নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

কতদিন পাই না তোদের ফোন......

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১২



কতদিন বন্ধুদের ফোন পাইনা
দু:খ ভারাক্রান্ত মন নিয়ে অপেক্ষায় থাকি
একটা ফোনের জন্য!
তোরা এমন হয়ে গেলি কেন রে?

আগে হঠাৎ যখন পুরনো বন্ধুদের ফোন আসত,
ভিড় করতো এসে মনে
....................কামরাঙার ফুল রঙ,
বৈকালের পুকুরপাড়ের শুভ্র মেঘমালা;
খোয়াই নদীর শুকনো চিকচিক বালুচর।

বুকের জমিন খালি করে নেমে যেত বয়সের ভার,
কপালের ভাঁজ করা রেখায় ভর করত টানটান উত্তেজনা;
চোখের কোণের নদীর ধারা,
মনের কোণে পুষে রাখা বিষন্নতা,
চাপা কষ্ট, চুপ করা আর্তনাদ
আর অনেক অনেক দীর্ঘশ্বাসগুলো হয়ে যেত নিমিষেই উধাও।

হঠাৎই যদি কখনো তোদের ফোন আসত
বাঁধাধরা সব নিয়মের ব্যত্যয় ঘটিয়ে
আমি যেন জলতরঙ্গের নতুন সুরবাহার
স্বামী, শাশুড়ি-সন্তানদের জোড়া জোড়া নির্বাক চোখ এড়িয়ে
মাঠ-ঘাট, ব্রিজ-সাঁকো, শহর-নগর, বাস-ট্রেন, নদী-খাল ভেঙ্গে,
পাকদণ্ডী পথ পেরিয়ে পৌঁছে যেতাম সেই উপত্যকায়।

যে উপত্যকায় রঙধনু রঙ বৃষ্টি ঝরতো,
সেখানে বাস করতো আমার একান্ত মেয়েবেলা;
যে মেয়েবেলা এখনো ফুটে আছে ফুলের মতন,
মেলে আছে পাখা পাখির মতন
যেখানে ছলাৎ ছলাৎ উপছে পরতো হাজার উচ্ছ্বাসের ঢেউ।
(জানুয়ারী ০৩, ২০১৫-১০.৫৭ পিএম)

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৭

বলেছেন: আগে তো ফোন ছিলো না ----
আধুনিক হয়ে ফোন এলো - মেয়েবেলার ঘোর কাটুক

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়াশুনা শেষ করে চাকুরীতে এসেই তো ফোন পেলাম হাতে। আর আগে তো সবাই কাছাকাছিই ছিলাম :)

ধন্যবাদ ঘোর কাটাবো না
স্মৃতিগুলো মধুর ছিলো

২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩০

অচেনা হৃদি বলেছেন: সুন্দর এবং নস্টালজিক!
ভালো লেগেছে আপু!

(নিজের ২০০০ তম মন্তব্যটি আপনার ব্লগেই করে গেলাম আপু। :) )

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন:

ভালোবাসা রইল আপি

হ্যাপি ব্লগিং

জাজাকিল্লাহ খাইরান

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩

সাইন বোর্ড বলেছেন: অনুভবময়, মনকে দোলা দেয়...

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাইন বোর্ড
ভালো থাকুন
সুন্দর হোক প্রতিটি দিন

৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০

গেম চেঞ্জার বলেছেন: হুমম!!
বন্ধুদের সাথে গ্যাপ হয়ে যায়! :( এটাই আসলে নিয়তি। আমারও মনে পড়ে গেল কয়েক মাস আগের এক বিয়ের অনুস্টানের কথা, সবাই এক হয়েছিল। আর এখন! :(

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দিন পর পেলাম গেমু ভাইয়ারে

কী খবর ? কেমন চলছে জীবন।

আসলেই গ্যাপ বেশী হয় মেয়েদের বেলা

সব বান্ধবীরা েইচ্ছে হলেও এক হওয়া যায় না :(

ধন্যবাদ তোমাকে

৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২

ডার্ক ম্যান বলেছেন: গত দশ বছরে আমার এক বন্ধু খোঁজ নিত কিন্তু ইদানিং তার সাথে কথা হয় না । আপনার পোস্ট পড়ে তার কথা ভীষণভাবে মনে পড়ছে ।

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে ব্যস্ততায় আবদ্ধ জীবন

যে যার মতন চলে যায় আন্তরিকতার সূতো ছিড়ে।

এইতো জীবন
আগের মত হইহল্লা
বনভোজন অথবা আড্ডায় মিলিত হওয়া যায় না ইচ্ছে থাকা সত্ত্বেও ।

ধন্যবাদ আপনাকে ভালো থাকুন অনেক :)

৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: বুন্দু তুমি কুতায় :-/ :-/

পলে ভালু লাগেচে B-))

০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বুন্দু তুমি কই কই কই গেলারে

হাহাহা থন্যবাদ
ছুনে কুশি হয়েছি :)

৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

তারেক_মাহমুদ বলেছেন: ইস আসলেই কতদিন বন্ধুদের সাথে কথা হয় না দেখা হয় না বন্ধুদের সাথে, অনেক কথা মনে পড়ে গেল।

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: তারেক ভাই, মনটা খারাপ হয়ে গেলো, নিচে একজন এমন মন্তব্য করেছে যে আর জীবনে লিখতে ইচ্ছে করবে না

ধন্যবাদ আপনাকে, ভাল থাকুন

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

জাহিদ অনিক বলেছেন:

যে টেলিফোন আসার কথা সে টেলিফোন আসুক;
নিত্য বাজুক হৃদয়ের অনুরণ।

কবিতায় ভালোলাগা ছবি আপু

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। ভালো থেকো

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর কবিতা।

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া

১০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:২৮

তেলাপোকা রোমেন বলেছেন: আপনার এইসব ছড়া নিতান্ত ফালতু লাগে। অনেস্ট রিভ্যিউ

০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম কথা হলো এটা ছড়া না, ছড়াও চিনেন না, কবিতাও চিনেন না,

কিন্তু ফালতু মনে হওয়ার কারণ কী

অনেস্ট রিভিউয়ের জন্য ধন্যবাদ

ভবিষ্যতে কাউকে মন্তব্য করতে গিয়ে মনে আঘাত দিবেন না। কথাগুলো অন্যভাবে ঘুরিয়ে বলতে পারেন।৷

আর আমি কবিও না লেখকও না
এখানে আসি, সবার পোস্ট পড়ি, আড্ডা দেই, আর এসব হাভিজাবি লেখা পোস্ট করি, কারো ইচ্ছে হলে পড়বে, না পড়লে নাই।
আপনার মত এমন মন্তব্য আট বছরের ব্লগ জীবনে পাইনি।

১১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ১০:২২

গেম চেঞ্জার বলেছেন: ছBপু, আমার খবর ভাল। :) জেরি, টম, আপনার কি খবর?



কবিতা সবার ভাল লাগতে হবে যে ব্যাপারটা মোটেও তেমন না। তবে ভাল না লাগলে কেন ভাল লাগে-নি সেটাও বলা উচিত। শুধু শুধু মন্তব্য করে দায় এড়ানো যায় না, বরং উল্টো ফালতু কমেন্ট হয়ে যায়। @তেলাপোকা

০৪ ঠা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ৷ সবাই ভালো আছি
সবাই ভালো থাকুক

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৫

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
তেলাপোকা রোমেন বলেছেন: আপনার এইসব ছড়া নিতান্ত ফালতু লাগে। অনেস্ট রিভ্যিউ
আরোহী আশার একটা পোষ্টে আপনার একটা মন্তব্য পড়ে একে খুঁজতে এলাম।
ছড়া আর কবিতার মধ্যে যে পার্থক্য বুঝে না তাকে নিয়ে আপনি কেন মন খারাপ করছেন?
নস্টালজিক এই কবিতাটা আমার তো ভালোই লেগেছে। সবাই তো তার সেরা সময় অতীতেই ফিরে যেতে চায়!
স্মৃতি নিয়ে সব কবি লেখকরাই লেখার চেস্টা করে। আপনি তার ব্যতিক্রম কেন হবেন?
তেলাপোকাটাকে আমার এই স্মৃতি কবিতাটাকে পড়ানো দরকার। দেখি এটা পড়ে কি বলে? Click This Link
শুভ কামনা রইল!


০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা সাহস দেয়ার জন্য ভালো থাকুন ভাইয়া

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৫

হাবিব বলেছেন: খুবই দু:খিত, যে কোন ভাবেই আপনার কবিতা মিস করেছিলাম.........
কবিতায় এ+

২১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক দিন পরও যে আমার ব্লগে এসে লেখা পড়েছেন
কৃতজ্ঞতা জানাই ভাইয়া

ভালো থাকুন অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.