নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» গোলাপ ফুল (মোবাইলগ্রাফী-৩৩)

১৬ ই মে, ২০১৯ বিকাল ৩:৪০


---------------------------------------------------------------------------------------------------------------------
তোমার মন যদি কখনো এলোমেলো হয়, বিষাদ জমা হয় চোখে, মন হয় বিষণ্ণ অথবা সময়গুলো তোমার পাথর হয় খুব, তুমি এসো গোলাপ ফোটা বাগানে। যেখানে বাতাসে দোল খায় মুগ্ধতা, গোলাপের পাতায় আটতে থাকে রাজ্যের স্নিগ্ধতা-তুমি হারাবে ঠিক ঠিক, কোথায় উড়ে যাবে সব ক্লান্তি তুমি টেরই পাবে না।

স্যামসাং এস নাইন প্লাস দিয়ে বিভিন্ন সময়ে তোলা কিছু গোলাপের ছবি। সবগুলো ভালো না আসলেও গোলাপ তো গোলাপই, সবার জন্য হোক ঘ্রাণ ছড়ানো বেলা। সুন্দর থাকুন সবাই ।
----------------------------------------------------------------------------------------------------------------------
২। গোলাপী আভাতে ছড়িয়ে আছে কিছু মুগ্ধতা, আঙ্গুল ছোঁয়ালেই ঝরে পড়ে শুদ্ধতা। মনটা শুদ্ধ হোক তোমার, প্রকৃতির এমন রঙে। গোলাপের পাতায় পাতায় আঁকা যেনো শত কবিতা। একটি কবিতা তুলে দিতে চাই তার হাতে, যে কী না অবহেলায় রাখে সদা দূরে আমায়।



৩। আমি তোমার শিশু বউ গো, আমি তোমার শিশু বউ
এই দেখো না আধ মেলা পাপড়ি খুলে ছড়িয়েছি মউ
পাপড়ি মেলা একটি প্রহর, তুমি এসে বলো-বউ কথা কউ big_smile



৪। ঘ্রাণ ছড়িয়ে ফুটে থাকে হরেক রঙের গোলাপ, উঠোনের কোণে সবুজ আচ্ছাদন ফুঁড়ে ওরা হেসে উঠে রোজ সকালে। ঘুম ভেঙ্গে একদিন দাঁড়িয়ো ওদের সামনে, তোমার মন হয়ে যাবে দোয়েল পাখি।



৫্। লাল গোলাপের একটি গুচ্ছ, দেবে এনে আমায়, গোলাপ রঙ তুলিতে কিছু সুখ এঁকে দেবে আমার জামায়?



৬। হাতে করে নিয়ে এসো লাল গোলাপের চারা, ঝুল বারান্দায় লাগাবো চুপ, ঘ্রাণে পাগলপাড়া।



৭। হলুদ শাড়ি হলুদ চুড়ি, হলুদ চুলের ফিতা, ও বন্ধুরে হবি নাকি আমার প্রাণের মিতা?
খোঁপায় দিবি হলুদ রঙে গোলাপ ঝুলিয়ে, রাখবি আমায় আপন করে প্রেমে ভুলিয়ে?



৮। সবুজের মধ্যিখানে রক্তবর্ণ গোলাপ, আমার স্বাধীন পতাকা, হাওয়া এলেই দুলে উঠে স্বাধীনতার সুখে। আহা সবুজের বুকে লাল সে থাকবেই চিরকাল।



৯। রঙ বাহারী গোলাপ বাগে, ভ্রমর হয়ে এসো, আমায় নিয়ে সুখের ঠেলায়, ডুব সাতারে ভেসো।
কলি হবো গোলাপ বাগের তুমি হয়ো মৌমাছি, খেলবো দুজন প্রেমের ছলে রুমাল বেধে কানামাছি।



১০। অভিমানে মুখ ফিরিয়ে নিয়েছি সেই কবেই, গোলাপী আভার মুখ বিষাদে হলো নীল। তুমি খুঁজলে না আমার অভিমান, আমি যেনো চুপসে যাওয়া গোলাপের পাপড়ি। ধূলায় মিশে যাবো তবুও তুমি বুঝবে না আমায়।



১১। তুমি আমি পাশাপাশি, কী আনন্দে ভাসাভাসি, ভালোবাসায় ফুটে থাকি, বৃষ্টির জলে স্বপ্ন আঁকি, তুমি আমি পাশাপাশি, অকারণে হাসাহাসি.......... দাও বলে দাও ভালোবাসি।



১২। ছুঁয়ে দিয়ো না চোখের পাতায়, ঝরে যাবো ধূলোয়, ঠিক গোলাপের পাপড়ির মতন, তখন তো আর তুলে আনবে না আমায় যতন, রাখবে না আগলে বুকের বামে......... কিনবে না মন আমার প্রেমের দামে।



১৩। চোখ জ্বালিয়ে দেবো যদি তাকাও, ঠোঁটে এঁকে দিয়েছি রক্ত গোলাপ রঙ, চোখের পাতায় সবুজাভ আইশ্যাড, চোখ ফিরিয়ে নিয়ে বলো আমায়, চলো ঘুরে আসি কোথাও। আমি যেনো নাজুক গোলাপ হয়ে যাবো......হাত ধরে ঘুরবো রঙ দুনিয়ায়।



১৪। মন বড় উচাটন, গোলাপ হতে পারলে ঠিক হতো, তুমি ছুঁয়ে দিতে আর আমি নুয়ে পড়তাম তোমার ভালোবাসায়।



১৫। জল ছিটিয়ে দিয়ো মনের বাগে, এক টুকরা প্রশান্তি বয়ে যাক মন বাগানে। তুমি আসলেই সেখানে থরে থরে ফুটবে সুখ গোলাপ ।



১৬। হাজার গোলাপ ফুটুক তোমার মন উঠোনে, ভালোবাসা সারে উর্বর করে চোখের জল ছিটিয়ে দিলেই তুমি সুখী হবে তাই না? মনে ফুটবে তোমার হাজার গোলাপ।



১৭। আহা! কী সুন্দর রঙ গোলাপের গা ছুঁয়ে আছে। তুমি কী একবারও ভেবেছো স্রষ্টার সৃষ্টির কোনো তুলনাই হয় না। কত রঙ দিয়েছেন বৃক্ষ তরু লতায়। অনুভব করো একবার, স্বীকার করো তার সৃষ্টি, তাঁর দয়ায় চোখের আলোয় দেখছি রঙ ভুবন।



মন্তব্য ৩৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৯ বিকাল ৩:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: এত্তগুলা গোলাপ :D

নাইস পোস্ট :)

১৬ ই মে, ২০১৯ বিকাল ৩:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আর্কি :) ভালো থাকুন
অফিস ছুটি বাসায় যাচ্ছি-ফি আমানিল্লাহ

২| ১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:০৬

মুক্তা নীল বলেছেন:
আপা
গোলাপ এমনিতেই আমার খুব প্রিয় ফুল। সেই সাথে এতগুলো গোলাপ ফুলের ছবি দেখে শুধুই মুগ্ধতা, মুগ্ধতা ,মুগ্ধতা। কোন কমেন্ট করার ভাষা নেই চোখ বন্ধ করে শুধু গোলাপের অনুভূতির মুগ্ধতা গ্রহণ করা +++

১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি । সুন্দর হোক সময়গুলো। পাশেই থাকুনভালোবাসা ও শুভেচ্ছা সতত

৩| ১৬ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৫

অতন্দ্র সাখাওয়াত বলেছেন: ভাল লাগলো।

১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালও থাকুন আপি

৪| ১৬ ই মে, ২০১৯ বিকাল ৫:৪৫

নীলপরি বলেছেন: খুব সুন্দর ।
++

শুভকামনা

১৬ ই মে, ২০১৯ রাত ৯:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি। ভালো থাকুন অনেক

৫| ১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:১৬

বলেছেন: Excellent

১৬ ই মে, ২০১৯ রাত ৯:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংক্স এ লট ভাইয়া। ভালো থাকুন অনেক

৬| ১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

নজসু বলেছেন:



অসম্ভব সুন্দর পোষ্ট।
ফুলের রাণি পোষ্টটিকে সৌন্দর্যে সমৃদ্ধ করে রেখেছে।
শুভেচ্ছা জানবেন আপা।

১৬ ই মে, ২০১৯ রাত ৯:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনে।
সুন্দর হোক সময়গুলো

৭| ১৬ ই মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৮

রাজীব নুর বলেছেন: ফুল দেখলেও চোখের আরাম হয়।

১৬ ই মে, ২০১৯ রাত ৯:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকিউ ভাইয়া
ভালো থাকুন

৮| ১৬ ই মে, ২০১৯ রাত ৮:৫২

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




সুগন্ধ ছড়ানো গোলাপী আমেজের পোস্ট। দারুন সব ছবি। হলদে গোলাপটিই নজর কেড়েছে বেশী।

একটা কথা বলি-- লিখেছেন, ...... এসো গোলাপ ফুটা বাগানে। যেখানে বাতাসে দুল খায় মুগ্ধতা.... ।
চিহ্নিত শব্দগুলো ব্যাকরণগত ভাবে ঠিক নয়।
হবে- এসো গোলাপ ফোটা বাগানে। যেখানে বাতাসে দোল খায় মুগ্ধতা...

১৬ ই মে, ২০১৯ রাত ৯:১০

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) ঠিক করে নিয়েছি। এই পোস্টটির জন্য মাত্র পনের বিশ মিনিট সময় পেয়েছিলাম। কী লিখেছি নিজেই জানি না। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুনঅনেক

৯| ১৬ ই মে, ২০১৯ রাত ৯:৪১

ব্লগার_প্রান্ত বলেছেন: গোলাপ খুবই সাধারণ এবং পরিচিত একটি ফুল, এর অনন্যতা টিকে আছে, কারন আমার গোলাপকে ভালোবাসার স্বারক হিসেবে নিয়েছি। ভালোবাসা সবকিছুকে অমর করতে পারে।

১৯ শে মে, ২০১৯ সকাল ১১:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ প্রান্ত ভাইয়া
ভালো থাকুন

১০| ১৭ ই মে, ২০১৯ রাত ১২:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের মতই বিউটিফুল অপ।
++++


শুভকামনা জানবেন।

১৯ শে মে, ২০১৯ সকাল ১১:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া । ভালো থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত

১১| ১৭ ই মে, ২০১৯ রাত ১:৩৩

কাওসার চৌধুরী বলেছেন:



আপা, এতো এতো গোলাপের ছবি কিভাবে তুললেন? আপনার মোবাইল গ্রাফীর তারিফ করতে হয়। গোলাপ হলো বিশ্বের তাবৎ প্রেমিক প্রেমিকার প্রেমের সিম্বল। গোলাপ ছাড়া প্রেম পানসে। চলেই না একদম। গোলাপ ফুল বা গোলাপের গাছ চেনে না এমন মানুষ কি দুনিয়ায় আছে! কে জানে! যদি থাকে তবে সংখ্যাটা খুব কম হবারই সম্ভাবনা। গোলাপ পৃথিবীর সবথেকে পরিচিত ফুলগুলোর একটি এবং সবচেয়ে সমাদৃত ফুলগুলোরও। এটা যেমন গোলাপের রুপের কারণে তেমনি এর সুগন্ধ ও গুণের কারণেও।

পুরো পৃথিবীতে এ পর্যন্ত একশরও বেশি শ্রেণীর গোলাপ এবং এর হাজারো প্রজাতির সন্ধান পাওয়া গেছে। এদের মধ্যে আবার বর্ণ , গঠন ও আকারের ভিন্নতা রয়েছে। ভিন্নতা রয়েছে এর সৌন্দর্য ও মহোনীয়তায়। গোলাপ নিয়ে রয়েছে কত জানা-না জানা কথা।
আমরা সব সময় আমাদের অজানা বিষয় নিয়ে জানতে চাই। কিন্তু, আমাদের আশেপাশেই গোলাপের মত কত জানা বিষয় এর কত অজানা কথা যে থাকে, এগুলোও যে কত ইন্টারেস্টিং তা কি আমরা জানি!!

আমরা অনেকেই কালো গোলাপ এর কথা শুনেছি, আবার কেউ কেউ দেখেছিও। মজার ব্যাপার হলো গোলাপ কখনও কালো হয় না। কালো গোলাপ বলে যে গোলাপের কথা আমরা শুনি সেটি তুরস্কের অত্যন্ত বিরল প্রজাতির ”হাফেটি রোজ” (Halfeti Rose), যেটা খালি চোখে দেখতে কুচকুচে কালো মনে হলেও আসলে কালচে গাঢ় লাল রঙের।

১৯ শে মে, ২০১৯ সকাল ১১:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: গোলাপ আমার আপনার সবার প্রিয় একটু ফুল। অথচ এই গোলাপ গাছ আমার হয় না। যতবার রোপন করেছি ততবারই মারা গেছে। এখন ঢাকায় গোলাপ লাগানোর জায়গা নাই । যেদিন নিজের ছাদ হবে ইনশাআল্লাহ গোলাপ গাছ লাগাবোই।

প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে
জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে
হ্যা আমাদের চারপাশে কত অজানা তথ্য কত অজানা ব্যথা কষ্ট বিরাজমান । কিন্তু তা জানি না । খবরও নেই না। সুন্দর বলেছেন ভাইয়া।

খয়েরী গোলাপটাকেই কালো গোলাপ বলে আমি জানি। তবে সবুজ গোলাপ আছে দেখলাম নেটের ছবিতে খুবই সুন্দর।

জাজাজাকাল্লাহ খাইরান

১২| ১৭ ই মে, ২০১৯ রাত ২:২২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: মনকাড়া সব ছবি নিয়ে পোষ্টটি ভালো লেগেছে। রমাজানের শুভেচ্ছা নিবেন।

১৯ শে মে, ২০১৯ সকাল ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: রমজানের শুভেচ্ছা ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনে ক অনেক

১৩| ১৭ ই মে, ২০১৯ রাত ৩:৪৫

মাহমুদুর রহমান বলেছেন: গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক।বিশেষ করে লাল গোলাপ।গোলাপ আমার পছন্দের একটি ফুল।আর আমার পছন্দের একটি ফুল নিয়ে লিখেছেন দেখে মনটা আনন্দে ভরে গেল।

১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো আমার । ভালো থাকুন অনেক অনেক

জাজাকাল্লাহ খাইরান

১৪| ১৭ ই মে, ২০১৯ সকাল ৭:৩৬

মেঘ প্রিয় বালক বলেছেন: ফুলে ফুলে মুখরিত ব্লগ।

১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

১৫| ১৭ ই মে, ২০১৯ বিকাল ৪:২৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: বাহ !
সুন্দর সুন্দর গোলাপ!

১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান

সুন্দর সুন্দর মন্তব্য । ভালো থাকুন শ্রদ্ধেয়

১৬| ১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:০০

নয়া পাঠক বলেছেন: কত রঙের গোলাপ ওহ্
কতই না তার বাহার
সেই সাথে আবার যোগ হয়েছে
ছন্দ-কবিতা আহা।

১৯ শে মে, ২০১৯ দুপুর ১২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) অনেক ধন্যবাদ নয়া পাঠক
ভালো থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত

১৭| ১৯ শে মে, ২০১৯ রাত ১১:১৫

ডঃ এম এ আলী বলেছেন: গোলাপের সুন্দর সুন্দর চিত্র সমৃদ্ধ পোষ্ট । ফুল দেখে ও কাব্যিক কথামালায় মুগ্ধ ।
গোলাপ কত প্রকার ও কিকি তা বিস্তারিত জানা যায়
২০১৪ সনে একুশে পদক প্রাপ্ত লেখক , ও বাংলাদেশ
সরকারের সাবেক সচিব আবদুশ শাকুরের লেখা গোলাপ নামায় ।
তাঁর অসাধারণ গোলাপপ্রীতির পরিচয় পাওয়া যায় 'গোলাপ সংগ্রহ' এবং 'গোলাপনামা' গ্রন্থটি থেকে।
পুস্তকটির প্রকাশক : প্রতিভাস ( ভারত) ,প্রকাশকাল : ২০১২, দাম ১০৮০ টাকা । গোলাপ প্রেমীদের
কাছে বইটি বেশ গুরুত্বপুর্ণ । পুস্তকটি হতে জানা যায় পৃথিবীতে প্রায় ২৫০০ প্রজাতীর গোলাপ ফুল জন্মে ।

রংগীন গোলাপের শুভেচ্ছা রইল ।

২০ শে মে, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ জনাব সুন্দর তথ্য দিয়েছেন। এই বইটিতে গোলাপ সম্পর্কে জানা যাবে অনেক কিছু

যেদিন গাছ লাগানোর সুযোগ পামু সেদিন কিনমু

সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভালো থাকুন অনেক অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.