নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
শূন্য বুক অন্ধকার জগত নিয়ে যাদের বসবাস, নিজের যন্ত্রনায় কাতর হয়তো-হয়তো বা না, গোর আঁধারে ইয়া নফসি ইয়া নফসি, এপাড়ে নেই ওরা-ওপাড়ে কেমন আছে কেউ জানি না, হয়তো সুখে হয়তো কষ্টে! অথচ ওদের কষ্ট বাড়িয়ে দেই মুহুর্মুহু-ওদের সমাধি সাজিয়ে দেই ফুলে ফুলে-ওরা কি সেই ফুলের সুবাস পায়? নাকি ওরা ফুলের পবিত্রতায় গা ধুয়ে সুখ আসনে বসে প্রহর গুনে বছর বছর এমন একটি দিনের । সম্মানে নত মানুষগুলো ওদের কষ্ট হয়তো আরো বাড়িয়েই দেয়! মৃত আত্মা কখনো সম্মানে কিংবা ফুলে আচ্ছাদিত সময়গুলো রোমন্থণ করতে পারে না-আচ্ছা সেকি তোমরা জানো না? এই সম্মনে দেয়া ফুলগুলো বাস হবে অবশেষে ডাস্টবিনে। বরং ফুলের দামে কিনে নাও দুনিয়ায় বসবাসরত গরীবদের দোয়া। দোয়া -হ্যাঁ দোয়াই হয়তো পৌঁছতে পারে ওদের আত্মার কাছাকাছি, জিয়ারত করো মানুষ-সালাম দাও-মৃতুরা ভাবে খুব কাছাকাছি আত্মীয়রা-ওরা তখনই শুনতে পায় তোমাদের কথা। অযথা পুজোর ফুল দিয়ো না ওদের সমাধীতে আর কষ্ট বাড়িয়ো না ওদের।
===========================================================
২। তুমি অবশেষে কাঠগোলাপই হলে বাপু! কাঠের মতো দেহ-তাতে আবার গোলাপ-এ অসম্ভব! তবে তোমার নামকরণ ঠিকই আছে-কাঠ মানব অথবা পাথর মানব-তোমার বুকে ফুল কি আর ফুটে? সে আমি ভালবাসি বলে মাঝে মাঝে প্রেমের ফুল ফুটেই ঝরে যায় নিমেষে! আচ্ছা কাঠগোলাপ বৃক্ষ না হয়ে তুমি বকুল কিংবা কদম বৃক্ষ হতে পারতে! কখনো ভুলে গিয়ে যখন তোমার অপেক্ষায় ঠাঁয় দাঁড়াতাম বৃক্ষের ছায়ায়। আমার মনের আকূতি তোমাকে কাছে পাবার, তুমি জেনে যেতে আর মুর্হুমুহু শ্রাবণের মেঘের মতো ঝরিয়ে দিতে তোমার প্রেমের ফুল এই আবেগীর অধরে কিংবা চোখের পাতায়। একবার ভাবোতো দৃশ্যটা-আহা কতই না মনোলোভা মনোহারী কিংবা মুগ্ধতার এক লহমা যেনো হাজার বছরের চেয়েও একটি সুখ মুহুর্ত। আচ্ছা আমি সবুজ পাতা হয়ে যাই -বিছিয়ে রাখি অযস্র প্রেম তোমার জন্য আর তুমি না হয় কাঠগোলাপই হয়ো-ঝরে পড়ো অগোচরে আলতো ছুঁয়ে আমায়-আহা ভালবাসা!
৩। না না ছিঁড়িস না, আমাকে দিবি-তো, তুই কেবল তোর নিখাদ ভালবাসাটাই দে পাখি। ফুল -ওকে থাকতে দে ওর মত-দেখ্ না কতটা স্নিগ্ধতা নিয়ে ও দাঁড়িয়ে আছে আমাদের মুগ্ধ করবে বলে আহা! তুই তোর প্রেমটাই দে আপাতত শতভাগ। কি দিবি তো-ফুল না হয় আমরাই ফুটাবো- সে-তো প্রেমের ফুল।
৪। সেই মেয়েবেলায় কাঁঠালের মুচি ভর্তা খাওয়ার কথা কি তোমরা ভুলে গেলে। আহা তেতুলে ছটকে শীল পাটায় ছেঁচে-কাঁচা লংকা মিশিয়ে -দলবেঁধে দূর্বাঘাসে বসে কত খেয়েছি চেটেপুটে। এখানে কাঁঠাল গাছ নেই, নেই কচি কাঁঠালের ভর্তার স্বাদ-ভুলতেই বসেছি-এক সময় সবাই মিলে হই হুল্লোড়ে খেয়ে নিতাম গো-ঘ্রাসে ঝালে ঝাঁঝালো মুচি ভর্তা। আহা স্মৃতি রোমন্থনে জিভে পানি এসে যায়। হয়তো সেই স্বাদ মরে গেছে-যন্ত্র শহরে এসে ভেজালের বুকে মাথা রেখে নিশ্চিন্ত বাঁচতে চাওয়া নেহায়েত বোকামি হয়ে গেলো। হাজার রোগে এসে ধরল ঝেঁকে। হায়রে কাঁঠালের মুচি ভর্তা-তুই চলে গেলি অবশেষে অতীত ডহরে। তবুও এবার তোকে জিভে ছোঁয়াবো-আষাঢ় কেটে যাক-ভাদ্রে না হয় ছুটে যাবো আমার ছোট সোনার গায়।
৫। আকাশজুড়ে ঐ দেখো রঙের খেলা-কৃত্তিম মেঘে দুপুর রোদ্দুর ছুঁয়ে দিয়েছে তার মন। চলো ছুঁয়ে আসি রঙধনু রঙ। মনে লাগুক মোদের প্রেমের রঙবাহারী হাজার রঙ। দূরে আর থেকো না, এসো ধরো হাত-চলো ঘুরে আসি রঙধনু সিঁড়ি বেয়ে আকাশসীমানা-মেঘের ভেলায় ভেসে না হয় আজ সাত সমুদ্দুর তেরো নদী বেড়িয়ে আসি। রঙধুন রঙ প্রেম আজ তোমায় দিলাম-কি নিবে?
৬। বন্ধু চলো-
সকল ব্যস্ততার বুকে পা মাড়িয়ে গিয়ে বসি এমন স্বচ্ছ জলের দীঘিতে
যেথায় আছে গাছগাছালি আর নারিকেলের চিরল পাতার ছায়া
ব্যস্ত তো সে থাকতেই হয় জীবনের তাগিদে। চলো নিয়ে চলো আমায়,
দীঘির ঘাটের জলের আয়নায়-দেখবো তোমার ছবি
তোমায় নিয়ে কাব্য লিখে-হয়ে যাবো কবি,
নিথর জলের পাড়ে বসে-একটুখানি মৌজ মস্তি
চলো বন্ধু ক্লান্তি ঝেড়ে-কুঁড়াই একটু স্বস্তি।
৭। সবুজ ডাব তো অনেক খাওয়ালে-এবার না হয় ভালবাসার রঙ মাখিয়ে এমন রঙবাহারী ডাব খাওয়াতে পারো। তৃষ্ণায় আকণ্ঠ ডুবে আছি। শ্রাবণের একটি দুপুর-বৃষ্টি নেই আকাশে আর এদিকে চিকনগুনিয়ায় আক্রান্ত আমি পথ চলি খুঁড়িয়ে। এই জানো-কি ডাক্তার তরল খেতে বলেছে অথচ তুমি ভাবছো না এখনো আমার কথা। আনছো না হাতে করে স্যুপ কিংবা আইসক্রিম থুক্কু আইসক্রিম তো আর তরল না-কফি খাওয়াতে পারতে-সে তো তরলই তাই না? কোনো এক রেস্টুরেন্টে চলো বসে চাইনিজ খাই থুক্কু চাইনিজতো আর তরল না তবে তুমি আমায় লেবুজলের শরবত খাওয়াতে পারো কিংবা ঠান্ডা বরফ এক পেয়ালা লাচ্চি। এসব না-ই খাওয়ালে-যদি ভালবাসো তবে পায়ে কাছি বেঁধে একটা ডাবই পেড়ে দিতে পারো-আমি সুস্থ হই তা-কি তুমি চাও-না হে নাগর-বদের হাঁড়ি। দেও এক্ষুনি দাও ডাব পেড়ে দাও খেয়ে তৃষ্ণা মিটাই-নইলে ডাব তোমার মাথায় ভাঙ্গুম হাহাহাহ
৮। সবুজের বুকে লাল-সে লেপ্টে থাকবেই চিরকাল। এমন একটি স্নিগ্ধ প্রহর তুমি আমায় দিয়ো........ আমি লাল হবো আর তুমি হয়ে যেয়ো সবুজ। কখনো ক্লান্তি পেলে সবুজের বুকে মাথা রেখে একটু স্বস্তির প্রহর চেয়ে নিবো। তুমি কি আমায় দিবে? এমন প্রহর।
৯। অবাক করা কিছু বিষয় তোমার দৃষ্টি কাড়ে না-সারাক্ষণ কেবল ক্যালকুলেটরেই তাকিয়ে থাকলে বাপু-এত হিসাব কষে কি হবে শুনি-এই অল্প আয়ূর জীবন-নিঃশ্বাস ছেড়ে টেনে নেয়ার দুঃসাহসও তো আমাদের নেই যদি প্রভু না চান। আরে ছুঁড়ে ফেলো ক্যালকুলেটর -এসো মনোলোভা দৃশ্য অবলোকন করি দুই জোড়া চোখে-ছাদের রেলিঙ-এ হাত আমার-রাখো হাত তোমার-ছুঁয়ে দাও বিকেলের এক চিলতে গোধূলিয়া রক্ত আবির রঙ প্রেম। সামনে তাকাও দেখো তুমি ভালবাসতেই গোলাপী রঙ ফুল ফুটেছে খুশিতে-আর কি চাও বলতো? আহা কি সুন্দর প্রহর ধরা দিলো তুমি পাশে আছো বলে। আচ্ছা এই ফুলের নাম কি তুমি জানো?-না তাও তো জানো না........... এ ফুল হলো পাথরকুচি ফুল। মনে নেই মেয়েবেলা বইয়ের পাতায় পাতায় কত রেখেছি পাথরকুচি। চুপসে যাওয়া পাতা থেকে গজিয়ে উঠতো-শেকড়। এমন করেই আমাকেও রেখে দাও তোমার বুকে। নতুন প্রেমের শেকড় নিয়ে তোমার বুকের জমি ফুঁড়ে উঠবে আমার প্রেম-হাহাহাহাহ।
১০। উর্ধ্বমূখী শুয়ে ভাবনার বেড়াজালে আবদ্ধ-কি আছে জীবনে! কেবল এক বুক হতাশা আর দারিদ্যতা, তবু আমাদের জীবন থেমে নেই। দু দন্ড শান্তি নিতে, খোলা হাওয়ায় নিকোটিনে ঠোঁট ছুঁয়াই, বুক ভরে নিঃশ্বাস নিয়ে বলে উঠি-ভাল আছি খুব ভাল আছি। দু-বেলার আহার সে জুটে যাবে-বিশ্বাস উপরওয়ালার,যিনি দিয়েছেন মুখ-ভরসা রাখি তার উপর। কেটে যাক জীবন ছন্নছাড়া-যাই চলে যাই উচ্ছন্নে, যতদিন নিঃশ্বাসে আছি বাঁচি স্বাধীনতায় খোলা হাওয়ায়।
০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যও যে এত সুন্দর হতে পারে মাশাআল্লাহ, এমন মন্তব্য তো অনুপ্রেরণা যুগায় সামনে স্বাচ্ছন্দ্যে আগানোর জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন অনেক অনেক
২| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৯
নয়া পাঠক বলেছেন: আমি সুন্দর সুন্দর ছবি অনেক ভালোবাসি! কিন্তু আমার ছবি ওঠানোর কোন ক্ষমতা নেই। তাই যারা এত সুন্দর সুন্দর ছবি উঠাতে পারেন তাদের জন্য সদাই দোয়া করি যে, আল্লাহ যেন তাদের আরো সুন্দর সুন্দর ছবি ওঠানোর তাওফিক দান করেন।
যাযাকাল্লাহু খাইরান।
আপনিও সদা ভাল থাকুন আর পৃথিবীর সকল সৌন্দর্য ধরতে থাকুন আপনার ক্যামেরায় আমাদের মত অভাগাদের জন্য।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । সুন্দর কাটুক আগামী দিনগুলো
৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯
হাবিব বলেছেন: আমার ছবি কই??
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনারে পাইতাম কই মিয়া
ব্যাঙকের সামনে আসেন দেহি
৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:২১
রাজীব নুর বলেছেন: আমার কাছে পুকুরের ছবিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন
৫| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৪৮
মাহমুদুর রহমান বলেছেন: মোহনীয় স্নিগ্ধ সতেজ ফুলগুলো সত্যিই যেন এক একটা ভালোবাসা।
পোষ্টে মুগ্ধতা রেখে গেলাম।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
অনেক ভালো থাকুন
৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:০৯
নীলপরি বলেছেন: ভালো লাগলো । ++
শুভকামনা
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ পরী পু
ভালো থাকুন
৭| ০৫ ই মার্চ, ২০১৯ রাত ১:৪২
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর ছবি গুলোকে আরো সুন্দর করে তুলেছেন লিখনীর যাদুতে। ভালো থাকুন সবসময়।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৮| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১২:০৮
বিবেকহীন জ্ঞানি বলেছেন: ৪র্থ,৬ষ্ঠ আর ১০ম ছবি গুলো ভালো লেগেছে।
ছবির সাথে বর্ননা তো মনোমুগ্ধকর।
০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জ্ঞানী
ভালো থাকুন
সুন্দর কাটুক আগামী দিনগুলো
৯| ১৪ ই মার্চ, ২০১৯ বিকাল ৫:৫১
স্বপ্নডানা১২৩ বলেছেন: ছবিগুলো নয়ন জুড়ানো ।
১৮ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:২৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৫:৪১
নয়া পাঠক বলেছেন: ছবি আপু দিছে ছবি
সঙ্গের বর্ণনা যেন কবিতা লিখেছেন কবি,
যার হাতে উঠে এত সুন্দর স্নিগ্ধ ছবি
যার বর্ণনা এত ছন্দময়
না জানি আল্লাহ তারে করছে কত মায়াময়!
হৃদয় হরণ করা সব ছবিগুলো নিশ্চই আপনার মতই সুন্দর!