নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১। গাঁধা ফুলের পাপড়িগুলো-দে ছিটিয়ে চোখে
মুগ্ধতার এক লহর উঠুক এই আবেগীর বুকে।
======================================
আবারও আসলাম কিছু ফুলের ছবি নিয়ে। এবারের ছবিগুলো স্যামসাং এস নাইন প্লাস দিয়ে তুলেছি। শীতকাল মানেই ফুল আর ফুল.......... এসব ফুলের ছবি প্রতিবারই দেয়া হয়। তাতে কী ফুল দেখলে কার না ছবি উঠাতে মন চায়। আর ছবি উঠিয়ে নিজে দেখে আর কী মজা থাকে। সবাই দেখুক ফুলের সুন্দর সাথে থাকুন। ছবিগুলো প্রচন্ড রোদে তোলা sad
ধন্যবাদ
২। তোর মন জমিনে রুয়ে দেবো চন্দ্র মল্লিকার চারা
পাপড়ির ডানা মেলে ফুল ফুটলেই
তুই হবি আমার প্রেমে পাগলপাড়া।
৩। পাতাবাহার ফুলদানিতে রেখে দিলাম বাগান বিলাস
জল ঢেলে দিস তুই রোজ সকালে......
জলে ভেজা পাপড়িগুলো তাজা থাকুক এবেলা
তুই তো জানিস মনে আমার তোর নিত্য বসবাস।
৪। চন্দ্র মল্লিকা ফুল শুদ্ধতার রঙ নিয়ে ফুটে থাকে
দোলে হাওয়া-কয়েকটা দিন আয়ু তার....... ঝরে যাবে একদিন ফাঁকে।
৫। রোদ্দুরের রঙ গায়ে মেঘে হলুদ চন্দ্র মল্লিকা হেসে উঠে খিলখিলিয়ে
হাওয়ার দুলে দুলে ফুল'রা উঠে সুখে ঝিলমিলিয়ে।
৬। হলুদ গাঁদার রঙের, দিবি কিনে শাড়ী
নইলে কিন্তু উঠবে না আর
চুলোয় ভাতে হাড়ি..........
জায়গা নেই আর তোর বাড়ী।
৭। সাদা চন্দ্র মল্লিকা।
৮। হলুদ গাঁদার ফুল-রঙিন পলাশ ফুল
এনে দে এনে দে তুই
৯। সাদা চন্দ্রমল্লিকার ঝুঁপ
১০। গাঁদা
১১। হলুদ চন্দ্র মল্লিকা
১২। চন্দ্র মল্লিকা
১৩। চন্দ্র মল্লিকার কলি,,,,, কানে তাদের বলি
যা না ফুটে, রোদ্দুর ছুঁয়ে থাক্ না পাপড়ি মেলে
দেখলে তোকে ক্লান্তিগুলো
যাবে আমার টুটে।
১৪। চন্দ্র মল্লিকা
১৫। হলুদ চন্দ্র
১৬। চন্দ্র
১৭। নাম ভুলে গেছি sad আফসোস
১৮। চন্দ্র
১৯। নাম ভুলে গেছি
২০। চন্দ্র
২১। স্নিগ্ধতাতে ফুটিস চন্দ্র........ নিত্য সকাল বেলা
দিস বসিয়ে বুকেতে তোর, মেৌমাছিদের মেলা।
২২্। ঝরে পড়া পাপড়িতে তুই, ঝরে থাকিস সুখে
যাস্ না চুপসে রোদ্দুর হাওয়ায়, লাগলে রোদ্দুর বুকে।
২৩। নাম না জানা ফুল
২৪।পাতা বাহার
২৫। নাম না জানা ফুল
২৬। নিবি নাকি একটি গোলাপ? মনটা দেবো সাথে
রাখবি নাকি উদাস বেলা, হাতটা এই আবেগীর হাতে।
২৭। পাতাবাহার ফুলদানি
২৮। গাঁদা লুকিয়ে আছে পাতার আড়ালে
২৯। পাতাবাহার ফুলদানি
৩০। নাম না জানা ফুল
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
২| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪
ম্যাড ফর সামু বলেছেন: ছবি আপুর ছবি (ফুলের) গুলো ওফ ঝাক্কাস, ক্যামেরাটাও নিশ্চয় সেইরাম ঝাক্কাস, আর পর্যাপ্ত আলো, ছবি তোলার হাত, সব মিলিয়ে একেবারে হাজীর বিরিয়ানী। একটি কপি ফুলের ছবিও তো দিতে পারতেন, ইনফ্যাক্ট ওটার সৌন্দর্যও কিছু কম নয়, বিশেষ করে আপনার প্রফেশনাল হাতের প্রফেশনাল ক্যামেরায় ও সুস্বাদু একটা ফুলের সৌন্দর্য দর্শনে আমাদের বঞ্চিত করা একদম ঠিক হলো না আপু।
যাইহোক অভিনন্দন, সন্ধ্যার আগমনীকালে এই সুন্দর সুন্দর ছবি আপুর তোলা ছবিগুলো নয়ন হেরিল মুগ্ধতায়!
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত......
আগামীতে ক্যামেরার ছবিও দিবো। শ্বশুর বাড়ি যাচ্ছি .....আগামী সপ্তাহ পর্যন্ত ভালো থাকুন
৩| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬
মনিরা সুলতানা বলেছেন: দারুন !!
চমৎকার সব ছবির সাথে আপনার এমন সব কাব্যকনা মন ছুঁয়ে যায় ।
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন সুন্দর থাকুন
৪| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৬
স্রাঞ্জি সে বলেছেন: দারুণ সব ছবি। সাথে ক্যাপশন। ২৭ নং ছবিটা দেখে আমি টাস্কি খেলাম। ক্যাপশনে স্বস্তির। _____আপনি পারেনও বটে____
নাম না জান ফুলগুলো নাম জানতে চাই। ব্লগের কারো কাছে। _____
ও +++++++++ ছবিব্লগে _______
১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ঝরা বাগানবিলাস তুলে রেখেছিলাম পাতাবাহারের উপর
নাম মনে থাকে না প্রতিবছরই নাম মুখস্থ করি হাহাহা বুড়া হইছি না মনে থাকে না
আর ক্যাপশন লেখার সময় খুব কম পেয়েছিলাম আজ।
ভালো থাকুন
৫| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৩
আরোগ্য বলেছেন: ফুলগুলো বেশ। তবে বেলি খুঁজে পেলাম না।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আরোগ্য। বেলীর ফুল তুলেছি পরবর্তীতে দিব ইনশাআল্লাহ। ভালো থাকুন
৬| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
মাহমুদুর রহমান বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভালো থাকুন
৭| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
মাহমুদুর রহমান বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
৮| ১০ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২১
নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো ছবি আর লেখা । ++
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি ভালো থাকুন
৯| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
হাবিব বলেছেন:
হলদে সাদা ফুলের বনে মনটা ভরে গেল,
তোমার ব্লগে এসে আমার হৃদয় পূর্ণ হলো!
কেমন করে কোন বাগানে ফুটে এমন ফুল,
সাজানো সেই বাগান নাকি সবুজ বনের চুল?
কোথা হতে আনলে এমন গাঁদা ফুলের বন্যা,
দেখে আমার মনে হলো মায়াবতি কন্যা!
সফেদ সাদা ফুলগুলোতেও মন ভুলানো সুখ,
ইচ্ছে করে দেখবো তোমার মায়া ভরা মুখ!!!
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর কবিতা।
সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভালো থাকুন
১০| ১০ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮
রাজীব নুর বলেছেন: আপনার মোবাইলে চমৎকার ছবি আসে।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
১১| ১১ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৯
পদাতিক চৌধুরি বলেছেন: বাহা ! চমৎকার ছবিব্লগ। তবে 17 ,19, 23 ও 25 ফুলগুলিকে আমরা এপারে বেবি ডল বলে থাকি।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর নাম
ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১২| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫
তারেক ফাহিম বলেছেন: ছবি দেখে ফুল চেনার স্বার্থে পোষ্টটি সরাসরি প্রিয়তে স্থান পেল
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ফাহিম ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
১৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
তারেক ফাহিম বলেছেন: নাম ভুলে গেছি কোন ফুলের নাম হয় আপুমনি
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহা মনে পড়লে বইলা যাইয়েন কিন্তু
১৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৯
সুমন কর বলেছেন: প্রতিটি সুন্দর। পাতাবাহার ফুলদানি ইউনিক !
+।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ দাদা
ভালো থাকুন
১৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২৭
সোহানী বলেছেন: তোমাদের এ চমৎকার ফুলের ছবি দেখলে কানাডার ফুলের ছবি দিতে ইচ্ছে করে। কানাডার মতো ঠান্ডার জায়গায় যে এতো ফুল পাওয়া যায় তা না দেখলে বিস্বাসই করবা না। কিন্তি এতো হাজার ছবি জমে আছে যে তা বাছাই করতে একদিন লাগবে। সে কারনে দেয়াই হয় না..............চমৎকার ফুলেল পোস্টে অসম্ভব ভালোলাগা।
২০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি সময় করে একদিন দেন না । আমরাও দেখি
কস্ট হোক তবু দিয়েন কিন্তু
অনেক ধন্যবাদ আপি ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ১০ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
নাজিম হাসান বলেছেন: ফুলের সাথে কবিতার ছন্দ, ভালো লেগেছে!