নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=ফিরিয়ে দাও চাবি=

০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৮



©কাজী ফাতেমা ছবি

কী আর এমন দোষে দোষী করে তোমরা এমন করলে
বন্ধ করে দিলে আমাদের ব্লগারদের সখ্যতায় গড়া
বন্ধু প্রতীম প্রানপ্রিয় ব্লগটিকে!

দিনভর নানান কাজে ব্যস্ত থেকে থেকে যখনই
ক্লান্তি ধরতো ঝাপটে, ছুটে যেতাম সেই বন্ধুর কাছে
যেখানে গেলে ক্লান্তি যেতো পালিয়ে,
গল্প আড্ডা আর মন্তব্যের খুঁনসুঁটিতে কেটে যেতো
ক্লান্তি, বিষাদে ধরা সময়গুলো।

কতটা উচ্ছ্বল ছিলো বন্ধুটি আমাদের;
মনে পড়ে কী তোমাদেরও সেই সেই দিনগুলো?
যে দিনগুলোতে পোস্টে পোস্টে হয়ে যেতো সয়লাব,
কত শত পোস্ট, চোখ ঘুরালেই চলে যেতো দ্বিতীয় পাতায়,
কখনো দৃষ্টিনন্দন শব্দের সমাহারে কবিতা,
কখনো ছন্দে অন্ত্যমিলের রঙবাহারী ছড়া;
কখনো জীবনের উপন্যাস শব্দে শব্দে হতো বোনা
কখনো সুখ দু:খের অথবা হাসির গল্প।

এসব পড়ে কখনো হেসে দিতাম আনমনে
আবার কিছু পড়ে চোখে চলে আসতো জল।
বন্ধু ব্লগ আমাদের কেমন চুপসে গেছে!
দেখেছো তোমরা, অনুভব করতে পারছো কী?
তোমরা যারা কী দিন কী রাত
এখানেই থাকতে পড়ে,
মন্তব্যে মন্তব্যে অনুপ্রেরণা যোগাতে অন্যদের,
আজ তোমরাও এখানে আসো না সহসা।

পর্ণের তকমা গায়ে লাগিয়ে বদনামী করে দিলে,
বন্ধু আমাদের বিষণ্ণ মুখ নিয়ে রোজ দাঁড়িয়ে থাকে,
কেউ ছুঁতে গেলেই তার কাছে যাওয়ার দুয়ার
হয়ে যায় বন্ধ, সে কাঁদে নিরবে!
বিষণ্ণ চোখে তাকিয়ে আমিও দেখি, ক'জন বন্ধু
লাইনে হয়েছে অন, আর ক'জন আছেন ভিজিটর।

ফিরিয়ে নাও তোমাদের দেয়া এসব অযাচিত বদনাম
ফিরিয়ে দাও আমাদের সেই বন্ধুকে,
যে কীনা ছিলো উচ্ছ্বল প্রাণোবন্ত, যাকে ছুঁলে আমরাও
সুখে হতাম শিহরিত।
খুলে দাও বন্ধুর বুকের দুয়ার, চাবি নিয়ে দূরে দাঁড়িয়ে
তামাশা দেখছো বুঝি? ........ অনুনয় করি, বিনয় সুরে
আবারও বলছি ফিরিয়ে দাও সেই চাবি,
যে চাবি দিয়ে তালা খুলে আমরা হুড়মুড় করে ঢুকবো
আমাদের প্রাণের বন্ধুর ঘরে, যেখানে আমাদের অযস্র
স্মৃতি হুটোপুটি খাচ্ছে.....ফিরে যেতে চাই সেখানে,
সেই আগের মত হয়ে যাবে উচ্ছল আমাদের বন্ধু।

মন্তব্য ২৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫০

পবিত্র হোসাইন বলেছেন: সুন্দর কষ্ট।
ছবির পোস্ট দিয়েন :>

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ
অকে দিয়াম নে

২| ০২ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৫

তারেক_মাহমুদ বলেছেন: আসলে প্রাণপ্রিয় ব্লগটিকে এভাবে বন্ধ করে দেওয়া খুবই কষ্টের।

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কবে জানি এই শনির দশা কাটবে

ধন্যবাদ অনেক অনেক

৩| ০২ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কাব্য।
সামুর জয় হোক।

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:২২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

সামুর জয় হোক

৪| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:০১

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আমাদের ভালো বাসা আমাদের মাঝে থাকবে। তাকে ছিনিয়ে নিতে পারবে না কোন কালো আইন। শুধু সবাইকে একটিভ হতে হবে। সবাই তার প্রিয় যায়গাটির জন্য আওয়াজ তুলন। আপনার আওয়াজ তুলার ভঙ্গিমা আমার কাছে ভালো লেগেছে।

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা সবাইকে এখানে আস্তে হবে
তবেই না সামু ফিরে পাবে আগের রূপ

অনেক ধন্যবাদ ভাইয়া ভাল থাকুন

৫| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:৩৯

বলেছেন: সামুর জয় হোক।

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৮:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জয় হউক

থ্যাংকিউ

৬| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:০৯

হাবিব বলেছেন:




মহাকাব্যের জয় হোক
সামুর বন্ধ দরজা খুলে যাক!

০২ রা এপ্রিল, ২০১৯ রাত ৯:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

৭| ০২ রা এপ্রিল, ২০১৯ রাত ১১:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপুনি,

কবিতা সেরাম হয়েছে । হ্যাঁ আমরা সামাদের সবাই একটাই বিনীত অনুরোধ চারিটি ফেরত পেতে চাই। জানিনা সামুর ক্রান্তিকাল হবে জেনেই কবিগুরু ওই গানটি গেয়েছিলেন কিনা,
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে....

হাহাহাহাহা....

অফুরান শুভেচ্ছা জানবেন।

০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই ঠান্ডা ব্লগ ভাল্লাগে না
কবে যে শনির দশা থেকে মুক্তি পাবে

আশাকরি তাড়াতাড়ি ব্লগের দরজা খুলে যাক

ধন্যবাদ ভাইয়া :)

৮| ০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ৭:০১

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া

ভালো থাকুন

৯| ০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ৭:২৯

সোহানী বলেছেন: কি আর করা আপুনি মনের দু:খে বনে যাই অবস্থা। কবে যে এদের বোধদয় হবে তার অপেক্ষায়।

ভালোলাগলো দু:খগাথা।

০৩ রা এপ্রিল, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই আপি। এমন বেজার ব্লগ দেখতে কার ভালো লাগে । অপেক্ষায় আছি সবাই

অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন

১০| ০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৩

তারেক ফাহিম বলেছেন: পরিপূর্ণ সুস্থ্য হওয়ার অপেক্ষায় আছি।


আশা করছি দ্রুত সামু আগের ন্যায় ফিরে আসবে আমাদের মাঝে।

০৩ রা এপ্রিল, ২০১৯ বিকাল ৫:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ সুস্থ হয়ে ফিরে আসবে আমাদের সামু

১১| ০৩ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৩

জুন বলেছেন: ফিরিয়ে দাও আমাদের চাবি

০৪ ঠা এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সে অপেক্ষাতেই আছি

ধন্যবাদ আপি ভালো থাকুন

১২| ০৩ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

ডঃ এম এ আলী বলেছেন: সসপ্তাহ দুয়েক ঢাকায় ছিলাম , ব্লগে ঢুকতে পারিনি । সব দিক দিয়ে চেষ্টা তো করা হচ্ছে । কি আর করা যাবে ।
আসুন বসে বসে রবিন্দ্র সঙ্গিত শুনি
ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার! না পেয়ে তোমার দেখা, একা একা দিন যে আমার কাটে না রে ॥ বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো আভাসে দেখা দিল গগন-পারে-- সমুখে ওই হেরি পথ, তোমার কি রথ পৌঁছবে না মোর-দুয়ারে ॥ আকাশের যত তারা চেয়ে রয় নিমেষহারা, বসে রয় রাত-প্রভাতের পথের ধারে।

আশা করি ব্লগ বন্ধুর দেখা সহসাই পাব । ধন্যাবদ সুন্দর লেখাটির জন্য ।

শুভেচ্ছা রইল

০৪ ঠা এপ্রিল, ২০১৯ দুপুর ১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার পছন্দের গান জাজাকাল্লাহ খাইরান

আমি বাসা থেকে মোবাইলে ঢুকতে অসুবিধা হয় মেজাজ গরম হয় তখন

আশাকরি আবার ফিরে পাবো আমাদের ব্লগ

ধন্যবাদ ভাইয়া :)

১৩| ০৩ রা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৪

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ফিরিয়ে দেবেনা কেউ! ছিনিয়ে নিতে হবে!
অধিকার আর স্বাধীকারের মতো
বায়ান্ন একাত্তরের দৃঢ়তায়
মানবতা আর মৌলিক অধিকারের দাবীতে।

০৪ ঠা এপ্রিল, ২০১৯ দুপুর ১:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া

ইনশাআল্লাহ আবারও স্বাভাবিকভাবে ঢুকতে পারো ব্লগে

হুম প্রতিবাদ করতে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.