নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» » প্রকৃতির ছবি, দেশের ছবি (ক্যানন ক্যামেরায় তোলা)-৫

২৩ শে মে, ২০১৯ দুপুর ১২:৫৯



মন হয়ে যায় প্রজাপতি-উড়ি ফুলোবনে
স্নিগ্ধ আলোর লুকোচুরি-সুখের হাওয়া মনে।
ফুল হয়ে যাও, নয়'তো পাতা-দেখা হবে দু'জন
বসবো উড়ে মনের শাখে-প্রেমের কুহু কুজন।
সুজন হবে তুমি আমার-আমি তোমার সখি
ফাগুন দিনে প্রেমের হাওয়া-মন মাঝে দেয় উঁকি।

২। প্রকৃতিতে_মন_রাখো
ধানের পাতায় পাতায় শিশিরের ফোঁটা
সবুজের সজীবতায় মুগ্ধতা ঝরে সারাবেলা।
এক স্নিগ্ধ বিকেলের প্রান্ত ছুঁয়ে আসি,
ক্ষেতের আলে বসে মুগ্ধতায় রাখি দৃষ্টি
যেথায় লাল পোকাদের বসেছে মেলা
লাল পিরান গায়ে, ইচ্ছে স্বাধীন ওরা
ঘুরে বেড়ায় পাতায় পাতায়।

ধানের হলুদ সবুজ শীষে ওরা বানিয়েছে শান্তি সুখের নীড়
ভালো লাগে আমার এবেলা-একটি বসন্ত বেলা
ওদের ভালোবাসার বাড়িতে মৃদু হাওয়ার দোলা
ওরা দুলে প্রেমে ভালোবাসায় খেয়াল খুশিতে।



৩। ও_আমার_দেশের_মাটি
এই যে আমার দেশের মাটি-গাছে তরুলতায় তার রূপবাহার
এখানেই গা ঘেঁষে আছে দাঁড়িয়ে সবুজ উঁচু পাহাড়,
নদীর জলের ঢেউয়ে ঢেউয়ে টেংড়া পুটির হাসি
ও বাংলা মা তোকে বড্ড ভালবাসি।
চিরচেনা ধূলো মাটি-সোঁদা গন্ধে আকূল প্রাণ
এখানেই সুর তুলে গাই
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি" গান।
বটের ছায়ায় আহা কি মায়ায় ঘিরে আছে বাংলা মায়ের কূল
এখানেই গাছে রশি বাঁধা দোলনায় সুখেতে খাই দুল।



৪। উদাল_ফুল
দে রাঙ্গিয়ে বন্ধু আমায়-উদাল ফুলের মালায়
আয় নিয়ে উদাল ফুল সব- সাজিয়ে প্রেম ডালায়!
নাকফুল আমায় দিবি গড়ে-হলুদ উদাল ফুলে
ডাল ভেঙে নিস ফুলের গুচ্ছ-যাস্ না আবার ভুলে।
উদাল ফুলে সাজবো আজি- দুদ্যেল দুলে কানে
থোকা থোকা ফুল দেখে যে-মুগ্ধতা এই প্রাণে।



৫। চলো_ঘুরে_আসি_মেয়েবেলা
এখানেই উপুর হয়ে আছে আমার একেকটি উদাস দুপুর
স্মৃতির নুপূর বাজিয়ে যায় সময়,
স্মৃতিগুলো উপুর হতে চিৎ করলেই-আমি হারিয়ে যাই সেই-সেইবেলা,
সেই শিউলী প্রভাত, ধূলোবালি মাখা মেঠোপথ
ক্ষেতের আলে লকলক করে বেড়ে উঠা সবুজ ঘাস
সেই ঘোলা পানির হাঁসদের সাঁতার কাটা ডোবা
সেই স্বচ্ছ জলের পুকুর-
যেথায় জল আয়নায় ঝুঁকে পড়তো এক আকাশ নীল সাদা মেঘ।



৬। তুমি_যাবে_যাবে_আমার_সাথে?
যাবে নাকি? যাবে চলো-আমাদের গ্রামে
দূর্বাঘাস মুড়ানো পথ-
যেথায় মাটি গিলে ফেলেছে-সবুজের লকলকে জিভ
এখানে নেই কোনো খাঁখাঁ প্রান্তর
সবুজের হাতছানি কেবল দিগন্ত জুড়ে
যাবে নাকি আমাদের গ্রামে-হাঁটবে খালি পায়ে আরামে?



৭। #ঝরো_ভালবাসার_বৃষ্টি_হয়ে
বুকের জমিনে বারো মাস চৈত্রের খরা
শুকনো খরখরে মাটি- আজন্ম তৃষ্ণার বুকে বসে ঠাঁয়
একফুটা ভালবাসার জল পেতে হাপিত্যেস জীবন
তবু নেমে আসে না বৃষ্টি,
দেয় না ভিজিয়ে শুকনো মন জমিন।



৮। অন্যের_জমির_দখল_ছেড়ে_দাও
কতটুকু জমিন পাবে বেলাশেষে?
এক বিঘা দুই তিন চার বিঘা?
কতটুকু জায়গায় ঠাঁই হবে শেষে
কোন সে বিছানায় শোবে গিয়ে বল?
এই যে এত হল্লা জীবন নিয়ে-জমি নিয়ে
নি:শ্বাস টেনে ছেড়ে দেবে! সে ভরসা কোথাও পাও?
যদি না চান তিনি-আমার মহান রব,
আল্লাহ সুবহানাহু তা'আলা!

কিসের অহমিকা মনে পুষো তোমরা
জমি দখলের দম্ভসীমা পার হতে হতে ভুলে যাও
তোমাদেরও বুকের বামে এক অচীন ময়না পাখির বাস,
বুকের খাঁচায় কারে পুষো-ওরে দাম্ভিক মানুষ!



৯। #কলমি_রঙ_শাড়ী_চাই
কলমি ফুলের রঙের একটা, কিনে দিবি শাড়ি
হালকা রঙ গোলাপী শাড়ি,আসবি নিয়ে বাড়ি?
সবুজ রঙের পাড়ের মাঝে, সূঁচ ফুটানো সূতা
কারুকার্য হবে শাড়ির, না হয় য্যান্ অন্যথা!
চুড়ি কিনিস মেজেন্ডা রঙ, সাথে বেলীর মালা
শোনছিস্ মারিস না তুই,কানের মাঝে তালা!



১০। #চলো_হারাই
চলো ভাসি আজ ভালবাসার হাত ধরে
উদাস দুপুর রাঙিয়ে দেই প্রেমানুভূতির রঙ দিয়ে
হোক ভালবাসা দিবস কি মন্দ বাসার দিবস
তাতে আমাদের কি বলো!

আমরা ভালবাসি-আজ কাল পরশু কিংবা
বাসব অনন্তকাল পর্যন্ত!
শুনো, খুই হইচই মুহুর্ত মনের ঘাটে এসে ভিড় করেছে
উছলে উঠছে ক্ষণে ক্ষণে প্রেম ঢেউ,
সবাই বলাবলি করছে-ফাগুন এসেছে-
রেঙেছে শিমুল অশোক বন
আর সাথে নিয়ে এসেছে একটি মাত্র ভালবাসার দিন!



মন্তব্য ২২ টি রেটিং +৮/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাকুন অনেক অনেক

২| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:১৭

হাবিব বলেছেন: পঁচা++

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: এহ........। সুন্দর সুন্দর আর সুন্দর

আপনার সাথে কাট্টি। আর ঔষধের কথা কইতাম না হাহাহাহাহ

৩| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৪৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ঝরো কবিতার বৃষ্টিতে মনে হলো কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলুম!


প্লাস++++

২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া জি

৪| ২৩ শে মে, ২০১৯ দুপুর ১:৫৮

রাজীব নুর বলেছেন: খুব ভালো লাগলো পোষ্ট টি।

২৩ শে মে, ২০১৯ দুপুর ২:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া জি
ভালো থাইকেন যে

৫| ২৩ শে মে, ২০১৯ দুপুর ২:০৫

পদাতিক চৌধুরি বলেছেন: বরাবরের মতই সুন্দর।
পোস্টে লাইক।

শুভকামনা প্রিয় আপুকে।

২৩ শে মে, ২০১৯ দুপুর ২:০৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান ভাইয়া

ভালো থাকুন অনেক অনেক। সুন্দর হউক আগামী সময়গুলো শুভেচ্ছা ভালোবাসা রইলো :)

৬| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৩:৩২

জাহিদ অনিক বলেছেন: দারুণ সুন্দর আপনার ক্লিক, ছবি আপু

২৮ শে মে, ২০১৯ সকাল ১১:৪১

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকো

৭| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৪:৩১

মেঘ প্রিয় বালক বলেছেন: প্রকৃতির ভালবাসা হচ্ছে পবিত্র ভালবাসা।

২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন

৮| ২৩ শে মে, ২০১৯ বিকাল ৫:০৮

মুক্তা নীল বলেছেন:
প্রকৃতির সাথে মিশে একাকার ছবির সাথে বরাবরের মতো সুন্দর কবিতাগুলো। খুব ভালো হয়েছে ছবিগুলো। ৬নং ছবি দেখে মনে হচ্ছে ওই সবুজ ঘাসের উপর যেয়ে বসে থাকি +++

২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপি
ভালো থাকুন

৯| ২৪ শে মে, ২০১৯ সকাল ৯:৩৬

বাকপ্রবাস বলেছেন: চমৎকার

২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া :)

১০| ২৪ শে মে, ২০১৯ দুপুর ১:১৫

মনিরা সুলতানা বলেছেন: দারুণ !!!সবগুলো ছবি ই অনেক সুন্দর।

২৮ শে মে, ২০১৯ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপি । ভালো থাকুন

১১| ২৪ শে মে, ২০১৯ দুপুর ১:১৯

আর্কিওপটেরিক্স বলেছেন: ছB গুলো Dারুণ B-))

২৮ শে মে, ২০১৯ সকাল ১১:৫১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এইসব নাম কই পাইলেন আজিব :)

থ্যাংকিউ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.