নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আবোল তাবোল শুভেচ্ছা...।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০৯

©কাজী ফাতেমা ছবি
#বৈশাখের শুভেচ্ছা
এলোরে ঐ এলো চলে, বৈশাখ এলো চলে
মনের মাঝে ঝলমলিয়ে, সুখের বাত্তি জ্বলে!

আসুক ধেয়ে বৈশাখী ঝড়, বৃষ্টি নামুক জোরে
আকাশ থাকুক মেঘলা বরণ, বৈশাখের ঐ ভোরে!

বিজলি চমকাক, আকাশ ধমকাক, সকাল হতে সন্ধ্যা
ভিজুক সুখে গাঁদা বেলি, ফুল রজনিগন্ধ্যা।

ঘরে বসে হোক না পালন, বাংলা প্রথম দিবস
পারিবারিক আড্ডা গল্পে, মনটা থাকুক বিবস।

রঙ্গে ঢঙ্গে শাড়ি পরে, আড্ডা খোলা ছাদে,
পড়ুক সবাই বৈশাখের দিন অঝোর বৃষ্টির ফাঁদে।

রমনা পার্কের বটবৃক্ষে, বৃষ্টিরা যাক ধ্বসে,
শালীনতায় হোক আনন্দ, ঘরে ঘরে বসে।

আকাশটা কাল থাকিস কিন্তু, আঁধার করা কালো,
মা বাবা আর ভাই বোনেরা, কাটাক সময় ভালো।

পান্তা ইলিশ না হোক তবে, খাবো কুরমা পোলাও
তোমরা যত কথা শুনে, মুখটা অথৈ ফুলাও।

চাচ্ছি আমি কাল সকালে, হাওয়াটা হোক বৈরী
গরুর মাংস শুটকির ভর্তা, ভেজাল ছাড়া তৈরী...
চাও যদি সে খেতে ভালো, ঘরে বসে খেয়ো
পেটের মাঝে হাতটা দিয়ে তৃপ্তিতে গান গেয়ো।

ছন্দানন্দে কাটুক প্রহর, সুখের জলে সিক্ত,
করো না আনন্দ কিন্তু, তোমরা অতিরিক্ত।

সবার শেষে জানাই আমি, শুভ নববর্ষ
থাকুক সবার জীবন জুড়ে, সুখানন্দের স্পর্শ।



মন্তব্য ৩৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:২১

শাহিন-৯৯ বলেছেন:



আপু, অভিশাপ দিলেন মনে হয়!!
কোরমা-পোলাও!! টাকা পামু কোথায়? বউ নাই, থাকি মেসে, সময় কাটবে ক্যামনে? ভাবছিলুম কাল একটু বউ খুঁজতে বের হমু আপনি অভিশাপ দিয়ে দিলেন!!
গরীরেব জন্য দুই কূলেই সমস্যা।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা, আরে না অভিশাপ দিছি না, যাতে বাসায় সবাই মিলে আনন্দ হয় তাই দোয়া করছি

২| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৩

আরোগ্য বলেছেন: শুভ নববর্ষ।

বাড়িতেই হোক নববর্ষ পালন, এটাই আমার কাম্য।

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া

ভালো থাকুন
ভালো,রাখুন

৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৮

পদাতিক চৌধুরি বলেছেন: আপু আপনার শুভেচ্ছা ভালো হয়েছে। আপনার জন্যও রইল নববর্ষের শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

ভালো থাকুন
সুন্দর রাখুন

৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:৩৮

ডার্ক ম্যান বলেছেন: নববর্ষের শুভেচ্ছা । বাসার ঠিকানা দিন

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ক খ গ ঘ ঙ ৪২০/১
তোফানিয়া গলি
রোড নং, ৫৬
শহরঃ পেত্নির প্রেতাত্মা
নগর, ভুত্নির থাপ্পড়
জেলা্ জীনের আছর
ব্লগ্নাদেশ

৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ২:১৮

আকতার আর হোসাইন বলেছেন: সবার শেষে জানাই আমি, শুভ নববর্ষ
থাকুক সবার জীবন জুড়ে, সুখানন্দের স্পর্শ।

আপনার শুভেচ্ছা গ্রহন করলাম। ভাল লাগলো।

আপনাকে নববর্ষের শুভেচ্ছা। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা।

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ

সুন্দর কাটুক দিনটি

৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ ভোর ৫:০৭

বলেছেন: বৈশাখী শুভেচ্ছা কবি

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ল

সুন্দর থাকুন

৭| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৮:০৮

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




নববর্ষের শুভেচ্ছা সবাইকে।

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা ভাইয়া

ভালো থাকুন অনেক অনেক

৮| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:৫৯

জুন বলেছেন: শুভ নববর্ষ কাজী ফাতেমা ছবি :)

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫০

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ আপি

৯| ১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১০:৪৩

হাবিব বলেছেন: শুভেচ্ছা আবার আবোল তাবোল কেন? সকালে কি খেলেন? পান্তা নাকি? যাই হোক, আপনাকেও আবোল তাবোল শুভেচ্ছা।

১৪ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষটাই আমি আবোল তাবোল

শুভ নব বর্ষ ভাইয়া

ভাল থাকুন

১০| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:০১

মুক্তা নীল বলেছেন: নববর্ষের অনেক শুভেচ্ছা রইলো আপনার ও আপনার পরিবারের জন্য।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ আপি, সবাইকে নিয়ে ভালো থাকুন

১১| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: শুভ নববর্ষ। বছরটা এমন সিম্পল এর মধ্যে গর্জিয়াস কাটুক।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া। সুন্দর কাটুক আগামি দিন গুলা

১২| ১৪ ই এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৬

মাহমুদুর রহমান বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৩:০২

ডঃ এম এ আলী বলেছেন:
শুভ নব বর্ষ , জয় হোক কবি ও কবিতার


মনের মাঝে সুখের বাত্তি জ্বলেও
বৈশাখের ভোরের প্রতি এত রিরাগ কেন!
বোশেখের ভোরে পান্তা ইলিশে রয়েছেই তো বারন
কাঁচা মরিচ আর পান্তাতেই হোকনা বর্ষ বরন ।

বিশ্ব কবির কন্ঠে কন্ঠ মিলিয়ে বলি
‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা।’

আজ থেকে শুরু হোক আমাদের শুদ্ধতার পথে চলা,
অসভ্যতাকে বিদায় দিয়ে শুভ্রতার পথে হাঁটা
যে পথে হবে না দিতে জীবন কোন নুসরাতকে
নারী-পুরুষ সবাই একে অপরের রক্ষা কবচ হবে
লালসার আগুনে প্রয়োজনে পুড়ে ছাঁই হব;
তবুও অন্যায়কে কোন আশ্রয় প্রশ্রয় নয়
এই শপথ দিয়েই হোক না বছরটা শুরু ।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বচ্ছ থাকুক সবার মন

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

১৪| ১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

নীল আকাশ বলেছেন: নববর্ষের শুভেচ্ছা আপু।
কবিতা মজার হয়েছে।
ধন্যবাদ।

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া
ভালো কাটুক আগামি দিন গুলা

১৫| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ৮:০৩

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভ নববর্ষ B-)) B-))

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: শুভ নববর্ষ ভাইয়া
সুন্দর কাটুক আগামি দিন গুলা

১৬| ১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:১৭

ভুয়া মফিজ বলেছেন: শুভ নবর্ব্ষ।
জমজমাট আনন্দ করেছেন নিশ্চয়ই! :)

১৪ ই এপ্রিল, ২০১৯ রাত ১১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: বাসাতেই কেটেছে, রান্না বান্না খাওয়া ঘুম
দিন শেষ

শুভ নববর্ষ ভাইয়া
ভালো কাটুক আগামি দিন গুলা

১৭| ১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ১২:০১

সুমন কর বলেছেন: নববর্ষের শুভেচ্ছা ...... !:#P

২১ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা দাদা ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.