নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের পোস্টের উত্তর দিতে দেরী হয় সেজন্য সরি।

কাজী ফাতেমা ছবি

সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।

কাজী ফাতেমা ছবি › বিস্তারিত পোস্টঃ

ক্ষমা করো প্রভু....

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৮



হাসছি দেখো,
স্রোতের টানে ভাসছি দেখো
রঙ দুনিয়ায় মাতাল হয়ে
ঘুরছি দেখো ঘুর্নিপাকে;
মনের রঙ্গে যা খুশি তাই-
করছি দেখো,
পথের দিশা হারিয়ে আজ
ভাবছি এসে পথের বাঁকে।

নাচছি আমি সমানতালে
অন্ধ হয়ে দুনিয়ার প্রেমে
দেখছে সবাই, ভাবছে বুঝি
সুখগুলো সব আমার ভালে।
মোহের প্রেমে মজেছি হায়!
জরা সময় এসে হঠাৎ
বুলায় আদর বৃদ্ধ গালে।

রঙ্গ তামাশায় সঁপেছি মন
নিজ অস্থিত্ব ভুলছি বলে,
খাচ্ছি দাচ্ছি, ঘুমাচ্ছি দেখো,
দুনিয়ার সুখে
মত্ত থাকার করেছি পণ।

বুঝি নাই, অভাগী তাই
দুনিয়া নিয়ে পড়েছি দেখো
ক্ষনস্থায়ী সুখের তরে
বিশাল সময় অপচয়ে আজ;
যেনো আমার ভিতরে
আর আমি নাই।

সময় ছিল হাতে যখন
ভাবি নাই,
প্রাণ সঁপিবো প্রভুর তরে,
ভুল করেছি,
হাসি তামশায় সময় পার;
জানি না প্রভু, আমার তরে
রেখেছো কী উপঢৌকন?

অসীম তুমি, মহান তুমি
ভুলগুলি সব শোধরে দাও
অন্তিম সময়ে এসেছি দেখো
ক্ষমা যদি না করো প্রভু,
সিজদা ছেড়ে উঠব না আমি।
August 1, 2013 at 11:22 PM

মন্তব্য ২২ টি রেটিং +৪/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৭

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

২| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪০

চাঁদগাজী বলেছেন:


সিজদায় থাকেন, দেখেনঘর কেমনে চলে, চাকরাণী থাকলে ঘর চলবে; না হয়, সিজদা ছাড়তে হবে অসময়ে।

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪২

কাজী ফাতেমা ছবি বলেছেন: মন্তব্যের উত্তর নিষ্প্রয়োজন

৩| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৪৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান :)

৪| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০১

জাহিদ হাসান বলেছেন: মন্তব্য করতে যাচ্ছিলাম। চাদগাজী দাদুর মন্তব্য পড়ে বরফ হয়ে গেছি।

কেউ আমাকে গরম করে স্বাভাবিক কর। :D


কবিতা ভাল লাগছে।

জয়বাংলা

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: উনি ধর্মীয় পোস্টে এসে এমন মন্তব্য করেন। অন্য পোস্টে আসেন না


ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সুস্থ থাকুন

৫| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:১৯

অন্তরা রহমান বলেছেন: খুবই সুন্দর কবিতা

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়

৬| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২২

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন

আপনিও ভালো থাকুন বোন।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ফি আমানিল্লাহ

৭| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২৮

ইসিয়াক বলেছেন: অনেক অনেক সুন্দর ।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া

৮| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ৮:০৬

জুনায়েদ বি রাহমান বলেছেন: সুন্দর, সুখপাঠ্য কবিতা। ভালোলাগা রইলো।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: আন্তরিক ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সব সময়

৯| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৪২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতাটি পাঠে মুগ্ধতায় ফিললাম। ভাল থাকুন সদায়।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন সব সময়

১০| ০১ লা আগস্ট, ২০১৯ রাত ১০:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় আপু,

ছন্দময় কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।
পোস্টে তৃতীয় লাইক।

শুভেচ্ছা নিয়েন।

০১ লা আগস্ট, ২০১৯ রাত ১১:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়, ফি আমানিল্লাহ

১১| ০২ রা আগস্ট, ২০১৯ রাত ১১:৩৯

মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
কবিতাটা ভালো কিন্তু শেষের লাইন গুলো খুবই চমৎকার।
অনেক শুভকামনা ও ধন্যবাদ জানবেন ।

০৪ ঠা আগস্ট, ২০১৯ দুপুর ২:২০

কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকিল্লাহ খাইরান আপি। এটা ২০১৩ সালের লেখাৱ
সুন্দর মন্তব্যের জন্য আবারও জাজাকিল্লাহ খাইরান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.