নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ফ্রেমবন্দির গল্প-১

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:১৯

©কাজী ফাতেমা ছবি
=ফ্রেমবন্দির গল্প=
আমার ক্যামেরা হলো ক্যানন ৬০০ডি, প্রথম লেন্স কিনেছিলাম ১৮-১৩৫, কিন্তু চাঁদকে কোনোভাবেই কাছে আনতে পারছিলাম না। কথায় বলে না শখের তোলা ৮০ টাকা। আমার বেলায়ও তাই হলো। টাকায় যখন চুলকায় তখন যেকোনো ভাবেই টাকা পকেট থেকে চলে যাবে এটাই স্বাভাবিক হাহাহা, টেকা পয়সা হলো তেজপাতা, সে উড়ে যাবেই। শেষে একদিন মনস্থ করলাম যে আরেকটা লেন্স কিনবাম। শেষে গিয়ে ৭৫-৩০০ লেন্স কিনে নিয়ে আসছি। আনছি কিন্তু ছবি তোলার জায়গা খুঁজে পাচ্ছিলাম না। ধারে কাছে সুন্দর লোকেশনও নাই। মনে মনে ভাবলাম বাংলাদেশ ব্যাংক কলোনীতে তো ফুলের বাগান আছে, সেখানেই ট্রাই করে দেখবো।

ছেলেকে স্কুলে দিতে যাওয়ার সময় হাতে ক্যামেরাখান তুলে নিলাম। ভাবলাম বাগানের গেইট যেহেতু খোলা না দূর থেকেই চেষ্টাটা ভালো হবে। ছেলেকে স্কুলে দিয়ে লেগে গেলাম অসাধ্য সাধনে। কিন্তু বদের বদ লেন্স কোনোভাবেই বাগে আনতে পারছিলাম না। ম্যানুয়ালীই তুলেছি ছবিগুলো কিন্তু আশানুরূপ ফল পাই নি। জুম বাড়িয়ে কাছে আনি কিন্তু ফোকাস হয় না।

কী আর করা তাও চেষ্টা চালিয়ে যাই এবং বিশেষভাবে এই সূর্যমূখিটাকেই টার্গেট করি। দূর থেকে ছবি গুলো ভালোই আসে, তবে জুম করলে ফেটে যায়, যাই হোক কিছু সুন্দর দূর থেকে দেখলেও ভালো লাগে। ঐ দিন আরও ছবি তুলেছিলাম, সেগুলা অন্যদিন না হয় দিবো।

ছবি তোলা যদিও আজাইরা সময় নষ্ট, সবাই বলে -আমি না। ছবি তোলা একটি শখের কাজ। সুন্দর দেখা আর সুন্দর ধরে রাখার প্র‍য়াস মাত্র। আমার প্রতিটি ছবি পোস্ট করার আগে ডেস্কটপের ওয়ালপেপার হিসাবে ইউজ করি। দেখে কী যে ভালো লাগে বলার মত না। খুব শান্তি অনুভব করি। আমি প্রফেশনাল ফটোগ্রাফার না, তাও কোনো কোনো ফেবু ফটোগ্রুপে বেস্ট ফটো, ফটো অব দা ডে, সুপার ফটোগ্রাফী হিসাবে মির্বাচিত হয়। এটা আমার এক্সট্রা পাওনা হয়ে যায়, ভালো থাকার। মুগ্ধ প্রহরগুলো তবে হয়ে থাক ক্যামেরা বন্দি, নিজে দেখি এবং সবাইকে দেখাই। আল্লাহ সবাইকে সুন্দর অনুভব করার জন্য একটা মন দান করুন। ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে। ফি আমানিল্লাহ।











ফ্রেমবন্দির গল্প যদি পাঠকের ভালো লাগে তবেই ফ্রেম বন্দির গল্প সিরিজ হিসেবে দিতে পারি। পাঠকের চোখেই তবে পোস্ট দেয়া না দেয়া নির্ভর করে- ভালো থাকুন।

মন্তব্য ৪০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:২৭

ঠাকুরমাহমুদ বলেছেন: ছবিগুলো প্রশংসার দাবীদার। আপনার ছবির হাত ভালো। পোষ্টে +++

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকুন

২| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৩

করুণাধারা বলেছেন: ফ্রেম বন্দির গল্প ভালো লেগেছে। দিতে থাকুনআরো।

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ইনশা আল্লাহ, আশত্ব হলাম

৩| ০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২৯

রাজীব নুর বলেছেন: ভালো লেন্স কিনেছেন। কিন্তু চাদের ছবি কই?

০৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাইয়া চাঁদের ছবি তুলেছি ঠিকই কিন্তু আকাশ অন্ধকার, পরে আরেকদিন দিব ইনশা আল্লাহ। ধন্যবাদ

৪| ০৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০২

কাওসার চৌধুরী বলেছেন:



চমৎকার কিছু ছবি। ভালো লাগলো, আপু।

০৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:৪৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক

৫| ০৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:০৪

জুন বলেছেন: একই অংগে এত রূপ দেখছি যেন ।
অসাধারন কাজী ফাতেমা, ছবি নামটি আপনার জন্য স্বার্থক :)

+

০৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপি ভালো থাকুন অনেক । ভালোবাসা রইলো

৬| ০৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

ভুয়া মফিজ বলেছেন: ছবিগুলো মচৎকার হয়েছে কোন সন্দেহ নাই। :)
চাদের ছবি কই.......অমাবশ্যার চাদের ফটো খিচছিলেন নাকি? =p~

ও ভালো কথা, সোনারগাও এর ছবি কই? ''দিয়াম দিয়াম, সব ছবিই দিয়াম'' বলে যে হাওয়া হয়ে গেলেন, ঘটনাটা কি?

০৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন

মনে আছে গো মনে আছে, ছবি মেরামত করে রেখেছি, অফিসিয়ালচেকটা ঝামেলা যাচ্ছে, দোয়া করবেন।

৭| ০৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:


সাধারণ মানুষের জীবন সংগ্রামের ছবি তোলার চেষ্টা করেন!

০৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার এইসব তুলতে খুব মন চায়, কিন্তু ক্যামেরা নিয়ে বের হওয়া যায় না। আর মেয়েদের ছবিতুলা এদেশে লজ্জাজনক আন ইজি লাগে, তাই জীবনের ছবি তোলা হয় না। তবুও সুযোগ পেলে ইনশা আল্লাহ তুলবো। ধন্যবাদ আপনাকে, ভালো থাকুন

৮| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: ছবি যেনো ছবির মতোই। আপনার হাতও পাকা তাইতো এতো সুন্দর ছবি দেখার ভাগ্যে জুটল। ফ্রেমবন্দি চলতে থাকলেই যে আরো এমন সুন্দর কথা মালায় শত-সহস্য ছবির সাথে পরিচয় হবে। ভাল থাকবেন সবসময়।

০৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসহ্য সুন্দর মন্তব্য, অনুপ্রেরণামূলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক

৯| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:৫৫

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা,
কেমন আছেন ? অনেকদিন পর ব্লগে ফিরে আপনার ছবিগুলো দেখে ভালো লাগলো । সবগুলো ছবি সুন্দর তবে ৪ নম্বর ছবিটি আমার ভীষণ ভালো লেগেছে ।
শুধু ফ্রেমবন্দি গল্প সিরিজ দিবেন কেন , কবিতা কি দোষ করলো ? শুভেচ্ছা ও ভালোবাসা জানবেন।

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আলহামদুলিল্লাহ ভালো আছি আপি। আপনি কেমন আছেন? গল্প সরিজ দেয়ার এই কারণ যে অনেকেই কবিতা পছন্দ করেন না তাই। তারপরও কবিতা তো থেমে থাকবে না। ইনশাআল্লাহ ছবি কবিতা দেবো কিছুদিনের মধ্যে।

জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন অনেক

১০| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১১:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: শেষ পর্যন্ত আপু তাহলে অসাধ্য সাধন করলেন। বদ লেন্স তাহলে দারুন পোষ মেনেছে দেখছি। ++
পোস্টে লাইক।

শুভকামনা জানবেন।

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: পোষ মানে নাই এখনো। ১৮-১৩৫ দিয়েই ছবি উঠাই বেশি। অনেক ধন্যবাফ ভাইয়া ভালো থাকুন অনেক

১১| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ৩:১৮

কামভাখত কামরূখ বলেছেন: ফটোগ্রাফি ব্যাপারটাকে আমাদের এই উপমহাদেশে খুব সহজ কিংবা দুর্মূল্য বলে মনে করা হয় কিন্তু ব্যাপার ট্যাঁ অত সহজ বলে আমার মনে হয়না। শিল্পীর চোখ আর সাধারণ মানুষের দৃষ্টির তফাৎ বোধকরি এই জায়গায় ফুঁটে উঠে, যাই হোক আমি দুঃখিত অতিরঞ্জিত প্রশংসা করে সহানুভূতি কিংবা ব্লগের ভিউয়ার বাড়ানোর তাড়না আমার নেই।

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার কাছেও তাই মনে হয়। ফটোগ্রাফী বিষয়টা এত সহজ না সে আমিও জানি ফটো তোলা এত সহজ না, আর আমি প্রফেশনাল ফটোগ্রাফারও না, প্রশংসা না করলেও কিছু আসবে যাবে না। উপরেও উঠবো না আবার নিচেও নাম্ব না। সে যাই হোক বাংলাদেশে জানেনই তো কবি আর ফটোগ্রাফারের সংখ্যা বেশি, আমিও তাদের মাঝে একজন নগন্য ব্যক্তি।।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক

১২| ০৬ ই জুলাই, ২০১৯ সকাল ৯:৫৩

আমি মুক্তা বলেছেন: ছবি আপু ছবি তুলবে আর তা ভালো হবে না! ছবির (পিকচার) এত বড় সাহস!

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশা আল্লাহ অনেক সুন্দর মন্তব্য জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন অনেক শুভেচ্ছা আর ভালোবাসা রইলো

১৩| ০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:০২

নীল আকাশ বলেছেন: ছবি পছন্দ হয়েছে। ক্যামেরার টাকা উসুল!!

০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ নীল ভাইয়া ভালো থাকুন অনেক। শুভেচ্ছা সতত

১৪| ০৬ ই জুলাই, ২০১৯ সকাল ১১:৩৬

নতুন নকিব বলেছেন:



লেখাটা পড়লাম। মুগ্ধকর। ছবিগুলো দেখলাম। সুন্দর।

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক

১৫| ০৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ভাইয়া চাঁদের ছবি তুলেছি ঠিকই কিন্তু আকাশ অন্ধকার, পরে আরেকদিন দিব ইনশা আল্লাহ। ধন্যবাদ


ঠিক আছে চাদের ছবি দেখার অপেক্ষায় রইলাম।

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশা আল্লাহ

১৬| ০৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৭

নীলপরি বলেছেন: প্রতিটা ছবিই ভালো লাগলো ।

শুভকামনা

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন অনেক

১৭| ০৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:২৪

মেঘ প্রিয় বালক বলেছেন: ছবি কথা বলে আপনার পোস্ট থেকেই জানা যায়। আমার একটি আবদার,বৃষ্টি বর্ষণ মূর্হতের কিছু ছবি ও কথা পড়তে চাই।

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। ইনশআ আল্লাহ দেব

১৮| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ৮:০৭

মাহমুদুর রহমান বলেছেন: আপনার ক্যামেরাটা দু'দিনের জন্য ধার দিবেন?

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইনশআল্লাহ,দেব।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালোথাকুন

১৯| ০৬ ই জুলাই, ২০১৯ রাত ১০:৪৯

আহমেদ জী এস বলেছেন: কাজী ফাতেমা ছবি,




সূর্য্যের দিকে মুখ তুলে তাকিয়ে থাকা ফুলগুলোকে দক্ষতার সাথেই "ফ্রেমবন্দি" করেছেন।

চাঁদকে কাছে টেনে আনার চেষ্টা ভুলেও করবেন না তাহলে বিশ্বব্রহ্মান্ড লন্ডভন্ড হয়ে যেতে পারে। অবশ্য তেমন কোন সুযোগও নেই। শুধু কাছে দেখার কোশেশ করতে পারেন টেলিস্কোপে, চাইলে ছবিও তুলতে পারেন টেলিফটো লেন্স দিয়ে। :P

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন অনেক।

টেলিস্কোপ পামু কই :(

২০| ১২ ই জুলাই, ২০১৯ রাত ৩:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: নীজকেই মনে হয় ফ্রেম বন্দী করে ফেলেছেন
শুনতে আরো বেশি ভাল লাগত আপনার
ঐ বদের সাথে প্রেম বন্ধীর গল্প শুনা :)
সুর্যমুখীর ছবি দেখে ভাল লাগল,
আর মনে পড়ল সেই বিখ্যাত গানের কথা
সুর্য মুখীর সোনার রঙে রঙে কোন মালঞ্চে
হারিয়ে যেতাম

শুভেচ্ছা রইল

১৪ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে সে,স্বাধ গুড়েবালি :(

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.