নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

জারুল ফুল ভালবাসা..........

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০০



©কাজী ফাতেমা ছবি
কত পথ হেঁটেছি সবুজের আল ধরে
আঁকাবাঁকা পথ যতদূরে যায়....চোখ যায় ততদূর;
গন্তব্য অজানাই যদি থাকত,তবে কী আর ফিরতাম এখানে
দীর্ঘ পথ হেঁটে ফিরে এসেছি, তৃষ্ণা লেগে আছে মনে এখনো।

গোধূলিয়ার আবির মেখে বাড়ি ফেরা.... ক্লান্তিহীন আমি
মনে এঁকে নিয়েছি সুখের প্রলাপ।
নীড়ে ফেরা উড়ন্ত চিল দেখে শিখেছি সন্ধ্যায় নীড়ে ফেরার সুখ
আকাশের ঔদার্যে মুগ্ধ হতে হতে ডুবেছি প্রকৃতির প্রেমে।

আঁধার নেমে আসে সহসা- পৃথিবীতে মোহনীয় রূপে,
এলোমেলো হাওয়ায় হারানোর সেই উঠোন এখনো অপেক্ষায়,
খুব ফিরে যেতে ইচ্ছে সেই জারুল ফুল ক্ষণে।

গন্ধরাজের ঝাঁঝাল গন্ধে মাতাল মন, নিঃশ্বাস টানলে এখনো পাই,
আর চোখ মুদে দেখি আলোছায়ার বুকে ধবধবে সাদা ফুল।
সন্ধ্যা আর রাত আমার চোখে চাপিয়ে দিবাকর চলে যায় তোমার দেশে,
তুমি তখন একটি রৌদ্দজ্জ্বল দিন পেয়ে যাও
আলোয় মাখামাখি সময়,আমা হতে শিখে নাও রাতের সাথে মিতালী পাতা।

ফের আসি দিনে তোমার তরে রাত সঁপে...
ভোরের স্নিগ্ধ আলোয় চিনে নেই সুন্দর পৃথিবী...
মুগ্ধ হতে জানি আমি,শিখেছি সেই ছাতিম ফুলের ঘ্রাণে মাতাল হয়ে।

সাদা কপোত জোড়া টিনের চালে বসে পোহায় রোদ্দুর
সেই রোদ্দুরে উড়ছিলো রূপালী স্বপ্ন ডানা
ডানা লাগিয়ে উড়েছিলাম তোমার দেশের দিনের আকাশে
তুমি তখন অন্য ঘোরে মত্ত-আমায় ভাবতে বুঝি ছিলো দ্বিধা।

সেদিন পথ চলতে চলতে মাথায় ঝরেছিল জারুল ফুল
আঁচলে কুঁড়াতে গিয়ে হয়েছিলাম মুগ্ধ!
তখন কে জানত কষ্টের রঙ'টাই প্রিয় করে আঁকড়ে ধরেছিলাম।

তোমার বুক আকাশে উড়িয়েছি কত সাতরঙ কল্প ঘুড়ি
তুমি ছিলে নির্জীব,পুরো আকাশ কালো মেঘে ঢাকা.
অবহেলে দূরে ঠেলে,নিজের পথ,নিজের প্রেম বুঝে নিতে শিখে গেলে...
আমি কেঁদেছিলাম,ভুলে গেলে,
ভুলে গেলাম...... সময় নিয়ে যায় ব্যস্ত নদীর ঢেউয়ের তোড়ে...।

শুনো আজও আমি জারুল ফুল ভালবাসি, সেই পার্পল রঙ আমার খুব প্রিয়
নাটাই ছেঁড়া ঘুড়ি আমি ঐ আকাশের নীল ছুঁয়ে বেদনার রঙ চিনেছি
তবু ভালবাসতে চেয়েছিলাম,হাতে হাত রেখে,
হলো না কিছুই!
March 27, 2017

মন্তব্য ৩০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১১

পদাতিক চৌধুরি বলেছেন:
প্রিয় আপুনি,

জারুল ফুলের মতই স্নিগ্ধ সুন্দর কবিতায় ভালোলাগা । ++
পার্পল রং আমার ভীষণ প্রিয় ।
শুভকামনা জানবেন ।

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। :) এই রঙের অনেক জাতের ফুলের ছবি তুলেছি কত। জমা আছে পিসিতে।

ভালো থাকুন অনেক অনেক

২| ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:১৭

মাহমুদুর রহমান বলেছেন: প্রকৃতিকে মাতিয়ে রাখতে জারুল ফুলের কোনো জুড়ি নেই।পাপড়ির নমনীয় কোমলতায় দৃষ্টিনন্দন বর্ণচ্ছটা নিয়ে প্রকৃতির মত আরও সুন্দর করে সাজিয়ে তোলে জারুল ফুল।

কবিতাটা খুব ভালো লাগলো।

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আল্লাহ তাআলার একেটা সৃষ্টি একেক রকম সুন্দর । না জানি আল্লাহ কত সুন্দর। ভালোবাসি তাই সৃষ্টির সৌন্দর্যকে।

সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়অ ভালো থাকুন

৩| ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৩

ভুয়া মফিজ বলেছেন: কবিতা পড়ি নাই, স্যরি।
তবে ফটো দুইটা দারুন! একদম জীবন্ত.....মনে হয় ছুয়ে দেখি!!

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আচ্ছা :) ভালো থাকুন অনেক অনেক

৪| ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৬

শায়মা বলেছেন: জারুল ফুল কাব্য!!!!! :)

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) ভালোবাসা রইলো আপি

৫| ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫৪

ভুয়া মফিজ বলেছেন: আপনি সম্ভবতঃ জানেন না। আমি আসলে অসুস্থ......তাই কবিতাটা পড়ি নাই।
আমার অবস্থা জানার জন্য সময় করে এটা পড়তে পারেন, view this link

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৩৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: পড়ে আসছি এবার মন্তব্যে থুড়াসা কাব্য পড় লিজিয়ে হাহাহাহাহ

কাব্যভীতিকেটে যাক সহসা

ধন্যবাদ আপনাকে

৬| ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১০

শায়মা বলেছেন: ভাইয়া তোমার কি হয়েছে@ ভুয়া মফিজভাইয়া! :(

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: কাব্যভীতি হইছে উনার :)

৭| ২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:১৪

আরোগ্য বলেছেন: কবিতা ও ছবি দুটোই ভালো হয়েছে।

২৭ শে মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আরোগ্য
ভালো থাকুন অনেক অনেক

৮| ২৭ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:০৭

নীল আকাশ বলেছেন: ফাতেমা আপু,
জারুল ফুলের মতই স্নিগ্ধ কবিতা পছন্দ হয়েছে । সবচেয়ে ভালো লেগেছে ১ম ছবিটা।
আচ্ছা মেয়েটা কি চোখ টিপ দিচ্ছে নাকি আমার দৃস্টিভ্রম হলো?
শুভ কামনা রইল।


২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে চোখ বন্ধ করে খুলছে চোখ টিপ্পনি হলে একটা চোখে করতো হাহাহ

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া জি

৯| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:১৭

রাজীব নুর বলেছেন: বোন খুব সুন্দর হয়েছে।

২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

১০| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৮:৫৮

পবন সরকার বলেছেন: ভালো লাগল।

২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ দাদা ভালো থাকুন

১১| ২৭ শে মার্চ, ২০১৯ রাত ৯:৪৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: কবিতার কথা আর কি লিখব
ছবিতার চোখের পলক পড়তেই
আমি আর আমাতেই নেই ;) হা হা হা

=p~

+++

২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহহা

লিখে ফেলুন এক মহাকাব্য

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভৃগু দা

১২| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১:২২

রাফা বলেছেন: সবাই দেখি জারুল ফুলে মাতোায়ার।আমি কিন্তু গন্ধরাজের ঝাজালো গন্ধে মাতাল । বেলীর পরেই গন্ধরাজ রাজত্ব করে আমার মনে। আমার রাত্রি আর তোমার সকাল।বড়ই চমৎকার কবিতা।সাথে দৃস্টিনন্দন ছবির লুকোচুরি খেলা বোনাস।

ধন্যবাদ,কা.ফা.ছবি।

২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা দুইটা ফুলের ঘ্রাণই মাতাল করা ঘ্রাণ। আর হাসনাহেনার কথা নাইবা বললাম

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া

১৩| ২৮ শে মার্চ, ২০১৯ রাত ১:৩৯

সোহানী বলেছেন: ছবি দেখে ঢুকে কবিতা পড়তে পড়তে লাভ বাটনটা খুঁজছিলাম। তারপরই মনে হলো হায় হায় এইটাতো ব্লগ :> । সুপার + ছবি........

২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালোবাসা নিয়ো আপি। এত সুন্দর মন্তব্য সত্যই অনুপ্রেরণা যুগায়

জাজাকিল্লাহ খাইরান

১৪| ২৮ শে মার্চ, ২০১৯ সকাল ১১:৫৪

জাহিদ অনিক বলেছেন: বাহ খুব সুন্দর ছবি আপু

২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ১:০৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থেকো পিচ্চি ভাইয়া

১৫| ২৮ শে মার্চ, ২০১৯ দুপুর ২:৫৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: দারুণ একটা কবিতা পড়লাম! কি সুন্দর লেখার হাত আপনার! ব্লগের এই ক্রান্তিকালে প্রতিদিন একটি করে এমন আকর্ষণীয় কাব্য চাই। তবে মেয়েটি যেভাবে চোখ মেরেই চলেছে তাতে কিন্তু সমূহ বিপদের সম্ভাবনা :P

খুব সুন্দর লেখা! প্লাস।

২৮ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ সম্রাট ভাইয়া। কালই বলেছিলাম প্রতিদিন পোস্ট করবো। এমন কপাল আজ সারাদিন বিজি আছি অফিসের কাজে হাহাহা। সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান

চোখ মারে না কিন্তু..... কিন্তু সুন্দর চোখের পাতা ফেলছে বন্ধ করছে
আপনাদেরকে মুগ্ধ হয়ে দেখছে বেচারী হাহাহা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.