নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ইসলামের পক্ষে কথা বললেই হালাল লেখক সাহিত্যি উপন্যাসিক এর উপাধি পাওয়া যায়

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» সুনিপুন শব্দে বাঁধতে পারিনা কবিতা.....

৩০ শে মে, ২০১৯ দুপুর ১২:৩৭



©কাজী ফাতেমা ছবি

শব্দ নিয়ে লুফালুফি হয় বুকের পাঁজরে,
ভেতরে বয়ে যায় তুমুল ঝড়!
অগনিত শব্দের সমাহারে
দু'চার বাক্য লিখলেই হয়ে যায় না কবিতা;
সে বুঝি, তবুও রোজ হই অবুঝ।

অপেক্ষায় থাকে হাজারো দু:খী শব্দ
শব্দগুলো আঙ্গুলের ডগা হয়ে কী বোর্ডে ছিটকে পড়তেই
হাহাকারে ছেয়ে যায় মাইক্রোসফট ওয়ার্ডের সাদা পাতা,
চোখে দেখি শুধু অকবিতার ভাগাড়।

কবিতাদের কোনো পাঠশালা নেই!
কেবল স্বপ্ন ছুঁয়ে থাকে কিছু আনাড়ী শব্দ
বাঁধাই করা র্যা পিং পেপারে দু:খী শব্দমালা।
কবিতার গায়ে আজও পরাতে পারিনি মখমল বসন,
কবিতার কপালে এঁকে দিতে পারিনি চাঁদ রঙ টিপ;
কবিতার কানে দুলাতে পারিনি,
আজও সুনিপূণ শব্দের হীরার গয়না।

অপেক্ষায় কেটে যায় সহস্র দিন,
কবিতার আকাশে উঠে না শব্দের চাঁদ অথবা সূর্য
কবিতার বিছানা শক্ত কড়কড়, বারোমাসি খরা;
স্পর্শ করলেই শিরশিরিয়ে উঠে ভয়ের কাঁপন।

শুনি,কার অপেক্ষায় আর কাটাই সময়
শব্দ'রা আসে না যে আর ধেয়ে,
না ঠোটেঁ, না আঙ্গুলের ডগায়, না কী বোর্ডে,
ভেতরে বেজে উঠে দিবানিশি অদ্ভুত করুণ হাহাকার!
কবিতা লিখতে না পারার যন্ত্রণা আমায় কুরে কুরে খায়।
May 30, 2018

মন্তব্য ৩৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৯ দুপুর ১:২৪

মনিরা সুলতানা বলেছেন: এত চমৎকার আক্ষেপ !
ভালো লাগলো কবিতা।

৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন অনেক অনেক ।

২| ৩০ শে মে, ২০১৯ দুপুর ১:৪৩

আর্কিওপটেরিক্স বলেছেন: এত্ত সুন্দর করে লিখে আবার বলে কিনা শব্দ বাঁধতে পারে না। দুষ্টু আপুনি X((

৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনি যে নিয়ম তুলে ধরেছেন । লিখতে ডরাই পোস্ট করতে ডরাই হাহাহাহাহ

জাজাকাল্লাহ খাইরান অগ্রিম ঈদ শুভেচ্ছা
দাওয়াত রইল
ভালো থাকুন অনেক অনেক

৩| ৩০ শে মে, ২০১৯ দুপুর ১:৪৬

মেঘ প্রিয় বালক বলেছেন: কবি কত সুন্দর করে তার কবিতার শেষ লাইনে মিথ্যা কথা বলে গেলো। বাহ্, আপনার চিন্তা চেতনা আকাশচুম্বী।

৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা মিথ্যা কই আর হলো ভাই। মানুষ যে সুন্দর কবিতা লিখে এখানে। পোস্ট করতেই ভয় পাই। তবুও নিজের আনন্দের জন্য লিখি
না হোক তা কবিতা

ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যের জন্য । এমন মন্তব্য অনুপ্রেরণামুলক। ভালো থাকুন

৪| ৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৩৬

সাগর শরীফ বলেছেন: ভাল লেগেছে

৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৫| ৩০ শে মে, ২০১৯ দুপুর ২:৫৭

মুক্তা নীল বলেছেন:
আপা
এত সুন্দর করে লিখেন তারপরও বলছেন এই কথা ? আপনার কবিতার আকাশ চন্দ্র সূর্য ঝড়-বৃষ্টি সবকিছুতেই পরিপূর্ণ।
আর কিছুই বলার নেই, শুধু +++

৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপা অনেকের কবিতা পড়ে মনে হয় নিজে কিছুই পারি না। তাই এই আক্ষেপ । তবে আমি নিয়মিতই লিখি, নাইবা হলো কবিতা। মনের কষ্টগুলো সুখগুলো কবিতার শব্দে রেখে দেই। স্মৃতিগুলো একদিন হাসাবে কাঁদাবে।
অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপি।

ভালো থাকুন ভালো রাখুন
ঈদের শুভেচ্ছা আর ভালোবাসা রইল। ভালো থাকুন নিরবধি

৬| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:০৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:১২

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

ভালো থাকুন অনেক অনেক

৭| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:৩০

নীলপরি বলেছেন: সুনিপূণ কবিতা । খুব সুন্দর লিখেছেন ।
++

শুভকামনা

৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপু, ভালো থাকুন হামেশা

৮| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৩:৪৩

লক্ষণ ভান্ডারী বলেছেন: প্রিয় কবির আত্মকথায় গাঁথা এক অসাধারণ কবিতা
সুন্দর শব্দবিন্যাস ও কাব্যশৈলীতে মুগ্ধ হলাম।
সাথে থাকুন, পাশে রাখুন।
জয়গুরু!

৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত হলাম দাদা।
ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন

পাশে থাকবো ইনশা,আল্লাহ

৯| ৩০ শে মে, ২০১৯ বিকাল ৪:১৭

ওমেরা বলেছেন: আপু তাহলে চিকন চিকন শব্দে গাঁথুন কবিতার মালা।

৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি জাহাপনা
চিকন শব্দেই এবার গাঁথিব কবিতা

জাজাকিল্লাহ খাইরান

ভালো থাকুন অনেক

১০| ৩০ শে মে, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

হাবিব বলেছেন: রোজার + গরমের মধ্যেও এতো আবেগ?? :P

০১ লা জুন, ২০১৯ বিকাল ৪:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আবেগ চুয়ে চুয়ে পড়ে গো ভাই

তাই এইহানে আইয়া ঢালি

থ্যাংকিউ

১১| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:০০

বলেছেন: জাস্ট -----অছাম ......। :``>>


অসাধারণ কবিতা

০৩ রা জুন, ২০১৯ সকাল ১০:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া জি
ঈদ মোবারক

১২| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:৩২

পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগা রেখে গেলাম। ++

শুভকামনা জানবেন।

০৩ রা জুন, ২০১৯ সকাল ১০:৫৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগা গ্রহণ করলাম ভাইয়া
অনেক ভালো থাকুন
ঈদ মুবারক :)

১৩| ৩০ শে মে, ২০১৯ রাত ১০:৪৬

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

০৩ রা জুন, ২০১৯ সকাল ১০:৫৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংকস ভাইয়া জি
ভালো থাকুন

১৪| ৩১ শে মে, ২০১৯ রাত ২:২১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ মনোমুগ্ধকর কবিতার জন্য
সুনিপুন শব্দে বাঁধতে পারিনা কবিতা
বললেই হল, কবিতা শব্দ বাঁধে না শব্দ কবিতা বাঁধে
এ নিয়ে কাব্যিক সুরেই হয়ে যাক না কিছু কথামালা-

শব্দদেরও আছে এক
একটা নিজস্ব শরীর
মন আর ইতিবৃত্ত
কিছু কিছু শব্দের বারতা
বলে যায় হৃদয়ের কথা ।

হাসি, কান্না, কোঁচকানো ভুরু
অঙ্গুলিনির্দেশ এ সবই শব্দ
মাথা ঝাঁকিয়ে হ্যাঁ কি না বলা
হাত তুলে মনোযোগ আকর্ষণ
বৃদ্ধাঙ্গুষ্ঠ বা বুড়ো আঙ্গুল দেখিয়ে
কাউকে কাঁচকলা দেখানো
এ সকলই এক দারুন শব্দ।

শুকনো পাখির পালকের ডগা
দিয়েই মানুষের প্রথম কবিতা সৃষ্টি
ছোট কালে পাখীর পালকে
কালি লাগিয়ে কাগজের বুকে
ঝড়াতাম কতনা শব্দ বৃষ্টি ।

সাগর পাড়ে দেখা
সুর্যদয় কিংবা সুর্যাস্ত
কবিতায় কত শত
শব্দে হয়েছে ব্যক্ত ।

শব্দকে যে ভাবেই
প্যাঁচানো হোক না কেন
তাতে থাকে যদি হৃদয়ের টান
তা হয়ে যাবে কবিতা একখান
কবিতা লিখতে না পারার যন্ত্রনা
ভেঙ্গে হবে খান খান ।

শুভেচ্ছা রইল


০৩ রা জুন, ২০১৯ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ কী সুন্দর লিখে গেলেন কবি। মন ভরে গেলো। আপনি আগের মত কবিতা লিখেন না কেনো
অনেক ব্যস্ত বুঝি?
কেমন আছেন? কতদিন কথা হয় না। ফেবুতে তো আর আসলেনই না :(

ভালো থাকুন ঈদ মুবারক

১৫| ৩১ শে মে, ২০১৯ ভোর ৫:২৩

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতায় কবি চরিত্রের আকুতি বেশ চমৎকার ভাবে প্রকাশ হয়েছে।
শুভেচ্ছা...

০৩ রা জুন, ২০১৯ সকাল ১১:০১

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ জুনাযেদ ভাইয়অ ভালো থাকুন অনেক অনেক
শুভেচ্ছা আর ঈদ মুবারক

১৬| ৩১ শে মে, ২০১৯ সকাল ১০:৫১

রাজীব নুর বলেছেন: আবার আসলাম। পড়লাম।

০৩ রা জুন, ২০১৯ সকাল ১১:০২

কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা রইলা রাজীব ভাইয়া। আাপনার লেখা আামর অনেক ভালো লাগে

১৭| ০৪ ঠা জুন, ২০১৯ রাত ২:৩২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ঈদের শুভেচ্ছা জানবেন।

১১ ই জুন, ২০১৯ বিকাল ৫:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ঈদ পরবর্তী শুভেচ্ছা আপনাকেও ভাইয়া ভালো থাকুন

১৮| ১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৭

সুদীপ কুমার বলেছেন: ভালো লাগলো।

১৩ ই জুন, ২০১৯ সকাল ১১:১৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ । ভালো থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.