নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
মানুষের ভিড়ে থাকতে ইচ্ছে হয় না আজকাল
একটু চুপচাপ থাকতে বুঝি আমার মন চায় না!
এত কোলাহল,এত হইচই
এত ব্যস্ততায় থেকে থেকে নিজেকেই ফেলছি হারিয়ে,
আচ্ছা! বলোনা; আমিতে যদি আমি না থাকি;
খুঁজে না পাই আমাকে আমি,
রাখব কি করে আমাতে তোমায়?
এত যান্ত্রিকতায় থেকে সব ভুলতে বসেছি
কোন একদিন ঝিরঝিরে হাওয়ায় হেঁটেছিলাম বহুদুর পথ;
তুমি ছিলে পাশে, ধরেছিলে হাত
এলোমেলো চুলগুলো বেহায়া হয়ে
বার বার তোমার ঠোঁট ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল;
আঁড়ে আঁড়ে দেখেছি -মৃদু হেসেছিলে তুমি
হাসিতে সুখ ছিল; ভালবাসা ছিল।
বালুচরে বসে দুজন আলাপারিতায় ছিলাম মগ্ন,
দমকা বাতাসে মাঝে মাঝে বালিঝড়ে ভিজিয়ে দিচ্ছিল তোমায় আমায়
সেদিন তুমি এক গুচ্ছ কাশফুল দিয়েছিলে আমার হাতে তুলে,
নরম তুলতুলে, শুভ্র কাশফুলের ছোঁয়ায়
আমি হারিয়েছিলাম দুর নীলিমায়....
চোখ বুজে খুশিটা মাখছিলাম গায়ে!
এই ফাঁকে আচম্বিতে ললাটে দিয়েছিলে এঁকে, হাতের ছোঁয়া।
আরও কত কত স্মৃতি তোমাকে ঘিরে,
সব যে ভুলতে বসেছি....
আজ এই অবসর ক্ষনে একাকী কাটাতে চাই একটি প্রহর;
সব স্মৃতি বিজরিত দিনগুলি উড়াতে চাই মুক্ত আকাশে....
নিরিবিলিতে বসতে চাই ছাদের একটি কোণে..
কেউ কি আকাশের কাছাকাছি বাড়ির ছাদের একটি কোণ
আমাকে ধার দিবে...?
December 18, 2013 at 10:55 PM •
২০১৩ সালের লেখা উনি ২০১৮ তে নিজের দেয়ালে পোস্ট করেছেন, ভাই ডিপজল হাহাহাহা
১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ দাদা। ভালো থাকুন
২| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫০
হাবিব বলেছেন:
জটিল হিসাব.........
চেষ্টা করবো....
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হাবিব স্যার
ভালো থাকুন
৪| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৫২
স্বপ্নীল ফিরোজ বলেছেন:
সুন্দর পোস্ট। সুন্দরতর।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৫| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২
চাঁদগাজী বলেছেন:
এটুকু ছবির জন্য এত বড় কবিতা?
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনে একটু ছোট করে দেইন যে
থ্যাংকু
৬| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৮
ক্লে ডল বলেছেন: মিষ্টি মিষ্টি প্রেমসিক্ত কথামালা!!
লেখা চোরদের প্রতি একরাশ ধিক্কার!!
১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন
শুভেচ্ছা আর ভালোবাসা রইল
৭| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৫
আরোগ্য বলেছেন: চমৎকার কবিতা!!!
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আরোগ্য
ভালো থাকুন সুস্থ থাকুন
আরোগ্য দূরে থাক
৮| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া ভালো থাকুন অনেক অনেক
৯| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৩৯
মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই বিশাল পৃথিবী রেখে ছোট্ট ঘরকোন কেন! দূরের কোন অবগাহণে হারাতে চাইলেই কি হারানো যায়? কবিতায় প্লাস। ভাল থাকুন।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: হারানো যায় না কিন্তু ইচ্ছে জাগে মাঝে মাঝে
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন
১০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪২
সোহানী বলেছেন: অসাধারন..............
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি ভালো থাকুন
১১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৯
ল বলেছেন: দমকা হাওয়ার বালিঝড়ে ভিজেছিলাম দূজন-
মসলিন ভালোবাসায় ---
আবেগময় কবিতা
১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ল।
ভালো থাকুন
শুভেচ্ছা সতত
১২| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৫
সাদা মনের মানুষ বলেছেন: এই ভীর এই কোলাহল, এটাই আমাদের জীবন। নিরিবিলি একলা থাকাটাই বরঞ্চ কষ্টের।
শুনছি মঙ্গলে নাকি প্লট বিক্রি চলছে, টেরাই করে দেখতে পারেন
১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম তা ঠিক কিন্তু মাঝে মাঝে একলা থাকতে মন চায়
১৩| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:২৬
সাদা মনের মানুষ বলেছেন:
শুভ সকাল আপু
১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২১
কাজী ফাতেমা ছবি বলেছেন: চা ঠান্ডা হইয়া গেছে ভাইয়া
১৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:০৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: খুব সুন্দর কবিতা। পড়ে মনটা কেমন যেন হয়ে যায়। চোরের আর দোষ কী? এত সুন্দর কবিতা পড়ে লোভ সামলাতে না পারলে কী আর করা যাবে? কিন্তু আপনি ডিপজলকে এমনিতেই ছেড়ে দিলেন? কিছু বললেন না?
১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
খুব সুন্দর মন্তব্য।
বলে আর কী লাভ। উল্টা আমাকে বলে বসবে যে আমিই চোর হাহাহা
অতীত অভিজ্ঞতা থেকে বলছি
১৫| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:১০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: অনেক অনেক ভালোবাসা মনের আঙিনা জুড়ে এখনও বিদ্যমান
বড়ই ভালো লাগা কাব্যের কথামালায়, মুগ্ধ ভালোবাসায়
১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১৬| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:০৬
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কবিতাটা , তবে তৃতীয় প্যারাটি অসাধারণ লাগলো। ছবিটি ও বেশ সুন্দর। পোস্টে প্লাস++
শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
সুন্দর মন্তব্য
ভালো থাকুন অনেক অনেক
১৭| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
শিখা রহমান বলেছেন: কবিতা আচ্ছন্ন করে। ভালো লেগেছে।
শুভকামনা কবি। ভালো থাকুন ভালোবাসায় ও কবিতায়।
১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনুপ্রেরণামূলক মন্তব্যে অনেক ভালো লাগা
ভালো থাকুন অনেক অনেক
জাজাকিল্লাহ খাইরান আপি
১৮| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪০
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো কবিতা ।
+++++
শুভকামনা
১৯ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
অনেক ভালো থাকুন
১৯| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩
ইসিয়াক বলেছেন: ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো ভালো..।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ
ধন্যবাদ
থ্যাংকিউ
ধন্যবাদ
২০| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৩১
বুড়ো হিমু বলেছেন: অনেকটা সুনীল গঙ্গোপাধ্যায় এর মত লেখনি। সুন্দর
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে
২১| ১৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:২৭
ডঃ এম এ আলী বলেছেন:
দারুন সুন্দর একটি ছবি সহ হৃদয়ের বাসনা,
কামনা করি তবে তাই হোক আপনার তরে-
শুধু ধার নয় দেয়া হল আমার বাড়ীর
পুরা সুন্দর ছাদ একেবারে চিরতরে
আমি কিন্তু আকাশে নয়, মনে প্রাণে চাই
আমার তরে ছোট্ট একটি শান্তিময় ঘর হোক
আমার দেশের ছায়াময় মাটির তলে যেখানে
বাংলার সবুজ পটে প্রভাতের প্রথম সুর্যটি
নিত্য রশ্মি ছড়াবে শান্ত ও সুকোমলভাবে,
সেখানে যেন করতে পারি বাস পরম শান্তিতে
পরকালে,তাই দোয়া করবেন আমার তরে ।
শুভেচ্ছা রইল ।
২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সত্যিই
দিবেন নাকি আপিবার বাড়ির ছাদ মাশা আল্লাহ
আপ্নার ইচ্ছে পূরণ হউক
আর আমার ইচ্ছেও এমন
এইদেশেতে জন্ম আমার
মরণ যেন হয় এখানেই
©somewhere in net ltd.
১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩৪
বিজন রয় বলেছেন: হুমমমম!!!