নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

লাল সবুজের রঙে, ঢাকা সাজে ঢঙে.... (মোবাইলগ্রাফী)

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১০



তিন থেকে চার দিন স্থায়ী ছিল আলোক সজ্জার। সন্ধ্যা হলেই মতিঝিল অপরূপা বউয়ের মত সেজে রঙিন আলোয় ঝলমলিয়ে উঠে। অফিসের বারান্দায় দাঁড়িয়ে থাকি অনেকক্ষন। খুব ভালো লাগার আবেশে জড়িয়ে যাই। সময়টাই অন্যরকম হয়ে উঠে। আমি একা দাঁড়িয়ে থাকি। এখানকার কেউ এত সুন্দর দৃশ্য দেখে থমকে যায় না। মুগ্ধতা কেবল আমাকেই জড়িয়ে রাখে। মুহুর্তেই ছবি করে নেই। অফিসের চারপাশেই আলোর বন্যা, একবার দাঁড়াই সামনেয়ারেকবার পিছনে। এখন ছবিগুলো না দিলে মোবাইলেই থেকে যাবে তাই রেখে দিলাম এখানেও। আপনাদের ভ্ল লাগলে আমারও ভালো লাগবে।

মোবাইল ক্যামেরা দিয়ে তোলা। স্যামসং এস নাইন প্লাস।

২/


৩/


৪/


৫/


৬/


৭/


৮/


৯/


১০/


১১/


©কাজী ফাতেমা ছবি
বিশেষ কোনো দিবস এলে
সেজে উঠে ঢাকা
সন্ধ্যে হলেই ঢাকার বুকে
স্বপ্ন থাকে আঁকা।

বেনারসী শাড়ি পরে
ঢাকা যেনো বউ গো
তোমরা এসে ঢাকার সাথে
একটু কথা কও গো!

রঙবাহারী আলোর সজ্জায়
ঢাকা বসে থাকে
ঘোমটা খুলে নাও দেখে নাও
হাজার আলোর ফাঁকে!

আলোয় আলোয় ভরা ঢাকা
স্বপ্ন সুখের আবেশ
লাল সবুজের ঝিকমিকানি
এ আমার বাংলাদেশ।

আলোর ঝর্না ঢাকার বুকে
ঝরছে অবিরত
ডানা মেলে ওড়ছে আলো
প্রজাপতির মত।

রিক্সা চেপে ঘুরছে মানুষ
কোলে খোকাখুকি
চোখ ঘুরিয়ে ওরা সুখে
মারছে উঁকি ঝুঁকি!

যাচ্ছে গাড়ি হর্ণ বাজিয়ে
হাসছে আলোর ঢাকা
কে বলেছে এখানটাতে
উড়ে শুধু টাকা!

এখানেও স্বপ্ন ওড়ে
হাসে মানুষ সুখে,
একে অন্যের বন্ধুও হয়
বিপদ আপদ দুঃখে!

একতায় হাত ধরে মানুষ
এখানেও চলে
অন্যায় দেখলে এখানেও
মানুষ উঠে জ্বলে।

আলোর শহর ঢাকা আমার
আলোয় থাকুক সেজে
যখন তখন এখানে যাক
সুখের বাজনা বেজে!

বাংলাদেশের রাজধানী এই
রঙের ঢাকা শহর
স্বপ্ন ওড়ে আলোর ঢেউয়ে
সুখে মাখা প্রহর।

১২/


১৩/


১৪/


১৫/


১৬/


১৭/


১৮/


১৯/


২০/


২১/


২২/


মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:১৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিগুলো সুন্দর। কবিতা পড়তে পারলামনা। প্রথম হওয়ার নেশায়।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। খুশি হলাম...

২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: হা হা দারুণ আপ্যায়ন এই জন্যই প্রথমে কমেন্ট তারপর পড়া বেছে নিয়েছিলাম। এবার পড়ে নিয়েছি। আপনার লিখনীও ছবির মতো চমৎকার।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: নেন জাম্বুরা খান হা হা

৩| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪০

মাহমুদুর রহমান বলেছেন: অত্যন্ত সুন্দর।

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

৪| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৪০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এবারতো জাম্বুরা খেতে ইচ্ছে করছে কিন্তু...............

২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আবার ভর্তা বানায়া দাওয়াত দিয়াম নে

৫| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১:৪৫

আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

৬| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৩

বলেছেন: অরেববা -




মন ভোলানো,মন মাতানো।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ
ভাল থাকুন

৭| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: মোবাইলোগ্রাফি ভালো লাগছে আপু, কফি দেন, ঠান্ডা লাগতাছে :)

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেকধন্যবাদ ভাইয়া

খারান চুলায় চাপায় দিয়াসি

৮| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭

দিকশূন্যপুরের অভিযাত্রী বলেছেন: ঘিঞ্জি শহরটাকে বড্ড মিস করি।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: এখন কোথায়?

ধন্যবাদ মন্তব্যের জন্য

৯| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬

রাজীব নুর বলেছেন: ছড়া এবং মতিঝিলের ১৬ ডিসেম্বরের ছবি গুলো ভালো লাগলো।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজিব ভাইয়া
ভাল থাকুন

১০| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৪১

ঢাবিয়ান বলেছেন: বাহ! প্রানপ্রিয় ঢাকা শহড়

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

ভালথাকুন

১১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

হাবিব বলেছেন:



অসাধারণ সুন্দর সব ছবি এবং আপনার ছড়া....

পোস্টে ১০০ +

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ৷ হাবিব ভাই

ভাল থাকুন

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

ডঃ এম এ আলী বলেছেন: অনেক লেখকও সাজে রঙে ঢঙে ,
পাঠকের মন্তব্যের জবাব না দিয়ে
নতুন পোষ্ট দেওয়াও পাঠকের
কাছে একটি বড় রঙ ঢঙ বৈকি !!!
ধন্যবাদ চমৎকার রঙ ঢঙ এর জন্য ।

২২ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ও ভাই কোন পোস্টের কমেন্ট দেই না
দিলাম তো। আর মোবাইলে আছি তো তাই

ভুল হলে সরি

১৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৯

ডঃ এম এ আলী বলেছেন: সরি হওয়ার কোন দরকার নেই । পাঠকের মন্তব্যের জবাব সাথে সাথে কিংবা দিতেই হবে এমন কোন বাধ্যবাধকতা নেই ।
১৯ তারিখের করা পোষ্টে ১৯ তারিখে করা মন্তব্যের উত্তর এই পোষ্টে মন্তব্য দানের পরে খানিক বিলম্বে হলেওতো পেয়েছি । তাতেই ধন্য হলাম । রঙ ঢঙ এর পোষ্ট দেখে একটু কৌতুক করেছিলাম এর বেশি কিছু নয় । আশা করি ভুল বুঝবেন না ।

অনেক সময় বিবিধ কারনে মন্তব্যের উত্তর দানে বিলম্ব হওয়া খুবই স্বাভাবিক এটা আমার বেলাতেও হয় তখন নীজকে নীজেই দায়াী করি । কেননা কারো কোন পোষ্টে মন্তব্য করার পরে লেখকের পক্ষ হতে দেয়া প্রতি মন্তব্যটা দেখার জন্য একটি বাসনা সকলেরই থাকে ।

ইদানিংং সামু হতে মন্তব্য কিংবা প্রতি মন্তব্যের নোটিশ পাওয়া যায়না বলে সেই পোষ্টে গিয়ে দেখা হয় । অনেক সময় বার কয়েক সে পোষ্টে যাওয়া হয় । সবাই যায় কিনা জানিনা, তবে আমি যাই । কারণ ইদানিং আমি সামুতে বিচরণ খুবই কম করি বলে প্রথম পৃষ্টায় দেখে যে পোষ্টগুলি মনকে বেশি টানে সেগুলিতে একটু বেশি সময় দেই । সেগুলি পাঠে নীজের অনুভুতির দু একটি কথা বলি । লেখকের সাথে নীজের অনুভুতি শেয়ার করতে ইচ্ছে জাগে । তাই মন্তব্যের প্রতিমন্তব্যও আমাকে সেখানে টেনে নিয়ে যায় ।

একজন লেখক তাঁর পোষ্ট পাবলিস করে এর প্রতি সাময়িক উদাসিন থেকে নতুন কোন পোষ্ট দানে অধিক মনযোগী হতেই পারেন , সেটা তাঁর একান্ত ব্যক্তিগত ব্যপার । তবে যিনি কষ্ট করে সময় নিয়ে কোন পোষ্ট পাঠ করে মন্তব্য লিখেন তখন তিনি যদি দেখেন তার করা মন্তব্যটি না দেখেই লেখক ইতোমধ্যে নতুন একাধিক পোষ্ট দিয়েছেন তখন তার কাছে কেমন লাগতে পারে সে বিবেচনার ভার লেখকের প্রতিই রইল । যাহোক, কামনা করি অনবরত নিত্য নতুন লেখা লিখুন , প্রকাশ করুন , সেটাই একজন লেখকের জন্য বেশী প্রয়োজনীয় । তবে মন্তব্যের উত্তর যথাসময়ে পাই বা না পাই সময় সুযোগ পেলে নীজের মনের তাগিদে্ই গুণী লেখকের প্রানবন্ত লেখাগুলি দেখে যাব।

শুভেচ্ছা রইল

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কথা সহমত পোষন করছি ভাইয়া।

সামুর মন্তব্য অপশন যে কী হলো। একবার দেখি ২০০ নোটি আবার দেখি ২ আবার ৫

অপশন এ ক্লিক করলে কিছুই দেখা যায় না। আর মোবাইলে থাকলে তো কিছু করতে পারি না। :(

আল্লাহ আপনাকে ভালো রাখুন। সুন্দর থাকুন। ইনশাআল্লাহ আর এমন ভুল হবে নানে হাহাহাহা

১৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

আমি ৎৎৎ বলেছেন: ছবি ও ছড়া দুটোই মাইন্ডব্লোয়িয়য়ং হয়েছে।



ভাল থাকুন, সবসময়।

২৩ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান।

কারো মন্তব্য না পা্ওয়ায় প্রথমে ভাবছিলাম পোস্ট সুন্দর হয় নাই :(

এখন অনেকেই এসেছেন দেখে ভালো লাগল। এই পোস্টটি মোবাইলে করাতে অনেক কষ্ট হয়েছে এবং সময় অপচয় হয়েছিলো। যাই হোক মন্তব্য পাওয়াতে স্বার্থক হলো পোস্ট

ভালো থাকুন ভাইয়া :)

১৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: ছবিগুলি অপুর্ব হয়েছে। খানিকটা বিরোক্তি বোধ থাকায় প্রথমবার ছবিগুলি তেমনটি খুটিয়ে দেখা হয়নি ।
সবগুলি ছবিই সুন্দর ভাবে ধরা দিয়েছে সামসুং প্রযুক্তির এস নাইনে । আমি তো এস না্ইনে ছবি তুললে
তেরা বেড়া হয়ে যায় , ছেলে মেয়ে তা দেখে হেসে কুটি কুটি হয়ে যায় । আমি তখন বলি আমার জন্য
আরো সহজ প্রযুক্তি দরকার, যেটায় মনে মনে যেরকম চাইব সে রকম ছবিই যেন উঠে যায় । আর কোন
কারিগরী না করে বোতাম চাপলেই যেন সামুতে ছবি ব্লগে পোষ্ট করতে পারি । এমন কোন প্রযুক্তি
জানা থাকলে জানালে বড়ই উপকার হয় :)

ছবিগুলির মধ্যে ১৫ নং এবং ২২ নং ছবি দুটি একটু ব্যতিক্রমি ও খুব বেশী ভাল লেগেছে । ছবি দুটি কোন ভবনে এবং কারা এর রূপকার , এসব বিষয়ে কিছু জানা কি সম্ভব , সম্ভব হলে জানাবেন । এর কলাকুশলীদের জন্য রইল অভিনন্দন ।

পোষ্টে প্রথম দিকে থাকা লেখার বর্ণনায় থাকা দু একটি শব্দ যথা সামনেয়ারেকবার , ভ্ল সে সাথে বিভিন্ন মন্তব্যে থাকা ইত্যাকার কিছু শব্দ এ গুলিও কি সামসং নাইনের কেরামতি !!!

যাহোক, এবার যাবার বেলায় রঙ ঢঙ এর পোষ্টটি প্রিয়তে নিয়ে গেলাম , আর একটি কথা, হা হা হা হা হা এখনো কথায় কথায় আগের মতই আছে দেখে ভাল লাগল । হা হা হা হা নিয়ে একটি রঙ ঢঙ এর পোষ্ট করলে কেমন হয় , এর ছবিগুলি, সাথে কোন অবস্থায় , কখন, কিভাবে হা হা হা হা হা এর প্রকাশ বেশী যুতসই হয় সে সব বিষয় নিয়ে সামুর পাতায় একটি বিশ্লেষনী পোষ্ট বেশ ব্যতিক্রমিই হবে বলে মনে হয় ।

শুভেচ্ছা রইল

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ১৫ নম্বর ছবিটা এমনিতেই হয়ে গেছে। মোবাইলে টাচ করে আবার সরিয়ে নিয়েছিলাম ভ্যাবাচ্যাকা খাইয়া ফটো উঠছে হাহাহা। আর

আর ১৩ ১৪ ১৯ ২২ এগুলো আমাদের ব্যাংক মানে বাংলাদেশ ব্যাংককে এমন সাজানো হয়েছে।

হাহাহাহাহা শেষের প্যারা পড়ে হাসতেই আছি হাসতেই আছি

আপনিও দেখি আগের মতই আছে

আল্লাহ আপনার পরিবারসহ আপনাকে ভালোরাখুন

১৬| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

আর্কিওপটেরিক্স বলেছেন: আমার ব্লগে দাওয়াত রইলো :)

২৪ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ যাবো
ভালো থাকুন

১৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১২:৫২

কালীদাস বলেছেন: ছবিগুলো কি বিজয় দিবসের? নাকি এখনও চলছে?
পোস্টের জন্য থ্যাংকস :)

২৬ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: বিজয় দিবসেরই । স্থায়ী ছিলো কয়েকদিন। সন্ধ্যায় বাসায় ফেরার সময় তোলা

ধন্যবাদ ভাইয়া

ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.