নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

নীলোৎপল হাতে বসে আছি পরে নীলাম্বরী.......

৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩৩



মাঝে মাঝেই দেখি আকাশের নীলিমায়,
নীল মেঘের আনাগোনা;
সাদা নীলের মিশ্রণে কি অপূর্ব!!
নীল সাদা নির্মল,
আচ্ছা, নীল......?
তোমার মনটা কি হতে পারে না,
নীল শুভ্র মেঘের মত;
নিরহংকার নিরাভরণ?

নিছক অভিমানের নির্ঝর বয়ে চলে
অন্তরে অস্ফুট ভালবাসা নিলীন,
অনুরাগে হামেশাই নির্লিপ্ত তুমি।

নীল!........
তুমি হও আমার জন্য দুরের ঐ নীলাদ্রি!
কলকল ছুঁয়ে ছুঁয়ে পাহাড়ের গা বেয়ে গিরি নির্ঝর,
নীল জলের ধারায় নির্বাক চোখে নির্নিমেষ তাকিয়ে আমি।

আচ্ছা!!! নীল
তুমি রাতের নীলাকাশ দেখেছ?
ছায়াপথে বসে নীল তারাদের মেলা,
নীল নক্ষত্রের আলো নীল মেঘের সাথে
খুঁনসুটি করে সবুজ ঘাসে ফেলে তার নীল ছায়া;
নীল জোছনারা নীল আলো ছড়ায়ে
নীলিমার বুকে তোলে নীল তরঙ্গ,
নীল আলোয় লিখে নাও না আমার নাম!!

নীল!!
তুমি লিখতে পারো না নাম আমার, নীলিমার বুকে।
নিস্পন্দ ভালবাসায়, তুমি থাকো নিশ্চুপ।

নীল তুমি হবে কি?
আমার কালো নির্মেঘ আকাশের
নীল তারায় আলোয় নির্মিত নিলয়।
যেখানে তুমি আমি সাজাবো নিশ্চিন্ত নীল বাসর;
সেই অপেক্ষায় নীলোৎপল হাতে,
বসে আছি পরে নীলাম্বরি।
June 18, 2013


মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২

নজসু বলেছেন:



বাহ নীলে নীলে সুন্দর সুন্দর।
নীল ব্যথাটাও সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

২| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩

জাহিদ অনিক বলেছেন: কত আগের কবিতা !
ভালো লেগেছে ছবি আপু ++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: নীল রং ছিল ভীষণ প্রিয়
তাই সবকিছু নীলিয়ে দিল ---- :(

কবিতায় ভালো লাগা। ++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০

ঋতো আহমেদ বলেছেন: বাহ্, স্নিগ্ধতায় আবিষ্ট হলাম যেন। ভীষণ ভালো লাগলো কবিতা টি। শুভ কামনা জানবেন।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাঅনেক ধন্যবাদ

৫| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০

বিদ্রোহী ভৃগু বলেছেন: নীল চাঁদোয়া।।
আকাশটাকে আজ লাগছে যেন
মাঝে মাঝে কিছু কিছু তাঁরা বোনা বৃষ্টি ধোয়া।

শুভ্রদেবেন গানটা মনে পড়ে গেল :)

দারুন নীলাভ স্বপ্নে নীল হয়ে গেল মন :)

+++

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া

৬| ৩১ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: নীলাম্বরী পরে প্রতিক্ষায় থাকুন। একদিন ঘোর লাগা ভোরে চোখ মেলে দেখবেন নীলাম্বরে নীল দিয়ে লিখা আছে "কাজী ফাতেমা"।
কেমন লগবে তখন কবি!

অসাধারণ!

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাভালোথাকুন

৭| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৪

রাজীব নুর বলেছেন: প্রথম ছবি এবং কবিয়াটা ভীষণ সুন্দর।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

৮| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৫

রাজীব নুর বলেছেন: প্রথম ছবিটা এবং কবিতাটা বিষন সুন্দর হয়েছে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ

৯| ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপি,


আপনার নামের মতই এক নির্মল এক ছবি এঁকেছেন কবিতায়। অসম্ভব ভাল লেগেছে।


এটা যদি ২০১৩ সালে রচিত হয়ে থাকে তাহলে সম্প্রতিকালে রচিত কবিতাগুলো না জানি কত সুন্দর।


প্লাস+++....

০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যে অনুপ্রাণিত হলাম

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৩

আর্কিওপটেরিক্স বলেছেন: আকাশটাও তো নীলে নীল......
তাই নীল বেদনার নয় বিশালতারও প্রতীক বটে.....

কবিতাটা জোসস লাগলো :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.