নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

আহা প্রেম!

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪০



ইনবক্সের প্রেমের আর কী বিশ্বাস বলো
এসব ধুচ্ছাই বলে উড়িয়ে দেই হরহামেশা
অথচ
সারাদিন ডেকে যাও প্রিয় প্রিয় বলে.....
একাকিত্বের পাল তুলে যে একলা নদীতে কাটো সাঁতার
সঙ্গী হতে ডাকো প্রাণখুলে।

এসব ছাইফাঁস আবেগী জলধারা কথন,
ফুটো প্রেমের কলস সব ঠেলে ফেলে দেই বুড়িগঙ্গার জলে,
ডুবে মরো গে!

বোকা সেজে প্রেমের ফুলঝুড়ি উড়াও ইনবক্সের ডাকবক্সে-
ফাঁদে ফেলতে প্রানান্তর চেষ্টা-আহা!
আমি ফাঁদ ছিড়ে দেই অনায়াসে,
পিছিয়ে আসি চল্লিশ কদম,বুঝি সবই বুঝি
তোমাদের এমন প্রেম,কেবল কামাতুর তৃষ্ণা
এসব পায়ে দলে হেঁটে যাই নির্দ্বিধায়।

আমাকে ঠকাতে এসে ঠকে যাও,তবুও প্যান প্যানানি!
জ্বালা ধরা সময়গুলো বড্ড বিদঘুটে
কেটে যায় দেখা না দেখার ছলে।

অত:পর
একদিন ভুলে যাও অনায়াসে
বাসর সাজিয়ে, উল্টো পথে হেঁটে যাও...
আমি দেখি,সবই দেখি আর মুচকি হাসি,
যাক্ বাবা ফাঁদে পড়লে যে, শেষে নিজেই...
এবার প্রেম খাও ভালোবাসা খাও,
আবেগের ছটপটানিতে গড়াগড়ি খাও বিয়ের বিছানায়।

এসব নাক ছিটকিয়ে দূর হ দূর হ বলে
ফেলে দেই পিছনে-অতীত হোক সব।
ভাল্লাগে না এসব,আমাকে প্রাণখুলে লিখতে দাও এবার,
শব্দ ছাড়া কারো সাথে প্রেম নেই আমার;
কবিতার আলিঙ্গনে আমি, বড্ড সুখি আজ।
June 19, 2018 at 4:19 AM


মন্তব্য ৪২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৪২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: আহা! খাসা হয়েছে ইনবক্সের প্রেম। ++
পোস্টে প্রথম লাইক।
শুভকামনা জানবেন।

১৯ শে জুন, ২০১৯ বিকাল ৫:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা .... মানুষ এখনো আমারে জিগায়
আপনি কোন ক্লাসে পড়েন হাহাহাহ

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া

২| ১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:০০

জুন বলেছেন: ২য় ভালোলাগা ফাতেমা ছবি।

এমন অনুপম কবিতা লেখা আমায় শিখিয়ে দাওতো দেখি,
একঘেয়ে লেখালেখি ছেড়ে
অবসরে বসে মনের মত করে নাহয় দুচারটি কবিতাই লেখি

:)

১৯ শে জুন, ২০১৯ রাত ৯:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি চেষ্টা ক্রলে তুমিও পারবা, কবিতা কিয়ের নিজের মনের কথা একটু গুছাইয়া লিখলেই কবিতা। আর মনের শখে লিঝলে, কেউ কবিতা না কইলেও কিচ্ছু করার নেই

সুন্দর অন্তব্যের জন্য অনেক ধন্যবাদ

ভালো থাকুন আপি

৩| ১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩

মুক্তা নীল বলেছেন:

আপা ,

আহা প্রেম

একদম ঠিক লিখেছেন , এদের মানানসই চরিত্র অনুযায়ী। এইগুলোকে ঠিক এই ভাবেই উচিত জবাব দেওয়া উচিত।
আত্মা শুদ্ধ ও শান্তি করা কবিতা +++

২০ শে জুন, ২০১৯ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) জামানাটাই এমন আপি, আর মানুষ বড় একা হয়ে গেছে এই ভার্চুয়াল জগতে

সুন্দর মন্তব্যের জন্য জাজাকিল্লাহ খাইরান
ভালো থাকুন
ভালোবাসা রইল

৪| ১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

মোগল সম্রাট বলেছেন: ভার্চুয়াল জগৎ রিলেশন তৈরী করার জগৎ না নির্বোধরা তা বোঝেনা।

এই কবিতাটি চলমান সময়ের সাথে মানানসই
শুভকামনা।

২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৩০

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম বুঝে না বলেই শেষে ফেঁসে যায় ..। বাস্তব আর মোহ বুঝতে মানুষের সময় লেগে যায় । যখন বুঝে তখন সময় থাকে না।

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে

৫| ১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:১৫

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি ,




প্রানখুলে লিখেছেন সেই প্রেমেরই কাহন, যে প্রেম দেয়নি ধরা! যতোই থাকুক প্রেমে অবিশ্বাস তবুও কবিতার ফাঁকে সেই প্রেমই কেঁদে কেঁদে মিশেছে বুড়িগঙ্গার জলে।

অনবদ্য একটা কবিতা লিখে ফেলেছেন। এ্যদ্দিন এই কবিতাটি কোথায় ছিলো?
++++++++

২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহ বুড়িগঙ্গার জল বাপরে, কাছেই যাওয়া যায় না.... প্রেম কাঁদুক বুড়িগংগার জলে ভাসুক

এ্যদ্দিন কবিতাটি ফেবুর দেয়ালে আটকানো ছিলো।

জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

৬| ১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

ওমেরা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে আপু । সবাই ধোকা খাচ্ছে এমনও নয় , অনেকে সংসারও পাতছে ইনবক্সের মাধ্যমেই ।

২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: হুম কথা সইত্য... কেউ কেউ ধোকা খাচ্ছে আবার কেউ কেউ সংসারও পাতছে

ধন্যবাদ আপি ভালো থাকুন অনেক

৭| ১৯ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ নুর ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
শুভেচ্ছা সতত

৮| ১৯ শে জুন, ২০১৯ রাত ৮:০৬

একজন অশিক্ষিত মানুষ বলেছেন: ভালো লাগল ।

২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ শিক্ষিত মানুষ
ভালো থাকুন অনেক অনেক

৯| ১৯ শে জুন, ২০১৯ রাত ৮:৫০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সময়সাময়িক কাব্যটি যদিও যুগের ধাবীকে উপেক্ষা করে। তবে প্রেম শাশ্বত যাকে কোন বাঁধনে বাঁধা যায়না। কবিতায় প্লাস রইল।

২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যে সহমত ভাইয়া
জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক

১০| ১৯ শে জুন, ২০১৯ রাত ৯:৩৮

শায়মা বলেছেন: কবিতার জন্য সব প্রেমই ঠিক আছে আপু! :)

নো প্রবলেমো! :)

২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহা হ আপি কবিতার বেলায় প্রেম না থাকলে কবিতা লেখা যাবে না । থাকুক অদৃশ্য প্রেম হাহাহা

অনেক ধন্যবাদ আপি :)

১১| ২০ শে জুন, ২০১৯ রাত ১২:৩০

বলেছেন: ইনবক্সের প্রেম -----------নাকি অপ্রেম

২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রেম অপ্রেম দুইটাই আছে ল ভাইয়া
ধন্যবাদ আপনাকে ভালো থাকুন

১২| ২০ শে জুন, ২০১৯ ভোর ৫:৩৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ!

২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক অনেক

১৩| ২০ শে জুন, ২০১৯ ভোর ৬:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:
দারুন হয়েছে ইন বক্সের প্রেমের কবিতা
ইনবক্স প্রেমিকদের জন্য আমিউ রেখে
গেলাম কবিতার মত দেখায় একটা ।

প্রতিদিন ঘুম থেকে জেগে উঠে ভোরে
নয়ন যখন রাখি ফেবুর পাতা জোরে
রংগীন কথার নহর যায় দেখা সেথায়
আধেক চিত্রে আর আধেক তার লেখায়।

কোন কোনটায় লিখা সাগর জলে সিনান করে
মোহিনীমুর্তী ধারন করে হাজির হলাম তব দ্বারে
এমনি কথায় ত্বরিত বেগে ধেয়ে আসে বন্ধুগনে
আর বসন ফুরে কুটিল রেখা ফুটায় সযতনে ।

নিরাবরন বক্ষ তার নিরাবরণ দেহ, চিকন রেখায় লাইকের
চিহ্ন সকল দারুন অবহেলে পরে থাকে বন্ধু বরের পাশে
মকট চুরা মুকুট খানি পড়ে ললাট পরে, বন্ধু ফিরে আসে
ধনুকবাণ ধারন করে বন্ধু দাঁড়ায় গিয়ে অন্য কারো কাছে।

এক সাথে সকলকে তাই যায় না করা খুশী
কেও বা খুশী, কেওবা হয় পুড়ে পুড়ে ভুসি
সুযোগটা নেয় কেড়ে নতুন কোন পড়শী
করতে খুশী সকলে বন্ধুবর হয় যে বিনাশী।

অনেক অনেক শুভেচ্ছা রইল


২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহা অসাধারণ হয়েছে কবিতা । মন্তব্যের প্রতিউত্তরের কবিতাগুলো দিয়ে একটা পোস্ট দিবে অনুরোধ রইল ভাইয়া জি

ভালো থাকুন জাজাকাল্লাহ খাইরান

১৪| ২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: হা হা ।+

২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সুন্দর থাকুন :)

১৫| ২০ শে জুন, ২০১৯ সকাল ১০:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন: ব্লগে আকাল চলছে এখন সবার পোষ্টে সবার প্রোয়োজন আছে, ৩০-৪০ জন নিয়ে ব্লগ খুড়িয়ে খুড়িয়ে চলছে এরচেয়ে আকাল আর কি হতে পারে। আপনার পোষ্টে +++ সহ লাইক। লিখুন আমরা পড়ি।

২০ শে জুন, ২০১৯ দুপুর ১২:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি মাহমুদ ভাই, আপনি ঠিক বলেছেন । ব্লগের আকাল চলছে। এইজন্যই তো ব্লগে ইদানিং বেশীই থাকছি। অনেক ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সঙ্গেই থাকুন

১৬| ২০ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৯

মেঘ প্রিয় বালক বলেছেন: আজ থেকে চিরকুট না লিখার চেষ্টা করবো। কবিতায় অনেক সত্য তুলে ধরেছেন। ভালা লাগা কবিতায় লাইকের শুভেচ্ছা জানিবেন।

২৩ শে জুন, ২০১৯ দুপুর ২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আরে চিরকুট লিখবেন না কেনো। লেখা তো নিজের । কল্পনা না থাকলে লিখবেন কী করে। শুভকামনা
ধন্যবাদ আপনাকে

১৭| ২০ শে জুন, ২০১৯ রাত ১০:২০

মাহমুদুর রহমান বলেছেন: হা হা হা।
কবিতায় ভালো লাগা।

২৩ শে জুন, ২০১৯ দুপুর ২:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ মাহমুদ ভাইয়া

১৮| ২১ শে জুন, ২০১৯ রাত ১২:২৭

নীল আকাশ বলেছেন: মানবীয় সম্পর্কগুলি আজকাল ইনবক্সে মেসেজ আর ইমেইল দিয়েই প্রকাশ করার ব্যর্থ চেস্টা করার হয়।
অনেকটা যেমন বড় পুকুরে ছিপ ফেলার মতো, যদি কেউ গিলে খায়!!
ভার্চুয়াল জগত শুধুই কুহেলিকা ছাড়া আর কিছু নয়!

২৩ শে জুন, ২০১৯ দুপুর ২:৪০

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্য ধন্যবাদ ভাইয়া জি

আসলেই কুহেলিকাই । ফাদেঁ পা পড়লেই বিপদ

১৯| ২১ শে জুন, ২০১৯ সকাল ৯:৪৩

কালো যাদুকর বলেছেন: ইনবক্স প্রেম ধারনাটা বুঝতে পারছি, কখনো অনুভব করতে পারব না। তবে আপনার কবিতাতে সরল ভাবে একজন সুন্দরী কবির কবিতা প্রেম এসেছে। সাধুবাদ জানাই। তবে এটাও যাচাই করা দরকার, আসলে সব প্রেমের ফুলঝড়িই কি নকল? হা হা হা..

২৩ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক সুন্দর মন্তব্য । ভালো লাগা অফুরন্ত
ভালো থাকুন যাদুকর
শুভেচ্ছা সতত ।

না সব প্রেমের ফুলঝুড়ি নকল না । আসলও হতে পারে

২০| ২১ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫৭

হাবিব বলেছেন: আপনি তো মস্ত কবি রাজ................

২৩ শে জুন, ২০১৯ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: াহাহাহাহাহ । দাওয়া কাজে লাগছে নি? জানায়েন কিন্তু

২১| ২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:০৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতার আলিঙ্গনটা সুদৃঢ় থেকে যাক যুগ-যুগান্তর ধরে! সুন্দর!

২৩ শে জুন, ২০১৯ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কামনা আমার জন্য । এছাড়া আর কিছু চাওয়ার নেই। জাজাকাল্লাহ খাইরান ভালো থাকুন ভাইয়া
সুন্দর থাকুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.