নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সর্বস্বত্ব সংরক্ষিত। লেখকের অনুমতি ব্যতীত যে কোন কবিতা, গল্প, ছড়া, ছবি পোস্ট করা হতে বিরত থাকবেন।
©কাজী ফাতেমা ছবি
চাপা পড়ে যায় সব, চুপচাপ দেখে যেতে হয় সব অন্যায়
এখানে মানুষ নিরবে উঠে পড়ে অত্যাচারীর নায়,
মুখে কুলুপ এঁটে কান খারা করে রাখে লাচার মানুষ
আর ওরা উড়ায় স্বাধীনতায় অন্যায়ের ফানুস।
ফানুসগুলো জ্বলে জ্বলে উড়ে
যতদূর চোখ যায় দেখি দূর বহুদূরে।
এখানে রক্ত রঙছোপ চোখের জলের বৃষ্টিতে ধুয়ে গেলে
মানুষ ভুলে যায় নিমেষে,
একদা যারা হারিয়েছে তারা ছিলো ভাই বন্ধু কন্যা অথবা ছেলে।
এখানে আগেরদিন স্বচক্ষে দেখি হিংস্রতা,
রক্তহোলী, রাহাজানি যা ঘটে যায় ঘটনা
পরদিন কান পেতে শুনি হাওয়ায় ভাসে এ-যে সবই রটনা।
গুজব গুজব সুর উঠে হাওয়ায় হাওয়ায়
নিশ্চুপ শুনি বসে দখিন দাওয়ায়।
মিথ্যের আড়ালে সত্যরা গুমরে কাঁদে
আর আপামর জনতা পড়ে যায় সে মিথ্যের ফাঁদে।
কী করে ভুলে যাই,কী করে বুকের বামের ক্ষত মুছে দেই,
ভেজাল আর ইস্যুর চাপে পড়ে হারাই নিত্য জীবনের খেই;
কোথায় আছে তবে একফুটা শান্তি
শহরজুড়ে চারিদিকে অলিগলিতে ভ্রান্তি শুধু ভ্রান্তি।
এখানে মানুষ কথা বলে কম-যদি ধরে নিয়ে যায় যম!
এখানে মানুষ অন্যায় দেখে আড়চোখে তাকায়
রক্তের ছোপ হতে একফুটা রক্ত নিয়ে বুকের বামে মাখায়।
এখানে মানুষ কষ্টগুলো বুকে চেপে ধরে
ফিরে যায় বাঁচিয়ে জান যে যার আপন ঘরে।
August 6, 2018
০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১২
কাজী ফাতেমা ছবি বলেছেন: জাজাকাল্লাহ খাইরান ভাইয়া। ভালো থাকুন অনেক অনেক
আল্লাহ সবাইকে নিরাপদ ও সুস্থ রাখুন
২| ০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১৬
ঢাবিয়ান বলেছেন: খুব ভাল লিখেছেন আপু।
চুপ করে থাকা মানুষগুলোর নিজ ভুমি যেদিন কেড়ে নিতে আসবে হায়েনার দল সেদিন আর চিৎকার করেও লাভ হবে না। এখনই সময় জেগে ওঠার। নিজ অধিকার যে কোন মূল্যে আদায় করার। ভোটের অধিকার নিশ্চিত করা না গেলে কঠিন সময় সামনে ..
০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া।
কেনো যে মানুষ এত পিছিয়ে আছে অন্যায়ের প্রতিবাদে বুঝি না। ছোটখাটো অন্যায়েও প্রতিবাদ করে না ।মনটাই খারাপ হয়ে যায়।
আর ভোটের কথা কী আর কমু
৩| ০৬ ই আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
ইসিয়াক বলেছেন: অনেক সুন্দর
০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন
৪| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৮:৩৬
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর !!!
০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৮
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ লিটন ভাইয়া
৫| ০৬ ই আগস্ট, ২০১৯ রাত ৯:৩১
রাজীব নুর বলেছেন: চমৎকার একটি কবতা পড়লাম।
০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসংখ্য ধন্যবাদ রাজীব ভাইয়া ভালো থাকুন
৬| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ১:১১
মুক্তা নীল বলেছেন:
আপা ,
কি হবে গতি, বিশ্বপতি ,শান্তি কোথা আছে --
তোমারে দাও ,আশা পূরাও, তুমি এসো কাছে ।।
অনেক ভালো হয়েছে। শুভ রাত্রি ।
০৭ ই আগস্ট, ২০১৯ সকাল ১০:২৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: কোথাও শান্তির নাই আপি। সারা বিশ্বেই সহিংসতা লেগেই আছে
জাজাকিল্লাহ খাইরান ভালো থাকুন অনেক অনেক
শুভ সকাল
৭| ০৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:১৮
পদাতিক চৌধুরি বলেছেন: বেশ ভালো লিখেছেন আপু।++
শুভেচ্ছা নিয়েন।
০৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া
ভালো থাকুন সাথেই থাকুন
৮| ০৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:২৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
শান্তির মা মনে হয় মারা গেছে। তাইতো এত অশান্তি।
০৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: হ্যা শান্তির মা আম্রিকা গেছে গা
ধন্যবাদ
৯| ০৭ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:৫৩
কাওসার চৌধুরী বলেছেন:
এখানে মানুষ কথা বলে কম যদি ধরে নিয়ে যায়
শুনে কম যদি শুনতে শনতে কানের পর্দা ফেটে যায়
বুঝে তার চেয়ে কম যদি বিবেক জাগ্রত হয়ে যায়
আর দৃষ্টি মেলিয়া সুজলা সুফলা শস্য শ্যামল বাংলার মুখ
দেখে তার চেয়েও ঢের ঢের কম। +++
০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪১
কাজী ফাতেমা ছবি বলেছেন: বিবেক সে আর কবে জাগ্রত হবে
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন অনেক অনেক
১০| ০৭ ই আগস্ট, ২০১৯ রাত ৮:১৩
নীল আকাশ বলেছেন: অনেক দিন পরে অসাধারন একটা কবিতা পড়লাম। আমি প্রিয়তে নিয়ে রাখলাম।
দেশে আমরা দিন দিন বুদ্ধি আর বাক প্রতিবন্ধি জাতীতে পরিনত হচ্ছি।
পড়ছিলাম আর মনে হচ্ছিল আমার মনের কথাগুলিই আপনি লিখে দিয়েছেন।
ধন্যবাদ।
০৮ ই আগস্ট, ২০১৯ দুপুর ২:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষের অনুভূতি ক্ষমতাই কমে যাচ্ছে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান দিন
সুন্দর মন্তব্যের জন্য জাজাকাল্লাহ খাইরান ভাইয়া
১১| ০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
০৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৪:১৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ ভাইয়া ভালো থাকুন
১২| ১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:১৯
এস সুলতানা বলেছেন: চমৎকার একটি কবতা পড়লাম।
১৪ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:২৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: অনেক ধন্যবাদ আপি
ভালো থাকুন
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০১৯ বিকাল ৫:১১
জুনায়েদ বি রাহমান বলেছেন: একদম। +