নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

=জীবন গদ্য...........(একজন মায়ের জন্য সন্তানদের আকূতি)

০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:০০




©কাজী ফাতেমা ছবি

ফণী তো ওদের বুকের বাড়ি আঘাত হানছে প্রতিনিয়ত। যেদিন থেকে মা শুয়ে আছেন হাসপাতালের বেডে। নাওয়া খাওয়া ভুলে কী দিন কী রাত পালাক্রমে শিয়রে বসে থাকা সন্তানেরা সামলাচ্ছেন সন্তর্পণে বুকের বাড়ি আগত শত সুনামী টর্নেডো সিডর অথবা ফণী। অশীতিপর বয়স, হাজার রোগ ব্যাধী বাসা বেঁধেছে তার দেহে, কখনো কিডনি আঁড়ি কাটে কখনও রক্তরা করে বিদ্রোহ, কখনো বা রক্তচাপ হয়ে যায় বৈশাখী খরা অথবা দেহের সোডিয়াম পটাশিয়াম রেখে ফেলে অনায়াসে রোজা, ঘাটতি পড়ে যায় এসব উনার। চোখের ঝাপসা আলোয় আত্মজদের বড় কার্পণ্য উনার। নাকের নলে থিরথির করে রিযিকের দানায় উদর ফুর্তি সে কী আর মিটে অথৈ ক্ষিধে!

অপেক্ষার বুকে মাথা রেখে কখনো চোখ লেগে যায় চেয়ারে বসে বসে, মায়ের নড়াচড়ায় চকিতে ফিরে আসে চেতন, ঘুমকে ছুটি দিয়ে দিন শেষে রাত যায় নিদ্রাহীন সহস্র ঘন্টা। ফিরে না দেহের শক্তি, ফিরে না চেতন, কেবল নড়াচড়া করলে ভুমিকম্পের ন্যায় কেঁপে উঠে পুরো দেহ উনার। জিভের আগায় আটকে থাকে না বলা হাজার কথা। বলা হয়ে উঠে না আর।

সটান শুয়ে মা, নাক ডাকার নিঃশ্বাসে ভারী হয়ে উঠে পরিচ্ছন্ন কেবিন। সফেদ কাপড়ে ঢাকা কেবিন, জানালায় সফেদ পর্দা, বিছানার চাদরখানাও পবিত্রতার ছুঁয়া মিশে আছে। অথচ এই শুদ্ধতার রঙ পোষাকেই উনাকে আমাকে সবাইকে ছাড়তে হবে এই মোহ দুনিয়া। সব অহংকার সব ক্ষমতা মিশে যাবে ধূলায়।

যে মা পেটে রেখেছেন দীর্ঘ নয় মাস নয়দিন অথবা তারও বেশি, তারপর একদিন পেট ব্যথায় দুনিয়া কাঁপিয়ে নিয়ে এসেছিলেন পর পর আটটি সন্তান। লালন পালন শিক্ষা দীক্ষায় কেটে গেলো তার মনোহারী প্রজাপতি দিন। কেটে গেলো যৌবন, কেটে গেলো দোয়েল সময়। সন্তানদের সাফল্য এখন তুঙ্গে, তিনি সুখি মানুষ, স্বস্তি বুকে নিয়ে বেঁচে থাকবেন সে আশায় কেবল সুখ দিনাতিপাত শুরু। ঠিক তখনি যৌবনের সেই হাঁড় ভাঙ্গা খাটুনির দেহে বাসা বাঁধে দুঃস্বপ্ন। মনে শান্তি আর দেহ জুড়ে রাজ্যের ব্যথা বেদনা নিয়ে তার শুরু দিন যাপন।

সন্তান হলো মানুষ, তিনি হলেন বুড়ো, মা মা বলে পাগল ছেলেরা মা চলে যাবেন মানতে নারাজ। নাওয়া খাওয়া ভুলে মায়ের সেবায় নিয়োজিত দিনরাত। আশা না ছাড়া সন্তানদের আকূতি যেনো ছুঁয়ে যায় আরশ, তিনি যেনো প্রাণ ফিরে পান দেহে। আবারও যেনো কথা বলেন তার সন্তানদের সাথ। হাসিমুখে ওরা ফিরে আসুক হাসপাতাল ছেড়ে,আপন নীড়ে। আল্লাহ যেনো প্রার্থনা করেন কবুল ওদের।

সন্তান যেনো এমনি হয়, উনার সন্তানের মত। দুনিয়াকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাকে নিয়ে ব্যস্ত থাকা সময়গুলো যেনো সকল মায়ের নসীবেই হয়। মানুষকে ভালোবেসে মানুষ ঠকে যায়, মাকে ভালোবেসে ঠকে যায়নি কোনো সন্তান। মাকে ভালোবাসুন, তার চাওয়া পাওয়া পূর্ণ করুন অনায়াসে। তার মন পড়ুন, তাকে রাখুন শ্রদ্ধায় সম্মানে ভালোবেসে মাথার টোপর করে। জগতের সকল মা সুখি হোন এ কামনায় আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ।

মন্তব্য ৩২ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:২০

নীল আকাশ বলেছেন: অনবদ্য লেখা। মনোযোগ দিয়ে পড়লাম।
সন্তানের জন্য মায়ের ভালোবাসা হলো ভালোবাসার শ্রেষ্ঠ বহি:প্রকাশ। সব মায়েরাই এইরকম হয়।
কিন্তু সব সন্তানরা কি মায়ের জন্য এইরকম করে?
ধন্যবাদ এবং শুভ কমনা রইল!!

০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:২৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার কথায় সহমত। সব সন্তানেরা এমন করে না। মায়ের খবরই নেয় না। এমন ঘটনাও দেখি -বড় কষ্ট লাগে। আমার দুই ছেলে । আল্লাহ জানেন তারাও কী আমাদেরকে নিয়ে ভাববে বড় হলে। আল্লাহ সবাইকে সুন্দর রাখুন

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

২| ০৬ ই মে, ২০১৯ বিকাল ৪:২১

মেঘ প্রিয় বালক বলেছেন: জানেন আমি প্রবাসে থাকি ২ বছর ধরে,মায়ের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলি ফোনে। মাঝে মাঝে আম্মু বলে আর কি বলবি?? আমি বলি কেন?কি কাজ আছে তোমার? মা তখন বলে তুই দেড় ঘন্টা ধরে কথা বলতেছিস,আমি রান্না করবো।।আমি মোবাইল হাতে নিয়ে দেখি সত্যিই। কথা বলতে বলতে কখন যে দেড় ঘন্টা হয়ে গেছে টেরয়ি পেলাম না। মা,আমি তাহার আদরের সন্তান,একদিন এমনও হইছে আমাকে আমার বন্ধুরা প্রশ্ন করে এত কথা কোথায় থেকে আনো, আমি তখন বলি ঘন্টার ঘন্টা মায়ের সাথে কথা বলার সহ্য ক্ষমতা সবার নেই।

০৬ ই মে, ২০১৯ রাত ৮:২৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মা এমনই, আল্লাহ আপনার মা আর,আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন

৩| ০৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৩২

সাহিনুর বলেছেন: মা একমাত্র ব্যক্তি যে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে জানে ।

০৬ ই মে, ২০১৯ রাত ৮:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: কথা শতভাগ সইত্য

জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক

৪| ০৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

ডঃ এম এ আলী বলেছেন: জগতের সকলে সুখী হোক এ কামনা রেখে
বিদায় নিলে চলবে কেমন করে ?
আপনিইতো একজন মা :)
মায়েদের সবসময় পাশে থাকতে হয় :) :)

শুভেচ্ছা রইল

০৬ ই মে, ২০১৯ রাত ৮:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা যামু আর কই আমার দূর অই ব্লগ পর্যন্তই, হ্যাঁ আমিও মা, বুড়া হইলে এরা তাদের বাপের মত হউবোই কিনা আল্লাহ জানেন

৫| ০৬ ই মে, ২০১৯ রাত ৯:০৯

রাজীব নুর বলেছেন: জীবনের দারুন গদ্য লিখেছেন।

০৭ ই মে, ২০১৯ সকাল ১০:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া
ভালো থাকুন
রমজানের শুভেচ্চা

৬| ০৬ ই মে, ২০১৯ রাত ১০:১৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়লাম,ভাল লাগলো। মন্তব্যের রিপ্লাই দিচ্ছেন দেখে আর ভাল লাগছে।

০৭ ই মে, ২০১৯ সকাল ১০:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাইয়া। মাঝে মাঝে সময় পেয়ে যাই । :) ভালো থাকুন
রমজানের শুভেচ্ছা

৭| ০৬ ই মে, ২০১৯ রাত ১১:৫৫

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




বেশ কিছু ভুলত্রুটি থাকার পরেও মেসেজটি কিন্তু অনবদ্য।

একমাত্র মায়ের ভালোবাসা বিনিময়হীন । এই মায়েরা যখন "কন্যা" থাকেন তখন তাদের ভালোবাসা জগৎব্যাপী সকলের জন্যে থাকলেও সাথে থাকে দেনাপাওনার কচকচি।

যখন "জায়া" হয়ে ওঠেন তখন ভালোবাসার পরিধি ছোট হয়ে সংসারে থিতু হয়। প্রাপ্তি-অপ্রাপ্তির ডামাঢোলে দুলতে থাকে তা।

আর যখন সেই কন্যা-জায়া একজন "জননী" হয়ে ওঠেন তখন তার সকল ভালোবাসা জমাট বেঁধে সব প্রাপ্তি-অপ্রাপ্তির, দেনাপাওনার সীমানা ছাড়িয়ে সন্তানের উপর অর্পিত হয়। তাইতো একজন সন্তানের পৃথিবীতে উচ্চারিত প্রথম শব্দটিই - "মা" ।

০৭ ই মে, ২০১৯ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: মায়ের মতন আপন এই পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহ সকল মাকে সুন্দর নিরাপদ ও সুস্থ রাখুন।

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ জিএস ভাইয়া

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
রমজানের শুভেচ্ছা

৮| ০৭ ই মে, ২০১৯ রাত ১২:৫২

আকতার আর হোসাইন বলেছেন: পবিত্র মাহে রমজান এর শুভেচ্ছা...


পরে পড়ে মন্তব্য করছি.

০৭ ই মে, ২০১৯ সকাল ১০:৩১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনাকেও শুভেচ্ছা
আনন্দে কাটুক আগত দিনগুলো

৯| ০৭ ই মে, ২০১৯ রাত ২:৫৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মাশাল্লাহ আল্লাহ নেক দুনিয়ার তাবত নেক সন্তানদের তাদের মায়ের হেদমত করার তৌফিক দান করুন। আপনাকে সুন্দর লিখাটির জন্য ধন্যবাদ। ভাল থাকুন সদায়।

০৭ ই মে, ২০১৯ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সুজন ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন
রমজানের শুভেচ্চা

১০| ০৭ ই মে, ২০১৯ সকাল ৯:৫৭

পবিত্র হোসাইন বলেছেন: ভালো থাকুক পৃথিবীর সকল মা

০৭ ই মে, ২০১৯ সকাল ১০:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো থাকুক সুস্থ আর নিরাপদে থাকুক সকল মা
সকল মাকে আমার সালাম

১১| ০৭ ই মে, ২০১৯ দুপুর ১২:২৯

ভুয়া মফিজ বলেছেন: গদ্য দেখে সাহস করে পড়লাম। বেশ কঠিন.....তাই ভালো করে বোঝার জন্য দু'বার পড়তে হলো! :(

সহজ-সরল ভাষায় একটা গল্প লিখুন এবার। :)

০৭ ই মে, ২০১৯ দুপুর ১২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । তবে দু:খের বিষয় হলো গল্প অনেকবার চেষ্টা করেছি কিন্তু লিখতে পারি না । ধারা বর্ণনা হয়ে যায় সব । :(

১২| ০৭ ই মে, ২০১৯ দুপুর ১২:৪৯

ভুয়া মফিজ বলেছেন: অসুবিধা নাই। লিখেন একটা।
জাফরউল্লাহ শরাফতের মহিলা ভার্সান দেখতে মন চায়! :P

০৭ ই মে, ২০১৯ দুপুর ১২:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহাহাহা ..... জাফরউল্লাহর মহিলা ভার্সন লিখবো ইনশাআল্লাহ :)

১৩| ০৭ ই মে, ২০১৯ দুপুর ২:৫৯

জুন বলেছেন: মায়ের মত আপন কেহ নাইরে দুনিয়ায় কাজী ফাতেমা ছবি।

০৭ ই মে, ২০১৯ বিকাল ৩:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপা মায়ের মত আপন কেউ নাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ

১৪| ০৭ ই মে, ২০১৯ রাত ১১:২৬

মাহমুদুর রহমান বলেছেন: আমার একটা বিশ্বাল স্বপ্ন আছে।
আল্লাহ্‌ আমাকে হায়াতে বাচালে আমি দুটো বৃদ্ধাশ্রম দিব।একটা বাবা ও অন্যটা মায়েদের জন্য।এবং তাঁদের সেবায় নিজেকে নিয়োজিত করার মাঝে অফুরন্ত ভালোবাসা আদায় করবো।দোয়া করি মহান আল্লাহ্‌ যেন আমাকে সেই তৌফিক দান করেন।আমীন।

০৮ ই মে, ২০১৯ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ আপনার আশা পূর্ণ করুন-আমিন

জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন সুন্দর থাকুন

১৫| ০৮ ই মে, ২০১৯ সকাল ১১:৫৮

মনিরা সুলতানা বলেছেন: খুব সুন্দর লেখা !

০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন অনেক অনেক :)

১৬| ০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:৪৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মায়ের ভালোবাসাটাই পৃথিবীতে বিনিময় বিহীন।

০৮ ই মে, ২০১৯ দুপুর ১২:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইয়েস শতভাগ সত্য। আল্লাহ তাআলাহ সকল মাকে হেফাজতে রাখুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.