নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
হালফ্যাশনের জগত,মিলে না কারো সাথে কারো মতামত। মানুষের মনও কেমন যেনো রুচিহীন ধীরে ধীরে, মানুষ নিজের রুচি সময়ের কাছে বিকিয়ে হারায় সুখে হালফ্যাশনের ভিড়ে। উদ্ভট পোষাকে গায়ে তুলে নিয়ে মানুষ পথে হাঁটে বুক ফুলিয়ে, ছেঁড়া টুটা ফাঁটা কাটাকুটি,লেজঝুলা অথবা টাইট বস্ত্র নেয় গায়ে ঝুলিয়ে। কে কী বললো তা নিয়ে নেই কারো ভ্রুক্ষেপ,নেই কারো কোনো আক্ষেপ।
আয়নায় দাঁড়িয়ে মানুষ দেখে নেয় তার রূপ,অদ্ভুত লাগছে তবুও থেকে চুপ,ওরা নির্দ্বিধায় পা রাখে বাইরের ধরায়,লজ্জাহীন কদম সম্মুখে গড়ায়। মেয়েদের কেউ পাজামা উঠিয়ে সুন্নাত পালন করে,কেউ বোরখা গায়ে জড়িয়ে,ফিতে বেঁধে নেয় পিছনে,দেহের ভাঁজে ভাঁজে সুখ ইমারত গড়ে।
জিন্স টাইস আর মাথায় বাঁধাকপির মুকুটে সেজে মেয়েরা উচ্ছ্বাস কুঁড়ায়,জনসম্মুখে ছেলেদের হাতে হাত রেখে মন মোহে জুড়ায়। লজ্জাহীন চোখের চাহনি ওদের,মুরুব্বি দেখলে চোখ নুয়ে পড়ে না মাটিতে,ওরা ছেলেদের কাঁধে মাথা রেখে অলস সময় কাটায় বসে দুর্বার পাটিতে।
ছেলেরাও যায় না কম,পথে হাঁটলেই এদের রূপ দেখি হরেক রকম। ওরা পথে বেরিয়েই হাতে তুলে নেয় বিড়ি,উদ্ভট চুলের ছিঁরি। সজারুর চুল,মাঝে থাকে খারা,ওরা পথে দাঁড়িয়ে বিড়ি ফুঁকে,কোথাও যাওয়ার নেই ওদের তাড়া। রক্তবর্ণ চোখ আর ছেঁড়া প্যান্ট গায়ে, হাতে চুড়ি, ছেঁড়া জুতা পায়ে। ওরা ছাত্র ওরা কর্মজীবি ছেলে,উদ্ভট ফ্যাশন গায়ে জড়িয়ে উড়ে পাখনা মেলে।
ওদের মুখের ভাষা,মন্দ কথায় ঠাসা। ওরা বন্ধুদের ডাকে অই খানকির পোলা,হয়ে আত্মভোলা,কখনো বান্দির পোলা বলে ডেকে, ভদ্রতা শুদ্ধতা সব পকেটে রেখে। ওরা গালি দেয় মা জাতিকে অবলীলায়,গালি দিয়ে বন্ধুদের সাথে উচ্ছ্বাস বিলায়। ওরা ছাত্র, শিক্ষিত ওরা,ওরা কর্মজীবি খেটে খাওয়া মানুষ তবুও ওরা ওড়ায় মোহাকাশে মন্দের ফানুস।
মানুষের মুখ যেনো প্রাক্কালন কেন্দ্র,মন্দ ভাষায় ভরপুর,ঠোঁটের আগায় মন্দ নিয়ে হাঁটে সন্ধ্যা দুপুর। মন্দ ভাষাকে স্বাভাবিক করে নিয়ে ওরা কথা বলে বেড়ায় মানুষের মাঝে,সামাজিক যোগাযোগের মাঝে- কেউ বাঁধা হয় না, করে না কেউ প্রতিবাদ ওদের মন্দ কাজে।
দেখে দেখে মেয়েদের মুখের ভাষাও হয়ে গেলো মন্দ,মানুষের মন হলো অশুদ্ধতায় খানাখন্দ। ভেবে মরি,বুকের বাড়ি দুঃস্বপ্ন গড়ি। বললেও ফেঁসে যাই,আমি যেনো ধুলোবালি ছাই। অন্তর কেঁদে মরে অশুদ্ধতার অনলে,আমি হারাই ফের দুঃস্বপ্নের অতলে।
April 26 at 12:37 PM
২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাইতো বার বারা তাঁর কাছে প্রার্থনায় বলি হেদায়েত দাও মাবুদ আরেকটুখানি হেদায়েত দাও
মোহ দাও কাটিয়ে
আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আরও হেদায়েত দিবেন
২| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৫:৩৪
ল বলেছেন: বাস্তব জীবনের কাহিনি সুন্দর করে তুলে ধরেছেন +++
২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ল
ভালো থাকুন অনেক অনেক
৩| ২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:০৭
আরোগ্য বলেছেন: বাহবা আপু। পোস্ট একদম খাসা হয়েছে।
২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ আরোগ্য ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
সুন্দর কাটুক সময়গুলো
৪| ২৮ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮
আর্কিওপটেরিক্স বলেছেন: সুন্দর !
২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ
৫| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:১৯
আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,
বাহ বেশ তো ছড়ার আমেজ ঢুকিয়ে দিয়েছেন লেখাতে, মজাও পেয়েছি কিন্তু পড়াতে....................
বাস্তবের ছবিই।
২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
সুন্দর কাটুক আগত সময়গুলো
৬| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৩০
মুক্তা নীল বলেছেন:
বাস্তবতার বহিঃপ্রকাশ করেছেন চমৎকারভাবে +++
২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দিন আরও
৭| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭
নীল আকাশ বলেছেন: বেশ বেশ, আজকাল তাহলে প্রকৃতি বাদ দিয়ে এইসব দৃশ্যের ছবি তোলা হচ্ছে....
২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: এসব অনাচার তুলতে খুব ইচ্ছে করে
কিন্তু তাও তোলা হয় না । রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ আজকাল
আল্লাহ আমাদের হেদায়েত দিন আরও
ভালো থাকুন ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
৮| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৩৯
মাহমুদুর রহমান বলেছেন: সত্য মানুষের কাছে অপছন্দনীয় তারপরও তা প্রকাশ করুণ।
২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাহমুদ ভাইয়া। আমি মোটামুটি প্রকাশ করি। অনেকের চোখের কাঁটা হই
আল্লাহ আমাদের সত্য প্রকাশের সাহস দিন আরও
৯| ২৮ শে এপ্রিল, ২০১৯ রাত ১০:০৩
হাসান কালবৈশাখী বলেছেন:
ভুতের সাজ, মাথায় বাধাকপি দেখলে বিশ্রি ভন্ড মনে হয়
২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই। আয়নায় কি ওরা নিজেদের দেখে না আজিব লাগে
ধন্যবাদ আপনাকে
১০| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ১:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: বর্তমানকে অনেক সুন্দর একেঁছেন। একদিন বুঝবো ঠিকি তখন সময় হারিয়ে বেলা শেষে।
২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা সেটাই....।
অনুশোচনার সময়ও হারিয়ে ফেলবো
আল্লাহ আমাদের সঠিক বুঝদান দিন
জাজাকাল্লাহ খাইরান
১১| ২৯ শে এপ্রিল, ২০১৯ রাত ২:১০
কালো যাদুকর বলেছেন: অনেক সুন্দর হয়েছে। বিষেশ করে গদ্য স্টাইলটি।
২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার নাম দেখে ডরাইছি হাহাহাহাহ .... আচ্ছা এই যাদু কার উপ্রে দিয়া করেন?
অনেক ধন্যবাদ যাদুকর
ভালো থাকুন অনেক অনেক
১২| ২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৪৫
মোঃ মাইদুল সরকার বলেছেন: ওদের অনেকযে দেখতে বিশ্রী লাগে সেটা ওরা বুঝেনা। বুঝে কেবল উৎভটা ফ্যাশন।
+++++++++
২৯ শে এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরা আয়নায় নিজেকে দেখেও বুঝতে পারে না নিজেদের কেমন লাগে
আজব লাগে আসলেই। পোস্টে মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১৩| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:১৪
করুণাধারা বলেছেন: জীবন গদ্য! চমৎকার হয়েছে।
২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:২০
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
১৪| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৩:৩৬
জাহিদ অনিক বলেছেন: আহা ! আমার ভালোলাগে না এই জেনারেশনের অংশ হয়ে থাকতে
২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অথচ তুই এই জেনারেশনের অংশ। সুন্দর থাকো দোয়া করি
১৫| ২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:০৮
অজ্ঞ বালক বলেছেন: ছন্দে ছন্দে পুরাটা লেখলেন। দারুন। তবে আমি আদতে একটু বুড়াইয়া গেলেও এই জেনারেশনের একেবারে শুরুর দিকের সদস্য। তাই বিনয়ের সাথে বলে যাই আমি সব বন্ধুকে কিরে মা***দ বলে কথা শুরু করলেও জীবনে কোন অচেনা লোককে শালা বলেও গালি দেই নাই। আর হ্যা, বউয়ের সাথে বিয়ে হওয়ার আগে প্রেম চলাকালীন সময়ে সভ্য-অসভ্য সকল রকম ডেটিং করেও কিন্তু জীবনে দ্বিতীয় কোন মেয়েকে টীজ করি নাই। কাজেই এতটা ক্ষেইপা থাইকেন না এই জেনারেশনের উপর।
২৯ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে কিছু কিছু কথা শুনলে কষ্ট লাগে। মা'কে নিয়ে গালাগাল বা ঢং আমার সহ্য হয় না। এ নিয়ে একদিন স্টাফ বাসে আমি আর আমার এক কলিগ আপা বিরাট ঝগড়া লাগছিলাম । আমাদের কথা হলো আপনার দুইজন মিলে ঝগড়া করেন ঠিাকাছে কিন্তু গালির মাঝে মাকে টেনে আনেন কেনো। আমরাও মা...। আমাদেরও গায়েও কথাগুলো লাগে বড়। আল্লাহ আপনাদের সুখি রাখুন-শুদ্ধ রাখুন।
©somewhere in net ltd.
১| ২৮ শে এপ্রিল, ২০১৯ বিকাল ৪:৩৫
পদাতিক চৌধুরি বলেছেন: আপু,
জীবনের গদ্য কবিতা খুবই ভালো লাগলো।++
কিন্তু আমরা যে এক মায়াবী বলে আবদ্ধ হয়ে গেছি, যা থেকে পরিত্রাণের যে কোন রাস্তা নেই।
পোষ্টে দ্বিতীয় লাইক।
শুভকামনা জানবেন।