নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

শহীদ বুদ্ধিজীবিদের স্মরণে....

১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫১



©কাজী ফাতেমা ছবি

মেধাশূন্য করতে দেশের, মানুষ করে হত্যা
লেজ গুটিয়ে পালিয়েছে, তারাই অগত্যা,
বর্বর পশু পাক বাহিনী, মানুষ মেরে হাসে
জয়ের দুদিন আগে লাগে, মানুষ মারার চাষে!

স্তুপে স্তুপে মানুষ মেরে, হেথায় সেথায় রাখে
সেই দিনটি আজ করে সম্মান, মানুষ লাখে লাখে!
বাংলাদেশের সূর্য সন্তান, মারলো নির্বিচারে
তার দুদিন পরেই বিজয়, বাজলো হাওয়ার তারে।

মানবাধিকার কই ছিল, কোথায় জাতিসঙ্গ
কালোছায়া রক্তের হুলি, বিভিষিকা বঙ্গ!
বিজয় যখন চরম পর্যায়, রাজাকার পাক বাহিনী
করলো শুরু হতাযজ্ঞ, করুণ এ কাহিনী।

শিক্ষাবিদ কবি সাহিত্যিক, পেলো না হায় কদর
পাকদের সাথে ছিলো ঐ আল শামস্ আল বদর।
মারলো তারা প্রকৌশলী, চিকিৎসকও মারলো
অসহায় জনগণ যারা, তাদেরকেও না ছাড়লো।

চক্ষু বেঁধে নিলো তাদের বাড়ি থেকে টেনে
নির্মম পীড়ন দিয়ে মারলো, কী করে নেই মেনে!
শত্রু চক্র পারলো বুঝতে, যাবে শেষে হেরে
তাইতো জাতির সন্তান মেরে, রাখলো ধূলোয় গেঁড়ে।

জাতিকে হায় করতে পঙ্গু, বর্বর কান্ড করলো
রাত আঁধারের হত্যাকান্ডে, হাজার প্রাণ যে ঝরলো।
স্তব্ধ হলো বাঙলার মানুষ, স্তব্ধ হলো বিশ্ব
একটি রাতে শ' পরিবার, হয়ে গেলো নিঃস্ব!

রক্তে ভিজলো বাঙলার মাটি, রক্তিম রঙ নীলাম্বর,
ভুলবো নাকো আমরা কভু, সেই চৌদ্দ ডিসেম্বর।

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৩১

হাবিব বলেছেন: খুব সুন্দর ছবি আপু........

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, ভাল থাকুন

২| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

সাত সাগরের মাঝি ২ বলেছেন: বুদ্ধিজীবিদের প্রতি শ্রদ্ধাঞ্জলী........

১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ :)

৩| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২০

রাজীব নুর বলেছেন: কবিতার প্রতিটা লাইন মন ছুঁয়ে গেল।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজিব ভাইয়া ভাল থাকুন

৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৩

মাহমুদুর রহমান বলেছেন: আহ!

১৫ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ

৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৪

ঢাকার লোক বলেছেন: সুন্দর লিখেছেন !
কাজী ফাতেমা ছবি, দয়া করে কিছু মনে করবেন না,
আপনার প্রোফাইলে " চিবিয়ে খায় " শব্দটা যেন কেমন কেমন লাগে, দয়া করে বদলিয়ে দিবেন কি ? এর প্রতিটিই আল্লাহর নিয়ামত, এর যে কোনো একটার জন্যও অনেকেই আল্লাহর দরবারে প্রার্থনা করে দিনের পর দিন ! এভাবে লিখলে কেমন হয় ? ...বাচ্চার পিছনে আমার অনেক সময় দিতে হয়, ...

১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর পরামর্শের জন্
ভাল থাকুন, ভাল রাখুন

৬| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৩৪

বিদ্যুৎ বলেছেন: শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে এর চেয়ে আর ভাল কি হতে পারে! খুব চমৎকার লেখনী আপনার। শুভ কামনা রইল।
সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য

ধন্যবাদ আপনাকে

৭| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ২:৩৬

ঢাকার লোক বলেছেন: আলহামদুলিল্লা, আপনি আমাকে ভুল বুঝেননি! ভয় ছিল যদি ভুল বুঝেন অযাচিত উপদেশ মনে করে, উপদেশত ছিল না, এ ছিল একটা অনুরোধ। আল্লাহ আপনার মংগল করুন।
আমার মনে হয় এখন আপনি আমার উপরের মন্তব্য এবং এ মন্তব্য, উভয়ই মুছে দিতে পারেন।

১৭ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে ভাইয়া বলেন কী। আমি সব সময় ভালো জিনিস গ্রহণ করি। আমার ভুল ধরিয়ে দিলে খুব খুশি হই

আল্লাহ আপনার মংগল করুন। নেক হায়াত দান করুন। আর মন্তব্যগুলো থাক। এগুলো স্মৃতি । ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.