নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আজ সেই দিন..রানা প্লাজা ট্রাজেডি (২০১৩ সালের লিখা)

২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৪৭



১। হাওয়ায় বাজে কান্নার রোল

কিছুতেই স্বস্তি মিলছে না,না পারা যাচ্ছে স্থির হতে,
কান্নার রোল কানে যেনো বাজছে কাঁটা হয়ে,
কার দোষে যে দোষী আজ ওরা?
দোষ বুঝি ওই একটাই,ওরা খেঁটে খাওয়া মানুষ
ওরা শ্রমিক,ওরা শোষিত
যাদের শ্রমে আমরা করি লজ্জা নিবারণ
আজ এই লজ্জা রাখি কোথায় ?

আহারে বাঁচার জন্য কত আকুতি
"বাঁচান বাবা বাঁচান"
হাত নেড়ে বেঁচে আছি এখনো'র ইংগিত
আদৌ কি বাঁচানো সম্ভব!
তুমি রহম করো আল্লাহ,
বাঁচাও, যারা এখনো নিচ্ছে নি:শ্বাস
বরাদ্দ দাও তাদের জন্য একটু অক্সিজেন,
নববঁধু হারানো কাতর স্বামী;
বোন হারানো বোনের বুক ভরা হাহাকার,
পরিবারের ছায়া হয়ে যে সন্তান ছিলো মাথার উপর
কেড়ে নিলে মাবুদ তুমি অসময়ে তারে ।

২। অর্থলোভী নরপশুদদের বিচার চাই.........

দোহাই তোমাদের বরাদ্দকৃত টাকা
নিয়ো না নিজের করে,
যারা নিয়েছো এই গুরুদায়িত্ব
যৎকিঞ্চিত অর্থই হউক তাদের সহায়।
স্বজনদের আহাজারিতে আজ বাতাস হয়েছে ভারি
আমিও স্তব্দ আজ, দুরু দুরু বুকে
শ্বাস নিতে হচ্ছে যন্ত্রনা।
নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে
আর জেনেও যারা অসহায়দের
জীবন নিয়ে খেলেছে ছিনিমিনি
নরপিশাচ ওরা, এসব অমানুষ,
অর্থলোভীদের বিচার চাই ......।
April 24, 2013



৩। ভাল লাগছে না কিছুই

মন লাগে না কিছুতে, খাওয়া রোচে না রুচিতে ।
চোখের সামনে কি সব ভাসে, যেনো রক্ত লেগে আছে সবুজ ঘাসে।
হারিয়ে গেছে মনের শক্তি, শরীরেও বল নাই এক রত্তি।
লাশের গন্ধ ভাসিয়ে বাতাসে, নিয়ে এসেছে যেনো মন আকাশে।

কানে বাজে বার বার বাঁচার আর্তি, স্তব্ধ হয়ে আছি যেনো হয়ে গেছি মূর্তি।
কিছুই লাগছে না ভালো, দেখি না আলো,লাগে সবই কালো।
চোখ রাখব না আর কোনো চ্যানেলে, দেখব না আর মর্মান্তিক দৃশ্য চোখ মেলে।
কিছুই আর ভাল লাগে না, কিছুতেই মন লাগে না।

রাত কেটে যাবে নির্ঘুম,
স্মৃতিতে ভাসবে লাশের ছবি আর, গাঁয়ে কাটা দিবে লোম।
রাত শেষে প্রভাতে, দেখা হবে আবারও লাশের সভাতে।
ভালো লাগছে না কিছু, দু:স্বপ্নগুলো যে কখন ছাড়বে পিছু!!!!!!
April 25, 2013



৪। আর্তনাদ.........

লিখব বলে কতক্ষন বসে আছি,কি নিয়ে লিখব?
চিন্তা চেতনা দখল নিয়েছে সাভার ট্রাজেডী!!
চোখে ভাসছে বিভৎস সব দৃশ্য, কানে বাজে আর্তনাদ।
মৃত্যু জয় করে ফিরছে কেউবা,
সারা অংগে ব্যথা নিয়ে কাতরাতে কাতরাতে;
ধুলো বালিতে মাখা মলিন মুখখানি
মৃত্যুপুরী থেকে ফিরে চোখে ঝরছে আনন্দাশ্রু।

একটি হাত নেই,পা রেখে আসা হয়েছে ধ্বংস স্তুপে,
পরমাত্মীয়দের কাছে ফিরে যাওয়ার আনন্দ যেনো,
হাত পা হারানোর চেয়েও অধিক।
অপেক্ষমান স্বজনদের আহাজারিতে
কাঁপছে সাভারের আকাশ,
বাতাসে ভাসছে লাশের গন্ধ-উফ!!

সব হারানো কেনো গরীবরাই হারাবে?
বেঁচে থাকার যন্ত্রণা তারাই সইবে,
গরীবের রক্ত দিয়ে বানিয়ে আকাশসম অট্টালিকা
রক্তচোষা জুঁকের মতই পিচ্ছিল হয়ে লেগে থাকে গায়ে
শেষ না হওয়া পর্যন্ত ঝরে না পিচাশরা।

তোদের বিচার হবেই আজ না হয়, পরকালে,
মানুষ হয়ে কেনোরে মানুষ ভুলে যাস মৃত্যুরে;
মৃত্যুপুরীতে দাঁড়িয়ে করিস লাশের ব্যবসা।
মানবতা কাঁদে আজ বাংলার আকাশে,
আর তোরা নিজেদের স্বার্থের নিয়ে থাকিস কিভাবে?
দোহাই তোদের নিজের মরণের কথা ভাবিস একটিবার
করিস না লেনাদেনা মৃত্যু নিয়ে, লাশ নিয়ে!!!

কি নিয়ে লিখব?
এত আর্তনাদ আজ এক হয়ে, কাকুতি মিনতি এত আবেগ;
আহারে এত আঁকুতি,অন্তত: প্রিয়োজনদের শবদেহ নিয়ে যেনো
ফিরতে পারে নিজ বাসস্থানে,
শেষ দেখা যেন হয় একটিবার সেই প্রিয় মুখটির সাথে,
কি আর লিখতে পারি আজ!!
সময় আগাচ্ছে, বাড়ছে আতংক
ক্ষীন হয়ে যাচ্ছে শেষ আশাটুকু।

অ্যাম্বুলেন্স দৌঁড়াচ্ছে লাশের পর লাশ নিয়ে,
বাড়ছে লাশের সংখ্যা, নিখোঁজ হাজারো
লিখার ভাষা আজ ফুরিয়ে গেছে
লিখতে গেলেই আর্তনাদ কানে ভাসে
চোখে পরে টিভির নিউজ।
সারা দেহ অবশ লাগে,
মন হয়ে আছে অস্থির
ভাল লাগে না কিছুতেই।
কি আর লিখি আমি
আমার লেখার প্রতিটি শব্দই
এক একটি আর্তনাদ যেনো।
April 27, 2013 •


মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৫৪

রাজীব নুর বলেছেন: আল্লাহ যাদেরকে বেশী ভালোবাসেন- তাদেরকে বেশী বিপদ আপদ দিয়ে থাকেন।অবিরাম দুঃখ। বিরামহীন কষ্ট। অসহ্য যন্ত্রনা আর শোকগাঁথার ভিতরে বেঁচে আছি আমরা।আমরা বাঙ্গালী জাতি, বাঙ্গালী জাতি সহজ জিনিস না। কোনো ঝড় তুফান আমাদের কাবু করতে পারবে না।আমরা ঠিকই মাথা উঁচু করে দাঁড়াবো।
জয় বাংলা।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশাআল্লাহ
আল্লাহ সবাইকে হেফাজত করুন

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া

২| ২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৫

ব্লগার ফাহিম বলেছেন: সেই রানা এখনও জেলে রাজার মতোই আছে আর সবাই ক্ষতিপূরণও পায়নি।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমাদের দেশ এমন কেনো। স্বার্থপর সব মানুষ

:(

৩| ২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

তারেক ফাহিম বলেছেন: ছবি আপু,

২০১৩ সালে ব্লগ কি তাও জানতাম না!!

২০১৯ সালে আপনার ব্যথাতুর লেখাটি পড়ে হৃদয় ভারক্রান্ত হল।

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ১১:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: টিভির চ্যানেলে সেই দৃশ্যগুলো এখনো ভোলা যায় না :(

আল্লাহ ওদের জান্নাতবাসী করুন

৪| ২৪ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৩৯

সালাহ উদ্দিন শুভ বলেছেন: মর্মস্পর্শী লেখা, স্মৃতিগুলো আবারো একবার ভেসে উঠলো চোখের সামনে।

২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সেই দৃশ্যগুলো ভুলা অসম্ভব
:(

৫| ২৪ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৪০

তাজেরুল ইসলাম স্বাধীন বলেছেন: :(

২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: :( আল্লাহ ওদের জান্নাত নসীব করুন

৬| ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ১২:০৭

সাহিনুর বলেছেন: আহ! এই ছবি গুলো । অনেক অনেক কষ্ট দেই ।

২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া :(

৭| ২৫ শে এপ্রিল, ২০১৯ ভোর ৬:২৪

ডঃ এম এ আলী বলেছেন: রানা প্লাজার মর্মান্তিক ঘটনায় আমরা এখনো শোকাহত ।
এরকম দুর্ঘটনার আর যেন কোন পুণরাবৃত্তি ঘটে সে বিষয়ে
সংষ্লিষ্ট সকলকে সচেতন ও সোচ্চার থাকতে হবে ।

২৫ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সচেতন আর সোচ্চার মানুষ কখনই হতে চায় না। ভুল থেকেও শিক্ষা নেয় না মানুষ। আল্লাহ আমাদের হেফাজত করুন

৮| ২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৫২

ব্লগার_প্রান্ত বলেছেন: আমার এক আংকেল এই ট্রাজেডিতে মারা গিয়েছিলো

২৫ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: :( আল্লাহ উনাকে বেহেশত নসীব করুন :(

৯| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:১০

অজ্ঞ বালক বলেছেন: সেই সময়ের কথা যখন দেশকে নিয়া একই সাথে সবচাইতে হতাশ ও সবচাইতে আশাবাদী হইসিলাম। অনেক কথা মনে পড়লো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.