নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

একদিন মন নদীতে হেমন্তেও ফুটবে কাশফুল.......

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬


©কাজী ফাতেমা ছবি

দুলে উঠা কাশফুল ঝরে গেছে-চেয়ে দেখো,
এখানে এখন বিবর্ণ আকাশ-বেলা পড়ে আসে খুব তাড়াতাড়ি
তুমি ফিরে যাও-নি বাড়ি, কেমন যেনো গোমট হাওয়া
বাড়ি বলতে বুঝে ফেলো-না, রান্নাবাটি সংসার খেলা!

ফাঁকা শূন্য ভিতরবাড়ি-খাঁ খাঁ বিরানভূমি
কাক'রা এসে বসে থাকে মনের শাখে শাখে,
সুখ সুর অনুরণন কই আর বাজে-বেসুরো সুর রোজ রোজ;
শুনে শুনে পার করে দেই সকাল থেকে সন্ধ্যা।

দূরত্ব বেশ বেড়ে গেছে তাই-না?
ইচ্ছে করলে এখনো মনে ফেলতে পারো ভালবাসার নোঙর!
ইচ্ছে করলে এখনো বসতে পারো পাশে সমঝোতায়!
ইচ্ছে হলে এখনো গাইতে পারো সুখ সুখ গান
হাসতে পারো-গুমরো মুখে কত আর শুনি!
কেবল দিন গুনো না-হতাশা গুনো তো?
উদাস হাওয়ায় মন থুয়ে দেই ইচ্ছে
নিয়ে যাক ভাসিয়ে -যেথায় ইচ্ছে সেথায়!

দীঘির জলে হাঁসের মত ভাসতে ইচ্ছে, ডুবে যেতে ইচ্ছে
ভেজা বসনে দীঘির পাড়ের ঘাসে বসে যদি একটু ভারী নি:শ্বাস নিতাম
তবেই কি দীর্ঘশ্বাসগুলো ঝরে যেতো স্বচ্ছ জলে?
এখানে আর মেলা বসে না-এখানে কেবল শূন্যতা-নিরিবিলি
কথার পিঠে কথাদের যুদ্ধ হয় না-কথা হারিয়ে গেছে কালের ডহরে।

পেটের ভিতর কি-যে এক বিষণ্ণতা-ডুক গিললেই তিতে স্বাদ,
এত কাছাকাছি-তবু এত বিভেদ রেখা কপালে তোমার, কপালে আমার,
কাছে থেকেও দিলে না ভালবাসার সম্মতি!
আমাদের ঘরের ভিতর ঘরগুলো ভিন্ন হয়ে গেলো
একদিন হ্যামিলনের বাঁশি অ'লা এলে আমাদের বিজাতীয় রাগগুলো
বাঁশি অলার পিছন লেলিয়ে দিবো.......

সেদিন দেখবে, এই হেমন্তেও মন নদীর কিনারে কাশফুল ফুটেছে
দুধ সাদা ফুল পবিত্রতার বন্ধনে আবদ্ধ হতে কেনো নও রাজী?
November 8, 2017 at 11:45 PM

মন্তব্য ২৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:০৩

কাওসার চৌধুরী বলেছেন:



বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই; ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা সারাদিন ডাকি সাড়া নেই, একবার ফিরেও চায় না কেউ পথ ভুলকরে চলে যায়, এদিকে আসে না আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে?

কবিতায় ভাল লাগা, 'ছবিআপু'।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যের সুন্দর কথা অনেক ভালো লাগলো কাওসার ভাইয়া । অনেক ভালো থাকুন

শুভেচ্ছা সতত

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুর আর অসুর সেতো চিরাচরিত জীবনের ধারাবাহিকতা। কবিতার প্রতিটি স্তবকই ভাল লেগেছে। ভাল থাকবেন সদায়।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। হ্যা ঠিক বলেছেন

শুভেচ্ছা সতত

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৯

টিয়া রহমান বলেছেন: ছবিটা জোশ আপু

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি । ভালো থাকুন সবাইকে নিয়ে

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

বিজন রয় বলেছেন: কবিতাটি পড়লাম। এবার লাঞ্চ করতে যাই। মনে হচ্ছে লাঞ্চ টেস্ট হবে।

কেমন আছেন আপা?

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি দাদা আপনি কেমন আছেন।

সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত। ভালো থাকুন সরবদা

৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০১

মাহমুদুর রহমান বলেছেন: অসাধারন কবিতা।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন
শুভেচ্ছা সতত

৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৭

আবু হাসান লাবলু বলেছেন: মন ছুয়ে যাওয়ার মত.....

ভাবছি আছে যত বিষাদবৃক্ষ
সব শিকর ফেলব তুলে
পবিএ বাধনে আবদ্ধ হব
তুমি সম্মতি দিলে।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা এমন যদি হতো
বিষাদবৃক্ষ আছে যত
শেকরসহ
তুলে ফেলো যেতো
আহা এমন যদি হতো।

খুব সুন্দর বলেছেন ভাইয়া। ভালো থাকুন

৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া
ভালো থাকুন শুভেচ্ছা রইল

৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯

মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা!!

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন অনেক অনেক

৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৫

কথাকথিকেথিকথন বলেছেন:




পরিবেশ ছোঁইয়ানো বিষাদগুলো কেটে যাক ।

কবিতা ভাল লেগেছে ।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা.......বিষাদ বেশীক্ষণ থাকে না :)


ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
ছুটির দিনগুলো সুন্দর কাটুক

১০| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কতদিন পর আপু.........

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আশা করছি নিয়মিত হবো। থ্যাংকস

১১| ১১ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২২

শিখা রহমান বলেছেন: কবিতার বিষাদ, আকুতি ছুঁয়ে যায়। বিষন্ন সুন্দর শব্দমালা!!

শুভকামনা কবি।

১১ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন :)

১২| ২৫ শে নভেম্বর, ২০১৮ সকাল ১০:১৭

আকাশচারী বদরুল আমিন বলেছেন: ভাল লেগেছে পড়তে।

২৫ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আমিন ভাইয়া ভালো থাকুন

১৩| ২৩ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া
ভালো থাকুন শুভেচ্ছা রইল

আরেকবার পড়লাম।

২৪ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি আবার এসেছেন
অনেক কৃতজ্ঞতা ভাইয়া
ভালো থাকুন সবাইকে নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.