নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
কিছুই ঠিক হয় না, শুধু বলার জন্য বলা
অথবা সান্ত্বনার নির্লিপ্ত ভাষা,
একদিন সব- হয়ে যাবে ঠিক।
যে যেমন ঠিক তেমনই রয়ে যায়
বদলে যায় না সহজে
কে কবে টলেছে বা হয়েছে বিচ্যুত
নিজের অহম আসন থেকে
কে বলেছে সব- হয়ে যাবে ঠিক।
ঠিক, তবে টিক টিক ঘড়ির কাঁটাই ঠিক
বদলে যায়, ঠিক সে সময় অতীতে রেখে
একই জায়গায় এসে বাজায় ঘন্টা
শুধু জানিয়ে যায় বদলের কথা
সময় বদলে যায় মানুষ বদলায় না।
শুধু শুধু কেনো বলা হয় তবে
এক সময় সব- হয়ে যাবে ঠিক।
এইটুকু সময়েতে কাছাকাছি পাশাপাশি
আনন্দেতে ভাসাভাসি
কে পারে কারে চিনতে, সে ঠিক তুমি বেঠিক
রয়ে যায় মনের কোণে যে যেমন ছিল ঠিক অতীতে
মুখোশ পালটিয়ে মেকিপনায় মানুষ বদলায়
হয় নাকো সব কখনো ঠিক।
চুপচাপ কেটে যায়, চিনেও না চেনার ভানে
হবে না সব, জানি সে ঠিক
কি লাভ তবে ঘেটে, থাক সে/তারা স্বাধীনে
মেনে নেই, বেশ তবে চলে যায় ঠিকঠাক
ছেড়ে দেই, যাক নিয়ে যাক সব চুপচাপ
গোলমেলে সময়গুলো, নিভৃতে চলে যায়
কে বলে শুনি,সবএক সময়, হয়ে যায় ঠিক।
তালে তালে পা ফেলে চলে যায় বেশ
ঘুরে দাঁড়ালেই টান পড়ে ঠিকঠাকে
ঠিক নয় ঠাক, ঘুরে দাঁড়ায় স্বার্থ,
নিতে দিলে নিরবে টেনে নেয় পকেটে
ফাঁকা থাকে ব্যালেন্সটা, তবু বলে আরো চাই
হায় হায়! কে বলে সব, হয়ে যাবে ঠিক!
চলে যায় বয়ে যায় তবু ঠিক রয়ে যায়
যে যেমন'টা ছিল, তেমন'টাই রয়ে যায়
দিয়ে নিয়ে কেঁদে কেঁটে দীর্ঘশ্বাসে
সব কিছু ঠিকঠাক হয়ে যায়,
অল্প আয়ূতে পাই কি সবটাই...
এভাবেই পাওয়া না পাওয়ার মাঝে
জীবনের সব হয়ে যায় কি ঠিক?
February 18, 2017 at 9:30pm
(এখানে কপি নিষিদ্ধ- সার্চ
দিয়া ধরতে পারলে খবর আছে কয়ে দিলুম)
০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকো
প্লাসে অনুপ্রাণিত হলাম
শুভেচ্ছা সতত
২| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত। বদলানো খুব কঠিন, প্রায় অসম্ভব। কিছুই ঠিক হয় না, সব আগের মতই থাকে। ভাল লিখেছেন।
সার্চ দিয়ে ধরতে পারলেও কোন খবর হবে না। তারা তাদের কাজ করতেই থাকবে।
০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: একমত হওয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া....
মানুষের মন ঠিক একই রয়ে যায়-বদলানোর চেষ্টাও অনেক সময় বিফলে যায়।
সার্চ দিয়া দেখলে কিছু কথা ক্ওন যায়। কেউ কেউ ভুল স্বীকার করে। কেউ শুধরে যায়
পদ্ধতিটি অনুসরণ করে দেখেছি। তাই বার বার বলা আরকি
ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য
ভাল থাকুন
৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:০৯
বিদ্রোহী ভৃগু বলেছেন: আত্মায় সত্য জ্ঞানে সঙ্গম না হওয়া পর্যন্ত কে কবে বদলেছে???
মোহাচ্ছন্নতায় কেটে গেল কোটি কোটি জীবন
জন্ম জন্মান্তরে বারবার পুনরাবৃত্তি
তবু কোটিতে গুটি পেয়েছে সে সন্ধান!
+++
০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর লিখেছেন। এটা্ও একটা কবিতা হয়ে যাবে ইনশআল্লাহ আশা করছি
অই মিয়া আপনের মাউস ভালা না প্লাসের কাছে যেতে চায় না হাহাহাহা
৪| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:১৪
তারেক ফাহিম বলেছেন: আশায় বেঁচে থাকি কিন্তু জীবনতো আর থেমে থাকে না।
কবিতায় +
০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা আমরা আশায় বেঁচে থাকি েএবং কিছু ক্ষেত্রে আশা ছেড়ে দিয়ে বাঁচি
অনেক ধন্যবাদ ভাইয়া
কিন্তু প্লাস ক্লিক হয় নাই
৫| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: অসাধারণ কবিতাটি জীবনবোধের একটি সত্যকথন। অনেক ভাল লাগা।
১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভাল থাকুন ভাইয়া
৬| ০৯ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭
রাজীব নুর বলেছেন: ছবির মেয়েটা এত দুঃখী ক্যান। হাসি মুখের ছবি দেন।
১০ ই এপ্রিল, ২০১৮ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরেকবার দিমুনে । এবেলা এটাই থাক না ভাইয়া
ধন্যবাদ আপনাকে পোস্টে আসার জন্য
৭| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৫৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: মানুষের জীবনের কিছু চাওয়া পাওয়া অপূর্ণ রয়ে যায়।
আশেপাশে কবি শাহানাজ আপা নাই তো?
১২ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সত্য ভাইয়া
শাহনাজ আপা নাই মনে হয়
ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন
৮| ০৯ ই এপ্রিল, ২০১৮ রাত ৯:৪৯
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
৯| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:৩২
এফ.কে আশিক বলেছেন: কবিতা ভালো লেগেছে +++
১০| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৫:৩১
সোহাগ তানভীর সাকিব বলেছেন: জীবনের ঠিক বেঠিকের সঠিক হিসাব খুবই কঠিন। তারপরও এগিয়ে যেতে হবে সামনের দিকে।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০১৮ দুপুর ১:৫৬
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! সুন্দর। মুগ্ধতা রেখে গেলাম।