নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

বসন্ত এলো বুঝি..............

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৮



এলো বুঝি মৃদু মন্দ দখিনা বায়ের যাদুস্পর্শ
শ্যামল বাঙলার সর্বাঙ্গে লাগে অপূর্ব হর্ষ।

বনবীথির রিক্ত শাখে জাগে নব কিশলয়ের অফুরন্ত উল্লাস
প্রকৃতির এই অপরূপ কাননে ছড়িয়ে দিব আজ যত উচ্ছাস।

বনান্তরাল থেকে ভেসে আসে কুকিলের কুহুগীতি
বাতাসে মৃদু মর্মর ধ্বনি যেনো মনের সাথে বাড়ায় প্রীতি।

উন্মাদ হাওয়া ধরায় সৃষ্টি করে এক অপরূপ মায়া নিকেতন
ঝরে পরা তরুর বাসন্তী পাতারা তৈরী করে মড়মড় আলোড়ন।

মন ভরে অশোক পলাশের রঙ্গীন বিহ্বলতায়
মনের আগুন ছড়িয়ে পরে শিমুল কৃষ্ণচূড়ায়।

বিপুল উল্লাসে যেনো বিকশিত হয় মধুমালতি
গানে গানে তুমুল কোলাহলে মনে আশ্চর্য সুখ মাতামাতি।

সারা গগনতলের বর্ণ,গন্ধমদিতে হয়ে উঠে উচ্ব্মল প্রগলভতায়
বসন্ত আসে বসন্ত যায়,
বসন্ত আর আমার সম্পর্কের আচরণ নিদারুণ নির্মমতায়।
February 12, 2013 at 9:13 PM

সব চলে যায় অন্যের দখলে ...












মন্তব্য ১৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বসন্ত আসে বসন্ত যায়,
বসন্ত আর আমার সম্পর্কের আচরণ নিদারুণ নির্মমতায়।
সুন্দর কবিতা !!!

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১

হাবিব বলেছেন:




সুন্দর কবিতায় প্লাস সহ লাইক।

বসন্তের শুষ্ক হাওয়ায়
মনের বাগানে ফোটা ফুল ঝরে পড়ে!
নতুন দিনের অপেক্ষায়
তোমাকে কাছে পেতে ইচ্ছে করে!
তোমাকে চাই, তোমাকে চাই এই দিনে,
বসন্তের শুষ্ক প্রহরে!!

অভিনন্দন ছবি আপু

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহা কী সুন্দর লেখা মাশাআল্লাহ

শুভেচ্ছা আপনাকে ফাগুনের

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৪

সনেট কবি বলেছেন: সুন্দর কবিতা !

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবদা সনেট ভাইয়া

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৩

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আপনার এমন ভরাডুবি দেখে খুবই খারাপ লাগলো, শিক্ষিত চোর গুলো বড্ড বেহায়া হয় আপু!!



এলো বুঝি ফিরিয়া বসন্ত আবার,
ফাল্গুনী হাওয়ায় ফুলের বাহার।
রঙিন পোশাকে সবার রঙিলা মন,
ফুলে ফুলে আজ তাই ভ্রমর গুঞ্জন।


ফাল্গুনী শুভেচ্ছা রইল আপু
শুভ বসন্ত

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: কী আর করার আছে যাই হোক এ যুগ যুগ চলবে

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১

নীল আকাশ বলেছেন: Click This Link
এটা কি আপনি আপু? ছবিটা খুব সুন্দর হয়েছে........।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া এটা আমি
এবং আমার ফ্লিকার ছিলো
কিন্তু পোস্ট করতে দেয় না
জায়গা কিনতে বলে বদ ফ্লিকার

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪১

নীল আকাশ বলেছেন: ফেসবুক হলো চোরের আস্তাকূড়। আমি এই জন্য ফেসবুকে আমার লেখার কোন কিছুই পোস্ট করি না।
নিয়মিত চোরদের বিচরনের আসল জায়গা হলো ফেসবুক। X( সব কপি পেস্ট মারে। এক লাইন লেখা কারো যোগ্যতা নেই! X(
আজকের পোস্টের ছবিটা খুব সুন্দর হয়েছে। একবার মনে হলো আপনার তোলা। পরে মনে হলো এই মেয়েকে আপনি পাবেন কোথায়? এত কঠিন কঠিন বাংলা শব্দ কোথায় পান আপনি? আরেকটু হলে দাঁত ভেংগে যেত আমার! :P
পুরানো কবিতা নতুন করে ভালো লাগলো।
ধন্যবাদ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফেবু থেকে তো হয়ই । এখান থেকেও হয়

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৯

মুক্তা নীল বলেছেন: আপা,
নিনাদ বইটি অনলাইনে কিভাবে পাবো? রকমারিতে শায়মা আপার বই পাওয়া যাবে কিছুদিন পর।
আর আপনার বইও কি পাওয়া যাবে?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি পোস্টে আসার জন্য । বইমেলা এবার এখনো যাইনি। তাই বইটির ব্যাপারে কিছু বলতে পারছি না। আমার বই আগামী কাল স্টলে আসবে ইনশাআল্লাহ জানাবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.