নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আমরা তোমাকে ভুলবো না...

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৪২



সেই তারুণ্যের বেলা
নিরিবিলি প্রহরে বড় সাউন্ডে অন করতাম টেপ রেকর্ডার
ক্যাসেট ঢুকিয়ে দিয়েই সাথে সাথে গেয়ে উঠতাম.....
"মেয়ে তুমি কি দুঃখ চেনো, চেনো না
মেয়ে তুমি কি আকাশ চেনো, চেনো না
তবে চিনবে কেমন করে এই আমাকে।।"
আর আমার বাবা সুর শুনলেই গেয়ে উঠতো
-এই মেয়ে তুই কী তোর বাপকে চিনস?
আমিও সুরে গেয়ে উঠে বলতাম-না, চিনি না।

আহা সেই সব দিনগুলো আজ ভেসে উঠে বার বার চোখের কিনারে!
তারণ্যের ক্ষণে যখন গান শুনি, গানের কথা বুঝি
তখনই এক নাম উঠে আসতো, সে আমাদের প্রিয় শিল্পী আইয়ুব বাচ্চু।
মনে পড়ে যায় বারবার আজ
শুধু গানের লিরিক বুকে বাজে রিনিঝিনি......
‍"আমি বারোমাস তোমায় ভালোবাসি
তুমি সুযোগ পাইলে বন্ধু বাসিও!
মানুষ চলে যায়, না বলে কয়ে মরে যায়
রেখে যায় কথা, তার কর্ম,
মানুষ অমর হয় তার রেখে যাওয়া কীর্তি কলাপে,
মানুষ ইতিহাস হয়, কেউ বা শব্দ বুনে যায়
কেউ রেখে যায় তার সুর,
অমর হয়ে থাকে মানুষ চিরদিন মানুষের হৃদয়ে
প্রজন্ম থেকে প্রজন্মে।

বুকে হাহাকার শূন্যতা আজ.......
হুমায়ূন আহমেদ থেকে তুমি আইয়ূব বাচ্চু.
মনের ভিত নাড়িয়ে দিয়ে চলে গেয়ে ওপাড়ে
যেখান থেকে আর ফিরে আসা যায় না.....।

তারপরও বলে উঠি মনে মনে........
এক আকাশ তারা গুনার সময়
তোমাকেও আমরা গুনে নেবো শিল্পী!
তুমিও ঐ আকাশে নিয়েছো ঠাঁই, লক্ষ তারার মাঝে
তারারা ঝরে যায় ধুমকেতু হয়ে
তুমিও এক আধবেলা ঝরে পড়ো,
চলে এসো কিছু অচেনা সুর নিয়ে-
যে সুরগুলো ভাসবে হাওয়া আর আমরা তুলে রাখবো বুকের গভীরে।

বলবো না কভু-সেই তুমি কেনো এতটা অচেনা হলে
সেই তুমি কেনো আমাদের দু:খ দিয়ে চলে গেলে।
রূপালী গিটার ছুঁবে না সেই যাদুকরী আঙ্গুল
উঠবে না সুর তারে তারে সুরের ঝংকারে!
যেমন গেয়েছিলে তুমি-"আমি কষ্ট পেতে ভালোবাসি
তাইতো তোমার কাছে ছুটে আসি"
আমরাও কষ্ট পেতে বারবার হারিয়ে যাবো তোমার গাওয়া সুরের মুর্চ্ছনায়।
যেখানেই থাকো তুমি ভালো থেকো প্রিয় শিল্পী
আমরা তোমাকে ভুলব না, ভুলব না।

(ছবিটি নেট হতে সংগৃহীত)

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

তারেক_মাহমুদ বলেছেন: আজ সকাল থেকেই মনটা বড়ই বিষন্ন, মন মানতে চাইছে না প্রিয় মানুষটা চলে যাওয়া।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুমায়ূন আহমেদের পর আইয়ুব বাচ্চার মৃত্যুতে কষ্ট পাচ্ছি :(

ধন্যবাদ মন্তব্যের জন্য

২| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৬

কাওসার চৌধুরী বলেছেন:



বাহ!! খুব সুন্দর করে গুছিয়ে লিখেছেন। আয়ুব বাচ্চুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত।

১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা শোকাহত :(

ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য । ভালো থাকুন ভাইয়া

৩| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫২

রাজীব নুর বলেছেন: একজন গ্রেট ম্যান।

১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস

৪| ১৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৫৬

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরা তাকে ভুলব না

৫| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৬

হাফ হাতা শার্ট বলেছেন: তার বিদেহি আত্মার শান্তির জন্য দোয়া করছি

২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমিন

৬| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শ্রদ্বাও ভালোবাসায় স্মরণ তোমাকে।

১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অমর হয়ে থাকবে তার গান

৭| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮

চাঁদগাজী বলেছেন:


আইয়ুব বাচ্চুর বিশাল প্রতিভা ছিলো

১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি

৮| ১৮ ই অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

সনেট কবি বলেছেন: তাঁর জন্য শ্রদ্ধা।

১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শ্রদ্ধা

৯| ২২ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৮

হাসান জাকির ৭১৭১ বলেছেন: বিনম্র শ্রদ্ধা প্রিয় শিল্পীর জন্য।
তার বিদেহী আত্মার শান্তি কামনায়........

১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ

১০| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

ভ্রমরের ডানা বলেছেন:



প্রিয় গায়কের চলে যাওয়ায় এক আকাশে তারা একা গোনার মতন কষ্ট নিয়ে দিনাদিপাত....

যেখানেই থেকো ভাল থেকো প্রিয় তারকা....

১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি কই? কতদিন দেখি না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.