নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

সামু খোলা আছে থাকবে, সন্ধ্যা রাত্রি ভোরে.......

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২১


©কাজী ফাতেমা ছবি
#সামু ব্লগ বন্ধ না হোক=
যেথায় আমরা দিবানিশি, অন্তর খুলে বলি
খোলা হাতে লিখি সবাই, শব্দে শব্দে জ্বলি,

যেথায় ব্লগার বন্ধু আমরা, এক সূতাতে গাঁথা
রম্য কাব্য গল্প পড়ে, ঠান্ডা করি মাথা।

যেখানটাতে হাসি ঠাট্টা, গল্প গুজব করি
একে অন্যের সাথে সুখে ভাতৃত্বের ভিত গড়ি।

বিদেশ বিভুঁই থাকে যারা, এখানটাতে এসে
দুঃখ সুখের ভাগে তারা, যায় আনন্দে ভেসে।

ভ্রমন নাটক ছবি কাব্য, কত শত খবর
করলে লগিন সেখানটাতে, সুখে কাটে জবর।

কেমন করে হঠাৎ করে, শত্রু হলো তৈরী
ব্লগবাসিরা পড়লো মুষড়ে, আবহাওয়া বৈরী।

পর্ণ সাইট রাজাকারও, পাতায় পাতায় লিখে
করে দিলো লেখক কবির, স্বপ্নগুলো ফিকে!

কার যে এমন যায় জ্বলে যায়, কার যে জিদে পুড়ে
পর্ণ সাইটের তকমা দিয়ে, বদনাম দিলো জুড়ে।

বন্ধ করার পায়তারা হায়, করছে কারা চুপে
মরছে কারা হিংসেতে আজ, জ্বলছে আগুন ধূপে।

প্রতিবাদে হোক না মূখর, রাজপথ অলিগলি
মিছিল মিটিং হোক না সভা, ফুটুক আশার কলি।

প্রতিবাদের সাথে আছি, হোক প্রতিবাদ জোরে,
সামু খোলা আছে থাকবে, সন্ধ্যা রাত্রি ভোরে।

হিংসুটেরা থাকুক পড়ে, জ্বলুক পুড়ুক মরুক
পিছন থেকে বদ মানুষ'রা, যা ইচ্ছে তাই করুক।

মন্তব্য ৪৩ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৩) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৯

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া

নেন চা পান করেনৱ

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গুড, দারুন প্রতিবাদী লেখা।


সামু নাকি চটি ওরে!
কোন সাধু তা কয়?
জাতীয় স্বার্থ জিনিষটা কী?
জানতে ইচ্ছে হয়।

সামুকে মুক্ত করা হোক

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: গাঁজাখুরি গল্প বানায়
কেডা জানে ভাই
ওদের মুখে পড়ুক গিয়ে
ধূলো বালি ছাই।

সুন্দর
ধন্যবাদ ভাইয়া
সামুকে মুক্ত করা হউক

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: নজরুলের ভাষায় বলি-
সামু ওপেন করবি কিনা বল,
নইলে মোরা কিলের চোটে
তোদের হাড় করিব জল। =p~

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: =-------------- হাহাহাাহ========
দাও হেদায়েত হিংসুটেদের
ওগো আমার মাবুদ
----------------------
হাড্ডিগুড্ডি ভাইঙ্গা তোদের
করবো নাস্তানাবুদ

:)

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৪

নীলপরি বলেছেন: কবিতা ভালো লাগলো । সদর্থক সমাধানের আশায় আছি ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সমাধানের পথ চেয়ে আছি আমরাও

ধন্যবাদ পরী পা। অনেক ভালো থাকুন

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৪

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সামু থেকে যেনো শুকুনের দৃষ্টি চলে যায়। সামু থাকুক নিরাপদ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই কামনাই করি ।
সামু থাকুক নিরাপদে

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:০৩

নতুন নকিব বলেছেন:



আশা করছি, অচিরেই সামুর পথ রুদ্ধ করার চিন্তা পরিহার করবেন তারা। কবিতায় +++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমরাও আশাবাদি

অনেক ধন্যবাদ ভাইয়া

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৭

আরোগ্য বলেছেন: সামু যাদের চোখের কাঁটা,
পড়ুক তাদের মাথায় ঠাটা।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ ঠাডা পড়ুক

বদ মানুষগুলান :(

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,



কবিতায় আসল ছবিটিই তুলে ধরেছেন । বর্তমানের হতাশাজনিত আক্ষেপের পেছনের সামগ্রিক রূপটিই ফুটে উঠেছে চমৎকার
ভাবে এই কবিতায়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই হতাশ লাগে, অনেকেই ঢুকতে পারছেন, কেমন জানি ঠান্ডা লাগছে প্রাণের ব্লগটির, প্রাণ ফিরে পাক সে কামনাই করি। জাজাকাল্লাহ খাইরান

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৭

শায়মা বলেছেন: আপু সবাই মনে হয় এখন লগ করতে পারছে। :)

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি । অনেক ভালো লাগছে

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৩

সোহানী বলেছেন: হিংসুটে....... খুব ভালো বলেছো।

চমৎকার বাস্তবতার কবিতা ছবি.....+++

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি
হিংসুটেদের চোখে ছাই পড়ুক

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:

@শায়মাপু, ১৭ তারিখ থেকে এই বলছে বারবার . . . :((

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: পুড়া কপাইলা হাহাহাহ

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০০

মনিরা সুলতানা বলেছেন: আমাদের প্রাণের সামু আগের মত প্রাণচঞ্চল হোক।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ হবে
হিংসুটেদের মুখে ছাই পড়ুক

১৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:১১

অন্তরন্তর বলেছেন: সামু থাকবে। প্রতিবাদ এভাবেই চলু্ক -------------

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ থাকবে

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩০

সুমন কর বলেছেন: হুম, সামু বন্ধ হবে না !! ভালো লিখেছেন।
+।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩

পদাতিক চৌধুরি বলেছেন: খুব সুন্দর লিখেছেন আপু কবিতাটি ।
সন্ধ্যার পরে অবশ্য ব্লগে ঢুকতে পেরেছি । কিন্তু আমার আজকের দিনের অবস্থা ,



সামুর উপর থেকে দুর্যোগের কালো মেঘ কবে অবসান হয় সেই অপেক্ষায় আছি ।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও এমন আসতে ছিলো । পরে ফেবুতে পোস্ট দেয়ার পর এক ভাই বলে দিল কি করতে হবে

এখন চলছে সামু আমার মোবাইলেও

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৬

বলেছেন: প্রতিবাদের সাথে একাত্মতা ঘোষণা করছি।।


০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ল

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৫

নীল আকাশ বলেছেন: কারো ব্যক্তিগত পছন্দ অপছন্দের সফটওয়্যারও যে জাতীয় স্বার্থবিরোধী হতে পারে এমন আজগুবি থিওরী শুনা একমাত্র এই বাংলাদেশেই সম্ভব!

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা ঠিক বলেছেন
ধন্যবাদ আপনাকে

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:০৮

সামিউল ইসলাম বাবু বলেছেন: দারুণ ...



এ মনে আগুন জ্বলুক
এ ফাগুনে ফুল ফুটুক
আবার

রাজ পথ লাল হোক
দিনটা রোদেলা হোক
সবার

চুলোই খই ফুটুক
প্রতিবাদের ভাষা ফুটুক
আবার

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

ধন্যবাদ ভাইয়া

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫

হাবিব বলেছেন: ওই মিয়া, মন্তব্যের উত্তর দেন না কেন????

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধুরু মিয়া মোবাইলে আছি তো
টাইপ করা কষ্টকর ত

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২০

হাবিব বলেছেন: সিলেট্টি পুরি, বুঝলাম ............ :P

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহা ময়মনসিঙগা বউ

২১| ০১ লা মার্চ, ২০১৯ রাত ১:২৩

রাফা বলেছেন: ছবির মত আত্মপ্রত্যয় থাকা ব্লগার থাকতে সামু বন্ধ করে সাধ্যকার!!
আমরা করবো জয়,আমরা করবো জয় প্রতিদিন।
ব্লগের পাতা জুড়ে আমরা থাকবো অমলিন ।

কবিতায় প্রতিবাদে ধন্যবাদ,কা.ফা.ছবি।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা কথা ঠিকই.... পুড়া মুখে ছাই দিমু বদ মানুষগুলা

অনেক ধন্যবাদ

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৩২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এক বছর হলো :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.