নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
ক্যানন ক্যামেরা তোলা বিভিন্ন সময়ের তোলা ছবি। আশা করি ভালো লাগবে।
১।#চলো_হারাই_আজ_মল্লিকা_বনে
হলুদ রোদের লুকোচুরি-ফাগুন দিনের ফুলে
তুমি আমি হলুদ সাজে-হাওয়ায় যাচ্ছি দুলে।
না ছুঁয়ো না চোখের পাতা-নিভে যাবে রোদ্দুর
ছড়াক হাওয়ায় প্রেম আমাদের-কাঁপুক এ বুক দুদ্দুর!
মল্লিকা ফুল রঙ হলুদে-সাজিয়েছি দেহ
হলুদ রোদ্দুর চোখে এসে-বুলায় আলোর স্নেহ।
কমলা টিপ হলুদ শাড়ি -চোখের নিচে অঞ্জন
তোমার বুকে ছুটাছুটি-প্রেম পাখি হই খঞ্জন!
২। =যেখানে ধূলোমাটিতে রোয়া আছে শান্তির চারা=
মাছের আঁশটে ঘ্রাণ মাখানো একটি দুপুর,
দূর হতে ভেসে আসে বাতাসের সুর
রোদ্দুরের সাথে দুপুরের কানাকানি আর
মেঘ-রোদ্দুরের লুকোচুরি খেলা
এ যেনো গা ছুঁয়ে থাকা একটি মিষ্টি বেলা।
কান পেতে শুনি......
কে কয় কথা রিনিঝিনি সুরে দূরের বাঁশবনে,
ঐ যে বাঁশগুলো হেলে দুলে বাতাসের তালে তালে নৃত্যে মত্ত,
ভালো লাগার প্রহর আলতো ছুঁয়ে যায় মন;
ঠিক তখনই.............
ঔদাসিন্য সব দূরে ঠেলে পা রাখি ধূলো বালির পথে,
বন্ধ চোখে নি:শ্বাসে নেই বাতাসের ঘ্রাণ।
৩। প্রজাপতি_প্রহর
ধার দিবি কি তোর ডানা দুটো-ও প্রজাপতি?
উড়ে যাবো বাবার দেশে,
যেথায় আমার স্মৃতিগুলো উপুর হয়ে আছে
দিবি কি তোর ডানা দুটো-
কি-বা এমন হবে ক্ষতি
ও প্রজাপতি।।
৪। #ফিরে_যাবো_সেই_সেই_সভ্যতায়
সভ্যতার দ্বারে গিয়ে দাঁড়িয়েছিলাম একদিন
অতীত ভেবে গায়ে কাঁটা শিহরণ জেগেছিল
চিন্তার বেড়াজালে কেবল সেই সেই সভ্যতা আটকে যায়,
যেখানে কাদা ধূলো বালির মেঠোপথ ছিল,
সেই উঁচু নিচু উসকো খুসকো পথ মাড়িয়ে
গড়গড়িয়ে শ্লথ গতিতে হেঁটে যেতো গরু'রা
তাদের পিঠে ছিল জোয়াল......
জোয়ালে আটকে থাকতো, কাঠ কিংবা বাঁশ অথবা
মানুষের বোঝাই।
অক্লান্ত পরিশ্রমের সূতোয় ধরে পথ এগোতো গাড়িয়াল ভাই।
৫। #মেয়েবেলা_সেই_মেয়েবেলা
মেয়েবেলা সেই মেয়েবেলা, দুরন্তপনা আসি ছোঁয়ে
কে রেখেছে এখানটাতে ভালোবাসা রোয়ে!
মেয়েবেলা সেই মেয়েবেলা
যেথায় বসতো রোজ বিকেলে-ডানপিঠেদের মেলা।
দূর্বাঘাসের গালিচাতে-বসে কাটাই রোজ বিকেলে
মেয়েবেলা সেই মেয়েবেলা-এখন বলি সে ছিলো খুব সেকেলে,
মধ্য বয়স-যাই ফিরে যাই টাইম মেশিনে সেই মেয়েবেলায়
হারাই আমি-হ্যাঁ এখনো, ওদের মাঝে-দৌঁড়ঝাপ করার আজব খেলায়।
৬। আমার_গায়ের_ধূলোমাটি
আমার গায়ের ধূলো মাটি-শিশির ভেজা দূর্বাঘাসে
পিঁপড়া ফড়িঙ প্রজাপতি-কিংবা বসে রোদ্দুর হাসে।
আমার গায়ের তরু লতা -বৃষ্টি ভেজা সবুজ পাতায়
টলমলে জল মুক্তোর দানা-বসে থাকে ঘাসের মাথায়।
আমার গায়ের বটের ছায়ায়-বাঁশি বাজায় রাখাল ছেলে
বটের ডালে কোকিল জোড়া-সুখের তরে পাখনা মেলে!
কুহু সুরের পাগল হাওয়া-আমার গায়ের আকাশ জুড়ে
ফুটে থাকে শিমুল অশোক-শিউলি ফোটা আলোর ভোরে।
৭। #চলো_ব্যাঙ_হয়ে_যাই
চলো ব্যাঙ হয়ে যাই তুমি আমি, লম্ফ ঝম্প দিয়ে বসি গিয়ে পদ্ম পাতায়
সুখের ঠেলায়, চলো ব্যাঙ হয়ে যাই এবেলা-জলের উপর পাতার ছাতায়
রোদ্দুর পোহাই দু'জন মিলে, এ'পাতা আর ও'পাতায়-
ছন্দ গড়ি মনের খাতায়
চলো ব্যাঙ হয়ে যাই জলের উপুর
সাঁতার কাটি প্রেমের জলে উদাস দুপুর
সুর তুলে গাক্ উদাস পাখি - যাক না প্রেমে ডাকি ডাকি-
চলো জলের উপর দৃষ্টি রাখি, প্রেমের হাওয়ায় উদাস থাকি।
৮। #মুগ্ধতাতে_আছি
ঘাসফুলের ঐ পাতার উপর-মৌ'পোকাদের বসছে মেলা
গুনগুনিয়ে গাইছে সুরে-দেখতে দেখতে যায় যে বেলা,
অপেক্ষাতে ছিলাম তোমার-আসলে না যে, বসে আছি
খেলছো নাকি প্রেমের ছলে- আমার সাথে কানামাছি?
নাই-বা আসলে কথা দিয়ে-ভাল আছি সুখের ছোঁয়ায়
চারিদিকে মুগ্ধতার রেশ-মাঘের শেষের স্নিগ্ধ হাওয়ায়!
কতকিছু দেখছি চোখে-প্রজাপতি রঙিন পাতা
এই দেখো না গাছের তলায়-খুলে বসছি কাব্যের খাতা।
৯। ঘাটে_বাঁধা_আছে_নৌকা_মাঝি
ঘাটে বাঁধা আছে নৌকা- ভাসতে ইচ্ছে মনে-চল্ ভাসি পাশাপাশি
তুই মাঝি-আমি মাঝি-বৈঠা হাতে জলে ভাসাভাসি
চল্
দুটো নৌকায় দুজনা রাখি পা- এবেলা না হয় খেলি নৌকা দৌঁড় খেলা
এপার হতে ওপারে যাব-ফিরে আসবো এপারে-
কেটে যাক না হয় পুরো একটি বেলা।
কে জিতে কে হারে, দেখে নেই এবার!-ওয়ান টু থ্রি
আহা কুয়াশাচ্ছন্ন, মিষ্টি রোদ দিন-হীম হাওয়া বইছে ঝিরিঝিরি।
জলের ছিটায় সিক্ত হই-স্বস্তি নেই টেনে বুকে-
তুই মাঝি ভেসে যা-আমার আগে
না হয় আমি যাই-কে কারে আর রুখে।
আচ্ছা তুই কি আমায় হারাতে চাইবি? নাকি আমি হেরে যাবো?
ফেলে যাবি এপারে-তোকে কি আর ফিরে পাবো?
১০। নদীর_চর_আমাদের_সমুদ্র_সৈকত
শুকনো নদীর বালুচর পথই হোক-আমাদের সমুদ্র সৈকত
চলো ঘুরে আসি এবেলা ওপথ,
ঝিনুক নাই-বা কুঁড়ালাম এখানে-জলে পা ডুবিয়ে খানিকটা হাঁটব
ভিজে যাক বসন, গল্পোচ্ছলে দু'জনার সুখ দু:খ বাটব।
আজ আর দূর্বাঘাসে নয় আসন পেতে বসা
নোংরা হোক গায়ের কাপড়, হোক ভিজে বালির গালিচা আজ চষা,
পা ছড়িয়ে বসে আমরা, মানুষ দেখব-দেখব মানুষের হাসি
উচ্ছ্বাস দেখব আর, খুঁজব ঠোঁটে তাদের মুগ্ধতা রাশি রাশি।
১২ ই মে, ২০১৯ বিকাল ৫:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন
ইনশা আল্লাহ আরও অঢেল ছবি জমা পড়ে আছে এক এক করে দিয়ে দেব
২| ১২ ই মে, ২০১৯ বিকাল ৩:৫৫
সাহিনুর বলেছেন: ছবি গুলো এক কোথায় অসাধারণ সাথে লেখা গুলো ও
১২ ই মে, ২০১৯ বিকাল ৫:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভীষণ ভালো থাকুন
শুভেচ্ছা
৩| ১২ ই মে, ২০১৯ বিকাল ৪:১৯
হাবিব বলেছেন: আফনে এতো সময় কই পান? বাক্কা সুন্দর হইছে..............
১২ ই মে, ২০১৯ বিকাল ৫:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদিনে তো আর তুলি না। প্রতিদিন একটা এডিট করি। থ্যাংকিউভাইয়া
৪| ১২ ই মে, ২০১৯ বিকাল ৪:২৬
নজসু বলেছেন:
এত্তো সুন্দর ছবি আর এত্তো সুন্দর লেখা।
আপা, তোমার ছবি নামটা স্বার্থক।
প্রজাপতি নিয়ে লেখাটা আমার খুব ভালো লেগেছে।
আহা, আমার যদি অমন দুটো ডানা থাকতো।
২য় আর শেষের ছবিতে আমার মন উদাস হয়ে গেছে।
১২ ই মে, ২০১৯ বিকাল ৫:৪২
কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ আরও স্বার্থক হোক তাই চাই
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই কে নিয়ে
শুভেচ্ছা রইল
৫| ১২ ই মে, ২০১৯ বিকাল ৪:৩০
মেঘ প্রিয় বালক বলেছেন: প্রথম ছবিটা খুব ভালো লেগেছে,সাথে তো কবির মধু মাখা কবিতা। ধন্যবাদ কবি।
১২ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক
৬| ১২ ই মে, ২০১৯ বিকাল ৫:১১
চাঁদগাজী বলেছেন:
কবিতার জোয়ারে ছবিও ভেসে গেছে
১২ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। ভালো থাকুন অনেক অনেক
শুভেচ্ছা রইল পোস্টে আসার জন্য
৭| ১২ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৫
মুক্তা নীল বলেছেন: আপা,
দশটি ছবিই সেরা হয়েছে। একেকটা ছবির একেকটি অর্থ বহন করে ,সেই সাথে মন ভালো হওয়ার দাবি রাখে।
প্রতিটি ছবি হচ্ছে সত্তা আর কবিতা হচ্ছে সৃষ্টি। সত্তা আর সৃষ্টি মিলে জন্ম নেয় এক অপূর্ব ভালো লাগার মিলন মেলা। দারুন মুগ্ধতা +++
১২ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশা আল্লাহ সুন্দর মন্তব্য। কৃতজ্ঞতা আপি
ভালো থাকুন অনেক।
জাজাকিল্লাহ খাইরান আপি
শুভেচ্ছা ও ভালোবাসা নিয়েন আপি
৮| ১২ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: আহা! বাংলার চোখ জোড়ানো প্রকৃতি রূপ! বড়োই মনোমুগ্ধকর দৃশ্যের সাথে ছন্দের গাঁথা মালা।।
খুব সুন্দর ফটোগ্রাফি, শুভকামনা রইল
১৩ ই মে, ২০১৯ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
সুন্দর হোক সময়গুলো । শুভেচ্ছা রইলো
৯| ১২ ই মে, ২০১৯ রাত ১০:১৩
রাজীব নুর বলেছেন: ছবি ও কবিতা খুব সুন্দর।
১৩ ই মে, ২০১৯ সকাল ১০:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া
ভালো থাকুন
১০| ১৩ ই মে, ২০১৯ রাত ১২:৩০
মাহমুদুর রহমান বলেছেন: অত্যান্ত নয়নাভিরাম সব ছবি।
প্রীশু জানবেন কিন্তু।
১৩ ই মে, ২০১৯ সকাল ১০:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
সুন্দর হোক আগামী সময়গুলো
শুভেচ্ছা সতত
১১| ১৩ ই মে, ২০১৯ রাত ১২:৩৯
ল বলেছেন: অরে্ববা,,,
তোমার বুকে ছুটাছুটি - প্রেম পাখি হই খঞ্জন --
- ছবি কথা, ছন্দ, সুরে বিমোহিত হলাম।।।
শুভ কামনা নিরন্তর।
১৩ ই মে, ২০১৯ সকাল ১০:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান। আপনার নাম মনে হয় লতিফ । কে জানি কোন পোস্টে বললো হাহাহা
ভালো থাকুন লতিফ ভাই
সুন্দর কাটুক আগত সময়গুলো
শুভেচ্ছা ভালোবাসা রইল
১২| ১৩ ই মে, ২০১৯ রাত ১২:৫৮
পদাতিক চৌধুরি বলেছেন: চমৎকার আপু! আপনি আছেন আপনিতেই। অপূর্ব ছবিগুলো সঙ্গে সুন্দর কথাতে মুগ্ধতা। ++
শুভকামনা ও ভালোবাসা জানবেন।
১৩ ই মে, ২০১৯ সকাল ১০:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ পদাতিক ভাইয়া । অনেক ভালো থাকুন
সুন্দর মন্তব্য অনুপ্রেরণা যোগায়
শুভেচ্ছা সতত
১৩| ১৩ ই মে, ২০১৯ রাত ২:১৮
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবিগুলোত সুন্দর কথাগুলো যেনো আরো সুন্দর। ভালো থাকবেন এই রোজার মাসে।
১৩ ই মে, ২০১৯ সকাল ১০:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান । সুন্দর থাকুন সারাবেলা। ভালো কাটুক মাহে রমজান
শুভেচ্ছা সতত
১৪| ১৩ ই মে, ২০১৯ সকাল ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: আপনার এই বিষয়টায় আমার বরাবরই হিংসে হয়।
.........শুভ কামনা সব সময়।
১৩ ই মে, ২০১৯ সকাল ১০:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া । অনুপ্রেরণা পাই এমন মন্তব্যে
ভালো থাকুন
শুভেচ্ছা আর ভালোবাসা সতত
১৫| ১৩ ই মে, ২০১৯ সকাল ১১:১৮
নীলপরি বলেছেন: বাহ। খুব ভালো লাগলো ।
++
শুভকামনা
১৩ ই মে, ২০১৯ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি
সুন্দর থাকুন
ভালোবাসা অবিরাম
১৬| ১৩ ই মে, ২০১৯ সকাল ১১:৩১
তারেক_মাহমুদ বলেছেন: সবগূলো ছবি দেখতে পেলাম না নেটের ঝামেলার কারণে, লেখাগূলো অসাধারণ লাগলো।
১৩ ই মে, ২০১৯ সকাল ১১:৩৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক
১৭| ১৩ ই মে, ২০১৯ সকাল ১১:৫০
নীল আকাশ বলেছেন: আপনি ছবি আর কবিতা একসাথে দিয়ে পাঠকদের বেশ বড় রকমের সমস্যায় ফেলে দেন।
কোনটা রেখে কোনটা দেখি না পড়ি?
আজকের ছবিগুলি বেশ ভালো হয়েছে। আপনি কি ক্যামেরার সামনে এক্সট্রা ফিল্টার লাগান নাকি?
ছবিগুলি বেশ ঝকমক করছে। ১,৩,৪ এবং ৮ চমৎকার লেগেছে। বিশেষ করে ৩ এবং ৪।
এইবার বেশ ভালো কাজ করেছে, আপনার নাম ছবির মধ্যে এমবোস করে দিয়ে।
যেই ইউজ করুক না কেন, বুঝা যাবে ছবিগুলি আপনার।
সবকবিতাগুলি এইবার ছবিগুলি দেয়া উপলক্ষে লিখেছেন?
একটা কবিতা লিখতে সবার বারটা বেজে যায় আর আপনি যেই হারে কবিতা দিয়ে যাচ্ছেন
কবিগুলিও পড়তে ভালোই লাগলো। ২, ৪ এবং ৬ ভালো লাগেছে।
ভালো থাকুন আর সব সময় সুন্দর সুন্দর সবছবি আমাদের উপহার দিন।
শুভ কামনা রইল!!
১৩ ই মে, ২০১৯ দুপুর ১:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলে ভাইয়া পাঠকরা ছবির সাথে লেখা চায় বলেই আমি লেখা জুড়ে দেই । আপনারা না চাইলে দেবো না আর । কেবল ফটো দেবো ঠিকাছে ।
না ক্যামরার সামনে ফিল্টার লাগাই না ।
একেকটা ছবি একেকদিন এডিট করি আল ফেবুতে পোস্ট দেয়ার সময় লেখা লাগিয়ে দেই। এক ঢিলে দুই পাখি মারা হয়ে যায়। আর এখানে শুধু কপি পেস্ট মেরেছি হাহাহা।
সুন্দর মন্তব্য হলো অনুপ্রেরণার উৎস। জাজাকাল্লাহ খাইরান অনেক ভালো থাকুন। সাথেই থাকুন
১৮| ১৩ ই মে, ২০১৯ সকাল ১১:৫৬
জুন বলেছেন: অপুর্ব সব ছবিতার সাথে কবিতা , কাকে রেখে কার কথা বলি
অনেক ভালোলাগা রইলো ।
+
১৩ ই মে, ২০১৯ দুপুর ১:৫৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান আপি। সুন্দর থাকুন
ভালো কাটুক দিনগুলো
শুভেচ্ছা আর ভালোবাসা রইল
১৯| ১৩ ই মে, ২০১৯ দুপুর ২:০৪
ওমেরা বলেছেন: ছবি গুলো খুব সুন্দর নয়ন জুরিয়ে যায় মন ভরে যায়। ধন্যবাদ আপু।
১৩ ই মে, ২০১৯ দুপুর ২:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। ভালোবাসা আর শুভেচ্ছা দিলাম
২০| ১৩ ই মে, ২০১৯ দুপুর ২:০৫
ভুয়া মফিজ বলেছেন: আপনার চমৎকার এসব ছবি কোন প্রতিযোগিতায় পাঠান না?
১৩ ই মে, ২০১৯ দুপুর ২:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারে গন্য করে না ভাইয়া ... হাহাহাহা
কত গ্রুপে দেখি প্রদর্শনী হয় । আমি ছবি দিলে নেয় না । জনপ্রিয়তা নাই
আপনার এমন মূল্যবান মন্তব্য অনুপ্রেরণা হয়ে থাকবে। ইনশাআল্লাহ আরও ভালো ছবি উপহার দিবো আগামীতে।
শখের দাম আমার কাছে অনেক।
২১| ১৩ ই মে, ২০১৯ বিকাল ৪:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ ! খুবই ভালো লাগলো।
১৪ ই মে, ২০১৯ দুপুর ২:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সাজ্জাদ ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
©somewhere in net ltd.
১| ১২ ই মে, ২০১৯ বিকাল ৩:৫২
আপেক্ষিক মানুষ বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে আপু ছবি গুলো। বিশেষ করে পাঁচ নাম্বারটা অসাধারণ ভাল লেগেছে।
আশা করি এমন ভাল ভাল ছবি আরো পাব।