নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
১। ইচ্ছে করে জেগে থাকা রাতগুলো.....
স্বপ্ন নিয়ে টানাটানি চলছে নিত্য,
সময় আঙ্গুলের ফাঁকে চলে যাবে বলে ঘুমের প্রহরেও থাকি জেগে;
আর দু'মিনিট না হয় জেগেই থাকলাম, এই করে কাটিয়ে দেই প্রশান্তির ঘুম প্রহরগুলো।
এমন কু-ইচ্ছার কাছে হার মানে ঘুম।
অযথা জেগে থাকা প্রহরে জেগে আছি বলে বুকে হাম্বরের আঘাতে
ধড়াম ধড়াম শব্দে মুহুর্মুহু যন্ত্রণায় বিছানায় করি ছটফট;
দু-টানায় শেষে ঘুম চোখের পাতা ছেড়ে পালায়।
কথা গল্প হাসি ঠাট্টায় কেটে যায় মধ্য রাত অবধি
কিইবা পেলাম এমন জেগে থাকা রাতগুলোতে।
রাতের ঘুমের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে বেঁচে থাকি
নির্ঘুম রাত! তৃপ্তির স্বপ্নগুলো কাঁদে সিথানে বসে।
অবশেষে সুখ স্বপ্নগুলো পালায় দখিন জানালা দিয়ে
আর দু:স্বপ্ন এসে ঝেঁকে বসে চোখে।
ঘুম এসে কতবার হাই তুলিয়ে জানান দিয়ে যায় ঘুমের প্রহর গেলো বলে,
অথচ অবহেলায় কাটিয়ে দেই নিশ্চিন্ত ঘুমের প্রহর।
টের পাই পরেরদিন কর্ম প্রহরে যখন হাইয়ের পর হাই এসে
চোখে জল ঝরিয়ে কাজে কর্মে ব্যাঘাত ঘটায় মারাত্মক তখন।
ঠিক তখনি ওয়াদা করে ফেলি ঘুমপ্রহর করব না আর অবহেলা ।
রাত যেই ঘনিয়ে আসে ভুলে যাই কষ্ট প্রহরের কথা..
সেই একই অভ্যাসের পুনরাবৃত্তি ঘটিয়ে জেগে থাকি রাতের পর রাত।
স্বপ্ন নিয়ে টানাটানি শেষে কর্তব্যের খাতিরে শরীর টেনে তুলি অনিচ্ছায়।
এর কি কোনো প্রতিকার নেই!! তবুও জেগে থাকি...থাকতে হয়। কেনো?
June 25, 2016 at 4:08 AM
২। আবেগের মূল্য দিতে শেখো নি আজও......
আবেগের দাম দিতে প্রস্তুত নও কভু। মুহুর্মুহু মন খারাপ করে দেয়ার জন্য ঠাঁয় দাঁড়িয়ে থাকো মনের কিনারে। আমাকে খুশি করার জন্য হলেও কখনো বলো নি অভিমানের খাঁচাটা এবার উলটে ফেলো, মুক্ত করে দাও আবেগ! আলতো ছুঁয়ে দেখো নি আবেগের নরম পালক! বিতৃষ্ণায় অবেলায় খসে পড়ে অভিমান । মাটিতে লুটিয়ে পড়ার আগ পর্যন্ত কত অপেক্ষাই না করা হয়! কই! সে আশা গুঁড়ে বালি। অত:পর ডানা ভাঙ্গা পাখির মতো কারো মন আকাশে ওড়তে না পারার ব্যর্থতা কুঁরে কুঁরে খায় প্রতিনিয়ত।
নিদ্রা হও না, হও একেকটা নির্ঘুম রাত। ব্যথা হতে দ্বিধাবোধ নেই, মলম হতে গিয়ে সটকে পড়ো নির্ভেজাল। অক্সিজেন হতে পারতে - হও যে বড় দীর্ঘশ্বাস!
বুকের ভিতর ভালবাসার চাষ করেছিলাম যতন করে! সেখানে মই হয়ে এসে দুমড়ে মুচড়ে দাও ভালবাসার ফসল! আর কি চাও শুনি?
বুকের জমিন ব্যথার আগাছায় পরিপূর্ণ,সারের বদলে- চুয়ে পড়া কষ্ট রক্ত ছড়িয়ে দিয়েছি জমিতে। ভালবাসার সার হলে না...মনের জমিন করে দিলে অনুর্বর। ক্ষারীয় জমিতে এখন- না ফলে প্রেম না ভালবাসা আর আবেগ হয়ে গেলো চোখের শুষ্ক নদী! অভিশাপ দিতে চাই না কিন্তু এই এন্তার কষ্টের ফসল যদি অভিশাপ হয়ে যায়! বড্ড ভয় আমার।
এমনিতেই ভাল থাকো। আমি ছাড়া সবাইকে নিয়ে সুখি থাক। আর আমি কষ্টের নদীতে সাঁতার কাটতে থাকি আবেগের ডানায়!
July 14, 2016 at 4:14 AM • Dhaka
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া
ভালো থাকুন
২| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২০
নজসু বলেছেন:
স্বপ্নের মতো।
১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
৩| ১৫ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১১
মুক্তা নীল বলেছেন:
আপা ,
কথাগুলো অসাধারণ !!! আর কেউ ইচ্ছে করে ভুল করলেও সময় ঠিকই উচিত জবাব দিয়ে দেয় কোন এক সময় ।
শুভেচ্ছা জানবেন ।
১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। একদম ঠিক বলেছেন। আমিও দেখি... এবঙ ভাবি কিছু মানুষ শেষ পর্যন্তও অনুতাপ করে না। আর যারা বুঝে অনুভব করতে পারে তারা শুধরে যায়।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ
৪| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ৮:৪৮
পদাতিক চৌধুরি বলেছেন: দুটোই সুন্দর হয়েছে আপু। তবে 'জেগে থাকার রাত'টা অন্তরের সুখানুভূতিতে জুড়ে থাকায় বেশি ভালো লেগেছে।
আর অভিমানি! সে তো অভিমানি হয়েই রয়ে যায়।
পোস্টে দ্বিতীয় লাইক।
শুভকামনা জানবেন।
১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য
ভালো থাকুন অনেক অনেক
৫| ১৫ ই জুলাই, ২০১৯ রাত ১০:৩৬
নতুন বলেছেন: অবশেষে সুখ স্বপ্নগুলো পালায় দখিন জানালা দিয়ে
আর দু:স্বপ্ন এসে ঝেঁকে বসে চোখে।
লাইনদুটি ভালো লাগলো.... আসলেই কখনো কখনো রাত জেগে থাকলে সুখ স্বপ আসেনা সমস্যার ভাবনাই মাথায় ঘুরে বেড়ায়।
আর অন্য একটা টপিক টেনে আনার জন্য সরি
১৬. ১৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:২৩ কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রিয় ভাইয়া ধৈর্য্য রাখুন প্লিজ। কাউকে এমন কিছু বলবেন না যাতে উলটা আপনাকে কথা বলার,সুযোগ পায়। যারা বুঝেনা ইসলাম তারা এসবের বিরোধিতা করবেই।
@ কাজী ফাতেমা ছবি
১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:০১
কাজী ফাতেমা ছবি বলেছেন: আমি কয়েকদিন মানে এক সপ্তাহ ধরে ব্লগে আসি না। নোংরা মন্তব্যও দেখিনি। কিন্তু মাহমুদ ভাইয়ার পোস্ট পড়েছি। পোস্টটা খারাপ ছিলো না। যেহেতু আমি মন্তব্য পড়ি নাই । কিসের ভিত্তিতে তিনি নোংরা মন্তব্য করেছেন তাও জানি না। পরবর্তীতে স্ক্রীণশট দেখতে পেলাম। এরকম মন্তব্য করা মাহমুদ ভাইয়ার ঠিক হয় নাই। ভুল করে ফেলেছেন। আল্লাহ তাকে আরও হেদায়েত দিন। কিন্তু যে পোস্টের বিরুদ্ধে ইসলাম বিরোধী মন্তব্য করা হয়েছে সে মন্তব্যগুলো আমি পড়তে পারিনি। তাই দু:খিত। ইসলাম বিরোধী কোনো মন্তব্য আমিও সহ্য করতে পারি না । আল্লাহ তাআলা সবাইকে বুঝার ক্ষমতা দিন হেদায়েত দিন।
আর আপনি তো ইসলাম নিয়েই পোস্ট দেন যার কারণে আপনিও আমার প্রিয় ব্লগার । আমাকে ভুল বুঝবেন না প্লিজ। ব্লগ সুন্দর থাকুক সেটাই কামনা করছি
৬| ১৬ ই জুলাই, ২০১৯ রাত ১২:৫৪
শ্রেষ্ঠ অফিসার বলেছেন: এত টানাটানি কেন???
১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: স্বপ্ন ঘুম হতাশা নিরাশা আশা সব আমারে নিয়া টানাটানি করে। আমি কী করতাম কন
ধন্যবাদ আপনাকে পোস্টে আসা রজন্য
৭| ১৬ ই জুলাই, ২০১৯ সকাল ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। শেষেরটি ট্রাজেডি।ভাল +
১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:০৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইযা ভালো থাকুন
৮| ১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০০
নীল আকাশ বলেছেন: ২ নাম্বারটা পড়ে আমার মাথা ঘুরে গেছে। কে আমার এত প্রিয় আপুর হৃদয়ে কুঠারাঘাত করেছে। এত্ত বড় সাহস?
ছবিগুলি এতই সুন্দর হয়েছে যে পোস্ট ছেড়ে ছবি দেখেছি অনেকখন।
কোথা থেকে পান এত সব সুন্দর ছবি?
শুভ কামনা রইল অনন্তর!
১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: কষ্ট দেয়ার মানুষের অভাব নেই । তবে কাছের মানুষরাই বেশী কষ্ট দেয় আর কিছু কষ্ট কাউকে বলা যায় না সেজন্য কষ্টটা হাজার গুণ বেড়ে যায় ।
খুব সুন্দর মন্তব্য ভাইয়া জাজাকাল্লাহ খাইরান।
ছবিগুলো নেট থেকেই নেই। ভালো থাকুন পাশেই থাকুন
৯| ১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২৪
সত্যমানিক বলেছেন: ভালো লিখেছেন। পোস্টে+
*অপব্লগার মাহমুদুর রহমানের ঐ পোস্টে প্রশংসা করে বিরাট অপরাধ করে ফেলেছেন। এবার উনাকে ইতরপনার জন্য ক্ষমা চাইতে বলে এর প্রায়শ্চিত্ব করুন। ভুল করলে ক্ষমা চাইতে হয়।
১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ আপনাকে। মানিক ভাই আমি ক্যাচালে নাই আর। অশ্লীল মন্তব্য যারা করে অশ্লীল কথা যারা বলে এদের আমি ঘৃণা করি। মাহমুদ ভাইয়ের মন্তব্য মুছে দেয়ার কারণে পড়িনি পড়ে স্ক্রীণশট দেখেছি।
আমি ব্যস্ত মানুষ এত কিছু দেখা পড়া আমার পক্ষে সম্ভব না। উনি ক্ষমা চাইলে সব মিটমাট হতো। আল্লাহ উনাকে সঠিক বুঝদান দিন।
১০| ১৬ ই জুলাই, ২০১৯ দুপুর ১:২৬
মাহমুদুর রহমান সুজন বলেছেন: কষ্টকে লালন করে যার কেষ্ট কুড়ায় তারাই জগদ্বিখ্যাত হয়। বোনটি আমাদের মাঝে খ্যাতির চুড়ায় তেমনি সবার মাঝে হউক।
১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: এত সুন্দর মন্তব্য মাশাআল্লাহ
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন
১১| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:০৭
সাহসী সন্তান বলেছেন: কবিতাটা ভালো হইছে। মুক্ত গদ্য পড়ি নাই! বেশি আবেগী লেখা পড়তে গিয়ে যদি মন খারাপ হয় সেই ভয়ে। আর লেখাটা পুরাতন সেটা শিরোনামে না বললেও চলতো। প্রকৃত পাঠক নিচে দিন তারিখ দেখে না হয় মিলাইয়া নিতো...
তার থেকে বরং শুধু শিরোনাম দিয়ে পোস্টটা প্রকাশ করলে পোস্টের গুণগত মানটা আরও ভালো থাকতো! এনিওয়ে, পোস্টে লাইক দিলাম।
শুভ কামনা জানবেন!
১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: আপনার মন্তব্য পড়ে ঠিক করে দিয়েছি। অনেকদিন পর এখানে দেখলাম আপনাকে খুবই ভালৈা লাগলো
অনেক ব্যস্ত হয়ে পড়েছেন মনে হয়।
যেখানেই থাকুন ভালো থাকুন সুন্দর থাকুন
১২| ১৬ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:২০
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া
ভালো থাকুন
আপনিও ভালো থাকুন বোন।
১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কৃতজ্ঞতা রইল ভাইয়া
১৩| ১৬ ই জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:১৩
আরোগ্য বলেছেন: প্রথম অংশে কড়া লাইক, পরের অংশে হালকা লাইক।
১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৩:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: শেষের টা কড়া লাইক হওয়া উচিত ছিলো কারণ একটু সহানূভূতি পাওয়া যেতো হাহাহাহা
জাজাকাল্লাহ খাইরান
ভালো থাকুন ভাইয়া
১৪| ১৭ ই জুলাই, ২০১৯ বিকাল ৪:০৭
ডঃ এম এ আলী বলেছেন:
বাহ ভারি সুন্দর কথা ও ছবি
কামনা করি যতসব যাতনা ভুলে
আজ রাতে যাবেন সুখ নিদ্রার কুলে
সপনে দেখবেন, ভেবেছেন যা তা
কেমনে ধরা দেয় নীজের জীবনকালে
শুভেচ্ছা রইল
১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: উফ ছবিটা কী সুন্দর । এটা দিয়াও একটা আস্ত কবিতা হয়ে যায়।
আল্লাহ ভরসা । সব যাতনা একদিন হয়তো থাকবে না।
সুন্দর মন্তব্যে রজন্য অনেক ধন্যবাদ ভাইয়া
১৫| ১৭ ই জুলাই, ২০১৯ রাত ৯:৩৯
সেতুর বন্ধন বলেছেন: কবিতাও ছবি দুই অনন্য।
১৮ ই জুলাই, ২০১৯ দুপুর ১২:৫১
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ বন্ধন ভালো থাকুন সুন্দর থাকুন
১৬| ২১ শে জুলাই, ২০১৯ দুপুর ১২:৫৮
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
২১ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ হাসান ভাইয়া
ভালো থাকুন অনেক অনেক
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:১২
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।