নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছব
রোজ চুরি যাচ্ছে একটু একটু করে কখনো মানবতা,কখনো সমাজ
কিংবা মানুষের আবেগ,পরিবেশ আর প্রকৃতি
মানুষই যেনো আজ দশ নম্বর বিপদ সংকেত!
অনিষ্টকারী স্বার্থপর মানুষেরা সর্বদা ওঁৎ পেতে থাকে
ঈর্ষা হিংসা দম্ভ নিয়ে পথ চলা ওদের,প্রকৃতিকে কুঁরে কুঁরে খেয়ে নিচ্ছে
লোট করে নিচ্ছে প্রকৃতি কেবল নিজেদের সুখে থাকার আশে।
ঋতুগুলো কি করে বদলে গেলো! অথচ মানুষ'রাই ছিল দায়ী
এখানে শীতকাল নেই, নেই আর বসন্ত, আসে না শরতের নীল অভ্র আকাশ
বর্ষার আকাশে নেই ঘনঘটা কালো মেঘের পাহাড়;
বৈশাখী ঝড় - উড়ে গেছে পার্বত্য চট্টগ্রাম, হেমন্তের আগমনে কুয়াশার লেশ নেই
নেই হীম হীম আবেশ হেমন্তের জন্মলগ্নে।
প্রতিদিনই চুরি যাচ্ছে পাহাড়, বন,বৃক্ষ তরু লতা পাতা
খুবলে খাচ্ছে মানুষ এই দুনিয়া।
সুন্দর প্রকৃতি,সুন্দর ঋতু আর নাতিশীতোষ্ণ দেশটি আমার
আজ যেনো পুরো বছর গ্রীষ্মকাল
বারোমাসি খরায় পুড়ে যায় মানুষ,পুড়ে যায় বন বনানী
ভ্যাঁপসা গরম শীতকালেও ঝাপটে ধরে দেহ
মানুষ আজ প্রকৃতির ক্যান্সার।
চুরি হয়ে যাচ্ছে আমাদের ওজন স্তর, চুরি যাচ্ছে একটু একটু করে মানুষের মন
চিন্তা চেতনা, বিবেক, বুদ্ধি বিবেচনা,
মানুষ থমকে দিচ্ছে সময় সভ্যতার নিয়মমাফিক পথ চলা।
দুঃসহ নাগরিক যন্ত্রণায় যেমন ছটপটায় মানুষ
তেমনি চুরি করে নিয়ে নিজের করে রাখছে এই শহর
এখানে শান্তি নেই,নেই পা ফেলার ভেজা মাটি
দূর্বাঘাস নেই,নেই ফাঁকা সবুজ মাঠ।
এই শহর এই নগর এই দেশ বিকলাঙ্গ করে ছাড়ছে মানুষ।
দুর্নীতি অপকর্ম ছিনতাই রাহাজানি খুন গুম ধর্ষন আর
চুষে খাওয়ার নীতি মানুষের মনে সেঁটে গেছে।
ন্যায়ের হাত ধরে যারা পথ আগাতে চায়
তারাও বন্দি স্বার্থপর মানুষের দুর্নীতির বেড়াজালে।
চুরি যাচ্ছে মানুষের কথা,কবিতা,সাহিত্য
নির্লজ্জ মানুষগুলো অন্যের জ্ঞান নিজের নিউরণে লেপ্টে নিচ্ছে
বুক ফুলিয়ে বলে যাচ্ছে সব আমার, সব আমার সব আমার সৃষ্টি।
মৃত্যু কোলে নিয়ে বসেও মানুষ পেতে চায় সব নিজের করে,
কি দুঃসহ সময় বয়ে বেড়াচ্ছে সুন্দর এই দুনিয়ায়
রোজ চুরি যাচ্ছে আমাদের ভাবনাগুলো
ফরমালিনে মোড়ানো মানুষের মন,
ভয় নেই ডর নেই-এ কেমন দাম্ভিকতা সাথী করে ওদের পথ চলা
উফ্ কী ভয়ঙ্কর পরিস্থিতি সামনে অপেক্ষায় আছে কে জানে !
বড্ড ভয় হয় মেকি মুখোশে ঢাকা মানুষগুলোকে-কখন যে ছুঁ মেরে নিয়ে যায় প্রাণ
চুরি করে নিয়ে যায় অবশিষ্ট মানবতা-চুপসে আছি, যন্ত্রণা বুকের ভিতর অথৈ
বেঁচে আছি দীর্ঘশ্বাস বুকে নিয়ে এখানে এই যান্ত্রিক নগরে।
(June 20, 2017)
২৭ শে জুন, ২০১৯ রাত ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি। মানুষ মানুষকে জনসম্মুখে মেরে ফেলে কারো কিছু বলার থাকে না,
২| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
আরোগ্য বলেছেন: চমৎকার লিখেছেন আপু। নির্মম বাস্তবতা তুলে ধরেছেন। খুব ভালো লাগলো।
২৭ শে জুন, ২০১৯ রাত ১১:৩৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন
৩| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২৮
পবিত্র হোসাইন বলেছেন: পৃথিবী এখন বসবাসের অযোগ্য।
০৫ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: পৃথিবী না, আমাদের দেশ। ধন্যবাদ ভাইয়া
৪| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৭
রাজীব নুর বলেছেন: মানবতা শুধু ফেসবুক স্ট্যাটাসে।
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি ভাইয়া ভালো থাকুন
৫| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
ডঃ এম এ আলী বলেছেন:
ভাল লিখেছেন। লেখাটি পাঠে কেন যেন
বার বার মনে বাজে কিছু কিছু অঘটন ,
দেশে অমানবিকতর শিকাড় কিছু লোক
এক চোখে জ্বালা আর অন্য চোখে শোক,
কথা বুজে আসে রক্তে, শ্বাসে চাপা দম
অশুভের লিষ্টে আজ উঠে জানি কার নাম?
শভেচ্ছা রইল
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: শান্তিতে বসবাস করার সময় চলে গেছে। বাংলাদেশ এখন সন্ত্রাসীদের,আড্ডাখানা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক সময়
৬| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: বাংলাদেশের মানুষদের মাঝে মানবতা কমে গেছে।
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক
৭| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
পদাতিক চৌধুরি বলেছেন: যান্ত্রিকতার মধ্যে কোন ক্রমে টিকে থাকা। সমস্ত রকম পঙ্কিলতার মধ্যে মধ্যে আমরা নিজেদেরকে ক্রমশ আষ্টেপৃষ্ঠে বাঁধতে চলেছি। ক্রমশ এগিয়ে চলেছি ভয়াবহ অন্ধকারের দিকে। কবিতা ভালো হয়েছে।++
শুভকামনা প্রিয় আপুকে।
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: একদম ঠিক। চারদিকে কেবল অশনি সংকেত, সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
৮| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
বাংলাদেশের মানুষের মধ্যে থেকে মানবতা নামক সুন্দর গুণটি ক্রমশ হারিয়ে যাচ্ছে। আফসোস।
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: দয়া মায়া কিছুই অবশিষ্ট নাই, ভাল্লাগে না কিছু
ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক
৯| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
এমজেডএফ বলেছেন: এবার আপনার কবিতা বুঝতে অসুবিধা হয় নাই। যেসব সমস্যা নিয়ে লিখেছেন সেগুলোর সন্মুখীন হচ্ছি প্রতিদিন। তবে আপনার কবিতার প্রচ্ছদ ছবিটির সাথে (প্যারিস, আইফেল টাওয়ার!) কবিতাটির সারমর্মের কী সম্পর্ক তা বুঝি নাই!
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১১
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্যারিস মনে করে দেই নাই, জীবনের রঙ ধূসর এই হিসাবে দিয়েছিলাম। যাই হোক ছবই পালটে দিয়েছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১০| ২৭ শে জুন, ২০১৯ রাত ৮:৫৭
ল বলেছেন: চুরি যাচ্ছে রোজ আমাদের মানবতা ----পঁচে গেছে মানবতা --
কবিতা ভালো হয়েছে।
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ফিরে আসুক মানবতা ফিরে আসুক ভ্রাতৃত্ববোধ। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক
১১| ২৭ শে জুন, ২০১৯ রাত ৯:৪৫
হুদাই পাগলামি বলেছেন: মানবতা!
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: নাই অবশিষ্ট। ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১২| ২৭ শে জুন, ২০১৯ রাত ১০:১৬
আর্কিওপটেরিক্স বলেছেন: মানব.. তা
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: মানব তা মরে গেছে ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক
১৩| ২৭ শে জুন, ২০১৯ রাত ১০:৫৩
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন।
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ দাদা অনেকদিন পর দেখলাম আপনাকে, অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১৪| ২৮ শে জুন, ২০১৯ রাত ১২:২৬
ডঃ এম এ আলী বলেছেন: নীজের পুর্বকার চলতি পোষ্টে
পাঠকের মন্তব্যের জবাব না দিয়ে
নতুন পোষ্ট দেয়ার পিছনে যুক্তি কি ?
পোষ্ট যদি পাঠকের পাঠের উদ্দেশ্য
নিয়ে দেয়া না হয়, তাহলে কোন
কথা নাই , তবে তা যদি পাঠকের
পাঠের উদ্দেশ্যই পোষ্ট করা হয়
তাহলে নীজ পোষ্টে করা পাঠকের
মন্তব্যের জবাব দেয়াটাই বেশী
জরুরী বলে মনে হতেই পারে ।
তবে সাম্প্রিতক কোন ঘটনার
(যেমন বিশ্ব কাপে দিনের
খেলার জয় পরাজয় দিনেই
দিতে হয় তা নাহলে তা বাসি
হয়ে যায়) উপর ভিত্তি করে যদি
পোষ্ট দেয়া হয় তাহলে অবশ্য
ভিন্ন কথা । এমনতর জরুরী
সাম্প্রিতক বিষয় না হলে
পাঠক মন্তব্যের জবাব না
দিয়ে নতুন পোষ্ট দেয়াটা
খানিকটা বিস্ময় জোগায়!!
কোন লেখার জন্য মনে যদি
অপ্রিতরুদ্ধ কোন ভাবনা অসে
তাহলে তা লিখতে কোন দুষ নাই,
তবে তা লিখার পরে সেভ করে
চলতি পোস্টে পাঠকের মন্তব্যের
জবাব দেয়ার পরে নতুন পোষ্ট করা যায় ।
একটি মন্তব্য লিখতে পাঠকের কিছুটা
হলেও কষ্ট হয় । পাঠকের কোন মন্তব্য
পছন্দ না হলেও নীজ পোষ্টে করা পাঠক
মন্তব্য সকল সময়ই মুল্যবান বলে গন্য ।
পোষ্টের ঘরে পাঠক কষ্ট করে মন্তব্য লিখে
তার মন্তব্যের ক্রিয়া প্রতিক্রিয়া দেখার জন্য
কিছুটা কষ্ট করে তা দেখার জন্য মন্তব্যকারী
কতবার সে পোষ্টে আসে আর যায় তা
হয়তবা অনেকেই তেমন করে ভাবেননা।
ইদানিং মন্তব্য / প্রতি মন্তব্যের নোটিশ পাওয়া
যায় না বলে সেগুলি দেখার জন্য অনেক
পথ হাতরিয়ে মন্তব্যকারীকে মন্তব্যদানের
সে পোষ্টে আ্সতে হয় , ফলে কষ্ট যেমন তেমন,
তার মুল্যবান সময় কিছুটা হলেওতো ব্যয় হয় ।
তাই এখানেও রোজ মানবিকতা চুরির
প্রশ্নটি জড়িয়ে যায়!!!! রোজ মানবিকতা
চুরি হয়ে যাচ্ছে মর্মের পোষ্টে প্রসঙ্গ ক্রমেই
অনিচ্ছা সত্বেও উপরের কথা গুলি বলা।
বিষয়টা অবশ্যই পোষ্টদাতার একান্ত নিজস্ব
ব্যপার । যাহোক, এ বিষয়ে অপ্রিয় কিছু
কথা বলার জন্য ক্ষমা প্রার্থনা করছি ।
ব্লগের জনপ্রিয় কবির প্রতি
শুভেচ্ছা রইল ।
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ডরাইছ আর হইতো নো এরাম ভুল, সরি সরি সরি। সময় বের করা যায় না
১৫| ২৮ শে জুন, ২০১৯ বিকাল ৩:৪৭
ঠাকুরমাহমুদ বলেছেন: মানবতা চুরি হয়ে যাচ্ছে - ভালো বলেছেন, কিন্তু প্রশ্ন থেকে যায়, যারা চুরি করছে তারা কি মানবতা ফিরে পাচ্ছে, নাকি বিক্রি বাট্টা করে দিচ্ছে খোলা বাজারে চাল চিনির দরে? কোন বাজারে মানবতা কিনতে পাওয়া যায় জানাবেন প্লিজ।
পোষ্টে ভালো লাগা সহ পাঁচ তারকা সম্মানী
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: মনে হয় সেটাই, নইলে একটা মানুষকে কুপাচ্ছে আর অনেক মানুষ তা দেখছে, কী দয়া মায়াহীন মানুষ।৷ অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১৬| ২৮ শে জুন, ২০১৯ বিকাল ৫:৫২
নীলপরি বলেছেন: পৃথিবীর অবস্থা মানুষই এরকম করেছে । ভালো লিখেছেন ।
++
শুভকামনা
০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: জি আপি একদম ঠিক, জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন অনেক
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২২
করুণাধারা বলেছেন: দীর্ঘশ্বাস বুকে নিয়ে এই যান্ত্রিক শহরে আমাদের বেঁচে থাকা...