নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» বসন্তের ফুল (মোবাইলগ্রাফী-৩০)

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৮



রঙ লেগেছে ফুলের গায়ে
রঙ লেগেছে মনে
ফাগুন হাওয়া যাচ্ছি দুলে
সুখের শিহরণে।

বরাবরের মত এবারও মোবাইল দিয়ে তোলা ছবিগুলো নিয়ে আসলাম এখানে।আশা করি ভালো লাগবে আপনাদের । আজকের ছবিগুলোর রঙ অনেক উজ্জ্বল ঝলমলে। দোষ আমার না। খাঁখা রোদ্দুর দুপুরে তুলেছিলাম এগুলা আবার এডিটও করা যায় না তেমন একটা। এত রোদ্দুরে তোলা ছবিগুলো এমনিতেই উজ্জ্বল। ছবি তুলেছি স্যামসাং এস নাইন প্লাস দিয়ে।

২। শুভ্র রঙের শাড়ী পড়ে সবুজ পাতার ফাঁকে তুমি কে গো? এমন শুদ্ধ হাসিতে মন মাতিয়েছো আমার। তুমি কী চাঁদের দেশের রাজকন্যা, ফুটে থাকো এমন করে........ভালোবাসি সাদা পরী।



৩। হলুদ গাঁদার মালা গেঁথে
দিবি হাতে তুলে?
বাসবে ভালো আমাকে তুই
আজকে বেভোল ভুলে।



৪। সূর্যমূখী সূর্যকন্যা .......ছোট সূর্যমুখী
কেমন করে ঠাঁয় দাঁড়িয়ে......তুমি সূর্য মুখি?
রোদ কী তোমার চোখ জ্বালায় না, হলুদ শাড়ির কন্যা?
দেখলে তোমার যায় বয়ে যায়......মনে সুখের বন্যা।



৫। এগুলো জিনিয়া, নাও বন্ধু ঠিক চিনিয়া
নাম আমার জিনিয়া......হলুদ শাড়ি দাও কিনিয়া,
ফুল আমি জিনিয়া।



৬। পিটুনিয়া কত রঙে, ফুটে থাকে ডালে
ইচ্ছে লাগে পাপড়ি ছুঁয়াই, বন্ধুর শক্ত গালে,
শিরশিরিয়ে পিপড়া হাঁটে, ভেবে যাবে বন্ধু
ভাবখানা তার দেখে মনে, সুখ বইবে এক সিন্ধু।



৭। শুনরে শুন কালিয়া
ফুল আমি ডালিয়া........ দে না বাপু মনখানা তোর
তোর প্রেমেতে আমার ঘোর
খোঁপায় দিবি ডালিয়া..........ও বন্ধু কালিয়া।



৮। হলুদ গাঁদায় পিপড়ে বসে, মধু খাবে আশায়
প্রকৃতির এই প্রেম আমায়, সুখের তরে হাসায়।
চুপসে যাবে ফুলের পাপড়ি, তবু লাগে ভালো
হলুদ গাঁদা থাকে ফুটে, বাগান করে আলো।



৯। কন্যারে তুই সেজেছিস কী,,,,, বিয়ের শাড়ীতে
বাজনা বাজে রিনিঝিনি, আজকে কী তোর বাড়িতে।



১০। জিনিয়ার রঙ নাও চিনে নাও, আনবে ফেরার সময়
ফুলদানিতে রাখবো সে ফুল, বসে ভাবি তন্ময়।
ড্রয়িং রুমের ফুলদানিটা রাখি জলে ভরে
বন্ধু তুমি ফুল নিয়ে আজ, কখন আসবে ঘরে।



১১। পিটুনিয়া ফুলের রঙ মন নেচে উঠে। ছুঁয়ে দিলেই নাজুক লতা ঢলে পড়ে ধূলায়। মরে যাবে সে কয়েকদিনের আয়ূ। সুন্দর বিলিয়ে চলে যায় মিশে যায় ধূলায়। সুখ টুকু কেবল রেখে যায় আমার মনে।



১২্। বাগান জুড়ে লাগিয়েছো কত শত জিনিয়া
মুগ্ধতার চোখ দুটো ফুলে পাতায়। অথচ তুমি ভেবেছিলে আমি ঠায় তাকিয়ে তোমার চোখে
বলবো ভালোবাসি হাহাহা।



১৩। পিটুনিয়া ফুটে তাকে রঙবাহারী রঙে
হেলে দুলে নাচে সে যে বাতাস এলে ঢঙে।



১৪। নাম জানি না ফুল রে আমি, নাম জানি না তোর
পথের ধারে থাকিস ফুটে সকাল সন্ধ্যা ভোর
নাম জানি না ফুল রে তোর।



১৫। বসন্ত রঙ মনে, কত সুখ এসে ধরা দেয় জীবনে ঠিক যেনো আমি এক খয়েরী গাঁদা। সুখে দুলতে থাকি গাছের ডাল ধরে।



১৬। গন্ধ নেই তাতে কী, চোখে মুগ্ধতা এনে দেয়া এসব ডালিয়ারা। তুমি কেবল মাটিতে তাকিয়ে হেঁটে যাও। একটু তাকাও চারপাশটায় দেখো ডালিয়ারা কেমন হাসছে তোমায় দেখে যেনো।



১৭। কত রঙ ছড়ানো এই ভুবন। আমার আল্লাহ রঙ ছড়িয়ে দিয়েছেন এখানে। দিয়েছেন এক জোড়া চোখ আর অনুভূতি। অনুভবে কেবল তার সৃষ্টির সৌন্দর্য্যের মন মাতানো সুখ উচ্ছ্বাস। ভালোবাসি আল্লাহ তোমাকে ভালোবাসি তোমার সৃষ্টি।



১৮। রোদে পুড়ে যায় ফুলের রঙ, তবুও জিনিয়া হাসে রোদ্দুর দুপুরে আমাকে পাশে পেয়ে।



১৯। মুগ্ধতায় মন ভরে যায়, কী শুভ্রতা ছড়ানো ফুল, জান্নাত তবে আরো সুন্দর । সে সুন্দর কী প্রভু আমায় দেবে ছুঁতে।



২০। রঙ ছড়ানো থাকুক এখানে, তোমাদের যখন মন খারাপের দিন আসবে চলে । তোমরা এখানে এসে উচ্ছ্বাস কুড়িয়ো। রেখে দিলাম সযতনে সব রঙ এইখানে।



মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৩

নয়া পাঠক বলেছেন: বন্ধু আমার ফুল ফোটাল
বসন্তের এই দিনে
সাথে ছন্দের মিল লাগাল
দেব আর কি হৃদয় বিনে!

২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া :)

২| ২১ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৫০

ম্যাড ফর সামু বলেছেন: দারুণ! সত্যি আপনার ছবি তোলার হাতটা অনেক সুন্দর! আর সেই সাথে ছন্দবদ্ধ বর্ণনা আহা! যেন খরতপ্ত দিনে একগ্লাস ঠাণ্ডা লেবুর শরবত!

ছন্দ মিলের বর্ণনা নাকি বর্ণাধিক্যের ফুলগুলি-কোনটা বেশি ভালো লাগলো ঠিক বোঝাতে পারবো না। তবে দুটো মিলে এক্কেবারে .....।

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া বালো থাকুন অনেক অনেক

৩| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

পদাতিক চৌধুরি বলেছেন: ওয়াও বিউটিফুল ! দুরন্ত ছন্দের সঙ্গে ফুলের অসম্ভব সুন্দর মেলবন্ধন । কিন্তু আপু একটা প্রশ্ন ছিল, ব্লগে যখন ছবি পোস্ট করা এক হিসেবে বন্ধ তখন আপনি এত গুলো ছবি ছবি পোস্ট করলেন কি করে ? তবে কি ছবি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা উঠে গেছে ?
সুন্দর ছন্দ ও ছবি ব্লগে মুগ্ধতা । ++++

অনিঃশেষ শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন ।

২৪ শে মার্চ, ২০১৯ সকাল ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর মন্তব্য। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৪| ২১ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৩

মাহমুদুর রহমান বলেছেন: সুবাহা'নাল্লাহ।
ফুল গুলো দেখে মনটা শান্ত হয়ে গেল,
আর খুদে রাজকন্যার ছন্দরা যেন ফুলগুলোর সৌন্দর্য আরও কয়েকগুন বাড়িয়ে দিলো।

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

৫| ২১ শে মার্চ, ২০১৯ রাত ৮:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কাব্যিক কেপশন আর ছবিগুলো সত্যি অপূর্ব। আপনার ছবিগুলো বরাবরাই সুন্দর হয়। ভাল থাকবেন সবসময়।

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক অনেক :)

৬| ২২ শে মার্চ, ২০১৯ রাত ১:৫৮

আকতার আর হোসাইন বলেছেন: আহ.... একরাশ মুগ্ধতা আমার রেখে গেলাম আপনার ছবি ব্লগে।

ছবি - চোখের আরাম, চোখের প্রশান্তি এনে দিক।

ক্যাপ - মন মাতানো কাব্যিক লেখা কার ভালো না লাগে?

২৪ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক

৭| ২২ শে মার্চ, ২০১৯ রাত ২:০২

আকতার আর হোসাইন বলেছেন: আহ.... একরাশ মুগ্ধতা আমার রেখে গেলাম আপনার ছবি ব্লগে।

ছবি - চোখের আরাম, চোখের প্রশান্তি এনে দিক।

ক্যাপ - মন মাতানো কাব্যিক লেখা কার ভালো না লাগে?

০৩ রা এপ্রিল, ২০১৯ দুপুর ২:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.