নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার কাব্য-৫

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯



©কাজী ফাতেমা ছবি
#ভালবাসার-কাব্য
এই হৃদয়টা দিলাম খুলে-হাওয়ায় তোড়ে উড়িয়ে
বুকের বামে রেখে তুমি-প্রাণটা নিয়ো জুড়িয়ে।

ভালবাসি বড্ড বাসি-সে-কি তুমি জানো না?
প্রেমের টানে তবে কেনো-কাছে তোমার টানো না!

তুমি থাকো আকাশ সীমায়-আমি থাকি ধরাতে
পাই না তোমায় সময়মতো-রোদ্দুর বৃষ্টি খরাতে।

উপর থেকে একটু তাকাও-আছি দেখো তাকিয়ে
শুভ্র মেঘের বৃষ্টি ঝরাও-নীল আকাশটা ঝাঁকিয়ে।

নামবা কবে আকাশ থেকে-আসবা কবে কাছে মোর
ভাল্লাগে না থাকতে আমার-তোমায় ছেড়ে বহুদূর।

চোখে আমার তৃষ্ণা জাগে-চাঁদ মুখটা যাও দেখিয়ে
এমন করে থেকো না আর-মনটা তোমার বেঁকিয়ে।

তোমার ভাবনা দিবারাতি-মনের মাঝে উথাল ঢেউ
তুমি আমার খোঁজ না রাখলে-রাখবে কি গো অন্য কেউ?

ধ্যত্তেরি ছাই ভাল্লাগে না-উল্টো পথের যাত্রী যে
টানবো তোমায় কাছে আমি-না ছাড়ারই পাত্রী যে!

মনের মাঝে শক্তিশালী-চুম্বক শক্তি লাগিয়ে
আকাশ হতে টেনে আনবো-দেখো তোমায় ভাগিয়ে ;)

November 20, 2016

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৮

শাহিন-৯৯ বলেছেন:




বেশ ভাল কাব্য। প্রিয় মানু‌ষের জন্য ব্যাকুলতা।
আমাদের সমাজে এখনো কি এ রকম আবেগ টিকে আছে?

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আবেগ অবশ্যই আছে
আছে বলেই পৃথিবী এখনো সুন্দর

ধন্যবাদ আপনাকে

২| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০

শায়মা বলেছেন: কবিতার সাথে ছবিতাটাও মজার আপুনি!:)

২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কত দিন পর তোমাকে দেখলাম । ফেবুতে দেখি না ক্যারে , ব্যস্ত সময় যাচ্ছে বুঝি

দাড়া্ও সময় পেলে তোমরারে নিয়া কবিতা লিখমু নে

জাজাকিল্লাহ খাইরান

৩| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

শায়মা বলেছেন: আমারে নিয়া!!!!!


গেছি!!!!!!!!

দেখো কি করি ভাইয়ার মত শুধু বদনাম লিখো না আপুনি!!!!!!!!!!

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: না না বদনাম লিখতাম না আপি :)

৪| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১০

এস এ মেহেদী বলেছেন: চমৎকা! ভালো লাগলো।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৫| ২০ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৫

নীল আকাশ বলেছেন: আমাকে ঝাকা ঝাকি করার দরকার নেই, অলরেডি আপনার কবিতা পড়ে ফেলেছি। ;) :P
সহজ সরল কবিতা, সহজ সরল আবদার, এই জন্যই ভালো লাগলো।
ভালো লাগা রেখে গেলাম.....
শুভ কামনা রইল!

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সাথেই থাকুন

৬| ২০ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

বাকপ্রবাস বলেছেন: এতো করে চাইছো যখন বলতে রাজি হা
কথা দিলাম থাকবো পাশে কোথাও যাবোনা। B-))

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা জাজাকাল্লাহ খাইরান
ভাইরে কেউ থাকে না আপন হয়ে

সবাই স্বার্পপর

৭| ২০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:১৫

রাজীব নুর বলেছেন: বিশেষ সুবিধার বিনিময়ে বিবেক বন্ধক রাখতে পারব না।

২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আচ্ছা

অনেক ধন্যবাদ ভাইয়া

৮| ২৬ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৫০

আর্কিওপটেরিক্স বলেছেন: কবিতার ভিতর ইমো !

ইমোবিতা নাকি (ইমো + কবিতা)

ভালো লাগলো :)

২৬ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবিতার ভিতরে ইমো কই দেখলেন ?

একেবারে শেষে একটা ইমু আছে আর প্রথমে জিআইপি এনিমেশন

ধন্যবাদ

৯| ২৬ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:১৫

আর্কিওপটেরিক্স বলেছেন: জিআইপি এনিমেশন
জিআইএফ হবে :)

২৭ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অহহো হাহাহাহা বিরাট ভুলের মিস্টেক হইছে
অকে থ্যাংকস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.