নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী_ফাতেমা_ছবি
রান্নাবাটি খেলাধূলা মেয়েবেলার দিনগুলো সেই
কে বলেছে হারিয়ে গেছে, এসব আর-এখন নেই!
এই যে আমার সোনামণিরা-আপন মনে খেলছে ধূলায়
রান্না বুঝি বসবে তাদের-এখনই চুলায়!
ছোট বটি মাটির হাঁড়ি, কুমড়া লাউ কাটাকুটি
রান্না হবে ঝুলে ঝালে,পুকুর ডোবার টেংরা পুটি!
কে বলেছে মেয়েবেলার দিনগুলো সেই যায় হারিয়ে
ঐ দেখো না ডাকছে অতীত কেমন করে হাত বাড়িয়ে।
কচু বাগান ঝুঁপের পাশে-বসেছে ঐ চড়ুইভাতি
ওদের সাথে খেলনাপাতি রান্নাবাটি-এখনো হায় রঙে মাতি!
মনের বাড়ি রিনিঝিনি শুকনো পাতার বাজে নুপূর
ছুটির দিনে, আর সাথে নেই উদাস দুপুর।
ও সোনা'রা শুনছো তোমরা-রান্না কখন শেষ হবে গো?
ক্ষিধের জ্বালায় পেট পুড়ে যায়,খানাদানা শেষ কবে গো?
মাটির বাসন পেতে দিয়ো, বালির চালের গরম ভাত
মাটির গ্লাসে দিয়ো পানি, এই বাড়ালাম আমার হাত!
মাংস রান্না হয়েছে কি? নাকি হলো শুটকি রান্না
ঝাল দিয়ো না ও সোনা'রা, নইলে আমার পাবে কান্না!
মেমান হয়ে আসছি বাড়ি, আপ্যায়নে রেখো না ত্রুটি
নইলে কিন্তু খাবে বকা-বাড়ির কর্তার তেজ ভ্রুকুটি!
স্মৃতিগুলো দিলে জাগিয়ে, ফিরে গেলাম সেই অতীত বেলা
আমরাও যে তোমাদের মতন-এমন করে করতাম খেলা।
রান্নাবাটি বালির ভাতে-হাবিজাবি সবজি কেটে
ইটের টুকরো পাটায় ফেলে-যেতাম কত মসলা বেটে।
(ক্যানন ডি৬০০)
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ কাওসার ভাইয়া। ভালো থাকুন
২| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৫৫
পবন সরকার বলেছেন: অনেক ভালো লাগল।
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ পবন ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৩| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:০৬
রাজীব নুর বলেছেন: ক্যানন সম্পর্কে আমার কোনো ধারনা নেই।
নাইকনের চেয়ে কি ক্যাননের ছবি বেশি ভালো হয়?
ক্যানন দিয়ে বেশ কিছু ছবি তুলে ব্লগে দিবেন।
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ক্যাননের ছবিই তো মাঝে মাঝে পোস্ট করি ভাইয়অ
অনেক ব্লগ কেবল ক্যাননের ছবি দিয়েই করেছি।
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৪| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:১২
ব্লগার_প্রান্ত বলেছেন: ছবিটা খুব সুন্দর হয়েছে, বাস্তব একটা ছবি।
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৫| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩২
সনেট কবি বলেছেন: অনেক ভালো লাগল।
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সনেট কবি। ভালো থাকুন
কেমন আছেন? লেখালেখি কেমন চলছে
৬| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৩৮
একদম_ঠোঁটকাটা বলেছেন: "মেয়েবেলা" শব্দটির বাংলা সাহিত্যে অন্তভুক্তি তসলিমা নাসরিন এর অবদান বলে মনে হয়। এর জন্য তাকে ধন্যবাদ।
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভালো থাকুন অনেক অনেক
৭| ২৪ শে মে, ২০১৮ রাত ১০:৫৩
ধ্রুবক আলো বলেছেন: স্মৃতি শুধুই কষ্ট দেয়।
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম আবার সুখও দেয় বৈকি।
এখনো গ্রামে গেলে যেনো আমি সে বেলা ফিরে যাই
ধন্যবাদ ভাইয়া
শুভেচ্ছা সতত
৮| ২৪ শে মে, ২০১৮ রাত ১১:৫৯
আকতার আর হোসাইন বলেছেন: ছবিটা অনেক সুন্দর হয়েছে
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন
৯| ২৫ শে মে, ২০১৮ রাত ১:১০
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবি ও কবিতা চমৎকার কম্বিনেশন। অনেক গুলো প্লাস রইল।
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
শুভেচ্ছা সতত
কিন্তু একটা প্লাসও জায়গামত লাগে নাই
১০| ২৫ শে মে, ২০১৮ ভোর ৫:২১
অনুতপ্ত হৃদয় বলেছেন: বাহ্ চমৎকার, ভালো লাগলো,
২৭ শে মে, ২০১৮ দুপুর ১:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
১১| ২৫ শে মে, ২০১৮ বিকাল ৩:৫৫
দিলের্ আড্ডা বলেছেন: শুধু ছবিটা থাকলেও সব বুঝে নেয়া যেতো।
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম
তারপরও লিখতে আমার ভালো লাগে
হয়তো লেখাটা অনেকের পছন্দ হয় নাই
ধন্যবাদভালো থাকুন
১২| ২৫ শে মে, ২০১৮ রাত ৯:১৭
সামু পাগলা০০৭ বলেছেন: ইশ! জোশশশ পোষ্ট আপু! আপনি আমাকে কোন জগৎ এ যে নিয়ে গেলেন! মেয়েবেলাটাকে খুব মিস করি। আপনাকে এতগুলো ধন্যবাদ এবং অবশ্যই পোষ্টে লাইক।
ভালো থাকুন।
২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি..... আমাদের সেই সেই দিনগুলো আহা ভুলে যাওয়া যায় না।
তাও গ্রামে কিছুটা আছে এর রেশ। ভালোই লাগে ফিরে যাই মেয়েবেলা বার বার
ধন্যবাদ আপি
ভালো থাকুন
১৩| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১২:২৩
শিমুল_মাহমুদ বলেছেন: বাহ মেয়েবেলার চমৎকার স্মৃতিচারণমূলক কবিতা। সাথে ছবিটাও। লাইক।
২৭ শে মে, ২০১৮ দুপুর ২:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
ভালো থাকুন শিমুল
শুভেচ্ছা সতত
১৪| ২১ শে জুন, ২০১৮ রাত ১২:২৮
মনিরুল ইসলাম বাবু বলেছেন: সহজ ও সুন্দর।
১৫| ০২ রা জুলাই, ২০১৮ রাত ৮:৪৩
খায়রুল আহসান বলেছেন: স্মৃতিময় মেয়েবেলার কথা ভাল লিখেছেন। + +
ছবিটাও খুব সুন্দর হয়েছে।
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৮ রাত ৯:৪৭
কাওসার চৌধুরী বলেছেন: আপনার মেয়েবেলার চমৎকার স্মৃতিচারণমূলক একটি কবিতা। পড়ে ভাল লাগলো।