নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি কাব্য

১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৩


©কাজী ফাতেমা ছবি
#বৃষ্টি_কাব্য
এই আশ্বিনের গা বেয়ে ঐ
নামছে আষাঢ় বৃষ্টি
হীমাবেশে লাগছে ভালো
খুব আরামের সৃষ্টি।

তীব্র গরম গেলো মরে
শান্তি শহর জুড়ে
বৃষ্টি ছুঁয়ে আছি দাওয়ায়
দেখছি দূরে দূরে।

মান কচুটার পাতা চুয়ে
বৃষ্টির ফোঁটা ধূলায়
উড়ছে ধোঁয়া বস্তি ঘরে
খিচুড়ি কী চুলায়?

গাছের ডালে কা কা ডাকছে
ভেজা কাক'টা সুরে
আসুক বৃষ্টি ঝুমঝুমাঝুম
আসুক আরও জোরে।

পরগাছা'রা মরে গেছে
ঝুলছে গাছের ডালে
বৃষ্টির জল'রা খেলছে পাতায়
নেচে তালে তালে।

বিছনায় শুয়ে কান পেতেছি
শুনছি বৃষ্টির আওয়াজ
বৃষ্টি'রা সব টিনের চালায়
তুলছে সুর কুচ কাওয়াজ।

ঝরছে বৃষ্টি ঝিরিঝিরি
কভু ঝরছে ধীরে
বৃষ্টি তোরা বাড়ি গিয়ে
আসিস আবার ফিরে।

হাওয়ার ঝাপটায় কাঁপছে পাতা
পাতায় বৃষ্টির ছোঁয়া
বৃষ্টির দিনে মন যায় আমার
সুখের তরে খোঁয়া।

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০০

ঋতো আহমেদ বলেছেন: বাহ, এই বৃষ্টির সকালে দারুণ একটা কবিতা উপহার দিলেন ছবি আপু। ধন্যবাদ আপনাকে। ++

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: েআন্তরিক ধন্যবাদ ভাইয়া

দেরীতে উত্তর, সরি

২| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:০৯

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
সুন্দর কবিতা।

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ বিকেল
ধন্যবাদ ভাইয়া

৩| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

চা পর্বের সাথে
আপনার কবিতা অসাধারণ মানিয়েছে!
আর
বাহিরে বৃষ্টি
আপনার কবিতায় মুগ্ধতা লেগে রয়েছে!

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন মুহুর্ত ছিলো
অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

৪| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১০:৩১

বিজন রয় বলেছেন: কেমন আছেন আপা?

বৃষ্টিতে ভিজিয়ে দিলেন তো!!!!

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি

ভাবি নিয়মিত হবো কিন্তু আসা আর হয় না

অনেক ধন্যবাদ ভাইয়া

৫| ১৩ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪১

বাকপ্রবাস বলেছেন: বৃষ্টির এমন কাব্য পড়ে
যায়কি থাকা ঘরে
ছাদে উঠে ভিজে গিয়ে
কাশবো দুদিন পরে

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: একদিন কাশলে কিচ্ছু হবে না
অনেক ধন্যবাদ

৬| ১৩ ই অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৫৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ আজকের আবহাওয়ার সাথে কাব্যটি বেশ মানিয়ে গেছে!!!

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৭| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১:১২

মাহমুদ আল ইমরোজ বলেছেন: খুব ভালো লাগলো, শুভ কামনা রইলো....

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভালো থাকুন

৮| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ২:০৪

মনিরা সুলতানা বলেছেন: এত সুন্দর ছবি !!!
অপূর্ব ।

১৫ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন

৯| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: শুভ বিকেল
ধন্যবাদ ভাইয়া

ভালো থাকুন।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ১০:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আবার আসায় কৃতজ্ঞতা প্রকাশ করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.