নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

» ফ্রেমবন্দির গল্প-৩

২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৩



©কাজী ফাতেমা ছবি
=ফ্রেমবন্দির গল্প=
আমি বাংলাদেশ ব্যাংকে জব করি মোটামুটি সবাই জানেন। যখন জয়েন করি তখন এত সুন্দর ফুল বাগান ছিলো না। এত রঙবাহারী ফুলও ছিলো না। দিন যাচ্ছে অফিসের বাগানে হরেক রকম ফুলের আগমন বাড়ছে তো বাড়ছেই। অফিসের গেইটে ঢুকলেই মন জুড়িয়ে যায়। পানির উপর শাপলা, পানির উপর সাদা সাদা ফুলের গাছ (নাম জানি না) এবং চারিদিকে কেবল ফুল আর ফুল। এইতো এখন ফুটেছে সূর্যমূখী ফুল। এই ফুলগুলো এত উঁচু উফ ছবি তুলতে জুম করে তুলতে হয় মোবাইলে। আর ক্যামেরা তেমন একটা আনা হয় না। তো এই ফুলগুলো ক্যামেরায় তোলা। যদি কোনোদিন ছুটির দিনে অফিসে আসার সুযোগ পাই তবে হাতে ক্যামেরা নিয়েই ঢুকি। উদ্দেশ্য একটাই ফুলের ছবি তোলা। কত শত ফুলের ছবি হার্ডডিস্কে জমা পড়ে আছে।

ফুল হলো ভালোবাসার জিনিস, আজকে কেবল সাদা রঙের ফুলের ছবি দিলাম। সাদা হলো পবিত্রতার রঙ শুদ্ধতার রঙ। এই ফুলের নাম চন্দ্রমল্লিকা। সাদার সাথে গোলাপী রঙ চন্দ্রমল্লিকাও তুলেছি। পরে আরেকদিন দেবো ইনশাআল্লাহ। ফুল হলো এমন এক জিনিস, ফুটা ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। ইদানিং বৃষ্টির হাওয়ায় ফুলগুলো এমন দুলতে থাকে। প্রায়ই মোবাইলে ভিডিও করে ফেলি। সেগুলো ইনশাআল্লাহ একদিন আপনাদের দেখাবো। ভালো না লেগে উপায় নেই।

২।


১।
দুধ সাদা ফুল এনে দেবে, দেবে খোঁপায় তুলে
সাদা বেলী দাও পরিয়ে, এনে আমার চুলে?
চন্দ্র মল্লিকা ফুল দেবে, ফুলদানিতে রাখবো
তোমায় নিয়ে শুদ্ধ রঙে, সুখের স্বপ্ন আঁকবো।
হাতের বালা সাদা ফুলে, কানের দুলও সাদা
ঘ্রাণ ছড়ানো ফুল দেবে কী, নাকি দেবে গাঁদা?
চাই না গাঁদা, সাদা ফুলই, দিয়ো আমায় তুমি
ফুল যদি না দাও গো আমায়, মন যে বিরান ভুমি।
দাও পরিয়ে গলে আমার, সাদা ফুলের মালা
বলছো না আর কথা তুমি, ঠোঁটে মারলে তালা?
সাদা ফুলের গুচ্ছ দেবে, সাদা গোলাপ সাথে
নয়নতারা সাদা বেলী, দিয়ো এনে হাতে।
কৃষ্ণচূড়া নয় চাই শুধু, সাদা ফুলের তোড়া
সাদা ফুল দিলেই দেখবে হাসি ভুবনজোড়া।
সাদা ফুলের ঘ্রাণ মাখানো, একটি প্রহর দেবে
ভালোবেসে প্রেমে হেসে, মন কী চুরি নেবে?

৩।


৪।


৫।


৬।


১।
সাদা হলো পবিত্রতার রঙ, সাদা শুদ্ধতারই প্রতীক
দুধ সাদা ফুল দেখলে আহা, মন ভালো হয়ে যায় ঠিক ঠিক।
সাদা ফুলের ঘ্রাণও বেশী, জানেন কী তা অল্প?
সাদা নিয়ে গাঁথা কত কাব্য উপন্যাস গল্প।
সাদা হলো চোখের শান্তি, সাদায় মনও জুড়ায়
সাদা ফুলের গুচ্ছ দেখলে, মনটা যেনো পুড়ায়।
সাদা পড়ে হবে যেতে, বেলা শেষে ভেলায়
সাদাকে রেখো না তোমরা, অল্পবিস্তর হেলায়।

৭।


৮।


৯।


৩।
ফুলের উপর ভ্রমরা বসে, মধুর মজা লুটে
তোমার মনে প্রেম কলি হায়, একবারও না ফুটে;
হও না ভ্রমর, না মৌমাছি, পাপড়ি ফুলের হও না
আমার সাথে নিরিবিলি, প্রেমের কথা কও না?
কেমন তুমি পাথর মানুষ, বুকে পুষো রোদ্দুর
তোমা পানে ঠাঁয় তাকালে, তৃষ্ণাতে বুক দু্দ্দুর।
চোখের পুষো একটা সূর্য, বুকে পুষো আগুন
তোমার মনে রঙ বসন্ত, আসে না হায় ফাগুন।
শিমুল অশোক ফুটে ঝরে, যায় রে ফাগুন চলে,
মন নিলে না ভালোবেসে, ফুল দেবারই ছলে!
বুক জমিনে আগুন খাঁখা, বিতৃষ্ণাই গড়ো
মানুষ তুমি নিরামিষ এক, জরা বুকে জড়ো।
এই যে আমি বসে আছি, ফুল নিয়ে কী আসবে
আমায় নিয়ে প্রেমের জলে, এবেলাতে ভাসবে?
জরাজীর্ণ দূরে ঠেলে, প্রেম হয়ে আজ ফুটো
বসো কাছে একটু ঘেঁষে, প্রেমের মজা লুটো।

১০।


(মা- হাসান ভাই আর ভূয়া মফিজ ভাই :( কবিতা দিয়ালছি। আইয়া - খালি ফটো দেইখা যাইয়েন :D

মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:২৮

পবিত্র হোসাইন বলেছেন: ফুল খেতে ইচ্ছা করছে !:#P

২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাাহ বলেন কী । এই প্রথম শুনলাম কেউ ভাত মাছ চকলেট রেখে ফুল খেতে চায়্

খেতে চাইলে তরতাজা ফুল দিমুনে
ধন্যবাদ আপনাকে

২| ২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৩৪

মা.হাসান বলেছেন: কবিতা দিলে শুরুতেই দিয়েন, তাইলে গেটে তালা দেইখা আর ঢুকুম না।
দেহায় মুরগি খাওয়ায় ডাইল। :(

২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহাহ আচ্ছা আপনি এখন আছেন জানলে কোবতে দিতাম না। গেলে পরে দিতাম হাহাহা ভুল হয়া গেছে গা জনাব

ধন্যবাদ আসার জন্য পোস্টে

৩| ২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৩৫

জুনায়েদ বি রাহমান বলেছেন: চন্দ্রমল্লিকা ফুলটাকে আজ ভালো করে চিনলাম। যদিও ফুলটা আগে দেখেছি, নামটাও চেনা।

ক্যাপশনও খুব ভালো লেগেছে।

২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ জুনায়েদ ভাই । ভালো থাকুন অনেক অনেক

সুন্দর কাটুক সময়গুলো

৪| ২৯ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৪৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার ছবির সাথে কাব্যিক ক্যাপশনগুলোও চমৎকার। আপনি,জুনাপি আর কামাল ভাই আমাদের অনেক কিছুর সাথেই পরিচয় করিয়ে দিয়েছেন। যদিও কামাল ভাই এখন আর তেমন পোষ্ট করছেন না। আপনার ফুল প্রীতি আমারেদ বাহারি ফুল দেখার সুযোগ করেছে। ভাল থাকবেন।

২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:২৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

আসলেই কামাল ভাইয়ের পোস্ট অনেক কম দেখতেছি ইদানিং

সুন্দর মন্তব্য অনুপ্রেরণা জোগায়।
ভালো থাকুন পাশেই থাকুন

৫| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৬

মোঃ মাইদুল সরকার বলেছেন: আসলেই অফিসে বাগান থাকা মানে অন্যরকম এক সৌন্দর্য ধরা দেয়।

++++++

২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আসলেই । ধন্যবাদ ভাইয়া কিন্তু প্লাসে ক্লিক পড়েনি হাহাহাহা

ভালো থাকুন অনেক অনেক

৬| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৪৯

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপু,

আগেও বলেছি আপনার ছবি তোলার হাত অসাধারণ। ফুলগুলো একেবারে জীবন্ত মনে হচ্ছে। সঙ্গে কাব্যিক ভাষায় ক্যাপশনগুলো মধুর লাগলো। ++
পোস্টে দ্বিতীয় লাইক।
আপু আপনার পেশা সম্পর্কে অনেকে জানলেও আমি ঠিক জানতাম না যে আমি ব্যাংকে কর্মরতা। আমার আবার কেউ ব্যাংকে চাকরি করে শুনলে কেমন জানি হোম লোনের কথা বলতে ইচ্ছে করে। এখনো গৃহহীন হয়ে আছে কিনা। আপনি লোনের ব্যবস্থা না করতে পারলেও ক্ষতি নেই হা হা হা হা হা।

শুভকামনা জানবেন।


২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ পদাতিক ভাইয়া ভালো থাকুন।
হাহাহাহা বাংলাদেশ ব্যাংক লোন দেয় না কাউকে.... কেবল অনুমতি প্রদান করতে পারে।

সুন্দর মন্তব্যের জন্য আবারও ধন্যবাদ ভাইয়া

৭| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৬

ডঃ এম এ আলী বলেছেন:
কি এক কাকতালিয় ব্যপার, তাজা ফুটন্ত মল্লিকা ফুলের টব কিনে নিয়ে ঘরে এসে
জানালার পাশে রেখে লেপটপ খুলে সামুতে গিয়েই পেলাম মল্লিকা ফুলেরই দেখা

মল্লিকা ফুল নিয়ে মনোহর গুজ্ছ গুচ্ছ ছবি সাথে অনুপম ছন্দময় কবিতার বাহার
সুন্দর সুন্দর বাহারী ফুটন্ত মল্লিকাদের সাথে কথা হয়, থাকতে পারিনা নির্বিকার
ফুল ছাড়াও আরো অনেক মল্লিকারা রয়েছে এ জগত মাঝার ,
এই পোষ্টের কল্যানে দেখা হল আজ তেমনি এক মল্লিকার সনে
তিনি অনেকেরই পরিচিত মল্লিকা সেনগুপ্ত(১৯৬০-২০১১)
পশ্চিমবঙ্গের একজন নারীবাদী কবি ও সংবেদনশীল লেখিকা।
পেশায় ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাজবিদ্যার অধ্যাপক ।
লেখনির গুণে তিনি আন্তর্জাতিক স্তরেও পেয়েছেন প্রতিষ্ঠা,পেয়েছেন
সুকান্ত পুরস্কার, বাংলা একাদেমি এ্যাওয়ার্ড এবং ফেলোশিপ ফর লিটারেচার
ইতিহাসের ব্রাত্য নারী চরিত্ররা তাঁর লেখায় প্রায়ই হয়েছেন পুনর্জীবিত ।
তাঁর কবিতায় মল্লীকা ফুলের মতই প্রস্ফুটিত হয় নিপীড়নের বিরোদ্ধে
প্রান্তিক নারীরদের হৃদয় নিংরানো দারুন সব স্বতস্ফুর্ত প্রতিবাদ !!!
বিখ্যাত আন্তর্জাতিক কবিতা অংগন Poem Hunterএ স্থান পাওয়া
তেমনি একটি কবিতা তাঁর তুলে দেয়া হলো নীচে ।
আপনি বলুন, মার্কস………. – মল্লিকা সেনগুপ্ত
ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল
দ্রাবিড় যে মেয়ে এসে গমবোনা শুরু
করেছিল
আর্যপুরুষের ক্ষেতে, যে লালন
করেছিল শিশু
সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে ?
আপনি বলুন মার্কস, কে শ্রমিক,
কে শ্রমিক নয়
নতুনযন্ত্রের যারা মাস মাইনার
কারিগর
শুধু তারা শ্রম করে !

শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল
সেই শ্রমিকগৃহিণী
প্রতিদিন জল তোলে, ঘর মোছে,
খাবার বানায়
হাড়ভাঙ্গা খাটুনির শেষে রাত হলে
ছেলেকে পিট্টি দিয়ে বসে বসে কাঁদে
সেও কি শ্রমিক নয় !
আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে !

গৃহশ্রমে মজুরী হয়না বলে মেয়েগুলি শুধু
ঘরে বসে বিপ্লবীর ভাত রেঁধে দেবে
আর কমরেড শুধু যার
হাতে কাস্তে হাতুড়ি !
আপনাকে মানায় না এই অবিচার
কখনো বিপ্লব হলে
পৃথিবীর স্বর্গরাজ্য হবে
শ্রেণীহীন রাস্ট্রহীন আলোপৃথিবীর
সেই দেশে
আপনি বলুন মার্কস,
মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী
হবে ?

সুন্দর সুন্দর ফুল আর কবিতা সম্ভারের পোষ্টটি প্রিয়তে গেল

মল্লিকা ফুলের শুভেচ্ছা রইল

৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মল্লিকা আর চন্দ্রমল্লিকা আলাদা ফুল শুনেছি।

আপনার মন্তব্য মানেই অন্য কিছু, জ্ঞানগর্ব আলোচনা মন্তব্য । ভালোবাসি আপনার মন্তব্য কথন।
জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
ভালো থাকুন
সুন্দর মন্তব্য অনুপ্রেরণার উৎস

৮| ২৯ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:১৭

রাজীব নুর বলেছেন: ছবি গুলো ভালো হয়নি।
একটা ছবিরও ফ্রেম ঠিক হয়নি।

৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জি

৯| ২৯ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৪৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর কিছু ছবি সাথে কাব্য।

৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাইয়া ভালো থাকুন

১০| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৮:২৭

ইসিয়াক বলেছেন:

৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:২৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ইসিয়াক ভাইয়া
ভালো থাকুন

১১| ২৯ শে জুলাই, ২০১৯ রাত ৯:৪১

নীল আকাশ বলেছেন: ফাতেমা আপু,
মাত্র দুইজনের জন্য ব্লগের কবিতা প্রেমিকদের হতাশ করবেন না। আজকের কবিতা গুলি পড়ে বেশ মজা পেয়েছি।।আগে লেখা ছিল না পোস্ট দেয়ার সময় লিখেছেন? এত কবিতা লিখেন কিভাবে? একটা লিখতেই তো আমার খবর হয়ে যায়!
ফুলের ছবিগুলি খুব সুন্দর হয়েছে। ফুল যে ভালবাসেনা সে মানুষ হবার উপযুক্ত নয়!
শুভ কামনা রইল!

৩০ শে জুলাই, ২০১৯ সকাল ১০:২৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: :) জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

নিচের লেখাটা পোস্ট করার সময় লিখেছি । আর আগের দুটো যেদিন ফেবুতে পোস্ট করেছিলাম সেদিন লিখেছি।

রাজীব ভাইয়ের মন্তব্যে কিছুটা কনফিউশন হলাম। কারণ উনি বলেছেন ফ্রেম ভালো হয়নি। কিন্তু ফুলের ছবি ফ্রেম এর চেয়ে আর ভালো কী করে তুলে সেটাই বুঝি না।

অনেক ভালো থাকুন ভাইয়া

১২| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ১:৫৪

জুন বলেছেন: কাজী ফাতেমা আজ কিন্ত বলতেই হবে এত সুন্দর ছবি এডিট করার রহস্য :-*
আমারগুলোকে তো কিছুতেই মানুষ করতে পারছি না :-/
অসাধারন বল্লেও কম বলা হয় ।
আর জী আমি মানে আমিও ঐ ভুয়াদের দলে আর কি :`>
+

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি আমি ফটোশপে হালকা পাতলা এডিট করে তারপর পিকাসাতে নিয়ে আরও হালকা এডিট করি এই যা

মোবাইলে করি পিক্স আর্ট দিয়ে আর গুগল ফটোর এডিট অপশন দিয়ে

সময় একটু লাগে এসবের জন্য ধৈর্য্য থাকতে হয় ।

জাজাকিল্লাহ খাইরান আপি ভালো থাকুন দিনভর

হাহাহা মেয়েরাও কবিতা পছন্দ করে না এটা প্রথম জানলাম হাহাহাহাহা ..।

১৩| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:০১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর সব ফুল। সুন্দর কবিতা।

৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ সেলিম ভাইয়া ভালো থাকুন

১৪| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩১

জুন বলেছেন: কিন্ত ছবির সাইজ বড় করছেন কি করে ? আমিতো পারি না :(

৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০০

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপি ফেবুতে আপনাকে ম্যাসেজ দিয়েছিলাম । দেখেন একটু , সেখানে বিস্তারিত বলে দেবো ইনশাআল্লাহ

১৫| ৩০ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৪৭

কাওসার চৌধুরী বলেছেন:
সাদা ফুল আমার খুব প্রিয়। বিশেষ করে বেলি ফুল। সাদা সাড়ি পরা সুন্দরী ললনার খোঁপায় বেলি ফুলের মালা খুব আকর্ষণীয় লাগে। খুব রুমান্টিক মনে হয়। এছাড়া বেলি ফুলের সুঘ্রাণ তো আছেই।

০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমারও ভালো লাগে। সাদা মেঘও ভালো লাগে
সাদা পবিত্রতার রঙ
ভালো থাকুন ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ

১৬| ৩০ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:০৪

তারেক ফাহিম বলেছেন: ফুল চিনতে হলে আগে ছবিপুর ব্লগ চিনতে হবে।


চমৎকার শব্দের গাথুনি।
চন্দ্র মল্লিকাকে দেখেছি পূর্বেও, জানা ছিল না এটাই সে-ই B-)

০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফাহিম ভাইয়া অনেক ধন্যবাদ ভালো থাকুন

১৭| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩৯

জুন বলেছেন: কার ফেসবুকে আপু :-*
আমারতো কোন ফেবু নাই :(

০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: ইন্নালিল্লাহ কারে দিলাম ম্যাসেজ ইয়া মাবুদ

জুন নাম দেখে ভাবছি আপনি :(

কী কারবারটাই না হলো

১৮| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৫

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
খুব সুন্দর হয়েছে ফুলের ছবি গুলো । নতুন করে
আর কি প্রশংসা করবো ? কবিতাও দারুন।
অনেক ভালোলাগা রইলো ।

০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ২:২১

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। ভাালো থাকুন সব সময়
সুন্দর ও সুস্থ নিরাপদ থাকুন আল্লাহ ভরসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.