| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজী ফাতেমা ছবি
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

তুই তো ছেলে অপরাধী
মন বুঝলি না আমার;
তোর হৃদয়টা ছুঁয়ে দেখি,
সেতো লোহা তামার।
পূর্ব বললে বলিস পশ্চিম
আকাশ বললে পাতাল,
অপরাধী ছেলে তোর বুক;
রোদ্দুর জ্বলা চাতাল!
ডানে বললে বামে চলিস
কাঁদতে বললে হাসিস,
তুই কী আমায় সত্যি ছেলে;
একটু ভালোবাসিস?
অপরাধী তুই তো ছেলে
মন যেনো তোর পাথর,
বুঝিস নাতো আমাকে তুই;
তোর প্রেমে যে কাতর।
ও ছেলে তুই অপরাধী
ঠিক নয় তোর সুখ যাত্রা,
ঠকবি দেখিস বেড়ে গেলে;
অপরাধের মাত্রা।
মন বুঝিস নি একটুখানি
মুখ বাঁকিয়ে চলিস,
সময় পেলে কাজের ফাঁকে;
পারলে কথা বলিস।
আমার চোখে তুই তো ছেলে
ভীষন অপরাধী,
মামলা ঠুকবো তোর বিরুদ্ধে;
হয়ে আমি বাদী।
June 12, 2018 at 10:35 AM
১২ ই জুন, ২০১৯ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহা ........... হইতে পারে । গত বছর লিখছিলাম এই দিনে
২|
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৪
ভুয়া মফিজ বলেছেন: সাহস করে পড়েই ফেললাম। আধুনিক কবিতার থেকে ছড়া তাও ভালো। মোটামুটি বোঝা যায়।
আমার ব্যাপারে কেউ যদি এমন অভিযোগ করতো.....মনে একটু শান্তি পাইতাম। কেউ কথা রাখে নাইক্কা!! ![]()
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহা ........ আমি নবম আশ্চর্য্যাম্ভিত হলাম আপনাকে ছড়া কবিতার বাড়িতে দেখে। ছড়া হলো সহজ সরল শব্দের সমাহারে সাজানো তাই বুঝা যায় পড়লে । তবে কবিতা আমি লিখতে পারি না।
ভাবীরে গোপনভাবে জিগান .......কত অপরাধে আপনি অপরাধী, খালি মুখ ফুইট্টা কয় না দেইখ্যা বাইচা গেছেন। আমিও মুখে কইতারি না বদের বেটা বদ, রাগে মাগে চেইত্যা যাইবো দেইখ্যা কাগজে কলমে লিইখ্যা মনের ঝাল মিটাই হাহাহা
৩|
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:১৮
ভুয়া মফিজ বলেছেন: আমি নবম আশ্চর্য্যাম্ভিত হলাম আপনাকে ছড়া কবিতার বাড়িতে দেখে। ভাবছি.....এখন থেকে মাঝে-মধ্যে ছড়া পড়ার প্র্যাকটিস করবো।
ভাবীরে গোপনভাবে জিগান .......কত অপরাধে আপনি অপরাধী এমনেই অপরাধের শ্যাষ নাই। ঢোলে বাড়ি দেওনের কাম কি? ![]()
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা এটা হইলো সাহসী পুরুষের কথাবার্তা। ঢোলে বাড়ি দেওয়েনের কাম নাই আর । হাহাহাহা
ছড়া পড়ার প্যাকটিসের জন্য আপনাকে আগাম শুভেচ্ছা জানায় রাখলাম
৪|
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:২৩
ল বলেছেন: ওরে বাবা!!
হেব্বি জোস গান হ'য়েছে ----
অপরাধী রে!!
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহা ....... ছেলেরা তো অপরাধীই বটে কোনো কথা শুনে না
থ্যাংকস
৫|
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:২৮
পবিত্র হোসাইন বলেছেন: আপুনি, অপরাধী ছেলেটার নামটা কি? ![]()
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: কইতাম না শরম লাগে........ তবে একটা নাম দিছি বদের হাড্ডি
৬|
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৪৫
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া ভালো থাকুন
৭|
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৪৮
নজসু বলেছেন:
আপা,
ছন্দ হয়নি মন্দ
অপরাধী দুলাভাইয়ের ছয় মাসের ফাঁসি দাবী করছি। ![]()
১২ ই জুন, ২০১৯ বিকাল ৪:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা এই ফাঁসি আবার কোন ধরণের বাপু.....
ফাঁসি না জেল কোনটা বুঝমু। জেল হইলে মন্দ হইতো না। স্বাধীন পাখি হইতে পারতাম হাহাহা
অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৮|
১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
সুদীপ কুমার বলেছেন: টুকবো না ঠুকব হবে?
১২ ই জুন, ২০১৯ রাত ৯:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: থ্যাংক্স ঠিক করে নেব,
৯|
১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৪
মেঘ প্রিয় বালক বলেছেন: দোষ কি শুধু আমাদের? ভারাক্রান্ত মন নিয়ে আপনার কবিতায় মন্তব্যে করলাম,আপনি জানেন ও বুঝেন,আজ দুঃখের সহিত বলতে হয় বাংলার প্রতিটি জেলায় জেলায়,প্রতিটি গ্রামে গ্রামে,প্রতিটি শহরে শহরে ছেলেরাই কেন অপরাধী? রক্তে রঞ্জিত আমার ভায়ের বুকেল চাতাল,তাই অচিরেই প্রতিবাদ করবো,বাঙালী ছেলেরাও প্রতিবাদ করতে জানে। তাদের কলমের ধাড় অনেক তীক্ষ্ণ।
১২ ই জুন, ২০১৯ রাত ৯:৩৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: হা হা হা দোষ সব বদের হাড্ডিদেরই, কমেন্ট পড়ে হাস্তেই আছি।প্রতিবাদি পোস্ট চাই
১০|
১২ ই জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
সায়ন্তন রফিক বলেছেন: ছেলেটা কবিতাটা পড়লে মামলা করার সুযোগ দেবে না জানি।
১২ ই জুন, ২০১৯ রাত ৯:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ছেলেটা সাহিত্য প্রেমি না, শুনলে দৌঁড়াইবো, থ্যাংক্স
১১|
১২ ই জুন, ২০১৯ রাত ৮:২৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: এরকম কি যেন একটা গান শুনেছিলাম - তুই অপরাধী রে, অপরাধী রে-----।
কবিতা ভালো হয়েছে।
১২ ই জুন, ২০১৯ রাত ৯:৩৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ গত বছর এইডা নিয়া তুলপাড় হইছিলো। মানুষ কত শত প্যারোডি বানায় ছিল্লো।
অসনফখ্য ধন্যবাদ
১২|
১২ ই জুন, ২০১৯ রাত ৮:৫৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: ওয়াও, অপরাধীর নতুন ভার্সণ মনে হলো। নতুন করে সুর করা লাগবে না ,একি সুরে গেয়ে দিলেই হবে।
১২ ই জুন, ২০১৯ রাত ৯:৪০
কাজী ফাতেমা ছবি বলেছেন: গেয়ে যান একই সুরে, সমস্যা নাই। জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক
১৩|
১২ ই জুন, ২০১৯ রাত ৯:০৭
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা
এত সুন্দর করে কিভাবে লিখলেন ? চমৎকার হয়েছে ।
প্রতিটি লাইনের জন্য একটি করে প্লাস+++++++
১২ ই জুন, ২০১৯ রাত ৯:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওরে বাপ্স এত্তগুলা প্লাস পেয়ে অনুপ্রাণিত হিলাম,আপি। জাজাকিল্লাহ খাইরান আপি। ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়
১৪|
১২ ই জুন, ২০১৯ রাত ৯:৪৩
জুন বলেছেন: জোশ ছড়া , সহজ সরল লেখাটি পড়ে মজা পেলাম কাজী ফাতেমা ।
+
১২ ই জুন, ২০১৯ রাত ৯:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইয়ান আপি ভালো থাকুন সুস্থ থাকুন।
১৫|
১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:৪৮
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আগে তো গানে শুনতাম- মাইয়াই অপরাধী।
এখন আপনার কবিতায় দেখি- পুলারাও অপরাধী।
অপরাধপ্রবণ বাংলাদেশের এই অবস্থা তাহলে....
১৩ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা আসলেই অপরাধীতে ভরা বাংলাদেশ কথা সইত্য
ধন্যবাদ পোষ্টে আসার জন্য
১৬|
১৩ ই জুন, ২০১৯ ভোর ৫:৫৮
হাবিব বলেছেন: জ্বি, ভালোবাসি.......
একটু না, অনেক............
এবার খুশি?
১৩ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: তাইলে মামলা বাদ.....
হ খুশি তো
১৭|
১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:১৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১৮|
১৩ ই জুন, ২০১৯ দুপুর ১২:৫১
কাওসার চৌধুরী বলেছেন:
বাহ! এতো একটা ফুটফুটে সুন্দরী কিশোরীর মনের আবেগ মাখা, অভিমান মিশ্রিত কথা। ছেলটি আসলেই বোকা! না হলে কিশোরী প্রেমিকার মনের পদ্য ঠিকই বুঝতে পারতো। জীবনে এমন প্রেমের আহ্বান পেলে মাইয়ার চোখে ডুব মারতাম! কপাল খারাপ মোর। আসলে খুব দুষ্ট আর চটপটে ছেলেরা মেয়েদের মন ঠিকঠাক বুঝে না; বুঝার সময় কই??
কবিতায় ভালো লাগা, আপু। +++
১৩ ই জুন, ২০১৯ দুপুর ১:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই এই লেখায় কিশোরী মনের কল্পনা থেকেই লেখা। আর বেশীরভাগ লেখাই আমার কাল্পনিক। কেবল দু:খের গুলি কিছু মিলে যায় হাহাহা। মেয়েদের মন বুঝার ক্ষমতা সব ছেলেদের হয় না। ভালোবাসা প্রেম বিয়ের পর সব ফুরিয়ে যায় এমনটাই দেখে আসছি। অবশ্য প্রেম টেম সম্পর্কে আমার ধারণা নাই এ বিষয়ে কোনো ডিগ্রী অর্জন করিতে পারি নাই এইডার জন্যও আফসোস লাগে। এখনকার ছেলেমেয়েরা কি টুক্কুস টাক্কুস প্রেম করতাছে দেখলে হিংসে হয় হাহাহা
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১৯|
১৩ ই জুন, ২০১৯ দুপুর ২:৫৬
নীল আকাশ বলেছেন: আমার সহজ সরল দুলাভাইটার নামে এত এত অভিযোগ! দাড়ান আন্তর্জাতিক ট্রাইবুনালকে খবর দেই।
ছড়া ছন্দ মিলিয়ে বেশ ভালো লিখেছেন।
মুক হবেনা মুখ হবে।
আপনার এই ছড়া পড়ে আমার অনেক আগে লেখা একটা ছড়ার কথা মনে পড়ল। হার্ড কপি আছে, লিখে পোস্ট দিব।
বেশ কয়েকদিন ব্লগে আসতে পারিনি। এখন থেকে আসার চেস্টা করব।
ধন্যবাদ।
১৩ ই জুন, ২০১৯ বিকাল ৩:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত্ত এত্ত অভিযোগ...। লিখলে একশত দুই দিন লাগবে। অপরাধের শেষ নাই
বদের হাড্ডি সহজ সরল না। যে চালাক বাপরে-তারে আমি চিনি হাহাহা
ধন্যবাদ ভাাইয়া বানান ঠিক করেছি।
অবশ্যই পোস্ট দিবেন ... ব্লগে আসবেন
আমিও আছি ব্লগের সাথেই । জাজাকাল্লাহ খাইরান
২০|
১৪ ই জুন, ২০১৯ রাত ২:০১
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর হয়েছে ছড়া
অপরাধিটা আসলেই
একটি বদের হাড্ডি
বদের হাড্ডি নামটা মানায় কারে
বেশী বেশী করে ভাল লাগে যারে
দুনিয়ার যতসব বদের হাড্ডিগুলি
মনে মনে বেশী ছন্দ নিয়ে ঘোরে ।
মনোরম ছন্দে জীবন তাদের গড়া
দিবানীশি ছন্দ তাদের মনে আসে
আর দারুন দারুন শব্দ মালায়
দিকে দিকে তা ছড়ায় অবিরত।
বদের হাড্ডিগুলি আসে ঘুর্নীঝড়ের মত
মনের কোনে ধাক্কা মারে তুফানের মত
বদের হাড্ডিগুলি মঙ্গলেতে জায়গা কিনে
টাইটের ভয়ে সেই খবরটা রাখে গোপনে।
বদের হাড্ডিগুলি মাত্রা ছাড়া বর্ণ
মনের সব কথাগুলি করে দেয় চুর্ণ
কবু বনে কবি, কবু বনে কাব্যের ঝুরী
কবু ঝুলে থাকে হয়ে মুক্তাসম নুড়ি।
বদের হাড্ডির আশায় আশায়
অনেকেই দোরে বসে থাকে ঠাঁয়
তার পথপানে চেয়ে থেকে থেকে
কোন এক সময় নিজেই হারায় ।
অপরাধি ছেলের জন্য রইল শত শত +
১৬ ই জুন, ২০১৯ সকাল ১০:৫৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আরিব্বাস দারুন ছড়া হয়েছে।
নীল আকাশ ভাইয়ার সাথে একমত । প্লিজ আলাদা করে এই লেখাটা পোস্ট করেন।
তবে কিছু বদের হাড্ডির লাইগা এসব ফিলিংস হয় না আফসোস ![]()
২১|
১৬ ই জুন, ২০১৯ রাত ১২:২১
নীল আকাশ বলেছেন: আলী ভাইয়ের ছড়াটা ব্লগে আলাদা করে পোস্ট দেবার অনুরোধ রেখে গেলাম উনার কাছে!
নাম হবে - বদের হাড্ডি ছেলে
১৬ ই জুন, ২০১৯ দুপুর ২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: নামটা দারুন সুন্দর হবে হাহাহাহা বদের হাড্ডি ছেলে
আকাশ ভাইয়ার সাথে সহমত পোষণ করছি
২২|
১৬ ই জুন, ২০১৯ রাত ১:৫৪
শায়মা বলেছেন: অপরাধী হলে জেইলে দাও আপুনি!!!!! ![]()
১৬ ই জুন, ২০১৯ দুপুর ২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: মাঝে মাঝে ইচ্ছে হয় জেইলে ভইরে দেই কিন্তু .... পিছুটান মিছুটান নয় হাহাহাহ
পারা যায় না -
ধন্যবাদ আপি
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৯ বিকাল ৩:১৬
তারেক_মাহমুদ বলেছেন: পোলা ও পোলারে তুই অপরাধী