নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

নীল বাবু আলুথালু, প্রেম নিয়ে আসে....

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৭



©কাজী ফাতেমা ছবি

নীল মেঘ নীল ছায়া, নীল থাকে দিলে
নীল কথা নীল মায়া,খায় শুধু গিলে,
নীল ব্যথা নীল সুখ,নীল মণি চোখে
নীল রঙ তুলি দিয়ে,সুখ আঁকি বুকে।
নীলাকাশ নীল রঙ,সাদা থাকে ফাঁকে
নীল পাখি ভালবেসে, চুপিসারে ডাকে
নীল নিয়ে লিখি কাব্য-নীল রঙ ছন্দ
নীল রাজা ভুল বুঝে, বাড়ে প্রেম দ্বন্দ্ব।

নীলের প্রলেপে আঁকি, চোখে প্রেম ছবি
নীল শাড়ি সাদা পাড়, নীল নীল স'বি
নীল টিপ কপালেতে, নীল চুড়ি হাতে
নীল নাকি যাবে দূরে, নিয়ে তার সাথে।
নীল বাবু আলুথালু, প্রেম নিয়ে আসে
নীল মেঘে লুকোচুরি, নীল চুপে হাসে।

January 22, 2018 at 9:08 AM

মন্তব্য ৪৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫০

স্রাঞ্জি সে বলেছেন:
সবজান্তা নীলের দাপট জীবন জুড়ে ______ সনেট কাব্যে ভাল লাগা। নীল নীল কিঞ্চিৎ ব্যথা নিয়ে পড়লাম _______+++ কবিতায়।

২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: নীল নীল ব্যথা সে সবার জীবনেই ওৎপ্রোতভাবে জড়িত...
ব্যথাগুলো ঝেড়ে ফেলে দিয়ে মুগ্ধতা মনে আনলেই জীবন সুন্দর

বেঁচে থাকা সুন্দর।

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন স্রাঞ্জি

২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০০

রাজীব নুর বলেছেন: বুঝেছি নীল রঙের প্রতি আপনার অনেক দুর্বলতা আছে।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: নীল গোলাপী হলুদ রঙ আমার পছন্দ

ধন্যবাদ আপনাকে ভাইয়া

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৪

মুক্তাদীর রহমান বলেছেন: নীলের জয়জয়কার। কবিতাটি পড়ার পর সব নীল দেখছি।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ মুক্তাদীর ভাইয়া
ভালৈা থাকুন

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৪

হাবিব বলেছেন:




কেন এতো নীল প্রেম?

এতো নীল দেখে দেখে চোখ ভরে নীলে
কালো মেঘ নীল করে ঠাঁই দেই দিলে!
চোখ মনি কালো হয় বলে সব লোক
ব্যথা হয় নীল জানি নীল কেন সুখ?
নীল পাখি নাম কিবা থাকে কোন দেশে
নীল রাজা আছে নাকি এত দিন শেষে?
কবিতারা নীল কেন নীল কেন ছন্দ
নীল রাজা নাম কিবা বলাে ভালো মন্দ!

এতো ছোট চোখ সেথা ধরে নাকি ছবি
কেন তুমি হয়ে গেলে নীল রঙে কবি?
নীলবিদ্রোহের শেষে গেছে নীলকর
আজো তবে তুমি কেন নীলে বাঁধো ঘর?
কেন তুমি নীলদের প্রেমে হাসো চুপি
নীলকমিশন গড়ে শিরে দেব টুপি!


২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরেব্বাস দুর্দান্ত লিখেছেন ভাইয়া

আপনি একটা কবি মানুষ....

সহজ সরল লেখা আমার ভালো লাগে

জাজাকাল্লাহ খাইরান

ভালো থাকুন

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:২৫

হাবিব বলেছেন: ও হ্যাঁ বলা হয়নি, সনেট কবিতা দারুণ লাগলো। ++++

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান :)

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩১

ঝিগাতলা বলেছেন: খুব ভালো লাগলো নীল কাব্য

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া

ভালো থাকুন সুন্দর থাকুন

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৬

সাত সাগরের মাঝি ২ বলেছেন: ছবি আপু সুন্দর লিখেছেন+++

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ মাঝি।
ভালো থাকুন অনেক অনেক

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭

বলেছেন: নীলে নীলে নীলাঞ্জনা --
কবিতায় নীলচে নীরব ভালোলাগা।

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

ভালো থাকুন অনেক অনেক

সুন্দর থাকুন শুভকামনা

৯| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৯

আরোহী আশা বলেছেন: কবিতা খুব ভালো লাগলো ফাতেমা আপু+++++

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আরোহী ভাইয়া

ভালো থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত :)

১০| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

নূর ইমাম শেখ বাবু বলেছেন:

২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কমেন্ট দেখি না ক্যারে

১১| ২৩ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহারে সনেট গুণ! দারুণ নীল কাব্য হয়েছে আপু, সব নিল একসাথে পেয়ে গেলাম।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নয়ন ভাইয়া
সুন্দর মন্তব্য সব সময় অনুপ্রেরণা যুগায়

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৯ রাত ৩:৪২

সোহানী বলেছেন: ওরে বাপরে, এতো নীলের ছড়াছড়ি!

যাহোক নীলের কবিতায় নীল ভালোবাসা ছবি।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি

ভালো থাকুন ভালো রাখুন

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৫৫

ডঃ এম এ আলী বলেছেন: বাহরে ,নীল নিয়ে দেখি খুব সুন্দর কবিতা ।
নীলের এত নাম ও প্রকৃতি , নীল নিয়ে কত কত বর্ণনা , আবেগ , অনুরাগ , ভালবাসা , অনুযোগ
কতই না সুন্দরভাবে পড়ছে ঝড়ে ছন্দের দ্যোতিতে কবিতায় । কবিতায় রইল একরাশ মুগ্ধতা ।

তবে নীল নিয়ে আরো কিছু কথা রয়েছে যে বাকী , নীল আকাশে বিচরনকারী নীল কন্ঠ পাখীটিই বা গেল কোথায় যদিও
বাংলাদেশের গারো পাহাড় ও সিলেটের হবিগঞ্জে নীল কন্ঠ পাখীটি গিয়েছিল দেখা ।

বাংলাদেশের অপরাজিতাকেও বলা হয় নীলকন্ঠ ফুল । এটা নাকি এক আদি ফুল যার বয়স নাকি ৫ কোটি বছরেরো বেশী । নীলকন্ঠ এই ফুলটির সৌন্দর্যের কারণে এটা দেব দেবীর পুজার নৈবদ্দে ও রমনী তোষনে হয় ব্যবহার অযাচিতভাবে । এছাড়া মূর্ছায়, শূল ব্যথায়, ভূতের ভয়ে, উন্মাদে, গলগন্ডে, মেধা বৃদ্ধিতে, স্বরভঙ্গে, শুকনো কাসিতে, নীল কন্ঠ তথা অপরাজিতা ফুল , মূল, পাতা বা ডাল ভাল কাজ করে ওয়ুধের ।

শুধু কি তাই, লক্ষী যখন ভগবান বিষ্ণুর সাথে বিবাদ করে বৈকুন্ঠ থেকে সমুদ্রে চলে গিয়ে সমুদ্ররাজ রত্নাকরের
পুত্রী রুপে জন্ম নেন তখন বৈকুন্ঠ থেকে লক্ষীর চলে যাওয়ায় দেবতারা তাদের সকল ধন সম্পদ ঐশ্বর্য সমুদ্রে হারান । হারানো ধন রত্ন পুনরুদ্ধারের জন্য দেবতারা ত্রিদেব তথা ব্রহ্মা, বিষ্ণু ও শিবের শরণাগত হন । ব্রহ্মা বিষ্ণু শিবের পরামর্শে দেবতারা সমুদ্র মন্থনের আয়োজন করেন । কিন্তু এই কষ্ট সাধ্য কাজ শুধুমাত্র কেন দেবতারাই করবেন । তাই ভগবান শিবের পরামর্শে অসুরদেরও সমুদ্র মন্থনে আহবান করা হয় । সমুদ্র মন্থন থেকে যা প্রাপ্ত হবে তার অর্ধেক অসুরদের দিতে হবে এই শর্তে অসুরেরা রাজী হয় ।যথা সময়ে সমুদ্র মন্থন শুরু হল । সমুদ্র মন্থনে সর্ব প্রথমই হলাহল নামে এক বিষ উঠে আসল । যার ফলে সমস্ত ব্রহ্মান্ডের বায়ু হল বিষাক্ত । এর প্রভাবে অনেক দেবতা আর অসুর সেই স্থানেই মুর্ছা গেল । তখন সে বিষ গেল ব্রহ্মার কাছে , তিনিও সে বিষের গতি করতে হলেন অসমর্থ । তারপর বিষ বৈকুন্ঠে বিষ্ণুর কাছে গেল, বিষ্ণুও এর গতি করতে অপারগতা প্রকাশ করল । শেষ পর্যন্ত শিব সমস্ত সংসারের মঙ্গলের জন্য এই হলাহল বিষ পান করল । কিন্তু এই দারুন হলাহল বিষ যেন মহাদেবের দেহ পর্যন্ত না যায় সে জন্য মা পার্বতি ছুটে এসে ভগবান শিবের কন্ঠ টিপে ধরলেন । বিষ গুলো তখন গলাতেই আটকে থাকল আর ভগবান শিব তথা মহাদেবের কন্ঠ নীল হয়ে গেল।

দেবতা, মানব, দানব সবাই ভগবান শিবের জয় জয়কার করল এবং ব্রহ্মা বিষ্ণু মহাদেবকে নীলকন্ঠ নামে ভূষিত করল ।
দেখলেনতো নীল কত প্রকার ও আরো কত কি । নিশ্চয়ই এখানেও থাকবে অনেক অনেক হা- হা- হা ।

নিরন্তন শুভেচ্ছা রইল

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরে বাবা....... এত কিছু
অনেক কিছু জানা গেলো আপনার বদৌলতে ..।জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

কৃষ্ণ ও তো নীল......। আর ফুলটা তো আমরা অপরাজিতা বলি। অপরাজিতা দেখলাম আবার সাদাও আছে

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ আবারও ভালো থাকুন

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪০

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
নীল রং এ সব ভাসিয়ে দিয়ে গেলেন তো দেখি আপু :P
কবিতার ছন্দ খুবই চমৎকার হয়েছে।
এত একই রকম শব্দ কোথা থেকে পান আপনি?
মুগ্ধতা রেখে গেলাম।
শুভ কামনা রইল!

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনিও তো নীল নাম নিয়ে বসে আছেন হাহাহা
নীল আমার পছন্দ আর আকাশটাও খুব

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪২

নীল আকাশ বলেছেন: আরেকটা কথা, ছবিটা খুবই দুদার্ন্ত হয়েছে। আমি এসে প্রথমেই ছবিটাই দেখছি অনেকক্ষন। খুবই চমৎকার। মনোমুগ্ধকর!
ধন্যবাদ।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ছবিটা অনেক সুন্দর। পেইন্টিংটা চমৎকার এঁকেছে

ভালো থাকুন

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২২

কিরমানী লিটন বলেছেন: নীলগুলি ভেসে যায়
রক্ত মিছিলে
মাঠ ঘাট লালে- লাল
বেদনার- ঝিলে....

নান্দনিক নীল কাব্য। শুভকামনা প্রিয় কবি।++++

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্যা
কৃতজ্ঞতা রইলা

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন লিটন ভাইয়া

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: নীলে নীলে নীলাম্বরী।
+++++

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস এ লট মাইদুল ভাইয়া

ভালো থাকুন অনেক অনেক

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: নীল কাব্যে একরাশ নীলাচলে ফুটা নীল মনিলতার শুভ্র শুভেচ্ছা কবিকে।

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ছবি দেইখ্যা তো মনে অনেক ছন্দ আইয়া পড়তাছে কি মুশকিল

খুব সুন্দর মন্তব্য

ভালা লাগল । জাজাকাল্লাহ খাইরান

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩

আমি ৎৎৎ বলেছেন: নীল, সুন্দর একটি শব্দ, যা আমাকে কিছু অতীতের কথা মনে করিয়ে দিল। ('''''''''''''''''''''''''''';) :(( :(( :(


পোষ্টটি ভীষন ভাল লাগল, ++++++++++++++++


ভাল থাকুন, সবসময়।

২৪ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: নীল শব্দটা যেমন প্রিয়, রঙটাও ভালো লাগে ...। নীল চুড়ি নীল শাড়ি আহা সবই ভালো লাগে নীল আকাশটাও.....।

এই নীল নিয়ে কত যে কাব্য লিখেছি। আজকে আরেকটা পেলাম ২০১৩ সালের লেখা । তাও চোরদের দখলে চলে গেছে। ভাবতাছি এখানে পোস্ট দিয়ে রাখবো ।

সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ খন্ডত
ভালো থাকুন

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

মনিরা সুলতানা বলেছেন: দারুণ আপু !
একদম নীলে নীলে নীলাম্বরী লেখা।

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
ভালো থাকুন অনেক অনেক

২১| ২৫ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৩

রাফা বলেছেন: নীল আকাঁশের নিচে আমি
রাস্তা চলেছি একা।
নীল সবুজের শ্যামল মায়ায়
বৃষ্টি পরেছে ঢাকা।

“ নীল“ নিয়ে ভাবতে গেলে প্রথমেই আমার মনের কোনে উকি দেয়-
হিম শীতল নিঃশব্দে আসা মৃত্যুর কথা।
কেনো জানি মনে হয় মৃত্যুর রঙ কালো নয় ,গারো নীল।

ধন্যবাদ,কা.ফা.ছবি।নীল নিয়ে অনেক কিছু ভাবার মত কবিতায়।

২৭ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: নীল নিয়ে আরও কত লিখেছি অকাব্য অছড়া

২০১৩ এর লেখা চুরি হইছে
ভাবছি সেটা এখানে রেখে দেবো

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ রাফা ভাইয়া
ভালো থাকুন

২২| ২৭ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩

কে.এম. তারিফুজ্জামান বলেছেন: ami apluto...thanks Nil Kobi

২৮ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.