নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কবিতার মতই জীবন....

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪১



প্রত্যাশা থাকে কখনো মন থেকে
কারো মনে আমার জন্য;
এক কণা ভালবাসা জমা থাক,
দুষ্ট কপোত কপোতিরা যখন
আনন্দে গান গেয়ে বেড়ায়,
বাজনার তালে তালে ময়ূর ময়ূরী
পেখম তুলে নাচে.....
তাদের আনন্দে আমি গাইতে পারি না
সুরের তালে মন পারি না দোলাতে;
দু:খ ভাবনারা তাড়া করে পিছু।

আমিও সুখে দুলতে চাই
মন নাচাতে চাই তালে তালে।
তাই! কখনো যদি কিঞ্চিত সুখ,
আমার দরজায় কড়া নাড়ে
দু’হাত পেতে তা গ্রহন করি
তুলে রাখি হৃদয়ের অতি গোপন কুঠোরে।

ঝড়ের তান্ডবে যদি নুয়ে পড়ি;
বা, ভেংগে যাওয়ার হই উপক্রম,
কুঠোরের দরজা একটু ফাঁক করে
বের করে আনি সুখটুকু,
ছুঁয়ে ছুঁয়ে অনুভব করি সেই মুহুর্ত;
আবার তুলে রাখি যতনে,
এই সুখটুকু শুধুই আমার;
একান্তই আমার।

হয়তো-বা না বলা কথাগুলো
বের হয় না মুখ ফুটে...
আমার সুখে শামিল করতে পারি না কাউকেই...
জীবন তখন মিশে যায় কবিতায়,
অথবা কবিতায় উঠে আসে জীবন,
সুখ সুখ মুহুর্ত; চোখে অলীক স্বপ্ন দ্যুতি
আমার জীবনে না হয় হলো এইটুকু পাওয়া;
আমার নীল আকাশে বিরাজিত-
স্বপ্নময় আভা হউক কবিতা।
August 28, 2013

মন্তব্য ৫০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৮

জাহিদ অনিক বলেছেন: আমিও সুখে দুলতে চাই
মন নাচাতে চাই তালে তালে।
তাই! কখনো যদি কিঞ্চিত সুখ,
আমার দরজায় কড়া নাড়ে
দু’হাত পেতে তা গ্রহন করি
তুলে রাখি হৃদয়ের অতি গোপন কুঠোরে


নগদ যা পাও হাত পেতে নাও,
বাকীর খাতায় থাক পড়ে থাক শূন্য।

কবিতা ভাল লেগেছে।

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: নগদে অল্পবিস্তরই পাই-তাই নিয়ে রাখি জমিয়ে
কি আর করা
সুখ তো আর সবার কপালে নাই
অল্পতেই সন্তুষ্ট

জাজাকাল্লাহ ভাইয়া
ভাল থাকুন

২| ২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫০

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: কবিতা দারুণ হয়েছে আপু। ভালো লাগরো আবেগ মিশানো কথামালা

২৮ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভাল থাক
সুন্দর হোক পথচলা

৩| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১০

উম্মে সায়মা বলেছেন: কুঠোরের দরজা একটু ফাঁক করে
বের করে আনি সুখটুকু,
ছুঁয়ে ছুঁয়ে অনুভব করি সেই মুহুর্ত;
আবার তুলে রাখি যতনে,
এই সুখটুকু শুধুই আমার;
একান্তই আমার।

সবারই কি এমন কিছু মুহুর্ত থাকে!
খুব ভালো লাগল আপু....

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি

থাকে আপি থাকে
এমন কিছু মুহুর্ত না থাকলে জীবন বড় কষ্টের হতো

ভালবাসা রইল

৪| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

কথাকথিকেথিকথন বলেছেন:




কবিতার মতই জীবন ! তা সত্য, কবিতা ধারণ করে অনেক কিছু যা জীবনের পাণ্ডুলিপি কাভার করে ।

ছোট ছোট সুখগুলো এভাবেই তোলা থাক হৃদয়ের কৌটোয়, দুখে এই সুখগুলো বেরিয়ে আসবে আনন্দ হয়ে ।

কবিতা ভাল লেগেছে ।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য । অনেক ভালা লাগা রইল মন্তব্যে

ভাল থাকুন সাথেই থাকুন
শুভেচ্ছা সতত

৫| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৪২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা পড়ে ভাল লেগছে +


ভাল থাকুন আপা !

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কবীর
ভাল থাকা হোক-দোয়া রইল
ভালবাসাও রইল :)

৬| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা অনেক ভাল লাগল অাপুনি। ভাল থেকো সবসময়।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল থাকার চেষ্টা অব্যাহত আছে ভাইয়া

ভাল থাকুন আপনিও
শুভেচ্ছা সতত

৭| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:২১

অর্ক বলেছেন: চমৎকার কবিতা! কবিতাপাঠে প্রাণ ভরে উঠলো পবিত্রতায়। একরাশ আন্তরিক ভালোলাগা কবিতায়। শুভেচ্ছা রাখলাম ছবি আপু। সতত ভালো থাকুন।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত

৮| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ৮:৩৪

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: আপনার মনের কথাগুলো বলে ফেলুন কবিতার মাধ্যমে,
আপনার মনের কথাগুলো লিখে ফেলুন কবিতার মাধ্যমে,
কথা দিচ্ছি আপনার লেখা নিয়মিত পাঠ করব।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: এমন মন্তব্য লেখালেখিতে সাহস ‍যুগায় ।
জাজাকাল্লাহ ভাইয়া
ভাল থাকুন অনেক অনেক :)

৯| ২৮ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০১

ধ্রুবক আলো বলেছেন: আমার সুখে শামিল করতে পারি না কাউকেই...
জীবন তখন মিশে যায় কবিতায়,

একদম বাস্তব কথা। +++

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাল থাকুন
শুভেচ্ছা রইল অনেক অনেক

১০| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:১৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিতা ভাল লেগেছে আপু।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সোহেল ভাইয়া
ভাল থাকুন

১১| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:৪২

ভ্রমরের ডানা বলেছেন:


চমৎকার ভাবনা... কবিতায় ভাল লাগা...

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ডানা
ভাল থাকুন
শুভেচ্ছা রইল

১২| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন: মনে হচ্ছে আপনার মনের সত্যি কথন।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যাি ঠিক মনের কথাগুলোই
ধন্যবাদ মাইদুল ভাইয়া
ভাল থাকুন শুভেচ্ছা রইল

১৩| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০১

বিজন রয় বলেছেন: আপা কেমন আছেন? অনেক দিন আপনার এখানে আসিনি।

প্রকৃতিতে একটি সুন্দর সুর সবসময় প্রবাহিত হয়।
কবিরা সেই সুরটা ধরে ফেলে।

আপনিও পেরেছেন।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভাল আছি দাদা। আপনি কেমন আছেন? ফেসবুকেও দেখি না আপনাকে।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ
ভাল থাকুন অনেক অনেক

১৪| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার জীবনে না হয় হলো এইটুকু পাওয়া;
আমার নীল আকাশে বিরাজিত-
স্বপ্নময় আভা হউক কবিতা

স্বপ্ন পূরণ হোক :)

++++

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআমিন :)

ধন্যবাদ ভৃগু দা
শুভেচ্ছা

কেমন আছেন?

১৫| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ১:১৮

নাসির আল মাহমুদ বলেছেন: অসাধারন কবিতা।
মুগ্ধ হলাম পাশাপাশি।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নাসির ভােইয়া

ভাল থাকুন
শুভেচ্ছা সতত

১৬| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:০৪

সামিউল ইসলাম বাবু বলেছেন: বরাবরের মতোই

শুভকামনা জানবেন

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সামিউল ভাইয়া
ভাল থাকুন
আপনার জন্যও শুভকামনা রইল

১৭| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: স্বপ্নময় কবিতা হৃদয়ে স্থান করে নিলো।

প্লাস।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাইয়া

অনেক ধন্যবাদ । ভাল থাকুন
শুভেচ্ছা সতত

১৮| ২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৬

তারেক ফাহিম বলেছেন:
বরাবরের মত ভয় পাইলাম।

২৯ শে আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভয় কেনো? বড় দেখে নাকি। কারণ কি ভয়ের হুম

১৯| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:০২

তারেক ফাহিম বলেছেন: পাঠক প্রয়াসে সামুতে আসা, আপনাদের প্রত্যিত্তরের অনুপ্রেরণায় লেখার অপচেষ্টা। যাদের ব্লগে মন্তব্য করি তারা সবাই কম বেশি আমার প্রোফাইল ঘুরে আসে আপনার পদধুলি এখনও পাই নাই।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফাহিম ভাইয়া। আমি যতটুকু সময় পাই অন্যদের প্রোফাইলে ঘুরতে যাই। কিন্তু অনেক সময় বেখেয়ালে অনেকের ঘরে যাওয়া হয়ে উঠে না। সরি এজন্য

বুঝেনই তো খুবই ব্যস্ত মানুষ

২০| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:০৫

খায়রুল আহসান বলেছেন: মনের কুঠুরীতে গোপনে রেখে দেয়া সুখস্মৃতি, কতইনা পরম যতনে লালিত! সুখের প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানে কবির মনন কবিতায় খুব সুন্দরভাবে অভিব্যক্ত হয়েছে।
জীবন তখন মিশে যায় কবিতায়,
অথবা কবিতায় উঠে আসে জীবন
-- চমৎকার লাগলো এ দুটো চরণ।
কবিতায় ভাল লাগা + +

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্যে অনুপ্রাণিত হলাম -ভাল লাগল অনেক
সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় খায়রুল ভাইয়া

ভাল থাকুন অনেক অনেক :)

২১| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কবিতা !!
কুঠোরে শব্দটা মনে হয় কৌটোর বা কুঠুরী শব্দের আরেক রূপ ।

২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: বানানটা ভুল হইছে মনে হচ্ছে। কুঠুরে হবে। পরে ঠিক করে দিব নে

অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

২২| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৫

জেন রসি বলেছেন: জগতের সকল প্রাণী সুখি হোক। :)

৩০ শে আগস্ট, ২০১৭ বিকাল ৩:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ

জগতের সকল প্রাণী সুখী হোক ২

ভাল থাকুন আপনিও

২৩| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:০৪

নুর আল-আলম বলেছেন: আপনার লেখাটা দারুন সুন্দর হয়েছে।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আলম ভাইয়া
ভাল থাকুন
শুভেচ্ছা

২৪| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

ডঃ এম এ আলী বলেছেন:
আপনার সব কবিতাই সুন্দর তবে এটা কাব্যগুনে
অন্যতম সেরা একটি কবিতা । অভিনন্দন রইল ।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ঈদ মোবারক

২৫| ২৯ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৮

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

০৫ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.