনা।
২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাল থাকবে
শুভেচ্ছা সতত
৪| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৩
তারেক ফাহিম বলেছেন: জেগে জেগে স্বপ্ন দেখা ছাড়া এইসব হবে বলে আশা করা যায় না।
২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সইত্যা
নির্ভয়ে পড়ছেন দেখে ভাল্লাগছে
থ্যাংকু
৫| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:২২
ওমেরা বলেছেন: চাকরী,সংসার,সব মিলে আপনাকে চিবিয়ে খায় আপু! এর পরও এত রোমান্টিকতা আপু !
২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এটুকু না থাকলে হাসিখুশিতে বাঁচা কঠিন হতো আপি
অনেক ধন্যবাদ ভাল থাকুন
৬| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৩৩
জাহিদ অনিক বলেছেন: বেশ আবেগী ।
২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ অনিক ভাইয়া
ভাল থাকো
৭| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:৫৮
রাবেয়া রাহীম বলেছেন: ও রবি কিছু রোমান্টিকতা আমারে ধার দেওনা বইন । ইরাম করি লিখতে মন চায় পারিনা। খালি বিসাদ আসে।
২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহ বুবু আপনার লেখাও অনেক রোমান্টিক থাকে। বেশ ভাল আমাদের সবার পছন্দ
৮| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১১:২৭
রাজীব নুর বলেছেন: সুন্দর প্রেমের চিঠি।
২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নুর ভাইয়া
৯| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১:০০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: স্বাদ আর আহ্বলাদ এই দুইয়ের খুবি জরুরী কিন্ত জীবন সেতো বহতা নদী বয়ে চলে কারোর জীবনে রঙ্গীন পালতোলা নৌকা ভাসে কারোর ভাসে ভেলা! এইতো নিয়ম আপুনি। অনেক সুন্দর হয়েছে হৃদকথন।
২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য। খুব সুন্দর বলেছেন
ভাল থাকুন অনেক অনেক
১০| ২২ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৫৪
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।
২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাল থাকুন অনেক অনেক
১১| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৯
রানা সাহেব বলেছেন: লুমান্টিক
২২ শে আগস্ট, ২০১৭ সকাল ১০:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ------ এটা ফান পোস্ট ছিল না কিন্তু
১২| ২২ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:২৬
সামু পাগলা০০৭ বলেছেন: এত অল্প কথায় মনকে এত ভীষনভাবে ছোঁয়া যায়? বাহ! অসাধারণ আবেগী লেখা!
ভালো থাকবেন আপু।
২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম আপি। অনেক ধন্যবাদ
আপনিও ভাল থাকবেন সবাইকে নিয়ে
১৩| ২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার হইছে !!!
ভেবে নিবো আমি আছি নিঃশ্বাসে তোমার। কেমন লাগবে তোমার তখন? ভাল লাগবে ।
২২ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ
ভাল লাগলেই ভাল
থ্যাংকু
১৪| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৪৭
কথাকথিকেথিকথন বলেছেন:
আরে হয় হয়! কল্পনাতে কেন !! বাস্তবেও হয়।
হৃদয়ের হালচাল বড়ই রহস্যময়, প্রেমের জলে তার কতরূপ ! মানুষ কল্পনাতে বাস্তব এঁকে যায়, দিবারাত্রি ভুলে প্রেমের রঙে রাঙ্গিয়ে দেয় হৃদয় !!!
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কি সুন্দর কথা । আসলেই ঠিক বলেছেন
অনেক ধন্যবাদ ভাল থাকুন
১৫| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৪
প্রামানিক বলেছেন: চোখ খুলে তুমি দেখো তোমার জন্য যতন করে আনা গোলাপী রঙ্গের স্নিগ্ধতা... তুমি গ্রহণ করো প্লিজ....আর বুকের বাম পকেটে রেখে দিয়ো হৃদয় ছুঁয়ে। ভেবে নিবো আমি আছি নিঃশ্বাসে তোমার। কেমন লাগবে তোমার তখন?
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
১৬| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:২৭
ধ্রুবক আলো বলেছেন: আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। +++
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া
ভাল থাকুন
সুন্দর কাটুক আগত সময়গুলো
১৭| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪২
অর্ক বলেছেন: দারুণ ভালো লাগলো আপনার গদ্যকবিতা ছবি আপু! আরও চাই। অনেকক শুভকামনা রইলো।
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ অর্ক ভাইয়া
গদ্য কবিতা তো অনেক আছে। কিন্তু এগুলো সবার পছন্দ হয় না মনে হচ্ছে
যাই হোক দিব ইনশাআল্লাহ
ভাল থাকুন সুন্দর থাকুন
১৮| ২২ শে আগস্ট, ২০১৭ রাত ১০:১৯
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন আপা !
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ কবীর
ভাল থাকো অনেক অনেক
১৯| ২৩ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৫৩
মোঃ মাইদুল সরকার বলেছেন: ভাল লিখেছেন।
২৩ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:৩০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ
ভাল থাকুন
২০| ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর গদ্য কবিতা ।+
২৭ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
২১| ২৭ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:২২
উম্মে সায়মা বলেছেন: আহ! একরাশ ভালো লাগা আপু+++
২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপি । ভাল থাকুন
ভালবাসা রইল
©somewhere in net ltd.
১| ২১ শে আগস্ট, ২০১৭ রাত ৯:৪৮
কথাকথিকেথিকথন বলেছেন:
তার অবশ্যই ভাল লাগবে । প্রিয়জন নিঃশ্বাসে থাকবে... আহা ! কী রোমান্টিক !