নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১। সবুজের ফাঁকে কিছু স্নিগ্ধতার উঁকি, ভালো লাগে খুব, পায়ে হাঁটার পথটুকু এমনই হোক, বৃষ্টিতে ভেজা পরিচ্ছন্ন পথ। এমন বেলা কেবল মুগ্ধতার বেলা.......
প্রতিবছরই বৃষ্টির দিনের ভেজা পাতার ছবি দেই। এবারও তার ব্যতিক্রম নয়। ফাঁক ফোকরে ক্লিক করা কিছু মোবাইলগ্রাফী আপনাদের সামনে হাজির করলাম। হয়তো একই রকম ছবি কিন্তু সব সময়ই সজীবতায় ভরা। থাক্ না চোখে কিচু সবুজ ভেজা দিনের অনুভূতি মনে লেগে। ভালো না লাগলে এড়িয়ে যান........ ভালো লাগলে রিয়েক্ট করুন, যাতে অনুপ্রেরণা হয়ে থাকে আগামী পোস্ট করার জন্য। ভালো থাকুন সবাই । আমার মোবাইল হলো স্যামসাং এ সেভেন।
২। সবুজের বুকে মুখ লুকিয়ে বৃষ্টির জলে স্নান করে নিচ্ছিস, তুই যেনো নববধু-আহা ঘোমটা সরালেই তোর রূপ উপছে পড়বে.......তুই জানিস কি গোলাপ রাণী তুই কত সুন্দর-ক্ষণিকের আয়ু তবুও তুই মনে রেখে যায় সুখের রেশ।
৩। সে ঘ্রাণ বিলাবে রাতের বেলা, দিনের বলো ঘোমটা তোলা বউ সেজে, ঝুলে থাকে সবুজের হাত ধরে, তুমি এসো..... উঠোনে বসে এক পেয়ালা ঘ্রাণ পান করে যেয়ো........এমন প্রহর বার বার ফিরে পেতে চাইবে-দেখে নিয়ো।
৪। গন্ধরাজের পাপড়িতে এসে বসেছিলাম আমি মৌ......... তুমি আচল তুলে মাথায় দিয়ে বলো-তুমি আমার বউ,
ঘ্রাণে মাতাল বেলা, চুলের সেম্পুতে গন্ধরাজের ঘ্রাণ মিশিয়ে চলো এবেলা বৃষ্টিস্নানে মত্ত হই।
৫। হাসনাহেনা নাম তার........... সে চুপি চুপি ঘ্রাণ বিলায়, সে হোক রাতের আঁধার।
৬। আহা কি স্নিগ্ধ প্রহর এবেলা, বৃস্টির ফোঁটায় লেপ্টে আছে পাতা ফুল......... কার না ভালো লাগে এমন প্রহর শুনি?
৭। বেলীর গায়ে বৃষ্টির ফোঁটা-স্নিগ্ধতাতে মাখা
পবিত্রতার, রঙ যেনো গো-বেলীর গাঁয়ে আঁকা।
৮। সবুজ পাতায় বৃষ্টির ছোঁয়া, হাত বাড়ালেই মন যায় সুখে খোয়া। কত স্নিগ্ধতায় মোড়া প্রহর
সজীবতায় ভরে যায় মনের শহর।
৯। সবুজ পাড়ের সাদা শাড়ি-বেলী আছে পরে
স্বর্গ হতে নামলো পরী, সবুজ পাতার ঘরে।
১০। সুগন্ধ তার গায়ে মাখা, হাওয়া এলে দোলে
প্রজাপতি বসল হঠাৎ, সাদা বেলী ফুলে।
১১। পাতাবাহারের পাতায় লেগে আছে এক রাশ স্নিগ্ধতা, এসো ছুয়ে দাও, ভালো লাগার শিহরণে কেঁপে যাবে। আমি তোমার মুগ্ধতায় মোড়া মুখ দেখতে চাই এবেলা।
১২। সবুজ পাতার ফাঁকে ফুটল, বেলী থোকা থোকা
ছিঁড়ে নিতে হাতের মুঠোয়, হাত বাড়ালো খোকা।
১৩। পাতায় পাতায় বৃষ্টির মুক্তোয় সাজানো প্রহর, টুপটাপ ঝরে অবিরাম বৃষ্টি আর বৃষ্টিস্নানে মত্ত হয় সবুজেরা, গাঢ় সবুজ পাতার ধুলো ধুয়ে যায় বৃষ্টির জলে........ কত মুগ্ধতায় ভরা আমার বসুন্ধরা।
১৪। বেলীর পাতায় পাতায় বৃষ্টির ফুল...........বৃষ্টি ছুঁতে মন হয়ে রয় ব্যাকুল
বৃষ্টিস্নানে উচ্ছ্বাস ছড়ায় ঐ ফুলের মুকুল।
১৫। লেগে থাকুক সজীবতা,,,,,,, ধুলোরা মরে যাক- বৃষ্টি আসুক আবার আকাশ ভেঙ্গে।
১৬। এবেলা বড্ড পেরেশানীতে কেটে যাচ্ছে ফুলেল ক্ষণগুলো
তুমি জানো, আমিও জানি ফিরে আসে না আর কিছু
এই ফুলের ঘ্রাণ, ফুলেল সময়, প্রজাপতি প্রহর
আর মনের উচ্ছ্বলতা,
ফেলে গিয়ে পেছনে সব, কেবল ভেবে নেই যাক চলে যাক এবেলা
ওবেলা না হয় হাতে তুলে নেবো খানিকটা সময় নিজের করে।
১৭। ছিঁড়িস না ফুল ওরে খোকা, ফুল ফুটে থাক্ গাছে
দেখ্ না চেয়ে মৌ পোকারা, ফুলে ফুলে নাচে।
১৮। কোথায় নেই বলো মুগ্ধতা, কেবল উর্ধ্বমূখী হেটো না একটু তাকাও মর্ত্যে
দেখো কত সুন্দর সেজে আছে লতা পাতারা.......বৃষ্টির মুক্তোর দানায়।
১৯। কাঁটা দেখে ভয় পেয়ো না....... অসময়ে ব্যথার গান গেয়ো না.......কাটার মাঝেই ফুটে থাকে গোলাপ
তখন ভালোবেসে করে যাও কত পাগলের প্রলাপ.
২০। ঘ্রাণমাখা এক বিকেল হাওয়ায় চলো বসি গিয়ে
কোন এক ফুল বাগানের ঘাস ছুঁয়ে,
ফুরফুরে হয়ে উঠবে মন দেখে নিয়ো
আর ক্লান্তি'রা উড়ে যাবে দূর বহুদূর।
২১। সবুজের ফাকেঁ মুখ লুকিয়ে হাসে সাদা পরী.......কেনো রে বাবা ঝরে গেলি....... করে তড়িগড়ি
কিছুটাক্ষণ থাকতি ঝুলে ডালে ডালে.........তোদের উপর বৃষ্টির নৃত্য দেখতাম তালে তালে।
২২। ছিঁড়ে নিলে সবুজ পাতা, কাঁদবে ফুলের শোকে
চুপসে যাবে গাছের শাখা, পড়বে ধূলায় ঝোঁকে।
ফুল ফুটে থাক্ গাছের শাখে, দেখতে লাগে সুন্দর
ফুলের ঘ্রাণে মাতাল হাওয়া, মুগ্ধতায় হৃদ বন্দর।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ কাওসার ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
২| ২২ শে মে, ২০১৮ রাত ১০:০২
জাহিদ অনিক বলেছেন: খুব সুন্দর ছবি আপু।
যেন শিশির ধোয়ায় পা'
মোবাইল দিয়ে এত ভালো করে ছবি কিভাবে তুলেন ? আমি তো ফোকাসিং করতেই পারি না।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। স্যামসাঙ মোবাইলগুলো দিয়ে ফটো ভালই আছে মাশাআল্লাহ
৩| ২২ শে মে, ২০১৮ রাত ১০:০৪
অনুতপ্ত হৃদয় বলেছেন: আহ্ কি সুন্দর , নির্দিষ্ট করে বলতে কষ্টই হচ্ছে কোনটা বেশি ভালো লেগেছে।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হৃদয় ভাইয়া
ভালো থাকুন
ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগল
৪| ২২ শে মে, ২০১৮ রাত ১০:০৬
রোকনুজ্জামান খান বলেছেন: ফুল ভালবাসে না এমন মানুষ কমই আছে।
ফুল পাতার উপর করা মোবা গ্রাফি
এক কথায় ধারুন হয়েছে।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৫| ২২ শে মে, ২০১৮ রাত ১০:২০
সুমন কর বলেছেন: ছবিগুলো সুন্দর এসেছে।
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা
ভালো থাকুন অনেক অনেক
৬| ২২ শে মে, ২০১৮ রাত ১০:২৪
বৃষ্টি বিন্দু বলেছেন:
সবুজের রঙে রাঙানো প্রাকৃতির মাঝে ফুটে উঠা মুগ্ধকর ফুলগুলোর সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য ধন্যবাদ আপু।
আমার কাছে ২ ৪ ৭ খুব ভাল লেগেছে
২৩ শে মে, ২০১৮ দুপুর ১:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বৃষ্টি
ভালো থাকুন
৭| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৪২
কাইকর বলেছেন: খুব ভাল লাগলো ছবিগুলো দেখে
২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কাইকর ভাইয়া ভালো থাকুন
৮| ২২ শে মে, ২০১৮ রাত ১০:৪৭
জুনায়েদ বি রাহমান বলেছেন: ছবিগুলো ও কথা দারুণ।
২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ ভাইয়া
ভালো থাকুন
৯| ২২ শে মে, ২০১৮ রাত ১১:০৩
প্রামানিক বলেছেন: ছবি এবং কথা দুটাই ভালো লাগল।
২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন ভাইয়া
১০| ২৩ শে মে, ২০১৮ ভোর ৫:৩৩
সোহানী বলেছেন: বরাবরের মতই চমৎকার........
২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
ভালো থাকুন
শুভেচ্ছা সতত
১১| ২৩ শে মে, ২০১৮ সকাল ৭:২০
সামু পাগলা০০৭ বলেছেন: বাহ! সুন্দর, পরিষ্কার সব ছবিতে মনটাকে ভিজিয়ে দিলেন ছবি আপু!
ধন্যবাদ।
২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ আপি
অনেক অনেক ভালো থাাকুন
১২| ২৩ শে মে, ২০১৮ সকাল ১০:০৫
রাজীব নুর বলেছেন: বাহ বেশ।
২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
১৩| ২৩ শে মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
শিখা রহমান বলেছেন: খুব সুন্দর ছবি ও ছবির সাথের ক্যাপশনগুলো। ছবিগুলো এমন সতেজ আর প্রাণবন্ত যে দেখেই ছুঁয়ে দিতে ইচ্ছে করছে।
শুভকামনা। ভালোলাগা রইলো।
২৩ শে মে, ২০১৮ রাত ৯:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য পোষ্ট বা লেখার অনুপ্রেরণা হয়ে থাকে আপি। আন্তরিক ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক
১৪| ২৪ শে মে, ২০১৮ রাত ২:১৮
অজানিতা বলেছেন: স্নিগ্ধ!
সুন্দর!
২৪ শে মে, ২০১৮ সকাল ৯:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি। ভালো থাকুন সবাইকে নিয়ে
শুভেচ্ছা সতত
১৫| ০৬ ই জুলাই, ২০১৮ ভোর ৪:১২
রাকু হাসান বলেছেন: বাহ ! চমৎকার ,ভেজা দেখে বেশি ভাল লাগছে +++++
২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ রাকু ভাইয়া ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ২২ শে মে, ২০১৮ রাত ৯:৫৮
কাওসার চৌধুরী বলেছেন: বাহ!! ভেজা দিনের চমৎকার ছবি এলবাম। (৮) নম্বরটা সবচেয়ে ভাল হয়েছে।